আজ - ১৭ পৌষ| ১৪২৮ বঙ্গাব্দ | শনিবার | শীতকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- বন্ধুর সাথে ঘুরাঘুরি
- আজ ১৭ই শীতকাল, ১৪২৮ বঙ্গাব্দ
- শনিবার
চলুন শুরু করা যাক
শুভ রাত্রি সবাইকে....!!
মানুষ ভ্রমন প্রিয়, ঠিক তেমনি ভাবে আমিও একজন ভ্রমন প্রিয় মানুষ। ভ্রমণ করতে খুবই ভালোবাসি সেটা হোক কাছে কিংবা দূরে। তবে আমার কাছে দূরে ভ্রমণ গুলো সবথেকে বেশি ভালো লাগে। কারণ দূরের ভ্রমণ গুলো আমি সবথেকে বেশি এনজয় করি। যদিও এখন লেখাপড়ার কারণে তেমন ভ্রমণ করার সময় হয়ে ওঠে না, তবে লেখাপড়ার ফাঁকে ফাঁকে যদি কখনো সময় পাই তাহলে সেই সময়টুকু কখনোই হাতছাড়া করি না। যদিও এখন সারাদিনে একটুও সময় পাইনা ,সেই সকাল আট টায় ম্যাচ থেকে বের হতে হয় বাস্তব প্রশিক্ষণের জন্য। সকালে হাটাহাটি করা স্বাস্থ্যের জন্য খুবই ভালো তাই আমি ঘুম থেকে উঠে খাওয়া-দাওয়া শেষ করে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ ট্রেনিং করতে চাই। বেলা একটায় আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থেকে মেসে আছি। খাওয়া-দাওয়া গোসল এটা ওটা করতে আমার বিকেল তিনটা বেজে যায়। আর বিকেল মানেই আমার কাছে ঘুম। বিকেল সময়টাতে যদি আমি না ঘুমাই তাহলে আমার রাত্রে জেগে থাকা খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে। তো এখন আপনারাই বলুন তাহলে আমার ভ্রমণ করার সময় টা কোথায়...?? সত্যিই ঘোরাঘুরি করার সময় এটা একদমই পাইনা। আচ্ছা যাই হোক, বছরের প্রথম দিনে আমরা বন্ধুরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ আর যাব না। যেহেতু সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ট্রেনিং করতে যাবো না তাই সকালে অনেকটা সময় পেয়েছিলাম। যেহেতু অনেকদিন যাবত ঘুরাঘুরি করতে পারি না তাই আমি আমার এক বন্ধুকে ফোন দিয়ে বললাম যে আজ বিকেলে একটু ঘুরাঘুরি করতে যাব তুই আমার সঙ্গে যেতে পারবে কিনা...? সে তো আমার কথা শুনে খুবই খুশি কারণ কলেজ জীবনে আসার পর থেকে শুরু করে মেসে থাকার পর থেকেই তার সঙ্গে আমার সব রকম কথাবাত্রা ,হাসি-ঠাট্টা ,ঝগড়াঝাঁটি করার এই একটি মাত্রই মানুষকে আমি বেছে নিয়েছিলাম।এই একটিমাত্র মানুষই যার সঙ্গে আমি সব সময় ঝগড়া করতে ব্যস্ত থাকি। কখনো তাকে আমি উপরে উঠতে দেই না ,সব সময় তাকে আমি আমার নিচে রাখতে চাই। সেটা হোক ঝগড়া করে কিংবা ভালোবাসা দিয়ে।আমাদের দুজনের বন্ধুত্বের মধ্যে ভালবাসার কোন কমতি নেই। যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেল তিনটের দিকে আমি ম্যাচ থেকে রওনা হই ঘোরাঘুরি করার জন্য। আমরা একটা নির্দিষ্ট জায়গায় যে দুজন একত্রে মিলিত হই ।তারপরে, আমরা সিদ্ধান্ত নিই যে আজকে কুষ্টিয়া পৌরসভা তে একটু ঘুরাঘুরি করব। বেশ কিছুদিন হল কুষ্টিয়া পৌরসভা তে যাওয়া হয়না তাই দুজনেই একই উদ্দেশ্যে রওনা করলাম। কিছুক্ষণ পরে আমরা চলে যাই কুষ্টিয়া পৌরসভায়।
কুষ্টিয়া পৌরসভার দ্বিতীয় ফটক
এটা হল পৌরসভার প্রধান ফটক। পৌরসভাতে প্রবেশকালে প্রথমে এই ফটক দিয়েই প্রবেশ করতে হয়। মেইন গেট দিয়ে প্রবেশ এর সময় প্রথমেই এরকম একটি দৃশ্য সামনে পড়বে
এই পৌরসভাটি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি ১৮৬৯ সালে স্থাপন করা হয়। এটা মূলত ইংরেজরা তৈরি করেছিল। এই পৌরসভার প্রধান ফটকের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটির মূলত ইংরেজি প্রথম উপস্থাপন করেছিল। তারপরে কালের পরিক্রমায় এখানে অনেকগুলো ঘর তৈরি করা হয়েছে। পৌরসভার তিন দিনের বেলায় যতটা সুন্দর দেখায় তার থেকে বেশি সুন্দর দেখায় রাতের বেলা। রাতের বেলা পৌরসভাটি সাজে তার নতুন রঙিন সাজে। রাতের বেলা পৌরসভায় আমি অনেকদিন আগে একবার এসেছিলাম, সত্যিবলতে রাতের বেলা পৌরসভাটি দেখতে যে কতটা সুন্দর দেখায় সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যদি কখনো সময় হয় তাহলে রাতের বেলা পৌরসভাতে এসে, পৌরসভার ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করব।
যাই হোক আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম, ভেতরে প্রবেশ করার পরে আমরা যার যার মত পৌরসভার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি মুঠোফোনে ধারণ করলাম ।তারপরে আমরা চলে গেলাম পৌরসভার অন্য আর এক প্রান্তে।
কয়েক প্রজাতির মাছ
পৌরসভার পূর্ব পাশে একটি হ্যাচারি তৈরি করা হয়েছে, এই হ্যাচারি মধ্যে অনেক প্রজাতির মাছ চাষ করা হয়। যদিও এর আগে আমি এতগুলো অনেক প্রজাতির মাছ কখনো দেখিনি। মাছগুলো প্রথমবার দেখে আমি সত্যিই অনেক অবাক হয়েছিলাম। কারণ কয়েক প্রজাতির মাছ একসঙ্গে দেখলে কার না ভালো লাগে বলেন...? এই মাছগুলোর মধ্যে লাল রঙের মাছ গুলো আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। এই মাছগুলো বাঁচিয়ে রাখার জন্য হ্যাচারির একপাশ দিয়ে পানির ভেতরে প্রবেশ করছে এবং অন্য পাশ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, যার কারণে পানিতে ময়লা হওয়ার সম্ভাবনা খুবই কম। পানি স্বচ্ছ থাকার কারণে মাছ গুলো দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল।
প্রাচীনকালের ঐতিহ্যবাহী সেই পালকি
পালকির এই চিত্রটি আমাকে প্রাচীনকালের ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছি যে আগের দিনে যখন কারো বিয়ে হতো তখন এরকম গাড়ি ছিল না ।যার কারণে, নতুন বউ আনতে যাওয়া হতো পালকি নিয়ে। যেটা শুনে সত্যিই আমরা একসময় হো হো করে হেসে উঠতাম। পৌরসভাতে গিয়ে এরকম প্রাচীনকালের ঐতিহ্য দেখে অনেক ভালো লেগেছিল।পালকির এরকম চিত্র দেখে আমার বন্ধুটা বলে উঠলো যে, আমি যদি কখনো বিয়ে করি তাহলে আমার বউকে আমি পালকি করে নিয়ে আসবো হাহাহা যদিও কথাটা শুনে আমি রিতিমত তো হেসে ছিলাম এবং সেইসাথে তাকে বলেছিলাম, তোর কপালে বিয়ে নাই, তুই সারাজীবন সিঙ্গেল থাকবি 😃😃 তোকে বিয়ে করবে কোন গাধা 😃 । যাইহোক পালকির এখান থেকে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজন গল্প করছিলাম। গল্প শেষ করে আমরা দুজন চলে যাই পুকুর পাড়ে।
স্মার্ট বয় (বন্ধু)
পুকুরপাড়
ছেলেটাকে চেনা চেনা লাগছে হাহাহা😃
দুজনে মিলে অনেকটা সময় পুকুর পারের ঘাটে বসে খোশ গল্পে মেতে উঠে ছিলাম। কখন যে অনেকটা সময় পার করে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করেই আমরা গল্পের শেষে দুজনের ধ্যান ফিরে এলো যে আমাদের বাসায় ফিরে যেতে হবে। আমরা পুকুর পাড় থেকে রওনা হই বাসার উদ্দেশ্যে।
মেসে আসার পথে রাস্তার পাশের একটি স্ট্রিডফুড এর দোকান থেকে দুজনে স্ট্রিডফুড খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বেশ কয়েক ঘন্টা পরে আমরা যে যার মত বাসায় চলে আসি।
এই দিনটা ছিল আমার কাছে সত্যিই অনেক সুন্দর একটি মুহূর্ত। এরকম মুহূর্ত বারবার কাটাতে মন চায়। আর এই মুহুর্তটা বারবার তখনই ফিরে পেতে মন চায় যখন খুব কাছের মানুষ পাশে থাকে সেটা হোক বন্ধু কিংবা অন্য কেউ। তবে সত্যি বলতে এরকম মুহূর্ত কাটাতে আমার আপনার আমাদের সবারই অনেক ভালো লাগবে বলে আমি আশা রাখি। স্মৃতির পাতায় এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে, হয়তো কোন একটা সময় এই দিনের কথা ভেবে হো হো করে হেসে উঠলো। হয়তোবা সেদিন দুজনে থাকবো কোন এক দুই প্রান্তে, ইচ্ছে থাকলেও আর এভাবে এক সঙ্গে চলাফেরা, ঘোরাঘুরি, ঝগড়া, আড্ডা মাস্তি কোনটাই হবেনা। কোন কিছু ঠিক মতো না হলেও বন্ধুত্বটা কিন্তু সারা জীবন থেকেই যাবে।
কথায় আছে
"নদীর স্রোত বয়ে যায়, কিন্তু পাথর থেকে যায়।"
"ঠিক তেমনই ভাবে,অপরিচিতরা চলে যায়,কিন্তু বন্ধু থেকে যায়"
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
খুব সুন্দর ছবিগুলো, আসলে আপনি পৌরসভার যে ছবিগুলো দেখালেন সেগুলো বেশি সুন্দর দেখাচ্ছে। আমার তো বেশ ভালো লেগেছে। আর পালকির ছবিটিও অনেক সুন্দর, এখন তো দেখাই যায়না। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ছবি তার আগে উপস্থাপনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখে তো মনে হচ্ছে অনেক ঘোরাঘুরি এবং ইনজয় করেছেন। আর ছবিগুলো অসাধারণ হয়েছে আপনার। আসলে বন্ধুদের সাথে ইনজয় হয়। সব মিলিয়ে অসাধারণ ছিল ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মুহূর্তে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বী ভাই ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি কথা বলতে কি ঘোরাঘুরি গুলো সব সময় হঠাৎ করেই হয়। প্লান করে কখনো ঘোরাঘুরি করা যায় না। আপনি কুষ্টিয়া শহর খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।বিশেষ করে মাছের ছবি গুলো আমার খুব ভাল লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে আজকের দিনের অনুভূতিগুলো আমাদের মাঝে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া প্রথমেই জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুদের সাথে বছরের প্রথম দিনেই খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছেন জেনে খুবই খুশি হলাম। আপনাদের ভ্রমণকৃত স্থানটি খুবই চমৎকার দেখতে। কুষ্টিয়া পৌরসভার মধ্যকার দৃশ্যগুলো আরো বেশি চমৎকার। প্রতিটি ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। আপনাকে আজকের অভিজ্ঞতা এবং অনুভূতি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্যে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্ট দেখেই বুঝা যাচ্ছে আপনি আপনার বন্ধুর সাথে খুব ভালো সময় কাটিয়েছেন। আর আপনার পোস্ট যে ছবিগুলো ছিলো খুবই ভালো লেগেছে আমার। আসলে বন্ধুর সাথে সময় কাটানো খুবই ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার টুইটার লিংকঃ-
https://twitter.com/jibon472?t=UJg1Yt_0CRRV5p5nrGWJ2g&s=09
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হটাৎ করে কোন প্লান প্রোগ্রাম ছাড়া ঘুরতে বের হতে বেশ ভালোই লাগে। আপনার ঘোরাফেরার সুন্দর কিছু বিবরণের সাথে অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। সব গুলো ছবিই বেশ ভাল লেগেছে আমার কাছে। বিশেষ করে মাছের ছবি গুলো অনেক সুন্দর করে তুলেছেন আপনি। শুভেচ্ছা নিবেন ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit