"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৫২ // ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য তৈরি কার্ড//

in hive-129948 •  8 months ago 
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই স্পেশাল একটি অরিগ্যামি পোস্ট নিয়ে।

IMG20240207192643-02-01.jpeg

প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি একটি করে অরিগ্যামি পোস্ট করার। তবে আজকের এই অরিগ্যামি পোষ্টের মূল উদ্দেশ্য "আমার বাংলা ব্লগ" কমিউনিটি কর্তৃক আয়োজিত প্রতিযোগিতা-৫২ তে অংশগ্রহণ করা। আমার বাংলা ব্লগ কর্তৃক আয়োজিত সকল প্রতিযোগিতাতেই আমি অংশগ্রহণ করার চেষ্টা করি। যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মধ্যে আলাদা এক ধরনের আনন্দ খুঁজে পাই।

IMG20240207192643-01-01.jpeg

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু হচ্ছে : শেয়ার করো তোমার প্রিয় মানুষের জন্য তৈরি Valentine's Day এর কার্ড।এবারের প্রতিযোগিতার টপিকটা আমার খুবই ভালো লেগেছে। আমার বাংলা ব্লগের ফাউন্ডার,এডমিন এবং মডারেটর ভাই ও বোনকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে সুন্দর প্রতিযোগিতা নিয়ে আসার জন্য। Valentines Day উপলক্ষে আমরা যদি নিজের হাতে কার্ড তৈরি করে প্রিয়জনকে উপহার দেই তাহলে তারা অনেক খুশি হবে। প্রিয়জন বলতে স্বামী, সন্তান, মা, বাবা,ভাই, বোন সকলকেই বোঝায়।তবে আমি আজকে এই কার্ডটি আমার স্বামীকে উদ্দেশ্য করে বানাচ্ছি।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য তৈরি কার্ড

IMG20240207161117-01.jpeg

IMG20240207161105-01.jpeg

IMG20240207161122-01.jpeg

IMG20240207161304-01.jpeg

IMG20240207160717-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.রঙিন কাগজ
২.গাম
৩.কাঁচি
৪.স্কেল
৫.জেল কলম
৬.অ্যাক্রেলিক রঙ
৭.তুলি
৮.রঙ পেন্সিল

IMG20240207132856.jpg

ধাপ-১:

প্রথমে সাদা রঙের A4 সাইজের একটি কাগজ নিব।এরপর কাগজটি মাঝ বরাবর সমান ভাবে ভাঁজ দিয়ে একটি কার্ড তৈরি করে নিব।এরপর চিত্রের মতো করে সাদা কাগজের উপরের পার্ট সুন্দরভাবে কেটে নিব।

IMG20240207132945.jpgIMG20240207133109.jpg

IMG20240207133513.jpg

ধাপ-২:

এরপর গোলাপি রঙের কাগজ দিয়ে সাদা কাগজের নিচে বর্ডার দিব। কলমের সাহায্যে বর্ডারের ডিজাইন এঁকে নিব। এখন কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে নিব। গোলাপি রঙ আমার কাছে অনেকটা হালকা রং মনে হচ্ছিল।তাই আমি এর উপর অ্যাক্রেলিক রং দিয়ে লাল করে দিয়েছি।এরপর গামের সাহায্যে সাদা কাগজের নিচে সুন্দরভাবে লাগিয়ে নিব।

IMG20240207133644.jpgIMG20240207134000.jpg
IMG20240207134245.jpgIMG20240207134639.jpg

IMG20240207134738.jpg

ধাপ-৩:

এখন কার্ড এর ভেতরে নিচের অংশে রঙিন পেন্সিলের সাহায্যে চিত্রের মত করে দাগ দিয়ে নিব।

IMG20240207135723.jpgIMG20240207135854.jpg

IMG20240207140251.jpg

ধাপ-৪:

এরপর একটি প্রজাপতি তৈরি করার জন্য সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট সাদা রঙের একটি কাগজ নিব।কাগজটি মাঝ বরাবর সমান ভাবে ভাঁজ দিব। এরপর চিত্রের মতো করে প্রজাপতির এক সাইড এঁকে নিব। এখন কাঁচির সাহায্যে সুন্দরভাবে কেটে নিব। এরপর ভাঁজটি খুলে ফেলব।

IMG20240207140421.jpgIMG20240207140443.jpg
IMG20240207140601.jpgIMG20240207140750.jpg

IMG20240207140758.jpg

ধাপ-৫:

এখন প্রজাপতির নিচের অংশ তৈরির জন্য লাল রঙের একটি কাগজ চিত্রের মত করে একইভাবে কেটে নিব। এরপর লাল রংয়ের কাগজের ভাঁজ খুলে নিব।

IMG20240207141029.jpgIMG20240207141216.jpg
IMG20240207141229.jpgIMG20240207141242.jpg
ধাপ-৬:

সাদা রঙের কাগজের উপর প্রজাপতির পাখনার সুন্দর নকশা এঁকে নিব জেল কলমের সাহায্যে। এরপর রং পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে পাখনায় রং করে নিব।এখন গামে সাহায্যে লাল রঙের পাখনার উপর সাদা রঙের পাখনাটি লাগিয়ে নিব।

IMG20240207141733.jpgIMG20240207142201.jpg
IMG20240207142523.jpgIMG20240207142758.jpg
ধাপ-৭:

এখন কালো রংয়ের কাগজের উপর হার্ট শেপ আকৃতির একটি লাভ এঁকে নিব। এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ কেটে নিব। তৈরি হয়ে গেল সুন্দর একটি লাভ। একইভাবে আমি অনেকগুলো ছোট ও বড় সাইজের লাভ তৈরি করে নিয়েছি।

IMG20240207152948.jpgIMG20240207153015.jpg
IMG20240207153032.jpgIMG20240207152741.jpg
ধাপ-৮:

এরপর কার্ড এর ভেতরের অংশে চিত্রের মত করে লাল ও কালো রঙের লাভ গামের সাহায্যে লাগিয়ে নিব। এরপর জেল কলম এর সাহায্যে লাভের নিচে অনেকগুলো আঁকাবাঁকা দাগ দিয়ে নিব।
দেখে যাতে মনে হয় এগুলো হার্ট শেপের বেলুন।

IMG20240207153453.jpgIMG20240207153709.jpg
ধাপ-৯:

এরপর সাদা, কালো এবং গোলাপি রঙের কাগজ দিয়ে তিনটি লাভ তৈরি করে নিব। এখন সাদা রংয়ের কাগজের উপর জেল কলম দিয়ে ইংরেজি লেটারে লাভ লিখে নিব। সাদা রঙের কাগজের নিচে গোলাপি রঙের কাগজ এবং তার নিচে কালো রংয়ের কাগজ দিয়ে গামের সাহায্য লাগিয়ে নিব।এরপর কার্ডের ভেতরের অংশে এই লাভটি লাগিয়ে নিব।

IMG20240207154253.jpgIMG20240207154342.jpg

IMG20240207154501.jpg

ধাপ-১০:

এখন কার্ডের উপরে Happy Valentines Day লেখা একটি লাভ গামের সাহায্যে লাগিয়ে নিব।

IMG20240207145349.jpg

ধাপ-১১:

এরপর ছোট সাইজের একটি লাভের উপর যার উদ্দেশ্যে কার্ডটি তৈরি করছি তার নামের প্রথম লেটারটি লিখব। এখানে আমি to M লিখেছি।এখন এটি কার্ডের উপর চিত্রের মতো করে লাগিয়ে নিব।

IMG20240207145620.jpgIMG20240207150704.jpg
IMG20240207145807.jpgIMG20240207150304.jpg
ধাপ-১২:

এখন কার্ডের উপর ছোট সাইজের অনেকগুলো লাভ গামের সাহায্যে লাগিয়ে নিব।

IMG20240207151758.jpgIMG20240207152431.jpg
ধাপ-১৩:

এরপর কালো কাগজ দিয়ে তৈরি ছোট একটি ফুল কার্ডের উপর লাগিয়ে নিব।

IMG20240207155222.jpg

ধাপ-১৪:

সর্বশেষে তৈরি করে রাখা সুন্দর প্রজাপতিটি কার্ডের উপরের অংশে লাগিয়ে নিব।

IMG20240207155530-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240207161229-02.jpeg

IMG20240207161233-01.jpeg

IMG20240207161151-01.jpeg

IMG20240207160502-01.jpeg

IMG20240207160438-01.jpeg

IMG20240207155604-01.jpeg

IMG20240207160554-01.jpeg

IMG20240207161304-01.jpeg

IMG20240207160717-01.jpeg

IMG20240207161248-01.jpeg

এভাবেই Valentines Day উপলক্ষে প্রিয়জনের জন্য কার্ডটি তৈরি করলাম। কার্ডটি দেখতে আমার কাছে বেশ ভালই লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে মন্তব্যে জানাবেন। আমার কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। আগামীতে হাজির হব নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রয়োজনের জন্য তৈরি এই ভ্যালেন্টাইন ডের স্পেশাল কার্ড খুবই সুন্দর হয়েছে, বিশেষ করে উপরের প্রজাপতিটা একদম নজর কারা, খুবই চমৎকার হয়েছে।

ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য দারুন একটি কার্ড তৈরি করেছেন আপু। দেখতে খুবই সুন্দর হয়েছে। এই সুন্দর কার্ড প্রিয় জনকে উপহার দিলে অনেক খুশি হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমার তৈরি কার্ডটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপনার শেয়ার করা ভ্যালেন্টাইন্স ডে কার্ড দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে আপনি কালার কম্বিনেশন করেছেন আপু। সত্যি এবারের প্রতিযোগিতায় অনেক সুন্দর সুন্দর ভ্যালেন্টাইন্স ডে কার্ড দেখতে পেয়েছি। যা আমার বাংলা ব্লগ কমিউনিটির প্রতিযোগিতার মাধ্যমে দেখার সৌভাগ্য হলো। এত সুন্দর একটি কার্ড নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন। অসংখ্য ধন্যবাদ জানাই শুভ কামনা রইল।

আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতবাদ দিয়ে সবসময়ের মত পাশে থাকার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আসলে এত সুন্দর একটি ডাই পোস্ট তৈরি করেছেন। আসলে ভালোবাসার দিবস উপলক্ষে এই সুন্দর পোস্টটি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার খুব ভালো লাগে। তাই একটি কার্ড তৈরি করে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমারও খুবই ভালো লেগেছে।আপনার সুন্দর মমন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

নিজের হাজবেন্ডের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এই কার্ড তৈরি করেছেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা এই কার্ড অসাধারণ হয়েছে। বিশেষ করে প্রজাপতিটা দেওয়ার কারণে বেশি সুন্দর লেগেছে। অনেক সুন্দর হয়েছে প্রজাপতিটা তৈরি। সব মিলিয়ে আপনার তৈরি করা কার্ড দেখে আমি সত্যি মুগ্ধ হলাম। ধন্যবাদ আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমার তৈরি করা এই কার্ডটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য তৈরি করা এই কার্ড অসম্ভব দারুণ হয়েছে। এত সুন্দর করে পুরো কার্ড তৈরি করেছেন যে আমি তো এক নজরে তাকিয়ে ছিলাম। প্রজাপতিটা অনেক বেশি সুন্দর ছিল। অনেক বড় করে প্রজাপতিটা তৈরি করেছেন আপনি, যার কারণে বেশি সুন্দর লাগছিল। অনেক সুন্দর একটা কার্ড তৈরি করে প্রতিযোগিতায় এন্ট্রি নিয়েছেন। আপনার অংশগ্রহণ টা দারুন লাগলো। আশা করছি প্রত্যেকটা প্রতিযোগিতায় আপনাকে দেখতে পাবো।

আপনার সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহিত করার জন্য অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন এভাবে প্রতিটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি।

প্রথমে ধন্যবাদ জানাই আপু প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রিয়জনের জন্য চমৎকার একটি কার্ড বানিয়েছেন। আপনার কার্ড তৈরি অসাধারণ হয়েছে। তবে যে কোন প্রিয়জন এই কার্ড ফেলে সে অনেক খুশি হবে। খুব সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কার্ড তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আমার তৈরি করা এই কার্ডটি আপনার ভালো লেগেছে জেনে অনেক আনন্দিত হলাম।

আপনার পোস্ট থেকে একটি নতুন বিষয়ে জানলাম আপনি প্রতি সপ্তাহে অরিগামি পোস্ট করা। আমি এটা সম্পর্কে জানতাম না।
আপনার স্বামীর জন্য তৈরি করা কার্ডটি অনেক বেশি সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন এটি খুবই ভালো লেগেছে।
আসলেই কার্ড পরিবার ফ্রেন্ড সবার জন্যই তৈরি করা যায়। তবে হাসবেন্ডের জন্য তৈরি করেছেন এটি আসলেই আপনাদের সম্পর্ক কে মজবুত করবে। শুভকামনা রইলো আপনার জন্য।

জি আপু, প্রতি সপ্তাহে আমি একটি করে অরিগ্যামি পোস্ট করার চেষ্টা করি। আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকে অনেক অভিন্দন জানাচ্ছি আপু আপনি আমার বাংলা ব্লগে আয়োজিত প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করার জন্য। আর এটা যেনে খুব ভালো লাগলো যে,আমার বাংলা ব্লগ প্রতিযোগিতায় যেকোনো প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করার চেষ্টা করেন। আর এই প্রতিযোগিতায় আপনি ভাইয়াকে উদ্দেশ্য করে ভ্যালেন্টাইন্স ডে খুব চমৎকার একটি কার্ড বানালেন দেখে অনেক ভালো লাগলো। আর ভাইয়াও নিশ্চই কার্ডটি পেয়ে আরও খুশি হবে। যে, যেই কার্ড হয়তো কিনে ভাইয়াকে ভ্যালেন্টাইন্স ডে জানাতেন। কিন্তু এবার নিজের হাতে এত সুন্দর একটি কার্ড বানিয়ে ভাইয়াকে ভ্যালেন্টাইন্স জানালেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কার্ড ভাইয়ার উদ্দেশ্য করে বানিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার জন্য।

যেকোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার খুবই ভালো লাগে। আমার তৈরি করা কার্ডটি আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

আপু প্রথমেই আপনাকে কনটেস্ট - ৫২ এর জন্য শুভকামনা জানায়।ভালোবাসা দিবস উপলক্ষ্যে প্রিয় মানুষের জন্য কিউট একটি কার্ড তৈরি করেছেন আপনি। ডাইটি জাস্ট চমৎকার লাগছে দেখতে।ডেকোরেশন টা খুব সুন্দর করে করেছেন,কালার কম্বিনেশন টা দারুন হয়েছে এককথায়।ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার হয়েছে।এটি দেখে খুব সহজেই যে কেউ তৈরি করে নিতে পারবেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।