আজ - ১৭ আশ্বিন | ১৪২৮ বঙ্গাব্দ| শনিবার | শরৎকাল|
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
তো চলুন শুরু করা যাক
শুভ সন্ধ্যা সবাইকে...!
যে মানুষটা তোমার অবহেলা প্রতিনিয়ত সহ্য করে,প্রতি নিয়ত তোমার পাশে থাকছে,আর তাই তুমি মনে করছো এই মানুষ টা সস্তা...?! আসলে মানুষ টা সস্তা না,বরং মানুষ টা তোমাকে হারাতে চায় না। তোমাকে হারানোর ভয় নিয়ে এমন কেউ যদি তোমার পাশে থাকে তাহলে তুমি সত্যিই ভাগ্যবান বা ভাগ্যবতী। ভাগ্য ভালো না হলে এমন মানুষ পাওয়া যায় না। তবুও যদি ওই মানুষটার দূর্বলতা-কে পুজি করে তুমি আঘাত করতেই থাকো,তাহলে তুমি সত্যিই বোকা। কারো দূর্বলতার সুযোগ পেয়ে যখন তুমি নিজের ইচ্ছা মতো আঘাত দাও,কষ্ট দাও,তখন ওই মানুষটার সহ্য করা ছাড়া আর কিছুই করার থাকে না। মানুষ টা হয়তো মুখে কিছু বলবে না ,কিন্তু সে মনে মনে ঠিকই কষ্ট পুষে রাখবে। যা তুমি কখনোই বুঝতে পারবে না। তোমার করা অন্যায় গুলো মানুষটার মনে ধীরে ধীরে জমা হয়ে বাড়তে থাকবে।
সব কিছু সহ্য করতে করতে একটা সময় মানুষ টা হাঁপিয়ে উঠবে। ধীরে ধীরে মানুষ টা বুঝতে শুরু করবে,তোমাকে পাওয়ার জন্যে সে নিজেকেই হারিয়ে ফেলেছে। মানুষ টা ঠিক তখনই বদলে যেতে চায়।
আর তুমি হয়তো ভাবছো মানুষটা সব সময় এমনই থাকবে,তোমার শত অন্যায় অবহেলা সব সময় সহ্য করেই চলবে। আমি বলবো তুমি ভুল ভাবছো। সব কিছুরই একটা মাত্রা থাকে, আর সেই মাত্রা অতিক্রম করলে তার ফল কখনো ভালো হয় না। তুমি যখন একই ভাবে অপর পাশের মানুষটার সাথে অন্যায় করতে থাকবে, তখন সেই মানুষ টা ধীরে ধীরে বুঝতে শুরু করবে এবং তখন মানুষ টা বদলে যাবে। কোন মানুষই বদলে যেতে চায় না,যদি না কেউ তাকে বদলে যেতে বাদ্ধ করে। তোমার করা প্রতিটা অন্যায় অপর পাশের মানুষটা-কে বদলে যেতে বাদ্ধ করেছে,যা তুমি বুঝতে পারো নি। কিন্তু যখনই তুমি বুঝবে ঠিক তখন দেখবে সেই মানুষটা আর তোমার নেই। তোমার ঠিক তখনই কষ্ট হবে, যখন তুমি ওই মানুষটার মর্ম বুঝতে পারবে। হয়তো মানুষ টা তোমার চোখের সামনে থাকবে, দিব্বি তোমার সামনে দিয়ে হেঁটে বেড়াবে কিন্তু ওই মানুষটার মনে আর তুমি নেই।কি..! কষ্ট হচ্ছে....?হ্যাঁ এমনটাই হবে, যখন মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে,তুমি কি পেয়েছিলে আর খুজতে গিয়ে কি হারিয়েছ। অথচ তখন তোমার কিছুই করার থাকবে না,কারন ততদিনে মানুষটা নিজেকে বদলে নিয়েছে।
তাই বলি,প্রিয় মানুষ হোক বা দূরের কোন মানুষ হোক,সময় থাকতে তাকে মূল্যায়ন করুন। কাউকে আঘাত করাটা হয়তো খুবই সহজ কিন্তু সেই আঘাত প্রাপ্ত ব্যাক্তিকে তার আগের অবস্থানে নিয়ে যাওয়া টা খুবই কঠিন।আমাদের উচিত সব সময় সঠিক মূল্যায়ন টা করা।এমন কোন কাজ করা উচিত নয় যে কাজের জন্য পরবর্তীতে আফসোস করতে হয়। আর জানেন তো আফসোস কখনো কখনো মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক হয়।
ইমোশনাল কথা ভাই।কোন আপন মানুষ কষ্ট দিছে নাকি ভাই।ঝেড়ে ফেলুন শক্ত হন ভালো কিছু অপেক্ষা করছে আপনার জন্য।
শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
না ভাই,তেমন কিছু না। এমনিতেই একটু লিখলাম আর কি...!ধন্যবাদ আপনাকে💜💜
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিকই বলেছেন তবে বেশি ইমোশনাল হওয়া যাবে নাহ।ইনশাআল্লাহ সামনে অনেক ভালো কিছু পাবেন।শুভেচ্ছা ও অভিনন্দন ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ইনশাআল্লাহ,, ধন্যবাদ আপনাকে, সুন্দর মন্তব্য করার জন্যে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit