// হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইন //

in hive-129948 •  9 months ago 
আসসালামু আলাইকুম

IMG20240427100156-01.jpeg

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সুন্দর একটি পোস্ট নিয়ে।

আজকে আপনাদের সাথে সুন্দর একটি সেলাইয়ের পোস্ট শেয়ার করতে চলে এলাম।প্রতি সপ্তাহে একটি করে সেলাই এর পোস্ট করতে আমার খুবই ভালো লাগে। তবে গত সপ্তাহে একটু ব্যস্ততার কারণে সেলাইয়ের পোস্ট করতে পারিনি। তাই আজকে নিয়ে এলাম সুন্দর একটি হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন। সেলাই করতে অনেক সময়ও ধৈর্যের প্রয়োজন হয়। আজকে ফুলের এই ডিজাইনটি সেলাই করতে বেশ অনেক সময় লেগেছে। তবে সেলাই করতে বেশ ভালোই লাগে।এখানে আমি মাত্র দুই ধরণের সেলাই দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি তৈরি করেছি।সেলাই দুইটি হচ্ছে : ফেদার সেলাই ও ফ্রেঞ্চ গিঁট সেলাই। সেলাই দুইটি আসলে অনেক সহজ।তবে দেখতে ভীষণ সুন্দর। এভাবে যেকোনো জামা বা রুমালের উপর সেলাই করলে দেখতে অনেক সুন্দর লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই হ্যান্ড এমব্রয়ডারি ডিজাইনটি করলাম।

হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইন

IMG20240427100808-01.jpeg

IMG20240427100102-01.jpeg

IMG20240427100209-01.jpeg

প্রয়োজনীয় উপকরণ

১.সাদা কাপড়
২.সুঁই
৩.DMC সুতা
৪.পেন্সিল
৫.ফ্রেম

IMG20240427090111.jpg

ধাপ-১:

প্রথমে আমি ফ্রেমের সাথে সাদা রঙের কাপড়টি সুন্দরভাবে সেট করে নিব। এরপর কাপড়টির উপর পেন্সিল দিয়ে কয়েকটি ছোট ও বড় সাইজের আঁকাবাঁকা দাগ দিয়ে নিব।

IMG20240427090236.jpg

ধাপ-২:

দাগের উপর দিয়ে আমি ফেদার সেলাই করবো।তাই সুঁইয়ের মধ্যে সবুজ রঙের সুতা পরিয়ে নিব।এরপর সুঁইটি মাঝের দাগের মাথার নিচের অংশ দিয়ে উঠিয়ে নিব। এরপর মাঝে একটু ফাঁকা রেখে আবার সুঁইটি নিচে নামিয়ে নিব। তারপর চিত্রের মতো করে সুঁইটি আবার নিচ থেকে সুতার মধ্যে দিয়ে তুলে নিব।

IMG20240427090428.jpgIMG20240427090451.jpg
IMG20240427090541.jpgIMG20240427090609.jpg
ধাপ-৩:

এখন সুতাটি টান দিয়ে সেলাইটি ঠিক করে নিব। এটি দেখতে অনেকটা ইংরেজি লেটার 'ভি'(v) এর মতো হয়েছে। একইভাবে নিচে ফোঁড় তুলে ফেদার সেলাই করে নিব।

IMG20240427090621.jpgIMG20240427090706.jpg

IMG20240427090737.jpg

ধাপ-৪:

এভাবেই ফেদার সেলাই দিয়ে ফুলের সবগুলো ডাল সেলাই করে নিব।

IMG20240427091440.jpgIMG20240427091936.jpg
IMG20240427092203.jpgIMG20240427092753.jpg
ধাপ-৫:

এরপর ফেদার সেলাই এর মাঝে ফ্রেঞ্চ গিঁট সেলাই দিয়ে ফুল তৈরি করবো। এখানে আমি কমলা ও হলুদ রঙের মিক্সড করা সুতা সুঁইয়ের মধ্যে পরিয়ে নিয়েছি। এরপর কাপড়ের নিচ থেকে সুঁই উঠিয়ে নিব। এরপর সুঁই এর মাথায় সুতা দিয়ে তিনটি প্যাঁচ দিয়ে নিব।

IMG20240427092911.jpgIMG20240427092931.jpg
IMG20240427093038.jpgIMG20240427093100.jpg
ধাপ-৬:

তারপর সুঁইটি কাপড়ের মধ্য দিয়ে নামিয়ে নিচে টান দিব। এভাবেই হয়ে গেল ফ্রেঞ্চ গিঁট সেলাই।

IMG20240427093110.jpgIMG20240427093122.jpg

IMG20240427093137.jpg

ধাপ-৭:

এভাবেই সবগুলো ডালে ফ্রেঞ্চ গিঁট সেলাই করে নিব। হলুদ ও কমলা রঙের ফুল দেওয়ায় দেখতে অনেক সুন্দর লাগছিল।তৈরি হয়ে গেল হ্যান্ড এমব্রয়ডারি সুন্দর ফুলের ডিজাইন।

IMG20240427093541.jpgIMG20240427093730.jpg
IMG20240427094107.jpgIMG20240427095237.jpg

IMG20240427095839-01.jpeg

ফাইনাল আউটপুট:

IMG20240427100220-01.jpeg

IMG20240427100233-01.jpeg

IMG20240427100300-01.jpeg

IMG20240427100319-02.jpeg

IMG20240427100614-01.jpeg

আশা করি আপনাদের কাছে আজকের সেলাই করা হ্যান্ড এমব্রয়ডারি ফেদার ও ফ্রেঞ্চ গিঁট সেলাইয়ের মাধ্যমে তৈরি করা ফুলের ডিজাইনটি ভালো লেগেছে। আপনাদের কাছে ফুলের নকশাটি কেমন লেগেছে তা মন্তব্যে জানাবেন।আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সেলাইয়ের প্রতি আরো উৎসাহ প্রদান করে। আজকের মতো এখানেই শেষ করছি। আগামীতে হাজির হবো নতুন কোনো পোস্ট নিয়ে।সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসOPPO A15s
শ্রেণীহ্যান্ড এমব্রয়ডারি পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনকুষ্টিয়া,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
আমার পরিচয়

IMG20220620182527-01.jpeg

আমি জেরিন তাসনিম। আমার স্টিমিট আইডির নাম @jerin-tasnim. আমি একজন বাংলাদেশের নাগরিক। বাংলা আমার মাতৃভাষা। আমি একজন স্টুডেন্ট। আমি অনার্স প্রথম বর্ষে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছি।আমার প্রিয় শখ হচ্ছে আর্ট করা।আর্ট করতে আমার খুবই ভালো লাগে।এছাড়া ফটোগ্রাফি করা, সেলাই করা, রান্না করা ও কাগজ দিয়ে সুন্দর সুন্দর ডাই তৈরি করতেও আমার অনেক ভালো লাগে।এই কমিউনিটিতে কাজ করার মাধ্যমে আপনাদের সঙ্গে সবকিছু ধীরে ধীরে শেয়ার করতে পারবো। এবং আপনাদের থেকেও অনেক কিছু শিখতে পারবো। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাংলা ব্লগ কমিউনিটিতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে এখানে আমাদের মাতৃভাষা বাংলায় পোস্ট করতে পারি। এছাড়াও এই কমিউনিটিতে আমরা নিজেদের বিভিন্ন সৃজনশীলতা প্রকাশ করতে পারি।আশা করি এখানে আপনাদের সঙ্গে আমার সময় খুব ভালো কাটবে।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

একদম ঠিক বলেছেন আপু সেলাইয়ের কাজ করতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন। আর ধৈর্য ছাড়া এই ধরনের কাজগুলো করা সম্ভব হয় না। হ্যান্ড এমব্রয়ডারির কাজ যদিও সেভাবে কখনো করা হয়নি তবে আপনার পোস্ট দেখে ভালো লাগলো।

হ্যাঁ, সেলাই এর কাজগুলো করতে অনেক ধৈর্য ও সময়ের প্রয়োজন হয়। সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

হ্যান্ড এমব্রয়ডারি দেখতে খুবই ভালো লাগে। কিন্তু এগুলো করতে অনেকটাই ধৈর্য প্রয়োজন হয়। তুমি প্রায়ই আমাদের মাঝে খুব সুন্দর সুন্দর হ্যান্ড এমব্রয়ডারি পোস্ট শেয়ার করে থাকো। অনেক ভালো লাগে দেখতে আমার কাছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হ্যাঁ, এই কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।আমার সেলাই এর কাজ আপনার ভালো লাগে জেনে খুশি হলাম।

আপু আপনার হাতের এরকম কাজ এর আগেও অনেকবার দেখেছি। আমার কাছে তো খুব ভালোই লাগে আপনার হাতের করা এই কাজগুলো। নিজের দক্ষতা এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সব সময় আপনি এই কাজ গুলো করেন। যে কেউ দেখলেই খুব মুগ্ধ হয়ে যাবে। অনেক সুন্দর করে আজকেও হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইন করেছেন। সিম্পল হলেও দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। ফুলগুলোর সৌন্দর্য অনেক বেশি দারুন ছিল এক কথায় বলতে গেলে।

আপনার প্রশংসা মূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, ভাইয়া।

মেশিন এমব্রয়ডারি এর থেকে হাতের এমব্রয়ডারি ডিজাইন গুলো একটু বেশি ভালো হয়। মেশিন এমব্রয়ডারি ডিজাইন গুলো বেশিদিন স্থায়ী হয় না।আর হাত দিয়ে এমব্রয়ডারি ডিজাইন করলে অনেক দিন স্থায়ী হয়। আজকে আপনি খুবই সুন্দর করে হাত দিয়ে একটি এমব্রয়ডারি ডিজাইন করেছেন। আপনার তৈরি করা এমব্রয়ডারি ডিজাইন টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

ঠিকই বলেছেন, হ্যান্ড এমব্রয়ডারিগুলো মেশিন এমব্রয়ডারির থেকে অনেক বেশি ভালো। আপনার সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

অনেক সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ডিজাইন তৈরিতে সবুজ রঙের সুতার ব্যবহারটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

বাহ আপনার দক্ষতা দেখে সত্যিই মুগ্ধ হয়েছি। হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইন অসম্ভব সুন্দর ছিল। আসলে সুতির কাজ গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে । অনেক সুন্দর লাগছে এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি । যেটা নিজের অনেক বড় একটি দক্ষতা । আমাদের সাথে এত সুন্দর ফুলের ডিজাইন করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনার কাছে সেলাইয়ের কাজ গুলো ভালো লাগে জেনে অনেক খুশি হলাম।

আপু আপনার হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগছে। সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। ছোট ছোট বিভিন্ন কালারের ফুল গুলো দেখতে ভীষণ সুন্দর লাগছে। আপনার হ্যান্ড এমব্রয়ডারির কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।

আমার হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইন আপনার ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম।

হ্যান্ড এমব্রয়ডারির কাজ একটা সময় অনেক দেখা যেত কিন্তু এখন খুব কম সংখ্যক লোকে হাতে এসব কাজ করে। তবে আপনার এই ফুলের কাজটি বেশ চমৎকার হয়েছে। তবে হ্যান্ড এমব্রয়ডারি বিষয় বলেন বা আর্টের বিষয়ে বলেন দুইটাই কিন্তু ধৈর্যের ব্যাপার । ধৈর্য না থাকলে এই কাজগুলো করা সম্ভব নয়। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আগে এই ধরনের কাজ অনেক বেশি ছিল। এখন আধুনিকতার যুগে কাজগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই ধরনের কাজগুলো করতে সত্যিই অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয়।

তা ঠিকই বলেছেন এ ধরনের সেলাই করা আসলেই অনেক ধৈর্যের ব্যাপার । আগে আমি অনেক করেছি এখন তো আর সেলাইয়ের কথা চিন্তাই করতে পারি না ।আপনার সেলাইটা দেখে কিন্তু খুব ভালই লাগছে । আপনি প্রতিটা সেলাই খুব নিখুঁত করে করেছেন । হঠাৎ করে তাকালে ফুলের ডিজাইন টা সত্যি খুবই ভালো লাগলো আমার কাছে । মাত্র দুটি সেলাই দিয়ে এত সুন্দর একটি ডিজাইন হয়ে গেল ।

আপনিও সেলাইয়ের কাজ পারেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইনটি জাস্ট আমার কাছে অসাধারণ লেগেছে। এক সময় আমিও এরকম হাতে কাজ করতাম। ফুলের ডিজাইনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।অনেক অনেক শুভকামনা আপনার জন্য।

গঠনমূলক মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, আপু।

হ্যান্ড এমব্রয়ডারি সিম্পল ফুলের ডিজাইন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এমব্রয়ডারি কারু কাজ গুলো দেখতে আসলেই অসাধারণ হয়। এই কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্য লাগে। সবুজের মাঝে বিভিন্ন কালারের ছোট ছোট ফুলগুলো খুব ফুটে উঠেছে দেখতেও খুব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ আপু দারুন ও ইউনিক একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

আমার এই ধরনের কাজগুলো করতে এবং দেখতে খুব ভালো লাগে। তাই সময় পেলেই সেলাইয়ের কাজগুলো করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি।

আপু আপনার হ্যান্ড এমব্রয়ডারি ফুলের ডিজাইনটি কিন্তু খুবই চমৎকার হয়েছে। এই কাজগুলো করতে যারা পারদর্শী তাদের কাছে খুব একটা সময় লাগে না। তবে যারা না পারে তাদের কাছে অনেক কঠিন লাগে। বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। একটা সময় ছিল এগুলো সবাই রুমালের উপর করত ।তখন বেশ ভালো লাগতো ।সেই কাজটা প্রায় উঠে গিয়েছে এখন ।আপনার কাছে আবার নতুন করে দেখে সত্যিই ভীষণ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

ঠিকই বলেছেন যারা এই কাছে পারদর্শী তাদের কাছে তেমন বেশি সময় লাগে না।

হ্যান্ড এমব্রয়ডারী এখন আবার নতুনভাবে নতুন ডিজাইনে ফিরে এসেছে। জামা,চাদর,পর্দা সহ বিভিন্ন জিনিসে এই এমব্রয়ডারী দেখা যায় । বেশ সুন্দর লাগে হাতের কাজের বিভিন্ন জিনিস দেখতে। অনেক সুন্দর ও নিখুঁতভাবে ডিজাইনটি করেছেন।বেশ সময় নিয়ে করেছেন দেখে বোঝাই যাচ্ছে। ধন্যবাদ ভিন্ন ধরনের একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য।

আপনার হাতের কাজগুলো অসাধারণ হয় আপু। খুবই চমৎকার একটি হ্যান্ড এমব্রয়ডারি করেছেন আপু। খুবই নিখুঁতভাবে সূতা দিয়ে ছোট ছোট ফুল তৈরি করেছেন আপু। যা দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।