হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভাল আছি।আজকে আপনাদের মাঝে চলে এসেছি খুবই সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে।
আমি প্রতিসপ্তাহে চেষ্টা করি আপনাদের সঙ্গে একটি রেসিপি পোস্ট শেয়ার করতে। এই সপ্তাহে যেহেতু কোনো রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে একটি রেসিপি শেয়ার করা যাক। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার খুবই পছন্দের একটি খাবার বাকরখানি রেসিপি নিয়ে। সত্যি বলতে এই খাবারটা আমার এত মজার লাগে বলে বোঝাতে পারবো না। আমার মিষ্টি জাতীয় খাবার একটু বেশিই ভালো লাগে। তাই চিনির সিরায় ভেজানো মিষ্টি বাকেরখানি খেতে আমার খুবই মজা লাগে।এছাড়া কোন ঝামেলা ছাড়াই এই রেসিপিটি আমরা সহজেই তৈরি করতে পারি।তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এই সুন্দর রেসিপিটি তৈরি করলাম।
১.ময়দা
২.চিনি
৩.লবণ
৪.তেল
প্রথমে আমি চিনির সিরাটি তৈরি করে নেব।একটি পাত্রে এক কাপ পানি এবং এক কাপ চিনি দিয়ে চুলায় জাল করতে থাকবো। যখন চিনির সিরাতে হালকা আঠালো ভাব চলে আসবে তখন চুলাটি অফ করে দিব। এবং একটি বাটিতে নামিয়ে নিব।
এখন চলে যাব বাকরখানি তৈরিতে। প্রথমে আমি ময়দার মধ্যে পরিমাণ মতো তেল ও লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিব। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ময়দার একটি ডো তৈরি করে নিব।
এখন ময়দার ডো টিকে সমান আট টুকরো করে নিব। এরপর একটি ডো নিয়ে সামান্য তেল দিয়ে বেলতে থাকবো। রুটিটি খুবই পাতলা করে বেলতে হবে।
রুটিটি বেলা শেষ হলে, এর উপর তেল ব্রাশ করে নিব। এরপর সামান্য ময়দা ছিটিয়ে দিব। এরপর রুটিটিকে এক কোনা থেকে পেঁচিয়ে রোল তৈরি করে নিব।
এরপর চিত্রের মত করে রোলটিকে পেঁচিয়ে গোলাকার করে নেব।একইভাবে আমি চারটি রোল গোলাকার করে নিয়েছি।
গোলাকার রোলটি বেলে মাঝারি সাইজের একটি রুটি তৈরি করে নিব। একইভাবে বাকি সবগুলো বাখরখানি তৈরি করে নিয়েছি।
এরপর চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিব। তেল গরম হয়ে আসলে একটি বাকরখানি তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। এটি হালকা লাল করে ভাজবো। তাহলে খেতে বেশি মজার হবে।
এখন এটি গরম অবস্থায় চিনির সিরার মধ্যে দিব। একইভাবে সবগুলো বাকরখানি তৈরি করে নিব।
এরপর সুন্দরভাবে বাকরখানি রেসিপিটি পরিবেশন করে নিব।
মিষ্টি বাখরখানি খেতে খুবই মজার ছিল। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমার তৈরি এই রেসিপিটি। আপনারও ইচ্ছা করলে বাড়িতে এভাবে বাকরখানি তৈরি করে খেতে পারবেন। সত্যিই খেতে খুবই সুস্বাদু ছিল। যাইহোক আর কথা না বাড়িয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডিভাইস | OPPO A15s |
---|---|
শ্রেণী | রেসিপি পোস্ট |
ফটোগ্রাফার | @jerin-tasnim |
লোকেশন | কুষ্টিয়া,বাংলাদেশ |
কি যে লোভনীয় বাকরখানি শেয়ার করেছেনন আপনি।আসলে মিষ্টি জাতির কিছু খেতে সত্যি খুব ভালো লাগে।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে সুন্দর লোভনীয় রেসিপি বাকরখানি রেসিপি শেয়ার করেছেন আমাদের সাথে।ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাকরখানি যদিও কখনো খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। আর এই ধরনের খাবার গুলো আমার ভীষণ পছন্দের। একেবারে নতুন একটি রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আপু আপনার রেসিপি দারুণ হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাকরখানি নামটি যেমন নতুন তেমনি রেসিপিটিও একদম নতুন। কেননা আমি আগে কখনো বাকরখানি রেসিপি দেখিনি আর তাই কখনো খাওয়া হয়নি। তাই একদম নতুন একটি রেসিপি দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আর রন্ধন প্রণালী তো আপনি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, যা দেখে আমরাও শিখে নিতে পারব। অনেক অনেক ধন্যবাদ আপু, নতুন একটি রেসিপি শিখিয়ে দেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit