সুস্বাদু আলু এবং বেগুন দিয়ে চাপিলা মাছ রান্নার রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in hive-129948 •  3 years ago 

আজ - ২১ পৌষ | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | শীতকালে |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে আলু,বেগুন দিয়ে চাপিলা মাছ রান্না এর রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • চাপিলা মাছ রান্নার রেসিপি
  • আজ ২১ পৌষ, ১৪২৮ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ দুপুর সবাইকে.....!!



আপনাদের তো অনেক আগেই বলেছি মাছের জগৎ এ যত মাছ আছে তার মধ্যে ছোট ছোট মালা,ঢেলা মাছ এবং পাঙ্গাশ মাছ আমার অনেক প্রিয়। ছোট মাছ আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে বিশেষ করে চচ্চড়ি রান্না করলে। ছোট মাছের চচ্চরি আমি অনেক বার খেয়েছি। তবে আজকের চাপিলা মাছের চচ্চরি রান্নাটা আমার কাছে অনেক সুস্বাদু লেগেছে। তাই আজকে একটু ভিন্না স্বাদ নেওয়ার জন্য চাপিলা মাছের চচ্চরি রেসিপি টা রান্না করলাম।
এখন যেহেতু শীতকাল, আর এই শীতকালে বাজারে নানা ধরনের নতুন নতুন সবজি দেখা যায়।নতুন সবজির মধ্যে একটা সবজি হলো নতুন আলু। এই আলু গুলো আকারে খুবই ছোট হয়,আমার কাছে এই আলু তেমন ভালো লাগে না। সিদ্ধ হতেই চায় না। তারপরেও নতুন নতুন সব কিছুই আমাদের খুবই ভালো লাগে।

অনেক দিন যাবৎ মেসে থাকার কারনে ছোট মাছ খাওয়াই হয় না। যারা হয়তো মেসে থেকেছেন বা এখন ও অবস্থান করছেন, তারা ভালো বুঝবেন মেসের খাবার কেমন হয়। শুধুমাত্র বড় বড় মাছ খাওয়া হয়,ছোট মাছ খুবই কম খাওয়া হয়। তাই বাসায় আসার আগেই আম্মুকে বলছিলাম চপিলা মাছ খেতে খুবই মন চাচ্ছে। তাই আমি বাসায় আসার পরে আম্মু চাপিলা মাছের চচ্চরি রান্না করেছে।আমি এখন আপনাদের মাঝে এই রেসিপি টা উপস্থাপন করবো। তো চলুন বেশি কথা আর না বলে রান্না শুরু করি।



IMG20211227113105-01.jpeg

সুস্বাদু চাপিলা মাছের রেসিপি

" প্রয়োজনীয় উপকরণাদি "

IMG_20211227_105918-01.jpeg

  • পেঁয়াজ
  • রসুন
  • কাঁচা মরিচ
  • হলুদের গুড়া
  • তেল
  • লবণ
  • মরিচের গুড়া

ধাপঃ-০১


IMG_20211227_110140.jpg

সর্বপ্রথমে আলু,বেগুন এই সবজি গুলো ভালোভাবে কেঁটে নিতে হবে। সেই সাথে সবজি গুলো সুন্দর ভাবে পরিস্কার পানি দ্বারা ধুয়ে নিতে হবে। প্রয়োজনে দুই থেকে তিন বার পরিস্কার ভাবে ধুয়ে নিতে হবে।

ধাপঃ-০২


IMG_20211227_110347.jpg

IMG_20211227_110441.jpg

এরপর চুলার উপর একটি কড়াই দিতে হবে এবং কড়াই এর উপর প্রয়োজনীয় পরিমাণ তেল দিতে হবে, তেল কিছু সময় গরম করে নিয়ে তেলের উপর পেঁয়াজ এবং মরিচ ছেড়ে দিতে হবে।

ধাপঃ-০৩


IMG_20211227_110511.jpg

এরপর পিঁয়াজ-মরিচের উপর পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। তবে লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লবণের পরিমাণ বেশি না হয়ে যায়।

ধাপঃ-০৪


IMG_20211227_110558.jpg

এরপর একটি চামচ দিয়ে উপকরণ গুলো সুন্দর ভাবে নারানারি করতে হবে। এমনভাবে নারানারি করতে হবে যেন প্রয়োজনীয় উপকরণ গুলো একে অপরের সাথে মিশে যায়।

ধাপঃ-০৫


IMG_20211227_110622.jpg

উপকরণ গুলো একে অপরের সাথে সুন্দরভাবে মিশে গেলে, উপকরণ গুলোর উপর আলু এবং বেগুন ছেড়ে দিতে হবে।

ধাপঃ-০৬


IMG_20211227_110728.jpg

এরপর একটি চামচ ব্যবহার করে প্রয়োজনীয় উপকরণ গুলো সাথে আলু এবং বেগুন চমৎকার ভাবে মিশিয়ে দিতে হবে ।যেটা আপনারা চিত্রের মাধ্যমে দেখতেই পাচ্ছেন।

ধাপঃ-০৭


IMG_20211227_111027.jpg

IMG_20211227_111135.jpg

এরপর কিছুটা সময় অনেক সুন্দর ভাবে নারানারি করতে হবে, যেন আলু এবং বেগুন আধা সিদ্ধ হয়ে যায়।

ধাপঃ-০৮


IMG_20211227_111254.jpg

IMG_20211227_111320.jpg

এরপরে মাছ গুলো একটু বেশি সুস্বাদু করার জন্য মাছের উপরে তেল এবং লবন দিয়ে অনেক সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে, এবং মাছগুলো তরকারির উপরে ছেড়ে দিতে হবে

ধাপঃ-০৯


IMG_20211227_111350.jpg

এরপরে মাছ এবং তোর গাড়ির উপর সামান্য পরিমাণ পানি ঢেলে দিয়ে ঝোল করে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে পানির পরিমাণ যেন বেশি না হয়ে যায়।

ধাপঃ-১০


IMG_20211227_111452.jpg

এবার নিচ থেকে তাপ দিতে হবে

ধাপঃ-১১


IMG_20211227_111703.jpg

IMG_20211227_112254.jpg

তাপ দেওয়ার ফলে পানিতে বুদবুদ আসবে, পানিতে বুদবুদ আসার ফলে কড়াই এর মধ্যে থাকা পানি গুলো শুকিয়ে ফেলার চেষ্টা করতে হবে

ধাপঃ-১২


IMG20211227112830-01.jpeg

একটা সময় যে ঠিক এরকম ভাবে কড়াই এর মধ্যে থাকা পানি শুকিয়ে যেয়ে, আলু এবং বেগুনের এরকম চচ্চড়ি তৈরি হয়ে যাবে। এই পানি শুকিয়ে যাবার মাধ্যমেই আমার রেসিপিটি রান্নার পর্ব শেষ হলো।

পরিবেশন


IMG20211227113058-01.jpeg

চাইলে আপনারাও এভাবে বাসায় চাপিলা মাছের চচ্চরি রান্না করে খেতে পারেন ।চাপিলা মাছের চচ্চরি রান্না টা সত্যিই অনেক সুস্বাদু হয়েছিল। আমি খেয়ে অনেক তৃপ্তি পেয়েছি, অনেকদিন পরে এরকম চাপিলা মাছের চচ্চরি খেয়ে সত্যিই অনেক ভালো লাগলো।

আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন।

ছবির বিবরণ
বিভাগরেসিপি
ডিভাইজRealme 6i
বিষয়আলু এবং বেগুন দিয়ে চাপিলা মাছ রান্নার রেসিপি
ছবির কারিগর@jibon47
ছবির অবস্থান[সংযুক্তি]

https://w3w.co/skirmish.decamped.spoon

আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। চাপিলা মাছ দিয়ে আলু বেগুন খুবই মজার রেসেপি। আপনার রেসিপি টি খুবই লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

আপনার আলু এবং বেগুন দিয়ে চাপিলা মাছ রান্নার রেসিপিটি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন আর দেখে খুব ভালো লাগলো আমার আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য

আপনার আলু বেগুন দিয়ে চাপিলা মাছের রান্নার এই রেসিপিটি দারুন হয়েছে ভাইয়া। কালারটা দেখতেও বেশ লাগছে। শীতকালীন নতুন আলু বেগুন দিয়ে মাছ রান্না করলে তা খেতেও সুস্বাদু হয়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে চাপিলা মাছের এই রান্নার রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

ধন্যবাদ ভাই💓💓

সুস্বাদু আলু বেগুন দিয়ে চাপিলা মাছ রান্নার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। ছোট মাছ মানবদেহের জন্য খুবই উপকারী এবং প্রয়োজনীয় মাছ এটা আমরা ছোট বড় সবাই খেতে পারি। ছোট মাছে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। আলু এবং বেগুন দিয়ে ছোট মাছ রান্নার মজাই আলাদা। আপনার রেসিপি টা দেখে জিভে জল চলে এসেছে দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। এবং প্রতিটি ধাপ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

ধন্যবাদ আপনাকে

খুবই সুস্বাদু একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। চাপিলা মাছ দিয়ে আলু বেগুন রান্নার রেসিপি, খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। যদিও আমি ছোট মাছ খুব পছন্দ করি সে কারণে হয়তো আপনার রেসিপিটি দেখে খেতে মন চাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই

আরে ভাই আপনি তো আমার মনের মতো একটা রেসিপি তৈরি করেছেন। চাপিলা মাছ দিয়ে আলু বেশুন দিয়ে রান্না করলে অসাধারণ টেস্ট হয়। আমি ইতিমধ্যে এটি ট্রাই করেছি। খুবই ভালো লাগছে আমার কাছে। আপনার রেসিপি টি একদম পারফেক্ট ছিলো।
আপনার জন্য শুভকামনা রইলো।

@sikakon

ধন্যবাদ ভাই

আলু ও বেগুন দিয়ে আপনি চমৎকার ভাবে চাপিলা মাছের রেসিপি তৈরি করেছেন। আপনার রান্নার কালার দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। তবে চাপিলা মাছ আমাদের এলাকায় খুবই কম পাওয়া যায়। যদি কখনো বাজারে চাপিলা মাছ পাই অবশ্যই এটি দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবো। এত সুন্দর মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে মন্তব্য করার জন্যে

আলু এবং বেগুন দিয়ে চাপিলা মাছের খুব সুন্দর একটি রেসিপি আপনি তৈরি করেছেন দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে মনে হচ্ছে খেতেও দারুন মজা হবে ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য

ধন্যবাদ আপনাকে

এই মাছগুলো আমার কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু চাপিলা মাছ নামে আমরা অন্য এক মাছকে চিনি। আপনার রেসিপিটিও আমার কাছে সম্পূর্ণ নতুন লাগলো৷ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্যে

ভাই আপনার রান্না করা চাপিলা মাছের চচ্চড়ি রেসিপির ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।খেতেও বোধহয় ভালই সুস্বাদু হয়েছিল।চচ্চড়ি রান্না করার পদ্ধতিও ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।চাপিলা মাছের রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য