// স্নোফ্লেক্সের পেপার কাটিং ডিজাইন //

in hive-129948 •  4 days ago 
আসসালামু আলাইকুম

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সুন্দর পোস্ট নিয়ে।

IMG20241114181945-01.jpeg

আজকে আপনাদের মাঝে সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন নিয়ে হাজির হলাম। বরাবরই পেপার কাটিং ডিজাইন করতে আমার খুবই ভালো লাগে। আজকেও আমি সাদা রংয়ের একটি পেপার দিয়ে পেপার কাটিং ডিজাইনটা তৈরি করেছি।

আজকে আমি রাউন্ড শেপের একটি স্নোফ্লেক্সের ডিজাইন তৈরি করেছি।এর আগেও স্নোফ্লেক্সের অন্যধরনের একটি ডিজাইন তৈরি করেছিলাম। বেশিরভাগ সময়ই রাউন্ড শেপের ডিজাইন করা হয়। এই ধরণের ডিজাইনগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেপার কাটিং ডিজাইন করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। তবে ধৈর্য সহকারে ধীরে ধীরে যদি কাজটি করা যায় তাহলে খুবই ভালো ফলাফল পাওয়া যায়। পেপার কাটিং ডিজাইনগুলো করতে অবশ্যই অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ডিজাইনগুলো সুন্দর হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে এই স্নোফ্লেক্সের পেপার কাটিং ডিজাইনটি তৈরি করলাম।

পেপার কাটিং ডিজাইন
IMG20241114181919.jpgIMG20241114181933.jpg
প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাগজ
২.কাঁচি
৩.কলম

IMG20241114181129.jpg

ধাপ-১:

প্রথমে সমান দৈর্ঘ্য ও প্রস্থ বিশিষ্ট একটি সাদা রঙের পেপার নিব। সাদা রঙের পেপার দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

IMG20241114181147.jpg

ধাপ-২:

এরপর পেপারটি মাঝবরাবর সমানভাবে ভাঁজ দিব।তারপর মাঝখান থেকে চিত্রের মতো করে সামনে এবং পিছনে ভাঁজ করে নিব। এখন পেপারটি মাঝবরাবর আবার ভাঁজ দিব।অতিরিক্ত অংশ কাঁচির সাহায্যে কেটে নিব।

IMG20241114181216.jpgIMG20241114181314.jpg
IMG20241114181327.jpgIMG20241114181347.jpg

IMG20241114181401.jpg

ধাপ-৩:

তারপর কলমের সাহায্যে স্নোফ্লেক্সের যে ডিজাইনটি তৈরি করবো সেই ডিজাইনটি সুন্দর করে এঁকে নিব। এখানে কলম দিয়ে ডিজাইনটি সুন্দরভাবে এঁকে নিয়েছি।

IMG20241114181604.jpg

ধাপ-৪:

এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ থেকে কেটে নিব। খুবই সাবধানতার সঙ্গে ডিজাইনটি কাটতে হবে। তা না হলে ডিজাইনটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20241114181738.jpg

ধাপ-৫:

ডিজাইনটি কেটে নেওয়ার পরে এর ভাঁজগুলো খুলে নিব। কাগজের ভাঁজগুলো খুব ধীরে ধীরে খুলতে হবে। তা না হলে কাগজটি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।

IMG20241114181750.jpgIMG20241114181807.jpg
IMG20241114181825.jpgIMG20241114181843.jpg
ধাপ-৬:

সম্পূর্ণ ভাঁজ খোলার পর দেখতে পাবো সুন্দর একটি স্নোফ্লেক্সের ডিজাইন তৈরি হয়েছে। আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছিলো।

IMG20241114181923.jpg

ফাইনাল আউটপুট:

IMG20241114181907.jpg

আশা করি আপনাদের কাছে আজকের তৈরি এই পেপার কাটিং ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের সুন্দর মন্তব্য দিয়ে সব সময়ের মতো পাশে থাকবেন। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে কাজ করার প্রতি আরো উৎসাহিত করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীঅরিগ্যামি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আপনার চমৎকার এই পেপার কাটিং দেখে খুব ভালো লাগলো আমার। আমি অনেক পছন্দ করি এই জাতীয় পেপার কাটিং। খুব সুন্দর হয়েছে। একটু ভিন্ন ধরনের কাটিং দেখে ভালো লাগলো।

পেপার কাটিং ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু। নকশাটি খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। এই ধরনের পেপার কাটিং গুলো দেখতে অনেক ভালো লাগে। দারুন হয়েছে আপু।

পেপার কাটিং করে আকর্ষণীয় একটি নকশা তৈরি করেছেন। এই ধরনের নকশাগুলো দেখতে দারুন লাগে। নিখুঁতভাবে কাজটি করার চেষ্টা করেছেন। সুন্দর একটি পেপার কাটিং করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

পেপার কাটিং দেখতে খুব ভালো লাগে। পেপার কাটিং এর মধ্যে রয়েছে নিজের মনের আর্ট। যেখানে নিজের দক্ষতা দিয়ে সুন্দর কিছু করে দেখানো সম্ভব। ঠিক সেভাবেই আপনি নতুন একটা পেপার কাটিং দেখিয়েছেন আমাদের। দেখার মত ছিল পেপার কাটিং টা।

আপনার পেপার কাটিং ডিজাইন খুবই দুর্দান্ত হয়েছে। কাগজ কেটে খুব সুন্দর ভাবে ফুল তৈরি করেছেন আপনি । আসলে কাগজ কেটে এই ধরনের ফুল বা, ডিজাইন তৈরি করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। কাগজের ফুল দেখে খুব ভালো লাগলো। এতো সুন্দর কাগজের ফুল তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

এরকম পেপার কেটে বিভিন্ন জিনিস তৈরি করতে গেলে আসলেই অনেক ধৈর্য সহকারে করতে হয়। কারণ পেপার ভাঁজ দিতে দিতে কাগজ অনেক মোটা হয়ে যায়। তখন কাঁচি দিয়ে কাটতে খুব অসুবিধা হয়। নিখুত ভাবে না কাটলে ডিজাইন সুন্দর হয় না। আপনার আজকের ডিজাইনটি নিখুঁতভাবে কেটেছেন তার জন্য এত ভালো লাগছে দেখতে।

রাউন্ড শেপের স্নোফ্লেক্সের ডিজাইন টি চমৎকার হয়েছে। এরকম পেপার কাটিং ডিজাইনগুলো দেখতে এবং নিজে তৈরি করতে আসলেই ভালো লাগে। এর কারণটা হচ্ছে এগুলোতে নিজের ইচ্ছামত ডিজাইন দেওয়া যায়। তবে হ্যাঁ এগুলো তৈরিতে বেশ সাবধানতা অবলম্বন করতে হয় যেমনটা আপনি খুবই নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে ডিজাইনটি তৈরি করেছেন। যাইহোক সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন শেয়ার করার জন্য ধন্যবাদ।

অসাধারণ হয়েছে আপনার পেপার কাটিং ডিজাইন। আসলে পেপার কাটিং ডিজাইনগুলো কাটতে অনেক সাবধানে কাটতে হয়। কারণ ভাঁজ গুলো নষ্ট হয়ে গেলে ডিজাইন নষ্ট হয়ে যায়। আবার এই পেপার কাটিং ডিজাইনগুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলেও দেখতে বেশ ভালো লাগে।

আপনি অনেক সুন্দর একটি পেপার কাটিং ডিজাইন আমাদের মাঝে শেয়ার করছেন।এই ধরনের ডিজাইন গুলো তৈরি করতে কাগজের ভাঁজ গুলো সঠিক ভাবে করতে হয়।আপনি দারুন ভাবে ধাপে ধাপে পুরো পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।