'আমার বাংলা ব্লগ'- প্রতিযোগিতা :-৪৭ ||ডাই কন্টেস্ট: কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি।

in hive-129948 •  last year 
আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে খুবই সুন্দর একটা পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।

আজকের পোস্টের বিষয়বস্তু হচ্ছে কাগজ অথবা কাপড় দিয়ে সুন্দর ওয়ালমেট তৈরি। আমি প্রথমেই @swagata দিদিকে ধন্যবাদ জানাই এত সুন্দর প্রতিযোগিতা আমাদের মাঝে নিয়ে আসার জন্য। আমার বাংলা ব্লগের নতুন সদস্য হিসেবে আমি আজকে প্রথম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। আশা করি আপনাদের মাঝে সুন্দর কিছু উপস্থাপন করতে পারবো।আমার বাংলা ব্লগ এমন একটা প্লাটফর্ম যেখানে আমরা নিজেদের ক্রিয়েটিভিটি সুন্দরভাবে প্রকাশ করতে পারি। এখানে আমরা নিজেদের ইচ্ছামতো কোনো কাজ অবহেলার সাথে করি না। কারণ, এ কমিউনিটিতে আমাদের সবার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম কানুন আছে। যা আমরা কেউ ইচ্ছা করলেও ভঙ্গ করতে পারি না। আর এই সকল নিয়মকানুন আছে বলেই আজ আমার বাংলা ব্লগ কমিউনিটি সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। @rme দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটা কমিউনিটি নিয়ে আসার জন্য। আমি এই কমিউনিটির একজন সদস্য হতে পেরে অনেক আনন্দিত।

কাগজ দিয়ে তৈরি ওয়ালমেট

IMG20231108153603-01.jpeg

IMG20231108153627-01.jpeg

IMG20231108153505-01.jpeg

20231108_154231-01.jpeg

আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই খুশি। আমি বিভিন্ন রঙিন কাগজ দিয়ে ওয়ালমেটটি তৈরি করার চেষ্টা করেছি। অনেকদিন পর পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করলাম। তাই, ওয়ালমেটটি বানাতে বেশ কষ্টই হয়েছে। জানিনা কতটুকু সুন্দর করে তৈরি করতে পেরেছি। তবে আপনাদের ভালো লাগলে এত কষ্টের মাঝেও আনন্দ খুঁজে পাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আমি কিভাবে এই ওয়ালমেটটি তৈরি করলাম।

প্রয়োজনীয় উপকরণ

১. রঙ্গিন কাগজ
২. কাঁচি
৩. স্কেল
৪. পেন্সিল
৫. গাম
IMG20231108080601.jpg

খুব বেশি উপকরণের প্রয়োজন হয়নি এই ওয়ালমেটটি তৈরি করতে। মাত্র পাঁচটি উপকরণের মাধ্যমে আমি এই ওয়ালমেটটি তৈরি করেছি।

ওয়ালমেট তৈরির বিবরণ :

ধাপ-১
  • প্রথমে আমি A4 সাইজের সাদা রংয়ের একটি কাগজ নিলাম। এরপর কাগজটি স্কেলের সাহায্যে লম্বালম্বি সমান তিনটি টুকরো করে কেটে নিব। এরপর এক টুকরা কাগজ নিয়ে ছবির মতো করে পেঁচিয়ে সুন্দরভাবে গাম লাগিয়ে কাঠি তৈরি করে নিব।একইভাবে আমি ১২ টি কাঠি তৈরি করে নিয়েছি।
IMG20231108081015.jpgIMG20231108081410.jpg
IMG20231108081452.jpgIMG20231108081642.jpg

IMG20231108082320.jpg

IMG20231108082218.jpg

ধাপ-২

• এখন আমি বড় ও ছোট সাইজের গোলাপ ফুল তৈরি করব। গোলাপ ফুল তৈরির জন্য আমি এখানে হালকা হলুদ ও লাল রঙের স্টিকি নোট পেপার ব্যবহার করেছি। প্রথমে আমি পেন্সিল দিয়ে চিত্রের মতো করে গোলাকার দাগ এঁকে নিব। এখন কাঁচি দিয়ে দাগ দেওয়া অংশে আঁকাবাঁকা করে কেটে নিব। এরপর এর মাথার অংশ থেকে সুন্দরভাবে পেঁচিয়ে নিব। পেঁচানো হয়ে গেলে নিচের অংশে গাম দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিব। তৈরি হয়ে গেল গোলাপ ফুল। একইভাবে আমি মোট ছয়টি বড় গোলাপ ফুল এবং নয়টি ছোট গোলাপ ফুল তৈরি করে নিয়েছি।

IMG20231108082516.jpgIMG20231108082748.jpg
IMG20231108082831.jpgIMG20231108082911.jpg

IMG20231108104718.jpg

IMG20231108133309.jpgIMG20231108145729-01.jpeg
ধাপ-৩
  • তৃতীয় ধাপে আমি পাতা তৈরি করব। পাতা তৈরির জন্য এখানে আমি টিয়া রঙের ও সবুজ রঙের পেপার ব্যবহার করেছি। প্রথমে আমি একই সাইজের দুই রকমের পাতা তৈরি করব। চিত্রের মতো করে পেপারটি কেটে নিয়ে মাঝ বরাবর ভাঁজ করে পেন্সিল দিয়ে পাতার আকৃতি এঁকে নিব। এরপর কাঁচি দিয়ে সুন্দরভাবে দাগ দেওয়া অংশ কেটে নিব। এখন এটি পাতার আকৃতি তৈরি করার জন্য সুন্দরভাবে কয়েকটি ভাঁজ দিবো। ভাঁজগুলো খুললেই দেখতে পাবো সুন্দর পাতা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে অনেকগুলো পাতা তৈরি করেছি।
IMG20231108105224.jpgIMG20231108105330.jpg
IMG20231108105435.jpgIMG20231108105626.jpg
IMG20231108105728.jpgIMG20231108112009.jpg

IMG20231108112147.jpg

ধাপ-৪
  • এখন আমি একটু ভিন্ন ধরনের পাতা তৈরি করব। পাতার কাটিং আগের পাতার মতোই করে নিব।তবে একটু আলাদাভাবে ভাঁজ দিয়ে দিব।চিত্রের মতো করে মাঝ বরাবর ভাঁজ দিয়ে স্কেলের সাহায্যে সুন্দর আকৃতি দিয়ে পাতাটি তৈরি করে নিব। একইভাবে অনেকগুলো পাতা তৈরি করে নিয়েছি।
IMG20231108112646.jpgIMG20231108112755.jpg
IMG20231108112823.jpgIMG20231108112849.jpg

IMG20231108113427.jpg

ধাপ-৫
  • এরপর তৈরি করব একটি ডালের সঙ্গে অনেকগুলো পাতা। চিত্রের মতো করে কাগজ ভাঁজ দিয়ে পেন্সিলের সাহায্যে সুন্দরভাবে পাতা ও ডাল এঁকে নিব। এরপর কাঁচির সাহায্যে দাগ দেওয়া অংশ কেটে বিভিন্ন ধরনের পাতা ও ডাল তৈরি করে নিব।
    এখানে আমি তিন ধরনের পাতা ও ডাল তৈরি করেছি।
IMG20231108113741.jpgIMG20231108114216.jpg
IMG20231108114819.jpgIMG20231108120153.jpg
ধাপ-৬
  • এখন তৈরি করব সব থেকে সুন্দর ফুলটি। ফুলটি তৈরির জন্য A4 সাইজের একটি গোলাপি রঙের কাগজ নিয়েছি। কাগজটিকে সমান ছয় ভাগে কেটে নিয়েছি। এখন একটি অংশ নিয়ে মাঝ বরাবর দুইটি ভাঁজ দিবো। এরপর কোনাকুনি ভাঁজ দিয়ে চিত্রের মতো করে ফুলের পাপড়ি এঁকে নিব।কাঁচির সাহায্যে দাগ দেয়া অংশটি কেটে সম্পূর্ণ ভাঁজ খুলে ফেলব। ফুলের একটি অংশ তৈরি হয়ে গেল। এভাবে আমি মোট ছয়টি অংশ তৈরি করে নিব।
IMG20231108120925.jpgIMG20231108121256.jpg
IMG20231108121325.jpgIMG20231108121341.jpg
IMG20231108121400.jpgIMG20231108121445.jpg
IMG20231108121625.jpgIMG20231108121955.jpg

IMG20231108125936.jpg

ধাপ-৭

• ফুলটি তৈরির জন্য চিত্রের মতো করে সবগুলো অংশ ছোট থেকে বড় সাইজের করে কেটে দশ টুকরো করে নিব। এখন ফুলটি তৈরির জন্য প্রতিটা অংশ গামের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে নিব। এরপর গাম দিয়ে ফুলের সবগুলো অংশ একটির উপর একটি দিয়ে চিত্রের মতো করে লাগিয়ে সুন্দর ফুল তৈরি করে ফেলবো। একইভাবে আমি হলুদ রঙের ছোট্ট একটি ফুল তৈরি করে নিয়েছি।

IMG20231108130140.jpgIMG20231108130747.jpg
IMG20231108130857.jpgIMG20231108130946.jpg

IMG20231108132132.jpg

IMG20231108132354.jpgIMG20231108132518.jpg

IMG20231108132913-01.jpeg

IMG20231108132930-01.jpeg

ধাপ-৮

• এখন আমি পূর্বে তৈরি করে রাখা ১২ টি সাদা রঙের কাঠি আঠার সাহায্যে চিত্রের মত করে লাগিয়ে নিব।

IMG20231108145613.jpg

ধাপ-৯

• এরপর কাঠিগুলোর দুই পাশে ফুলের ডাল ও পাতা লাগিয়ে নিব।

IMG20231108150718-01.jpeg

ধাপ-১০

• এখন নিচের দিকের অংশে তৈরি করে রাখা ছোট ছোট পাতাগুলো গামের সাহায্যে লাগিয়ে নিব।

IMG20231108151203-01.jpeg

ধাপ-১১

• এরপর সব থেকে সুন্দর দুইটি ফুল আঠার সাহায্যে দুই দিকে বসিয়ে দিব।

IMG20231108151624-01.jpeg

ধাপ-১২

• তৈরি করে রাখা হালকা হলুদ রংয়ের গোলাপ ফুলগুলো সুন্দরভাবে লাগিয়ে নিব।

IMG20231108152100-01.jpeg

IMG20231108152113-01.jpeg

ধাপ-১৩
  • এরপর সব থেকে ছোট সাইজের লাল রঙের গোলাপ ফুলগুলো এলোমেলোভাবে আঠার সাহায্যে বসিয়ে দিব।
IMG20231108152419-01.jpegIMG20231108153512-01.jpeg

IMG20231108153149-01.jpeg

শেষ ধাপ

• এভাবেই তৈরি করে ফেললাম কাগজের ওয়ালমেট। প্রথমে ওয়ালমেটটি কালো কাপড়ের উপর রেখে ছবি তুলেছি। কালো রঙের কাপড়ের ওপর রেখে ফটোগ্রাফি করায় ছবিটি বেশ সুন্দর লাগছে।এরপর আমি ওয়ালমেটটি দেয়ালের উপর লাগিয়ে আরো কয়েকটি ছবি তুলে নিলাম।

IMG20231108153455-01.jpeg

IMG20231108153248-01.jpegIMG20231108174343-01.jpeg
IMG20231108174330-01.jpegIMG20231108153959-01.jpeg

20231108_154329-01.jpeg

IMG20231108153446-01.jpeg

ওয়ালমেটটি কেমন হয়েছে মন্তব্যে জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এই ধরনের পেপার দিয়ে ওয়ালমেট তৈরি করতে সময় ও ধৈর্য দুটিই অনেক প্রয়োজন। যদিও আমার ধৈর্য খুবই কম। তবুও প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক ধৈর্য নিয়ে ওয়ালমেটটি তৈরি করেছি। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

পোস্ট তৈরির বিবরণ:
ডিভাইসoppo A15s
শ্রেণীডাই পোস্ট
ফটোগ্রাফার@jerin-tasnim
লোকেশনখুলনা,বাংলাদেশ
আমার পোস্টটি পড়ার জন্য অনেক ধন্যবাদ
আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু আপনার ওয়ালমেট। এত চমৎকারভাবে তৈরি করলেন আপনি। সত্যিই আমার চোখ জুড়িয়ে গেল আপনার ওয়ালমেট দেখে। অসাধারণ ভাবে তৈরি করলেন। খুব সুন্দর ভাবে আপনি ধাপ গুলো শেয়ার করলেন। আশাকরি প্রতিযোগিতায় ভালো ফলাফল পাবেন। অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ খুব সুন্দর মন্তব্য করার জন্য।আমার তৈরি করা ওয়ালমেট আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

খুব সুন্দর একটি অলমেট তৈরি করেছেন আপু দারুন লেগেছে আমার কাছে । কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে ।

প্রথমে আপনাকে জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি আমার বাংলা ব্লগের নতুন ইউজার হিসেবে দারুন পোস্ট তৈরি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপু। আপনার তৈরি কাগজ দিয়ে ওয়ালমেট দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হলাম। এতো সুন্দর ডাই পোস্ট ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর ভাবে একটা ওয়ালমেট তৈরি করেছেন। ছোট বড় করে বিভিন্ন রকম ফুল তৈরি করার কারণে দেখতেও ভালো লাগছে। আপনার দক্ষতা মূলক কাজের প্রশংসা না করে থাকা যায় না।

খুব সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন আপু। আসলে দেখতে যত সুন্দর লাগছে করতেও কিন্তু ততটাই কষ্ট হয়েছে। কাগজ দিয়ে তৈরি করা যে কোন ডাই প্রজেক্ট অথবা এমনিতেই কোন ক্রাফট করতে অনেক বেশি সময় লাগে। আপনার কাজটা আমার খুবই ভালো লেগেছে। আর এটি দেয়ালে লাগানোর কারণে অনেক বেশি সৌন্দর্য বর্ধিত হচ্ছে।

প্রথমে আপনাকে সাধুবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। খুবই সুন্দর একটি ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট রুমের সৌন্দর্য বৃদ্ধি করে। ওয়ালমেট তৈরি ধাপগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা বুঝতে সুবিধা হয়েছে। এত সুন্দর একটা ওয়ালমেট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile