//হ্যান্ড এমব্রয়ডারি "গোলাপ ফুলের ডিজাইন"//

in hive-129948 •  10 months ago 
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে।

IMG20240201082517-01-01.jpeg

IMG20240201082458-01.jpeg

আজকে আপনাদের সাথে শেয়ার করবো "হ্যান্ড এমব্রয়ডারি গোলাপ ফুলের ডিজাইন"।সেলাই করতে আমার খুব ভালো লাগে।বিশেষ করে এমব্রয়ডারি ডিজাইনগুলো আমার খুবই পছন্দের।সুঁই-সুতা ব্যবহার করেও যে এত সুন্দর ডিজাইন করা যায়, তা হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন দেখলেই বোঝা যায়।

আমার হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন করতে অনেক ভালো লাগে। তবে আমি এই কাজে তেমন পারদর্শী নই। এই ধরনের এমব্রয়ডারি ডিজাইন করতে অনেক সময়ের প্রয়োজন হয়। এর আগে কখনো এমন সেলাই নিয়ে পোস্ট করিনি। "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে যেহেতু সকল ধরনের ক্রিয়েটিভ বিষয়গুলো আমরা শেয়ার করতে পারি, তাই ভাবলাম আজকে হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইন শেয়ার করা যাক।আশা করি আপনাদের ভাল লাগবে। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আমি সুঁই-সুতা ব্যবহার করে আজকের এই হ্যান্ড এমব্রয়ডারি গোলাপ ফুলের ডিজাইনটি করলাম।

হ্যান্ড এমব্রয়ডারি গোলাপ ফুলের ডিজাইন

IMG20240201082740-01.jpeg

IMG20240201082652-01.jpeg

IMG20240201081920-01.jpeg

IMG20240131210906-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা সুতি কাপড়
২.সুঁই
৩.রঙিন এমব্রয়ডারি সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম

IMG20240131194413.jpg

ধাপ-১:

প্রথমে আমি সুতি কাপড়ের উপরে পেন্সিল দিয়ে যে ডিজাইন সেলাই করব সেটি অঙ্কন করে নিব।এখানে আমি গোলাপ ফুল সেলাই করার জন্য প্রথমে তিনটি বৃত্ত এঁকে নিব । এবং কিছু পাতা অঙ্কন করে নিব। এরপর আমি সাদা ও কমলা রঙের মিক্সড করা একটি এমব্রয়ডারি সুতা সুঁই এর মধ্যে পরিয়ে নিব।

IMG20240131194839.jpgIMG20240131195204.jpg
ধাপ-২:

এখন গোলাপ ফুলের ডিজাইনটি সেলাই করব। পেন্সিল দিয়ে এখানে আগেই বৃত্তের মধ্যে সমানভাবে পাঁচটি দাগ দিয়ে নিয়েছি। এখন একটি দাগের কোনা থেকে সুইটি উঠিয়ে নিয়ে বৃত্তের মাঝখান দিয়ে আবার সুঁইটি নামিয়ে নেব। অর্থাৎ, সুতা দিয়ে দাগগুলো ভরাট করতে হবে। একইভাবে পাঁচটি দাগে সেলাই করে নিয়েছি।

IMG20240131195300.jpgIMG20240131195320.jpg
IMG20240131195346.jpgIMG20240131195521.jpg
ধাপ-৩:

এরপর বৃত্তের মাঝখানের অংশে আবার সুঁইটি উঠিয়ে নিব। চিত্রে দেখানো উপায়ে সুঁইটি একটা দাগের নিচে এবং আরেকটা দাগের উপরে দিয়ে প্যাঁচাতে থাকবো। একটি প্যাঁচ দিয়ে সুতাটি টেনে একটু টাইট করে নিব। তাহলে গোলাপ ফুলটি সুন্দরভাবে সেলাই হবে।

IMG20240131195551.jpgIMG20240131195616.jpg
IMG20240131195643.jpgIMG20240131195651.jpg
ধাপ-৪:

এখানে সুতা অনেকবার পেঁচিয়ে গোলাপ ফুল তৈরি করে নিব।অনেক সুন্দর একটি গোলাপ ফুল তৈরি হয়ে গেল।

IMG20240131195722.jpgIMG20240131195915.jpg
IMG20240131200343.jpgIMG20240131200730.jpg

IMG20240131200900.jpg

ধাপ-৫:

একইভাবে আমি গোলাপি ও সাদা রঙের আরো দুইটি গোলাপ ফুল সেলাই করে নিব।

IMG20240131202005.jpgIMG20240131203133.jpg
ধাপ-৬:

এরপর সবুজ রঙের সুতা দিয়ে গোলাপ ফুলের পাতাগুলো সেলাই করে নিব। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করা পাতার মাথার অংশে সুঁই উঠিয়ে নিব।এবং পাতার মাঝে অংশে সুঁই নামিয়ে একটি ফোঁড় তুলে নিব। এরপর পাশে আরও একটি ছোট ফোঁড় তুলে নিব।

IMG20240131203537.jpgIMG20240131203601.jpg
IMG20240131203631.jpgIMG20240131203713.jpg
ধাপ-৭:

এভাবেই দুই পাশে মোট চারটি ফোঁর তুলে সম্পূর্ণ পাতাটি সেলাই করে নিব।একইভাবে দুই পাশে আরও দুটি পাতা সেলাই করে নিব।

IMG20240131203800.jpgIMG20240131204028.jpg

IMG20240131204524.jpg

ধাপ-৮:

এমব্রয়ডারি ডিজাইনটি আরও আকর্ষণীয় করার জন্য এখানে কিছু ফ্রেঞ্চ গিঁট সেলাই দিব। প্রথমে কাপড়ের নিচ থেকে সুঁই উঠিয়ে নিব। এরপর সুঁই এর মাথায় সুতা দিয়ে তিনটি প্যাঁচ দিয়ে সুঁইটি কাপড়ের মধ্যে দিয়ে নামিয়ে নিচে টান দিব। এভাবেই হয়ে গেল ফ্রেঞ্চ গিঁট সেলাই।

IMG20240131204609.jpgIMG20240131204624.jpg
IMG20240131204644.jpgIMG20240131204702.jpg
IMG20240131204723.jpgIMG20240131204745.jpg
ধাপ-৯:

একইভাবে আমি পেন্সিল দিয়ে মার্ক করা জায়গায় ফ্রেঞ্চ গিঁট সেলাই করে নিব।

IMG20240131204843.jpgIMG20240131205346.jpg
ধাপ-১০:

এরপর বাকি পাতাগুলোও সেলাই করে নিব।

IMG20240131205856.jpgIMG20240131210916-01.jpeg
ধাপ-১১:

অবশেষে হ্যান্ড এমব্রয়ডারি গোলাপ ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল।

IMG20240131210926-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240131210849-01.jpeg

IMG20240131210804-01.jpeg

IMG20240131210750-01.jpeg

IMG20240131210759-01.jpeg

IMG20240131210545-01.jpeg

IMG20240201081424-01.jpeg

আশা করি আমার আজকের এই পোস্টটি আপনাদের ভালো লেগেছে। যদিও খুব ইউনিক একটি পোস্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীহ্যান্ড এমব্রয়ডারি সেলাই
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

রঙিন এমব্রয়ডারি সুতা দিয়ে খুব সুন্দর গোলাপ ফুলের ডিজাইন করেছেন। গোলাপ ফুলের ডিজাইনটি দেখতে বেশ সুন্দর লাগছে ।আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইনটি । এই ধরনের কাজগুলো করতে অনেক ধৈর্য সময়ের প্রয়োজন হয়। দেখে বোঝা যাচ্ছে আপনি খুব ধৈর্য ও সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যে কেউ চাইলে এটি সহজ ভাবে তৈরি করে নিতে পারবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঠিকই বলেছেন, আপু।সেলাইয়ের কাজ করতে অনেক ধৈর্য প্রয়োজন।আমার এই ফুলের এমব্রয়ডারি সেলাই করতে অনেক সময় লেগেছিল।

অনেকদিন আগে আমার ছোট খালা এই জিনিস শিখেছিল সেই সময় কিন্তু এই জিনিসের গুরুত্ব বুঝলাম না। তবে আজকে আপনার এই কার্যক্রমের মধ্য দিয়ে কিন্তু মনে পড়ল সেই দিনের কথা আর পাশাপাশি বুঝতে পারছি এগুলা কতটা প্রয়োজনীয় আর শিখলে কতটা দক্ষতা হয়। বেশ ভালো লেগেছে আপু আপনার সুন্দর এই কার্যক্রম।

ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান মন্তব্যের জন্য। আমার সেলাইয়ের এই কাজটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

বাহ দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু এত চমৎকার ভাবে আপনি হ্যান্ড এমব্রয়ডারি করেছেন। এক সময় আমিও করতাম তবে ব্যস্ততার কারণে আর করা হয় না। কিন্তু আপনার টা দেখে তো অনেক ভাল লেগেছে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি গোলাপ ফুল হাতে এমব্রয়ডারি করেছেন। কালার কম্বিনেশন এবং উপস্থাপনা দারুন ছিল।

আপনিও হ্যান্ড এমব্রয়ডারি করতেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু, আপনার সুন্দর মমন্তব্যের জন্য।

আরে বাহ্, আপনি তো দেখছি অনেক সুন্দর করে গোলাপ ফুলের ডিজাইন করেছেন সুতা দিয়ে কাপড়ের উপরে। এরকম হাতের কাজগুলো অনেক বেশি নিখুঁত হয়ে থাকে এবং কি এগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়। গোলাপ ফুল গুলোর অনেক সুন্দর ভাবে ডিজাইন করেছেন। পাতাগুলো দেওয়ার কারনে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আপনার হ্যান্ড এমব্রয়ডারি গোলাপ ফুলের ডিজাইন তৈরি সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। এরকম একটা নিখুঁত হাতের কাজ শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

ঠিকই বলেছেন, ভাইয়া। এই কাজগুলো করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়। আপনার মূল্যবান মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

সুতার সাহায্যে কাপড়ের উপরে এরকম কাজগুলো করতে আমার কাছেও খুব ভালো লাগে। সেলাইয়ের কাজ আমি খুবই পছন্দ করি। এরকম ভাবে একটা কাপড়ের উপর বিভিন্ন ডিজাইন করলে অনেক সুন্দর দেখায়। আপনি গোলাপ ফুলের ডিজাইন করেছেন, যেটা দেখেই তো আমি মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। রঙিন এমব্রয়ডারি সুতা হওয়ার কারণে ফুলগুলোকে বেশি সুন্দর লাগছিল। আপনি কিন্তু সত্যি অনেক সুন্দর কাজ পারেন। আপনার এই সুন্দর এবং নিখুঁত হাতের কাজটা আমার কাছে ভালো লেগেছে এবং কি পছন্দ হয়েছে।

সেলাইয়ের কাজ আপনিও খুব পছন্দ করেন জেনে ভালো লাগলো। আমার সেলাই করা গোলাপ ফুলের ডিজাইনটি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।