আজ - ০৩ পৌষ| ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- মেসের বাজার করার মুহূর্ত
- আজ ০৩ই শীতকাল, ১৪২৮ বঙ্গাব্দ
- শনিবার
চলুন শুরু করা যাক
শুভ বিকেল সবাইকে....!!
সেই ২০১৭ সালে এসএসসি পাস করার পর থেকেই মেসে থাকা হয়। সব কিছু সেই আগের মতোই আছে। শুধু বদলে গেছে নিজের জায়গা। আগে ছিলাম মেসের সব থেকে ছোট ভাইদের মধ্যে একজন, আর এখন হয়ে গিয়েছি মেসের পরিচালক। মেসের মধ্যে সব থেকে বড় ভাই। আমাদের আগেও মেসে অনেক বড় ভাই ছিল তাঁরাও একটা সময় মেস পরিচালনা করেছে আর এখন আমাকে করতে হচ্ছে। হয়তো একটা সময় আসবে আমিও মেস থেকে চলে যাবো, আবার আমার জায়গা অন্য কেউ দখল করে নেবে। এটাই প্রকৃতির নিয়ম। মানুষ চিরোকাল এক জায়গায় থাকে না। স্থান পরিবর্তন হয়। আর এই পরিবর্তন এর সাথে সাথে মানুষ অনেক কিছু জানতে ও বুঝতে পারে। নিজ থেকে সব কিছু উপলব্ধি করতে পারে। তার দক্ষতা বৃদ্ধি পায়। আর এই দক্ষতা দিয়ে সে জীবন চলার পথে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে বলে আমি মনে করি।
যাইহোক,পরিচালক হওয়ার পর থেকে তেমন বাজারে যাই না। খুবই কষ্টকর লাগতো আমার কাছে এই বাজার করাটা। আমি বাসায় কোনদিনও নিজেদের বাজার করি নি। এখানে এসে অনেক বার বাজারে গিয়েছি
নিজের ইচ্ছার বিরুদ্ধ। তো,হঠাৎ করেই কিছুদিন আগে নিজ থেকে বাজারে যাই, কেনজানি বাজারে যেতে মন চাইলো তাই খুব সকাল বেলা ঘুম থেকে উঠে আমার রুমমেটকে নিয়ে বাজারে চলে যাই। তো চলুন বাজার করে আসি😀
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেস হয়ে সকালের খাবার খেয়ে দুজন বাজারের উদ্দেশ্য রওনা দিই। আমাদের মেস থেকে বাজারে যেতে ১৫ টাকা ভাড়া লাগে। যথারীতি আমরা একটি রিক্সা নিয়ে দুজন বাজার করার উদ্দেশ্য রওনা হই। সকাল সকাল রিক্সায় উঠে খুবই শীত লাগতেছিল। তবে রিক্সায় করে শীতের সকাল টা অনেক দারুন ভাবে উপভোগ করেছি। প্রায় ১০-১২ মিনিট পরে আমরা বাজারে চলে আসলাম।
বাজরে ঢুকতেই এই মুদি দোকানটা সামনে পরে আমরা এখান থেকেই যাবতীয় জিনিস ক্রয় করে থাকি। এখানে অনেক ধরনের জিনিস পাওয়ায় যায়। মানে রান্নার কাজে যাবতীয় জিনিস আমরা এই দোকান থেকে কিনে থাকি। এই দোকান থেকে সব কিছু নেওয়ার মানে হলো এই দোকানে একটা মোটা সোটা মানুষ কাজ করে, আমি তাতে হাতির বাচ্চা বলে ডাকি 😀আবার মাঝে মাঝে হাতি মামা বলেও ডাকি😀 যাইহোক,মানুষ হিসেবে সে অনেক ভালো কিন্তু আমি যে দিন গিয়েছিলাম সে দিন সে ছিলো না। তার সাথে সময় কাঁটানো মুহুর্ত টা আমার কাছে ঈদের দিনের মতো আনন্দ মনে হয়।
রুই মাছ
ছোট ছোট মলা ঢেলা মাছ
আমার প্রিয় পাঙ্গাশ মাছ
দোকানী
বাজরে অনেক প্রজাতির মাছ পাওয়া যায় তবে আমরা মেসের জন্য বেশির ভাগই পাঙ্গাস,রুই,সিলভার এবং গ্লাসকার্প এই প্রজাতির মাছ বেশি নিয়ে থাকি।যেহেতু পাঙ্গাশ মাছ আমার কাছে খুবই প্রিয় তাই সে দিন বেশি করে পাঙ্গাস মাছ নিয়েছিলাম।
এখানে অনেক ধরনের মাংস পাওয়া যায়। তারমধ্যে অন্যতম হলো,সোনালী, কর্ক,বয়লার,রাজ হাঁসের মাংস,আরো অনেক। তবে আমরা মেসের জন্য বেশির ভাগ সময় সোনালী নিয়ে থাকি কারন কয়েকজন আছে যারা বয়লার খায় না।মূলত তাদের কারণে সোনালি নিতে হয়। আমি সব কিছুই খেতে পারি আমি খুব ছোট বেলা থেকে খাওয়া দাওয়া বিষয়ে না বা নিষেধ খুবই কম হয়। তবে আমি একটা জিনিস খাই না, সেটা হলো করোলা ভাজি।এটা মুখে দিলেই আমার বমি চলে আসে, একটুও খেতে পারি না।
আলু
লাউ
পেঁপে
লালশাক ও পালংশাক
মরিচ, পেঁয়াজ ও রসুন
ফুলকপি
