নদীতে মাছ ধরার কিছু সুন্দর মুহুর্ত ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in hive-129948 •  3 years ago 

আজ - ২১ চৈত্র | ১৪২৮ বঙ্গাব্দ | সোমবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে নদীতে মাছ ধরার কিছু সুন্দর মুহুর্ত উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • নদীতে মাছ ধরার মুহূর্ত
  • আজ ২১ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ
  • সোমবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে.....!!



Picsart_22-04-04_10-55-32-501.jpg

"নদীর মাছ ধরার কয়েকটি ফটোগ্রাফি"



আচ্ছা বলুন তো মাছ ধরতে কার না ভালো লাগে....?? আমি এটা মনে করে যে মাছ ধরতে আমাদের সকলেরই অনেক বেশি ভালো লাগে। মাছ খাওয়ার থেকে মাছ ধরার মধ্যে যে আনন্দ আছে সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আর যারা মাছ ধরায় খুবই পারদর্শী তাদের কথা ভিন্ন তারা সমস্ত রকম কাজকর্ম ফেলে মাছ ধরার মেতে ওঠে। এই যেমন ধরুন বর্ষা মৌসুমে যখন নদীতে পানি আসে তখন পানির সাথে সাথে নদীতে মাছ এর প্রভাব একটু বেশি দেখা দেয়। যদিও আমি মাছ ধরায় তেমন পারদর্শী না তবে দেখেছি অনেক রাত পর্যন্ত মানুষ লাইট দিয়ে নদীতে মাছ ধরে। হয়তো এ রকম মাছ ধরতে ধরতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে তারা বুঝতেই পারেনি। মাছ ধরা আসলে একটা নেশা আর এই নেশায় অনেকেই আকৃষ্ট। এতটাই আকৃষ্ট থাকে যে তাদের আর কোন কিছু কথাই মনে থাকে না শুধু এটা ভেবেই তারা দিন পার করে যে প্রচুর মাছ ধরতে হবে।
আমি আপনাদের একটা কল্পনাতে নিয়ে যাই, মনে করুন আপনি নদীতে জাল ফেলেছে। অনেকক্ষণ বাদে জাল টেনে দেখলেন যে বড় বড় অনেক মাছ জালে আটকে আছে। মাছগুলো লাফালাফি করছে, এদিক থেকে লাফ দিয়ে ওদিকে ওদিক থেকে লাফ দিয়ে এদিকে আসছে। আর আপনি জালের এককোনা ধরে এই দৃশ্যটি দেখছেন। তাহলে এবার ভাবুন আপনার ভেতরের অনুভূতিটা কেমন হবে..!! নিশ্চয়ই আপনারা এতক্ষণে নিজের মনের মধ্যে অনুভূতি টা বুঝতে পেরেছেন। ঠিক এইরকমই একটা অনুভূতি আমার মধ্যে কাজ করেছিল কয়েকদিন আগে। আমি আপনাদের আগেই বলেছি আমি মাছ ধরায় তেমন পারদর্শী না, ছোটবেলা থেকে কখনোই নদীতে মাছ ধরতে যায়নি হয়তো বা কয়েক বার গিয়েছি কিন্তু মাছ পাইনি বলে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বাসায় চলে এসেছি।যাইহোক, যখন বর্ষা মৌসুম শেষ হয় তখন আমাদের বাড়ির পাশে ছোট্ট একটি নদী আছে এই নদীর পানি শুকিয়ে যায়। শুধুমাত্র নদীর মাঝখানে বড় একটা গর্ত থাকার কারণে সেখানে চৈত্র মাসের শেষ অব্দি ও পানি থাকে। গর্তটা এতটাই বড় যে দেখতে ছোটখাটো একটা নদীর মতই। তো বর্ষা মৌসুমে নদীর পানি শুকিয়ে গেলে আমাদের এলাকার লোকেরা সেখানে মাছ ছেড়ে দেয়। সেখানে কয়েক প্রজাতির মাছ ছাড়া হয় তার মধ্যে কয়েকটি মাছ সিলভার কাপ, রুই মাছ, মীগেল, গ্লাস কাপ, এই কয়েক প্রজাতির মাছ ছেড়ে দেওয়া হয়। তিন থেকে চার মাস পরে এই মাছগুলো নদী থেকে আহরণ করা হয়।
যদিও লেখাপড়া করার তাগিদে এখন আর বাসায় থাকা হয়না। তবে যখন মাছ ধরা হয় তখন আমার আব্বু আমাকে ফোন দেয় আর আমি শত ব্যস্ততা থাকার মধ্যেও সময় নিয়ে বাসায় চলে আসি মাছ ধরার জন্য। আমি কিন্তু আপনাদের একটা কথা অনেক আগেই বলেছি মাছ খাওয়ার থেকে ওখানকার যে মাছ ধরার দৃশ্য এটা যে কেউ দেখলে মনকে স্থির রাখতে পারবে না। সে অবশ্যই মনের বিরুদ্ধে নদীতে নামবে মাছ ধরার জন্য। অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায় সেই সময়টাতে, সবাই মিলে একত্রে জাল টেনে মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে। অনেক সুন্দর একটি মুহূর্ত আমি কাটায় সেই সময়টাতে।

IMG20220402130917.jpg

IMG20220402130927.jpg

Device :Realme 6i
নদীতে জাল ফেলা হচ্ছে মাছ ধরার জন্য

সর্বপ্রথমে নৌকার সাহায্যে নদীতে জাল ফেলা হয়। এই জাল অনেক বড় যার কারণে অনেকটা জায়গা জুড়ে জাল সারানো হয়। মাছ গুলো একত্রে করার জন্য। নদীতে পানি কম থাকার কারণে কোনো রকম ইঞ্জিন ছাড়াই শুধুমাত্র বৈঠা দিয়ে এই নৌকার সামনের দিকে নিয়ে যাওয়া যায়। এই ছবিটি আমি প্রথমে মাছ ধরতে গিয়ে এই নদীর ধার থেকে তুলেছিলাম। ততক্ষনে অনেকগুলো মাছ ধরা হয়ে গিয়েছিল।

IMG20220402130637.jpg

IMG20220402130545.jpg

Device :Realme 6i
এরা কয়েকজন খোশগল্পে মেতে আছে, সেইসাথে ছোট মাছ গুলো একত্রে রাখা হয়েছে।

নদীতে জাল ফেলানোর পর্ব শেষ হয়ে গেলে তখন সকলে মিলে একত্রে সেই জাল টানা হয়। জাল টেনে টেনে একটা সময় যে জলের মধ্যে থাকা মাছগুলো নদী থেকে উপরে উঠে আনা হয়। যেহেতু বসতবাড়ি থেকে সেই নদীটা একটু দূরে তাই পাত্র নিয়ে যাওয়ার কোন ব্যবস্থা নেই যার কারণে মাঠে কলার পাতার উপরে মাছ গুলো রেখে দেওয়া হয়।
মাছধরা আপাতত শেষ,এবার আমি আপনাদের মাঝে মাছ ভাগ করার পর্ব টি শেয়ার করব।


IMG20220402144431.jpg

IMG20220402144605.jpg

IMG20220402144645.jpg

IMG20220402145125.jpg

Device :Realme 6i
মাছ ভাগ করার প্রক্রিয়া চলছে

মাছধরা যখন শেষ হয়ে যায় তখন, যে কয়জন মিলে নদীতে মাছ ছেড়েছিল সেই কয়টা ভাগ বসানো হয়। প্রতিটি ভাগে সমান সংখ্যক মাছ দেওয়া হয়। সবথেকে আনন্দদায়ক মুহূর্ত হচ্ছে এটা যখন মাছ ভাগ করা হয়। একজন থাকে যে সবার নাম একে একে বলতে থাকে আর একজন সেই মাছ তাদের ব্যাগের উঠিয়ে দেয়।
এখানে আরেকটি প্রক্রিয়া অবলম্বন করা হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে, মনে করুন বড় বড় কয়েকটি মাছ জালে ধরা পড়েছে। এই মাছগুলো তো আর সবার মাঝে ভাগ করে দেওয়া সম্ভব নয়, কারণ লোক সংখ্যা বেশি আর মাছের সংখ্যা অল্প। তাই এই মাছগুলো নিলামে উঠানো হয়। নিলামে উঠানোর পরে এই মাছগুলো বিক্রি করে শুধুমাত্র টাকা সবার মাঝে ভাগ করে নেওয়া হয়।

IMG20220402144458.jpg

Device :Realme 6i
নিলামের মাছ

এই মাছগুলো নিলামে ওঠানো হয়েছিল, খুব ছোটবেলা থেকেই আমার কাছে বুশ মাছ অনেক বেশি ভালো লাগে। তাই এই বুস মাস নিলামে উঠানোর কারণে আমি আর লোভ সামলাতে পারিনি। তাই এই মাছগুলো আমি ১৫০০ টাকা দিয়ে নিলামের দরে কিনে নিয়েছিলাম। এখানে প্রায় ৮ থেকে ৯ কেজি মাছ ছিল।

IMG20220402144536.jpg

IMG20220402145054.jpg

Device :Realme 6i
টেপা মাছ

আপনাদের এলাকা তে এই মাছের কি নাম বলা হয় সেটা আমি জানি না তবে আমাদের এলাকাতে এই মাছের নাম টেপা মাছ। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা এই মাছ কেউ খায় না,কেন খায় না সেটা আমি জানি। এই মাছগুলো দেখতে খুবই সুন্দর হয়, এই মাছের একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে মুখের ভেতর ফু দিলে এই মাছ গোল হয়ে যায়। আবার যদি হাতের মাঝে রেখে চাপ দেওয়া হয় তাহলে সে ছোট হয়ে যায়। ছোটবেলায় এই মাছ নিয়ে আমরা খেলাধুলা করতাম। অনেক বছর বাদে এই মাছ দেখে খুবই ভালো লাগলো।
এটাই ছিল আমার মাছ ধরার সুন্দর কিছু মুহূর্ত, যেটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগলো। জানিনা কতটুকু সুন্দর ভাবে বুঝি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তবে আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য। ধন্যবাদ সকলকে....!!



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগসুন্দর মুহূর্ত।
ডিভাইজRealme 6i
বিষয়নদীতে মাছ ধরার মুহূর্ত
ছবির কারিগর@jibon47
ছবির অবস্থানসংযুক্তি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনার মাছ ধরার মূহুর্ত টি বেশ চমৎকার ছিল ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে ।প্রতিটি ফটোগ্রাফি দারুন হয়েছে। খুব সুন্দর সময় উপভোগ করেছেন আপনি ।আমার কাছে তো বেশ ভালো লেগেছে ।আমার কাছে সব থেকে বেশি ভাল লেগেছে আপনার হাতের টেপা মাছের ছবিটি। এই মাছটি কে দেখে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল। এখন তো এই মাছ আর দেখি না ।ছোটবেলায় এই মাছ ফুলিয়ে খেলা করেছি। বেশ মজার ছিল ।ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

জ্বি আপু আমি মাছ ধরতে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম, সবথেকে সুন্দর মুহূর্ত ছিল টেপা মাছ কে ঘিরে। এই মাছ দিয়ে ছোটবেলায় যেমন অনেক রকম দুষ্টুমি করতাম সেদিনও অনেক দুষ্টুমি করেছি এই মাছকে নিয়ে। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

নদীতে মাছ ধরার সুন্দর মুহূর্ত পার করেছেন আপুনি মাছগুলোর ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে আমারও খুব ভালো লাগে এরকম ভাবে মাছ ধরতে তবে টেপা মাছের ফটোগ্রাফি টা খুবই ভালো লেগেছে আমার কাছে ধন্যবাদ

যে নদীতে মাছ ধরতে গিয়ে আমি অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম সেই মুহূর্তটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

মাছ ধরার মূহুর্ত এবং মাছ ভাগাভাগি করার দৃশ্য গুলো দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। কিছুদিন আগে আমরা মাছ মেরে ছিলাম আমরা চাচাত ভাইরা ভাগ করে নিলাম। আজকের আপনার এই ভাগাভাগি দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল।

মাছ খাওয়ার থেকে মাছ ধরে এরকম ভাগাভাগি করার মুহূর্ত টা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বিশেষ করে ভাগাভাগি করার মুহূর্ত টা অনেক বেশি সুন্দর হয়। মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

এমন গ্রামীণ জনপদের ফটোগ্রাফি গুলো খুবই ভালো লাগে দেখতে। মাছ দেখতে আমার খুবই ভালো লাগে। ছোট বেলায় অবশ্য হাওড়ে মাছ ধরতাম। বিভিন্ন ধরনের মাছের ছবি তুলেছেন।টেপা মাছটি খুব সুন্দর লাগতেছে। অনেক সুন্দর
সময় কাটিয়েছেন বুঝা যায়।

ছোটবেলায় আমরাও এরকম মাছ ধরতাম, যদিও তেমন বেশি মাছ পেতাম না তবে সবাই মিলে অনেক চমৎকার একটি মুহূর্ত অতিবাহিত করতাম। সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গিয়েছিল সেদিন মাছ ধরতে গিয়ে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

আপনার এলাকার মাছ ধরার গল্পটি পড়ে খুবই ভালো লাগলো। এমন ঘটনার সাথে থাকতে পারলে খুবই মজা হয়। আপনি শেষে যে মাছটি দেখিয়েছেন আমাদের এলাকায় এই মাছটিকে টেপা মাছ বলা হয়। শুনেছি এই মাছটি নাকি বিষাক্ত। আপনার পোষ্টের ছবিগুলো সুন্দর ছিলো। ধন্যবাদ আপনাকে।

জি ভাইয়া মাঝে মাঝে এরকম ঘটনার সাথে থাকতে পেরে খুবই ভালো লাগে। মাছ ধরার এই নেশা আমার এতটাই বেশি যে আমি ম্যাচ থেকে বাসায় চলে গিয়েছিলাম।

আপনি অনেক সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি মাছের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে ভালো লেগেছে আপনার তোলা মাছ ভাগ করে নেওয়া ফটোগ্রাফি টি। সত্যি এরকম দৃশ্য দেখতে অনেক ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া নদীতে মাছ ধরার এত সুন্দর দৃশ্য আমাদের মাঝে শেয়ার করার জন্য।

নদীতে মাছ ধরতে সবারই অনেক বেশি ভালো লাগে তাই আমিও তাদের মধ্যে ব্যতিক্রম নয়, মাছ ধরতে গিয়ে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছেন সেইসাথে কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করেছি মাত্র। ধন্যবাদ আপু

আপনি আমাদের মাঝে আপনার নদীতে মাছ ধরার অনুভূতি শেয়ার করেছেন এবং কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগছে। আসলে এভাবে একসাথে সবাই মাছ ধরতে অনেক বেশি ভালো লাগে। আপনার এইযে টেপা মাছ এটা আমাদের এলাকায় বলে পটকা মাছ.এটা নিয়ে ছোটবেলায় অনেক দুষ্টামি করতাম। শুভকামনা রইল আপনার জন্য

এক এক জায়গায় এক এক ধরনের মাছ এর নাম হবে এটাই স্বাভাবিক। আমরাও ছোটবেলা এই পটকা মাছ নিয়ে অনেক দুষ্টুমি করতাম, সেদিনও অনেক দুষ্টুমি করেছি এই পটকা মাছ নিয়ে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

কতদিন হলো এই ভাবে মাছ ধরা হয় না। আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। সবাই মিলে এভাবে মাছ ধরার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমিও প্রায় অনেকদিন বাদে এরকম সবাই একত্রে মাছ ধরলাম। সবাই মিলে একত্রে এরকম মাছ ধরার মজাই আলাদা খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য

নদীতে মাছ ধরার দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগছে ভাই। বরশি দিয়ে মাছ ধরতে আমার অনেক ভালো লাগে। অনেক মাছ লোকজন নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে। মাছ ধরার সুন্দর মুহূর্ত এবং দৃশ্যগুলো ক্যাপচার করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ছোটবেলায় নদী থেকে বরশি দিয়ে মাছ ধরতাম। বরশি দিয়ে মাছ ধরার মজাই আলাদা। তবে এখন আর বড়শি দিয়ে মাছ ধরতে হয় না এখন মাছ ধরতে জাল ব্যবহার করা হয় বেশি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য

ভাইয়া খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্ট পড়ে ।আসলে আমার কাছে খুব ভালো লাগলে টেপা মাছটি' দেখে। সত্যি কি সুন্দর ,আমার তো মনে হচ্ছে এটি যদি একুরিয়ামের রেখে দেয়া যায় তাহলে অনেক সুন্দর হবে ।সত্যি আমার ইচ্ছে করতেছে এই সুন্দর মাছটিকে হাতে নিয়ে দেখতে। কখনো এই মাছ দেখা হয়নি। ধন্যবাদ ভাইয়া সুন্দর এই মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কোন সমস্যা নেই আপু এত চাপ নেওয়ার দরকার নেই, আপনি আপনার লোকেশন আমার কাছে পাঠিয়ে দিন আমি পরবর্তীতে আপনার কাছে টেপা মাছ পাঠিয়ে দিব। ধন্যবাদ আপনাকে

ভাইয়া আপনি নদীতে মাছ ধরার মূহুর্ত অনেক সুন্দর ভাবে ফটোগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন। আপনার কাটানো মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে আপনার এই পোস্ট উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

মাছ ধরতে সবারই অনেক বেশি ভালো লাগে আর আমি মাছ ধরার সাথে সাথে কিছু ফটোগ্রাফি করেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছিলেন, গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ

অসাধারণ হয়েছে আপনার মাছ ধরার গল্পটির তবে সেই ছোট মাছকে আমার কাছে অনেক ভালো লেগেছে

এই ছোট মাছটি সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে ছোটবেলায় এই ছোট মাছকে ঘিরে অনেক রকম গল্প ছোটগল্প ঘিরে রয়েছে। ধন্যবাদ আপু আপনার ছোট্ট একটি মন্তব্যের জন্য।

নদীতে মাছ ধরার কিছু সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কেননা আপনার পোষ্টের মাধ্যমে খুবই সতেজ ও টাটকা ছোট ও বড় মাছ দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আবার সেই মাছগুলোকে সবাই যেন সমান ভাবে পেয়ে থাকে তার জন্য সমান সমান করে ভাগ করে দেয়া হচ্ছে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর একটি পোষ্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

নদীতে মাছ ধরলে সেই মাছ সত্যিই অনেক টাকা এবং সতেজ থাকে। নদীর মাছ বিশেষ করে খুবই সুস্বাদু হয়। নদীতে মাছ ধরার এই মুহুর্তটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি যেটা দেখে আপনাদের খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে

নদীতে এতগুলো মাছ একসাথে ধরেছেন এটা আমি আসলে আগে কখনো দেখিনি। অনেকগুলা মাছ পেয়েছেন এবং খুব সুন্দর লাগছে যখন মাছগুলো ভাগ বন্টন করতেছেন। অসংখ্য ধন্যবাদ আপনার এলাকার মাছ ধরার কিছু ফটো চিত্র এবং অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকুন সবসময়।

নদী থেকে মাছ ধরার পরে আমরা সকলেই সেই মাছ গুলো সমান ভাগে ভাগ করে নিয়েছিলাম, সমানভাবে ভাগ করার কারণ হচ্ছে কারো যেন মন খারাপ না হয়। সেই সাথে আমি কিছু ফটোগ্রাফি ও করেছিলাম যেটা আপনাদের মাঝে শেয়ার করেছি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

নদীতে যখন মাছ ধরা হয় তখনকার মুহূর্ত আমার অনেক ভালো লাগে।অনেকদিন হয়ে গেল নদীতে মাছ ধরা দেখতে পায়নি।কিন্তু আজকে আপনার মাধ্যমে নদীতে মাছ ধরার কিছু অপরূপ দৃশ্য আমরা দেখতে পেলাম। যা দেখে খুব ভালো লাগছে।

যেহেতু আপনি অনেকদিন নদীতে মাছ ধরা দেখেন না সেহেতু আমরা যদি পরবর্তীতে আবার নদীতে মাছ ধরি তাহলে অবশ্যই আপনাকে জানাবো হাহাহা। লোকেশন পাঠিয়ে দেবো। ধন্যবাদ মন্তব্যের জন্য

এক কথায় অসাধারণ ভাই। আপনার মুহূর্তটাকে আমি ফিল করতে পারতেছি। কারন আমার মাছ ধরার প্রতি ভীষণ একটা নেশা। ছোটবেলায় এই নেশাটা বেশি ছিল। তবে আপনার মাছ ধরার ছবিগুলো দেখে মনটা জুড়িয়ে গেল ভাই। সুন্দর একটি মুহূর্ত পার করেছেন। এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর মাছ ধরার এবং মাছের ছবি গুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল ভাই আপনার জন্য।

ছোটবেলায় মাছ ধরার প্রতি আমার খুবই নেশা ছিল যদিও বড় হবার সাথে সাথে সেই নেশাটা কিছুটা হলেও চলে গিয়েছে তবে মাঝে মাঝে এই নেশাটা এতটাই আকৃষ্ট হয়ে পরী যে, যেখানেই থাকি না কেন মাছ ধরার জন্য বাসায় চলে যায়। ধন্যবাদ আপনাকে

টেপা মাছটি দেখে খুব ভালো লাগলো ভাই। নদীতে মাছ ধরার বেশ ভালো সময় কাটিয়েছেন। ছোট মাছের তো পাহাড় দেখলাম। ছোট মাছ খেতে অনেক পছন্দ করি। ভালো লাগলো আপনার পোস্টটি

ছোট মাছগুলো আমারও অনেক বেশি পছন্দের, এই ছোট মাছ চচ্চড়ি খেতে অনেক বেশি সুন্দর লাগে। আমার এই পোস্ট আপনার ভালো লেগেছে এটা জেনে আমি অনেক আনন্দিত। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

নদীতে মাছ ধরার মজাই আলাদা। মাছ ধরার পর যখন ভাগাভাগি করা হয় সেই মুহূর্তটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনি আপনার কাটানো সমস্ত মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। টেপা মাছের ছবিটা বেশ দারুন হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য

সত্যিই নদীতে মাছ ধরার মজাই আলাদা সেই সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটানো যায় সকলের সঙ্গে, এরকম মুহূর্ত কাটাতে কে না চাইবে আপনি বলুন....? যাই হোক ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

আপনি আমাদের মাঝে আপনার নদীতে মাছ ধরার অনুভূতি শেয়ার করেছেন যা পড়ে বেশ ভালো লাগছে। এবং কিছু মাছের ফটোগ্রাফি শেয়ার করেছেন খুবই ভালো লাগছে।আমার কাছে মাছ ধরা দেখতে বেশ ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

নদীতে মাছ ধরতে সবারই কম-বেশি অনেক ভালো লাগে, সত্যি বলতে মাছ ধরা টা আমার নেশা এই নেশা আমার ছোটবেলায় অনেক বেশি ছিল। যদিও এখন একটু কমে গিয়েছে তবে মাঝে মাঝে খুব আকৃষ্ট হয়ে যায় এই নেশার প্রতি। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।