// অ্যাক্রেলিক রঙ দিয়ে চেরি ব্লসম ফুলের পেইন্টিং //

in hive-129948 •  14 days ago 
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমার বাংলা ব্লগের সকল ভাই ও বোনকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্টটি শুরু করছি।

IMG20250110185029-01.jpeg

আজকে আপনাদের সামনে সুন্দর একটি আর্ট নিয়ে হাজির হয়েছি।সব ধরনের পেইন্টিং করতে আমি খুব ভালোবাসি। আজকে খুবই সাধারণ একটি পেইন্টিং নিয়ে আপনাদের মাঝে চলে এলাম।

আজকের এই পেইন্টিংটি আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করে করেছি।অ্যাক্রেলিক কালার ব্যবহার করে অঙ্কন করা সকল ধরনের পেইন্টিংই আমার কাছে খুবই ভালো লাগে। এছাড়া বেশ অনেকদিন হলো এই ধরনের পেইন্টিং করা হয় না। তাই আজকে আমি অ্যাক্রেলিক কালার ব্যবহার করে চেরি ব্লসম ফুলের পেইন্টিং করে ফেললাম। চেরি ব্লসম ফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। এখানে আমি মাত্র তিনটি কালার ব্যবহার করে সম্পূর্ণ অংকনটি করেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর পেইন্টিংটি করলাম।

চেরি ব্লসম ফুলের পেইন্ট

IMG20250110184853.jpg

প্রয়োজনীয় উপকরণ

১.কাগজ
২.অ্যাক্রেলিক রঙ
৩.তুলি

IMG20250110182859.jpg

✍️ধাপ-১:✍️

প্রথমে সাদা রঙের কাগজের উপর তুলির সাহায্যে কালো রং দিয়ে সুন্দর করে একটি ডাল অংকন করে নিব। ডালের অনেকগুলো শাখা-প্রশাখা অঙ্কন করবো।

IMG20250110182958.jpgIMG20250110183502.jpg
✍️ধাপ-২:✍️

এরপর গোলাপি রং দিয়ে চেরি ব্লসম ফুল অঙ্কন করবো।প্রথমে চিত্রের মতো করে পাঁচ পাপড়ি বিশিষ্ট একটি ফুল অঙ্কন করবো।

IMG20250110183608.jpgIMG20250110183652.jpg

IMG20250110183803.jpg

✍️ধাপ-৩:✍️

এরপর গাছের ডালের সঙ্গে ফুলের কিছু কুঁড়ি অঙ্কন করবো।এভাবে ফুলের কুঁড়িগুলো অঙ্কন করলে দেখতে খুবই সুন্দর দেখাবে।

IMG20250110183905.jpg

✍️ধাপ-৪:✍️

একইভাবে সম্পূর্ণ ডালে অনেকগুলো ফুল এবং কুঁড়ি অংকন করে নিব।

IMG20250110184124.jpgIMG20250110184432.jpg
✍️ধাপ-৫:✍️

অঙ্কনটিকে আরো আকর্ষণীয় করার জন্য নিচের দিকে কিছু ফুলের পাঁপড়ি এঁকে নিব। এমনভাবে ফুলের পাঁপড়ি এঁকে নিব যাতে দেখে মনে হয় গাছ থেকে পাঁপড়িগুলো মাটিতে ঝরে পড়ছে।

IMG20250110184518.jpg

✍️ধাপ-৬:✍️

এখন হলুদ রং দিয়ে সবগুলো ফুলের মাঝে অংশ চিত্রের মতো করে অংকন করে নিব।

IMG20250110184640.jpgIMG20250110184724.jpg
✍️ধাপ-৭:✍️

এভাবেই সম্পূর্ণ চিত্রটি এঁকে ফেললাম।এখন আমার সিগনেচার করে নিব।আজকে অঙ্কন করা এই ফুল গাছের পেইন্টিংটি দেখতে অনেক সুন্দর লাগছিল।

IMG20250110184827.jpg

✍️ফাইনাল আউটপুট:✍️

IMG20250110184915.jpg

IMG20250110184909.jpg

আশা করি আজকে অংকন করা চেরি ব্লসম গাছের এই চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে।পেইন্টিংটি করার সময় আমার কাছে বেশ ভালো লাগছিল। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীআর্ট পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক সুন্দর ফুলের চিত্র আর্ট করেছেন। আপনার ফুলের কালারটা বেশ দারুন হয়েছে। এইজন্য আরো সুন্দর মনে হল। আমি প্রথম থেকে এই শেষ পর্যন্ত ভালোভাবে দেখে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। যেন পরবর্তীতে আমিও এমন আর্ট করতে পারি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

চেরি ব্লসম ফুলের পেইন্টিং খুব সুন্দর ফুটে উঠেছে। অনেক দিন পরে আপনার পেইন্টিং দেখলাম। আপনার এধরনের পোস্ট গুলো সব সময়ই ভালো লাগে। শুভ কামনা রইল।

আপু আপনি সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি পেইন্টিং শেয়ার করেছেন। চেরি ব্লসম ফুল দেখতে আমার কাছেও অনেক ভালো লাগে। যদিও বাস্তবে কখনও দেখা হয়নি। আপনি খুব সুন্দর কালার নির্বাচন করেছেন চেরি ব্লসম ফুলের পেইন্টিং এর জন্য। মাঝে মাঝে কিছু কিছু পেইন্টিং থাকে যেগুলো সিম্পল হলেও দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

রং দিয়ে দারুন একটি ফুলের পেইন্টিং করেছেন আপু। পেইন্টিং কি দেখতে অসাধারণ লাগছে। ছোট্ট একটি গাছের ডালের সাথে ছোট ছোট ফুল ভারী সুন্দর। তেমনি সুন্দর একটি মিষ্টি রং ব্যবহার করেছেন। আপনার পেইন্টিং কি আমার কাছে দুর্দান্ত লেগেছে। বিস্তারিত সহকারে পেইন্টিংটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ

সিম্পলের মধ্যে চমৎকার আর্ট করেছেন আপনি। এরকম আর্ট গুলো আমার কাছে বেশ ভালো লাগে। কালার কম্বিনেশন খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

এখানে আপনি অনেক সুন্দর একটা চিত্র অঙ্কন করে দেখিয়েছেন। যেখানে এক্রলিক কালার ব্যবহার করেছেন। কালারের ছোঁয়াতে চিত্রের ফুলগুলো যেন সুন্দরভাবে ফুটে উঠলো। আর এই চিত্র দেখে আমিও মুগ্ধ হয়ে গেলাম। যেন আপনার মনের মাধুর্য ফুটে উঠেছে এই চিত্রের মধ্যে।

অ্যাক্রিলিক রং দিয়ে দারুন সুন্দর ফুলের পেইন্টিং আঁকলেন। মধ্য দিয়ে আপনার চিত্র অংকন দক্ষতা প্রকাশ পেল বেশ ভালোভাবেই। সুন্দর এমন একটি ছবি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ।

আজকে আপনি অনেক সুন্দর একটা ফুলের পেইন্টিং করেছেন। গাছের ডালে ফুল গুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। এই ফুলগুলোর কালার খুবই সুন্দর ছিল। আমার কাছে এরকম পেইন্টিং গুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি কিন্তু দারুণ পেইন্টিং করতে পারেন। আশা করি আপনার এরকম সুন্দর পেইন্টিং সব সময় আমাদের মাঝে শেয়ার করবেন।

আপনার মত পেইন্টিং করতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার আজকের চেরি ব্লসমের আর্টটি খুবই সুন্দর হয়েছে। প্রথমে দেখে ভেবেছিলাম যে আপনি ক্লে দিয়ে তৈরি করেছেন। পরে দেখলাম যে এটি এঁকেছেন। এত সুন্দর লাগছে দেখতে।

অ্যাক্রেলিক রঙ দিয়ে চেরি ব্লসম ফুলের পেইন্টিং টি দারুণ হয়েছে। এই চেরি ব্লসম ফুল দেখতে খুব সুন্দর। গাছে পাতা থাকে না শুধু ফুল আর ফুল।খুবই সুন্দর পেইন্টিং করেছেন মনে হচ্ছে অরিজিনাল চেরি ব্লসম ফুল এগুলো।ধাপে ধাপে ফুল পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর চেরি ব্লসম ফুল গাছটি পেইন্টিং পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

চেরি ব্লসম ফুলের পেইন্ট আসলেই অনেক চমৎকার লাগছে দেখতে ।এমন ধরনের পেন্টিং করতে তেমন একটা সময় লাগে না কিন্তু দেখতে অনেক ভালো লাগে।

আমার কাছে এরকম পেইন্টিং করতে অনেক বেশি ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই পেইন্টিং করি। আর পেইন্টিং করার পাশাপাশি দেখতেও আমি অনেক পছন্দ করি। এত সুন্দর এবং চোখ ধাঁধানো একটা পেইন্টিং আপনি করেছেন দেখে, আমার কাছে তো জাস্ট মনোমুগ্ধকর লেগেছে। কারণ আপনি পুরোটাই অঙ্কন করেছেন অনেক বেশি সুন্দর করে। পুরো পেইন্টিংটি এত বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে যে আর কি বলব। যে কেউ দেখলে জাস্ট সবাই মুগ্ধ হয়ে যাবে।

চেরি ব্লসম ফুল। নামটা তো বেশ দারুণ। চমৎকার লাগল আপনার ফুলের পেইন্টিং টা। বেশ অসাধারণ করেছেন আপনি। পাশাপাশি চমৎকার উপস্থাপন করে নিয়েছেন। সবমিলিয়ে অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।

ছোটবেলায় এরকম রং দিয়ে অনেক খেলাধুলা করেছি এবং এরকম অনেক ধরনের আর্ট তৈরি করেছিলাম, যা হয়তো দেখার মত ছিল, আবার একেবারে ইউনিকও ছিল৷ তবে আজকে যেভাবে আপনি এত সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ এখানে এই আর্ট দেখে যেন একেবারে বাস্তবের একটি গাছের প্রতিচ্ছবি দেখতে পেলাম৷