ছোট ভাইবোনদের সাথে মাঠ ঘুরাঘুরির মুহূর্তে কিছু ফটোগ্রাফি,পর্ব:--দ্বিতীয়

in hive-129948 •  2 years ago 

আজ - ০৭ চৈত্র| ১৪২৯ বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে ছোট ভাইবোনদের সঙ্গে মাঠে ঘোরাঘুরির কিছু সুন্দর মুহূর্তের ফটোগ্রাফি শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
  • মাঠ ঘুরাঘুরি মুহূর্ত
  • আজ ০৭ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
  • মঙ্গলবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে......!!


এইতো গত কয়েকদিন আগে আমি আপনাদের মাঝে ছোট ভাইবোনদের সঙ্গে মাঠ ঘোরাঘুরির কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করেছিলাম যে মুহূর্তটা দেখে আপনারা সকলেই অনেক সুন্দর মন্তব্য করেছিলেন দেখে আমার খুবই ভালো লাগছিল। আসলে প্রকৃতির মাঝে সময় কাটাতে আমরা সকলেই কম বেশি অনেক বেশি পছন্দ করি সেই ধারাবাহিকতা থেকে আমি যখনই সময় সুযোগ পেয়ে যাই তখনই চেষ্টা করি প্রকৃতির মাঝে কিছু সময় কাটানোর। সত্যি বলতে যারা একবার প্রকৃতির প্রেমে পড়ে গিয়েছে তাদেরকে আর প্রকৃতির প্রেম থেকে কেউ ফেরাতে পারেনি। গ্রাম বাংলার এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমি প্রতিনিয়ত মুগ্ধ হই যখন এই প্রকৃতির মাঝে হারিয়ে যায় তখন নিজেকে কবি কবি মনে হয় মনে হয় এই প্রকৃতি দেখে লিখে ফেলি একটি কবিতা অথবা গান। প্রকৃতির মাঝে আপনি যখন নিজেকে উজাড় করে ঢেলে দেবেন তখন প্রকৃতি তার নিজের মধ্যে থাকা ভালবাসা আপনাকে দিয়ে উজাড় করে দেবে আপনার বেঁচে থাকার ইচ্ছেটা দ্বিগুণ বেড়ে যাবে। প্রকৃতি এতটাই সুন্দর কেউ যদি সেটা তার মনের গহীন থেকে উপলব্ধি করতে পারে তাহলে সে বুঝতে পারবে আসলে প্রকৃতির মাঝে সময় কাটানোটা কতটা রোমাঞ্চকর।

পৃথিবীতে এমন অনেক ভালোবাসা আছে যে ভালোবাসাগুলো সব সময়ই দেয়া এবং নেয়ার মধ্যে থাকে। আপনি যদি ভালোবাসাটা সঠিকভাবে টিকিয়ে রাখতে চান তাহলে আপনাকে নেওয়ার পাশাপাশি কিছু দিতে হবে তা না হলে সেই ভালোবাসা হয়তো বেশিদিন থাকবে না নিমিষেই হারিয়ে যাবে। আর প্রকৃতি এমন একটা জিনিস যে আপনাকে সব সময় ভালোবাসা দেবে কখনো আপনার কাছ থেকে ভালোবাসা চাইবে না আপনাকে উজাড় করে ভালবাসবে কিন্তু কখনোই আপনার ভালবাসার থেকে বিন্দুমাত্র নিজে চেয়ে নেবে না এটাই মূলত প্রকৃতির বৈশিষ্ট্য। আর আমি সত্যিই একজন স্বার্থপর মানুষ কাউকে ভালোবাসা দিতে চাই না শুধু ভালোবাসা নিতে চাই তাই যখন খুব বেশি ভালোবাসার প্রয়োজন হয় তখন প্রকৃতির কাছে চলে যাই।

এই প্রকৃতি আমাকে উজাড় করে ভালোবাসা দেয় আর আমি তার থেকে ভালোবাসা নিয়ে নিজেকে শান্ত করি আমার এই অশান্ত মনকে বরাবরই প্রকৃতির কাছে গিয়ে সতেজ রাখি। নিজেকে যদি আপনারাও এরকম সতেজ রাখতে চান তাহলে অবশ্যই কোনো এক বিকেল বেলা প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন তাহলেই বুঝতে পারবেন আপনি প্রকৃতির কাছ থেকে কতটুকু ভালোবাসা নিয়েছেন, আর প্রকৃতিকে আপনি কতটুকু ভালোবাসা দিয়েছেন। হিসেব-নিকাশ করলে দেখা যাবে আপনি প্রকৃতিকে কোন ভালোবাসা দেননি উল্টো প্রকৃতি আপনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে বাসায় ফিরিয়ে দিয়েছে।

সুতরাং চেষ্টা করুন প্রকৃতিকে ভালোবাসার। চেষ্টা করুন প্রকৃতির মাঝে নিজেকে উৎসর্গ করার, চেষ্টা করুন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার তাহলেই আপনি বুঝতে পারবেন আসলে বেঁচে থাকাটা কতটা সুন্দর।

Picsart_23-03-20_19-55-49-121.jpg

সেদিন মাঠে কোন একটা কাজে গিয়েছিলাম আর যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলাম যে ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদিও গত পর্বে আপনাদের মাঝে কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছিলাম আজকেও আমি মাঠে যাওয়ার পথে কিছু ফটোগ্রাফি করেছিলাম সেই সাথে ছোট ভাইবোনদের সঙ্গে সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলাম। সেই সুন্দর মুহূর্তটুকু আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আসলে মাঠে ভ্রমণ করলেই বোঝা যায় প্রকৃতি কতটা সুন্দর এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সেই ফটোগ্রাফি গুলো ফোনে ক্যামেরা বন্দি করতে পারলে নিজের কাছে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। সেই ভালোলাগা থেকেই মূলত ফটোগ্রাফি গুলো করেছিলাম।

IMG20230318095845.jpg

IMG20230318095908.jpg

যখন খুব ছোট ছিলাম এবং আব্বুর সঙ্গে মাঝে মাঝে মাঠে যেতাম তখন এ ধরনের ফুল দেখতে পেতাম এ ধরনের ফুল মূলত আমাদের এদিকে ভাটির ফুল বলে থাকে কিন্তু সত্যিকার অর্থে এই ফুলের নাম কি সেটা এখন পর্যন্ত জানিনা। রাস্তা দিয়ে যখন সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম তখন দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে এরকম সুন্দর সুন্দর ফুল ধরে রয়েছে গাছের সঙ্গে এই সাদা রঙের ফুল দেখতে খুবই চমৎকার দেখাচ্ছিল। এদের মধ্যে একজন বায়না ধরল যে ওই ফুলগুলো ছিড়ে দিতে হবে যেহেতু বাচ্চা মানুষ সেহেতু তাদের কথা শুনতেই হবে না হলে কান্না শুরু করে দেবে। তাই সবার জন্য একটি করে ফুল ছিড়ে এনে সবার হাতে দিয়েছিলাম।

IMG20230318100018.jpg

IMG20230318100048.jpg

IMG_20230320_195424.jpg

যাওয়ার পথে এইরকমই কিছু ফটোগ্রাফি করছিলাম যে ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগছিল দখিনা বাতাস বই ছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল এই বুঝি সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাবে। উপরের যে ফুল দুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত এক ধরনের কাটাযুক্ত গাছের ফুল এগুলো বেশিরভাগ সময়েই ক্ষেতের মাঝে হয়ে থাকে এবং এগুলো জমির ফসল নষ্ট করে দেয়। এই ফুলের গাছ গুলো যখন ছোট অবস্থায় থাকে তখন কৃষকেরা সেগুলো তাদের জমি থেকে কেটে ফেলে কিন্তু যেগুলো জমিতে থেকে যায় সেগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে বড় গাছে পরিণত হয়। আর সেই বড় গাছ থেকে এরকম সুন্দর একটি ফুলের সৃষ্টি হয় যেগুলো দেখতে খুবই সুন্দর দেখায়।

IMG20230318100200.jpg

IMG20230318100137.jpg

আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম আর চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কি ফটোগ্রাফি করব। এরকম খোঁজাখুঁজির পরে অনেক দূরে দেখতে পারলাম করলা গাছ। আমরা সকলেই জানি যে করলা গাছে করলা ধরার আগে এক ধরনের ফুলের সৃষ্টি হয় মূলত সেই ফুল থেকেই করলা তৈরি হয়। এই করোলা কে গ্রাম্য ভাষায় অনেকেই উচ্ছে বলে থাকে। যদিও করলা আমি তেমন একটা খেতে পছন্দ করি না অনেক বেশি তিতা লাগে তবে করলা গাছের এরকম সুন্দর ফটোগ্রাফি দেখে নিজেকে আর স্থির রাখতে পারিনি। ‌ অনেকটা দূরে হেঁটে হেঁটে সেখানে গিয়েছিলাম সেখানে গিয়ে করলা ফুলের কিছু ফটোগ্রাফি করেছিলাম যার মধ্যে দুটি ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি ফটোগ্রাফি দুটি আপনাদের খুবই ভালো লেগেছে।

নিজেদের জমিতে পৌঁছাতে অনেক বেশি সময় লেগেছিল কারণ আমাদের জমিটা অনেকটাই দূরে সেখানে যেতে প্রায় এক ঘণ্টার মতো সময় লেগেছিল। যদিও অনেক বেশি সময় লেগেছে কিন্তু তা তো আমার কাছে কিছু মনে হয়নি কারণ আমি চাচ্ছিলাম যে আমি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব আর ফটোগ্রাফি করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ফটোগ্রাফি করায় মন আছে। আজকের মত আমি এখানেই আমার সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফি শেয়ার করলাম আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই আমি আমার আজকের সংক্ষিপ্ত পোস্ট শেষ করলাম সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকল....!!

ছবির অবস্থান এখান থেকে নেয়া

সমাপ্ত


আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা

বিবরণ
বিভাগঘুরাঘুরি/ভ্রমণ
বিষয়মাঠ ঘোরাঘুরির মুহূর্ত কিছু ফটোগ্রাফি
পোস্ট এর কারিগর@jibon47
অবস্থান[সংযুক্তি]source

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

আপনার একসাথে দুটো কাজ হয়ে গেল ভাই-বোনদের সময় দেওয়াও হয়ে গেল আর সাথে খুব সুন্দর কিছু প্রকৃতির ছবি তুলাও হলো। ফুলগুলো দেখতে কিন্তু বপশ সুন্দর লাগছে। প্রকৃতির মাঝে এমন সময় কাটাতে অনেক ভালো লাগে। এতে মন ভালো থাকে। ধন্যবাদ ভাইয়া ভাই-বোনের সাথে কাটানো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলেই প্রকৃতির মাঝে এরকম সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম সেদিন। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলে প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রকৃতি আমি ভীষণ ভালোবাসি। আপনি কিন্তু এই কথাটি একেবারে সত্যি এবং বাস্তবিক বলেছেন আসলে ভালোবাসা সঠিকভাবে টিকিয়ে রাখতে চাইলে কিছু নেওয়ার পাশাপাশি কিছু দিতে হবে তা না হলে সেই ভালোবাসা হয়তো বেশিদিন থাকবে না নিমেষেই হারিয়ে যাবে। যাই হোক বেশ ভালোই কাটালেন তাহলে প্রকৃতির মাঝে ছোট ভাইবোনদেরকে নিয়ে। ভালো লাগলো ঘোরাঘুরি করার পোস্ট পড়ে।

আমার মনে হয় প্রকৃতির মাঝে সময় অতিবাহিত করতে সকলেই অনেক বেশি ভালোবাসে ব্যক্তিগতভাবে আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ। সুন্দর একটি মন্তব্য করেছেন পরে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনি ঠিক বলেছেন যে ব্যক্তি একবার প্রকৃতির প্রেমে পড়েছে তাকে কেউ আর প্রকৃতির প্রেম থেকে ফেরাতে পারেনি আর অশান্ত মনকে শান্ত করতে প্রকৃতির খুব কাছাকাছি যাওয়ার খুবই জরুরী মানুষ হচ্ছে স্বার্থপর কিন্তু প্রকৃতি কখনোই স্বার্থপর নয়। প্রকৃতি মানুষের ভালোবাসা দিতে জানে নিতে ও জানে। আপনি প্রকৃতির কাছাকাছি গিয়ে অনেক সুন্দর ফটোগ্রাফিও করেছেন ফুলগুলো খুব সুন্দর হয়েছে।

আসলেই যে একবার প্রকৃতির প্রেমে পড়ে যায় সে আর অন্য কারো প্রেমে কখনো পড়তে পারে না কারন প্রকৃতি অনেক বেশি সুন্দর। প্রকৃতির মাঝে সেদিন সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছিলেন মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

ভাইয়া আপনার ছোট ভাইবোনদের সাথে মাঠে ঘুরাঘুরির মুহূর্তে কিছু ফটোগ্রাফির প্রথম পর্বটা আমি পড়েছিলাম। প্রকৃতির ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভাল লেগেছে। এই পর্বে জানতে পারলাম যে আপনি আপনাদের জমিতে গিয়েছিলেন। ধন্যবাদ ভাইয়া।

প্রকৃতির এই ফটোগ্রাফি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। চমৎকার মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবসময় এরকম সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন বলে আশা রাখি।