এখন যেহেতু শীতকাল আর এই শীতকালে বাজারে নানা ধরনের নতুন শীলকালীন সবজির ধল নেমেছে। যদিও এখন একটু দাম বেশি। কিন্তু শীতটা আর একটু বেশি পরলে তখন দাম কমে যাবে। আমরা প্রথমে আলু দোকানে গিয়েছিলাম এখানে দু ধরনের আলু পাওয়া যায়, একটা হলো দেশি আর একটি হলো ইন্ডিয়ান।ইন্ডিয়ান আলু গুলোর দাম দেশি আলুর থেকে বেশি।তারপরে যাই লাউ কিনতে। লাউ বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে লাউ ঘন্ট টা আমার খুবই প্রিয়। প্রতি পিচ লাউয়ের দাম ১৫ টাকা।
সকালের খাবারের আমরা বেশির ভাগ সময়ই ভাজি খাই। তাই সকাল এর জন্য পালংশাক নিতে হবে। সকাল বেলা গরম ভাতের সাথে পালংশাক ভাজি খেতে যে কতো মজা লাগে তা বলে বোঝানো যাবে না। এখন শীতকাল তাই পালংশাক এর দাম একটু বেশি। পালংশাক ৩০ টাকা কেজি।
ফুলকপি একটি শীতকালীন সবজি ।ফুলকপি বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে মাছ রান্নার ভেতরে যদি ফুলকপি দেওয়া হয় তাহলে খেতে খুবই সুস্বাদু লাগে ।প্রথম অবস্থায় ফুলকপির দাম একটু বেশি থাকলেও কিছুদিন পরেই ফুলকপির দামটা অনেকটাই কমে যায়, তবে এখন ফুলকপির একটু বেশি দাম ,এখন প্রতি পিচ ফুলকপির দাম ৩০ টাকা কিন্তু কিছুদিন পরেই এই ফুলকপির দাম প্রতি পিস ২০ থেকে ২৫ টাকা হয়ে যাবে।
আপাতত ,এখানেই আমাদের কেনাকাটার পর্ব শেষ হলো ।পুরো সকালটা অনেক সুন্দরভাবে ইনজয় করার চেষ্টা করেছি ।অনেকদিন পরে বাজারে এসে শীতকালীন নানা ধরনের সবজি দেখে নিজের কাছেই অনেক ভালোলাগলো ।শীতকাল মানেই যেন এক অন্যরকম আমেজ ,এ সময় বাজারে নতুন নতুন সবজি দেখা যায়, আর এই সবজি গুলো আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই অনেক ভালো এবং উপকারী। আমাদের সকলের উচিত শীতকালীন সবজি বেশি বেশি খাওয়া এতে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যাই হোক, বাজার শেষ করে আমরা আরেকটি রিস্কা করে মেসে চলে আসি।
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
বিভাগ | শীতের সকালে বাজার করার অনুভূতি |
---|---|
ডিভাইজ | Realme 6i |
বিষয় | মেসের বাজার করার মুহূর্ত |
ছবির কারিগর | @jibon47 |
ছবির অবস্থান | [সংযুক্তি] |
https://w3w.co/yawning.enigma.departs
আমার পরিচয়
আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের অষ্টম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।
জীবন ভাই আপনি অনেক দায়িত্ববান একজন ছেলে।মেসের ম্যানেজারদের অনেক দায়িত্ত্ব নিতে হয়।ছেলেপেলেদের থেকে টাকা উঠতে হয় প্রতি মাস এ।তার মধ্যে আবার বাজারও করা। আমাদের সবার উচিত মাঝেমধ্যেই বাজার করা। তাহলে সবজি এবং মাছের ভালো এবং খারাপ দিক গুলো বোঝা যায়। ছবিগুলো অনেক সুন্দর ছিল ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া কিছু কিছু সময় নিজের ইচ্ছার বিরুদ্ধেই দায়িত্ব নিতে হয় ,আপনার সুন্দর একটি মন্তব্য দেখে আমি অনেক খুশি হয়েছি, ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি তেমন একটা বাজার করতে পারিনা বাসায় অনেক কে আমাকে অনেক কিছু বলে। তবে দেখছি আপনি অনেক সুন্দর করে মেসের জন্য বাজার করছেন। অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন দেখে অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো ভালো থাকুন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমিও বাসায় তেমন একটা বাজার করি না ভাই কিন্তু মেসের বাজার করতে হয় ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আজকের দিনটি অনেক সুন্দরভাবে কাটিয়েছেন।
আপনার জন্য শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি তো বাজারের সব সবজি,মাছ,ডাল ছবি তুলে আমাদের সাথে শেয়ার করলেন কিন্তু আপনি কী কী বাজার করলেন সেটা তো দেখালেন না। আপনার সুন্দর মূহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ আপনাদের একদিন সব কিছুই দেখাবো শুধুমাত্র একটু ধৈর্য ধরুন, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেসের বাজার করা অনুভূতি সত্যি অসাধারণ মনে হয়। আমি আমার বান্ধবীদের থেকে শুনতাম তারা খুব সকালবেলা উঠে বাজারে যেতে এবং বাজার করে নিয়ে আসতো যদি হোক শীতের সময় খুব কষ্টকর তারা বলতো। আপনাকে দেখে মনে হচ্ছে খুব আনন্দের সাথে বাজার করতে গেছেন। ধন্যবাদ আপনাকে বাজার করা এত সুন্দর অনুভূতি গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমারও বাজার করতে তেমন একটা ইচ্ছা হয়না আপু ,তবে মাঝে মাঝে মনের বিরুদ্ধেই বাজারে যেতে হয় ,মেস লাইফে এই বাজার টা আমার কাছে খুবই অস্বস্তিকর মনে হয় ।ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য প্রকাশ করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি কোনদিন মেসে থাকি নাই কিন্তু মেসে থাকতে শুনছি আলাদা একটা ভালো লাগা কাজ করে। বাজার করার আনন্দ। বড় ভাইদের সাথে একসাথে বসবাস করা। ওখানে একটি পরিবারের মতো হয়ে যায়। হ্যাঁ ভাইয়া নিজের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় কাজ করতে হয়। পরিস্থিতির শিকার হয়ে।বাজারের প্রয়োজনীয় উপকরণ গুলো আপনি দারুন ভাবে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাইয়া আপনি ঠিকই বলেছেন মেস লাইফ সত্যিই অনেক মজার এবং আনন্দদায়ক ।আপনার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই মেসের বাজার করা আমার কাছে একটা বিরক্তির কাজ। আপনার পোস্ট দেখে পুরনো স্মৃতি জাগ্রত হলো। মেস লাইফ আমার কাছে অনেক মজার। বন্ধুদের নিয়ে আড্ডা বিনোদন অন্যরকম একটা লাইফ। বাজারে যে ছবিগুলো তুলছেন অনেক সুন্দর হইছে। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মত আমারও ঠিক একই অবস্থা ভাই বাজার করতে মোটেই ইচ্ছা করে না ,তবে মেস লাইফ টা সত্যিই অনেক মজার ,ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাজার করতে হলেও কেনাকাটার তীক্ষ্ণ অভিজ্ঞতা থাকা লাগে। আপনার পোস্টটি পড়ে মনে হচ্ছে এ ধরনের বাজার করার অভিজ্ঞতা আপনার পূর্ব থেকে রয়েছে। আপনার পোষ্টের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। অনেক শুভকামনা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া প্রায় আজ চার বছর ধরে এরকম বাজার করে যাচ্ছি অভিজ্ঞতা তো হবেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মেস লাইফে বাজার করাকে অনেকই খারাপ ভাবে দেখলেও অভিজ্ঞতা অর্জন করা যায়।বাজারের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই আপনি ঠিকই বলেছেন বাজার করলে নিজের মধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়, এত সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যখন পলিটেকনিক হোস্টেলে ছিলাম তখন এভাবেই বাজারে যেতাম আর ১২০ জনের বাজার করতাম একসাথে। বেশ ভালোই লাগতো ☺️ আর বাজারে গেলেই ভর পেট নাস্তা আর সাথে মালাই চা দেয়া হতো ☺️ বিন্দাস সময় যাকে বলে আরকি। অনেক ধন্যবাদ পুরনো দিনগুলো মনে করে দেয়ার জন্য ♥️
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্টটি পড়ে আপনার পুরনো দিনের কথা মনে পড়ে গিয়েছে এটা জেনে সত্যিই আমার অনেক ভালো লাগলো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবন ভাই ভালোউ তো বাজার করতে পারেন আজকে তো খুব ভালো খাবারের আইটেম হবে, আমরাও ভাই মাঝে মাঝে ইউনিভার্সিটিতে হলে রান্না করে খাই।
শুভকামনা রইলো প্রিয় ভাই💗💗🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্যে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit