লেভেল ৪ হতে আমার অর্জন - By @jerin-tasnim.

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকে আমি "লেভেল ফোর" এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি।

আমি "লেভেল ফোর"এর ক্লাস করার মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছি তার ওপর ভিত্তি করে আজকের লিখিত পরীক্ষা দেয়ার জন্য হাজির হয়েছি। প্রথমেই আমাদের শ্রদ্ধেয় প্রফেসর @rupok ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই। ভাইয়া আমাদেরকে "লেভেল ফোর" ক্লাসের সকল বিষয় সম্পর্কে খুব ভালোভাবে বুঝিয়েছিলেন।লেভেল ফোর ক্লাসের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হতে পেরেছি। এরপর গত বুধবারে আমাদের লেভেল ফোর এর ভাইবা পরীক্ষা নিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি ভাইবা পরীক্ষাতে পাস করেছি। এখন আমাকে লেভেল ফোর এর লিখিত পরীক্ষা দেওয়ার জন্য অনুমতি দিয়েছেন।

IMG_20240112_144457.jpg

p2p কি?

উত্তর :
p2p এর ফুল ফর্ম হচ্ছে, Person to Person। অর্থাৎ, একজনের Steemit Wallet হতে অন্যজনের Steemit Wallet এ Steem অথবা SBD অথবা TRX Transfer কে বোঝায়।

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :
প্রথমে আমার Steemit Wallet এ প্রবেশ করে লগইন করে নিব। এরপর SBD অপশনের সংখ্যার পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। নিচে কিছু অপশন আসবে, সেখান থেকে Transfer এ ক্লিক করব।এরপর একটি নতুন ট্যাব আসবে। এখানে To এর ঘরে level4test অ্যাকাউন্ট লিখব। এবং Amount এর ঘরে 0.001 SBD লিখব। মেমোতে SBD পাঠানোর কারণটি লিখব।এরপর নেক্সট বাটনে ক্লিক করব।এখন নতুন আরো একটি ট্যাব আসবে। এখানে সকল তথ্য ঠিক আছে কিনা তা দেখে নিয়ে Ok বাটনে ক্লিক করে Active কী দিয়ে কনফার্ম করলে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড হয়ে যাবে।

IMG_20240112_113750.jpg

IMG_20240112_113814.jpg

IMG_20240112_113836.jpg

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :
প্রথমে আমি আমার Steemit Wallet এ প্রবেশ করে লগইন করে নিব। এরপর Steem অপশনের সংখ্যার পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। নিচে কিছু অপশন আসবে, সেখান থেকে Transfer এ ক্লিক করব।এরপর একটি নতুন ট্যাব আসবে। এখানে To এর ঘরে level4test অ্যাকাউন্ট লিখব। এবং Amount এর ঘরে 0.001 Steem লিখব। মেমোতে Steem পাঠানোর কারণটি লিখব।এরপর Next বাটনে ক্লিক করব।এখন নতুন আরো একটি ট্যাব আসবে। এখানে সকল তথ্য ঠিক আছে কিনা তা দেখে নিয়ে Ok বাটনে ক্লিক করে Active কী দিয়ে কনফার্ম করলে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড হয়ে যাবে।

IMG_20240112_113944.jpg

IMG_20240112_113955.jpg

IMG_20240112_114008.jpg

P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :
প্রথমে আমি আমার Steemit Wallet এ প্রবেশ করে লগইন করে নিব। এরপর TRX অপশনের সংখ্যার পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। নিচে কিছু অপশন আসবে, সেখান থেকে Transfer এ ক্লিক করব।এরপর একটি নতুন ট্যাব আসবে। এখানে To এর ঘরে level4test অ্যাকাউন্ট লিখলে দেখতে পাবো এখানে TRX Address এড করা আছে।তাই কোন প্রবলেম হবে না। যদি কোন একাউন্টের সাথে TRX Address এড করা না থাকে, তাহলে To এর ঘরে ওই অ্যাকাউন্টের TRX Address দিতে হবে। এরপর Amount এর ঘরে 0.01 TRX লিখব। TRX send এর ক্ষেত্রে memo তে সাধারণত কোন কিছু না দিলেও সমস্যা নেই।এরপর Next বাটনে ক্লিক করব।এখন নতুন আরো একটি ট্যাব আসবে। এখানে সকল তথ্য ঠিক আছে কিনা তা দেখে নিয়ে Ok বাটনে ক্লিক করবো।তারপর আমার TRX address এর Private key দিয়ে TRX send করবো।

IMG_20240112_114042.jpg

IMG_20240112_114053.jpg

IMG_20240112_114106.jpg

Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :
Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার জন্য প্রথমে আমার Steemit Wallet এ প্রবেশ করে লগইন করে নিব। এরপর স্ক্রিনশটে দেখানো ডান সাইডে উপরের দিকে তীর চিহ্নিত স্থানে ক্লিক করব। এখানে অনেকগুলো অপশন দেখাবে। এখান থেকে Currency Market অপশনে ক্লিক করব। এরপর 0.1 SBD কে Steem এ Convert করার জন্য Buy Steem এ গিয়ে price এর ঘরে price টি লিখব। এখানে price লেখার সময় sell orders থেকে price টি সিলেক্ট করবো।তাহলে, দ্রুত Steem Buy করা যাবে। তারপর Total এর ঘরে 0.1 SBD লিখবো।এখন 0.1 SBD Convert করে কত Steem পাবো তা Amount এর ঘরে দেখাবে। এরপর সবকিছু ভালোভাবে দেখে নিয়ে Buy Steem এ ক্লিক করব।এরপর কনফার্ম হওয়ার জন্য আরো নতুন একটি ট্যাব আসবে। এখানে ওকে বাটনে ক্লিক করলেই 0.1 SBD Steem এ Convert হয়ে যাবে।

IMG_20240112_114328.jpg

IMG_20240112_114358.jpg

IMG_20240112_114700.jpg

IMG_20240112_114750.jpg

Poloniex Exchange site এ একটি Account Create করুন।

উত্তর :
প্রথমে Poloniex এর অফিশিয়াল পেইজে আসবো। এরপর উপরে ডান পাশের Sign up অপশনে ক্লিক করব। এখানে নতুন একটি ট্যাব আসবে। Email Address এর ঘরে আমার Email Address দিব।Password এর ঘরে শক্তিশালী একটি পাসওয়ার্ড দিব। এখানে মনে রাখতে হবে পাসওয়ার্ডটি eight characters long হবে। এরপর confirm password এর ঘরে পুনরায় একই password দিব।Referral coad এ কিছু দিতে হবে না। এরপর captcha varify করব।এরপর নিচের ঘরটিতে একটি টিক চিহ্ন দিব। এখন Sign up বাটনে ক্লিক করব। এরপর আমার ইমেইলে একটি কোড আসবে, সেই কোড ব্যবহার করে ইমেইল ভেরিফাই করে নিব। ভেরিফিকেশন কমপ্লিট করার মাধ্যমে আমার Poloniex Exchange site এ একটি Account Create করা সম্পন্ন হবে।

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর :
প্রথমে আমি Poloniex Account লগইন করবো। এরপর wallet এ গিয়ে deposit এ ক্লিক করব। search এর ঘরে Steem লিখলে নিচে Steem লেখা show করবে।এরপর steem লেখার উপর ক্লিক করবো।এরপর এখান থেকে Address আর memo copy করব।এখন আমার steemit wallet এ গিয়ে steem এর পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। নিচে কিছু অপশন আসবে, সেখান থেকে Transfer এ ক্লিক করব।এরপর একটি নতুন ট্যাব আসবে। এখানে To এর ঘরে copy করা address টি লিখব।এরপর Memo এর ঘরে copy করা memo লিখব। এবং Amount এর ঘরে নিজের ইচ্ছামত Amount লিখব।এরপর নেক্সট বাটনে ক্লিক করব।এখন নতুন আরো একটি ট্যাব আসবে। এখানে সকল তথ্য ঠিক আছে কিনা তা দেখে নিয়ে Ok বাটনে ক্লিক করে Active কী দিয়ে কনফার্ম করলে Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer হয়ে যাবে।

আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর :
প্রথমে Poloneix account এ গিয়ে wallet এ ক্লিক করতে হবে।এরপর deposit এ ক্লিক করবো।এবার search option এ TRX লিখে search করলে TRX সাজেস্ট করবে। এরপর এখানে ক্লিক করলে select a network অপশন আসবে।নীচে লেখা TRX (Tron) এর উপর ক্লিক করবো।এরপর এখান থেকে address কপি করবো।এবার steemit wallet লগইন করে, TRX এর পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করে Transfer অপশনে ক্লিক করতে হবে।এরপর একটি নতুন ট্যাব আসবে। এখানে SWITCH TO TRON ACCOUNT সিলেক্ট করতে হবে।তারপর To এর ঘরটিতে কপি করা address বসাবো,তারপর amount বসিয়ে next বাটনে ক্লিক করতে হবে। এখানে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে ok বাটনে ক্লিক করতে হবে।

IMG_20240112_114820.jpg

IMG_20240112_114927.jpg

IMG_20240112_115043.jpg

IMG_20240112_115015.jpg

IMG_20240112_115204.jpg

IMG_20240112_115227.jpg

Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর :
Poloneix এ TRX কে USDT তে convert করার জন্য প্রথমে poloneix account এ ঢুকে trade এ ক্লিক করবো। এরপর spot এ ক্লিক করবো।এরপর search অপশনে এ গিয়ে TRX search করে TRX/USDT pair টি সিলেক্ট করবো।এরপর sell এ ক্লিক করে price এর ঘরে price এবং Amount এর ঘরে amount লিখবো। price লিখার ক্ষেত্রে order Book টি ভালভাবে দেখে তারপর price নির্ধারণ করব। এরপর Sell TRX এ ক্লিক করবো।এরপর wallet এ গিয়ে দেখতে পাবো TRX গুলো USDT তে convert হয়ে গিয়েছে।

IMG_20240112_115448.jpg

IMG_20240112_115529.jpg

IMG_20240112_115709.jpg

এটাই ছিল আমার লেভেল ফোর থেকে অর্জন। আমার লিখিত পরীক্ষায় কোন ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ৪ হতে আপনার অর্জন লিখিত পরীক্ষার পোস্ট টি দেখে ভীষণ ভালো লাগলো। লেভেল ৪ এর ক্লাস এর বিষয় গুলো অনেক সুন্দর করে পোস্ট এর মাধ্যমে দেখিয়েছেন। স্টিমিট প্লাটফর্মে কাজ করতে গেলে এগুলো কাজের গুরুত্ব অপরিসীম। আপনার জন্য শুভ কামনা রইল। স্টিমিট জার্নি শুভ হোক এই কামনাই করি।

হ্যাঁ, ঠিকই বলেছেন।লেভেল ফোর ক্লাসের সমস্ত বিষয় আমাদের সবার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্যও অনেক শুভকামনা রইল।

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিষয়গুলো আপনি বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাকে।

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।

একদম প্রতিটা বিষয় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। লেভেল ৪ থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছেন তার আঙ্গিকে আজকের পোস্টে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই সাথে স্ক্রিনশটের মাধ্যমে প্রতিটা বিষয় দেখিয়েছেন। পরবর্তী লেভেলের জন্য শুভকামনা রইল আপু।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ভাইয়া, আপনার মূল্যবান মন্তব্যের জন্য।দোয়া করবেন যেন অতি দ্রুত ভেরিফাইড মেম্বার হয়ে আপনাদের সঙ্গে কাজ করতে পারি।

বেশ সুন্দর করে সাবলীল ভাষায় আপনি লেভেল-৪ এর লিখিত পরীক্ষা দিয়েছেন। আপনার পোস্ট পড়ে বুঝাই যাচ্ছে যে আপনি বেশ ভালোই বুঝতে পেরেছেন। আশা করবো লেভেল এর বিষয় গুলো আপনি আপনার ব্লগিং ক্যারিয়ারে কাজে লাগাতে পারবেন।

জি আপু, ঠিকই বলেছেন। লেভেল ফোর এর বিষয়গুলো আমাদের ব্লগিং ক্যারিয়ারে অনেক উপকারে আসবে।