গভীর রাতে হঠাৎ করেই মুড়ি পার্টির আয়োজন ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in hive-129948 •  3 years ago 

আজ - ১৬ চৈত্র | ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার | বসন্তকাল |



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাঝে মেস লাইফে গভীর রাতে হঠাৎ করেই মুড়ি পার্টির দেওয়ার সুন্দর মুহুর্ত উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • মুড়ি পার্টির মূহুর্ত
  • আজ ১৬ চৈত্র, ১৪২৮ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে.....!!



Picsart_22-03-30_12-55-39-622.jpg

মুড়ি পার্টির সময় সুন্দর কিছু মুহূর্ত



মেস লাইফে অনেকগুলো সন্ধ্যায় পার করেছি কিন্তু গত কালকের সন্ধ্যা টা আমার কাছে একটু অন্যরকম ছিল। যদিও প্রতিদিনের ন্যায় সন্ধ্যায় কিরকম ভাবে আমাদের জীবনে নেমে আসে, দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যায় ঠিক তখনই আঁধার ঘনিয়ে সন্ধ্যা নেমে আসে। সারাটা দিন আমি অনেক ব্যস্ত ছিলাম যার কারনে মেসে বেশি সময় থাকতে পারেনি। বেশিরভাগ সময়ই আমাকে কলেজে থাকতে হয়েছিল। যাইহোক কলেজের কাজকর্ম সেরে আমি সন্ধ্যার একটু আগে এই মেসে প্রবেশ করলাম। মেসে প্রবেশ করার সাথে সাথেই বিদ্যুৎ চলে গেল। আর তাৎক্ষণিক ভাবেই শুরু হয়ে গেল অসম্ভব গরম। এতটাই গরম লাগছিল যে আমি রুমের মধ্যে কোন ভাবেই থাকতে পারছিলাম না। জানালা খুলে দেখি মৃদু বাতাস হচ্ছে। একটু স্বস্তির জন্য আমি দরজা খুলে বাহিরে চলে যাই। রাস্তার পোল এ থাকা লাইটগুলো বন্ধ হয়ে আছে। আমি আমার ফোনের লাইট অন করে রাস্তা দিয়ে হাটাহাটি করছিলাম সেই সাথে প্রকৃতির মুক্ত বাতাস গায়ে লাগাচ্ছিলাম আর গুনগুনিয়ে গান গাচ্ছিলাম।
ততক্ষনে আমার গা ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ করে চারিদিক আলো হয়ে উঠলো বুঝতে পারলাম বিদ্যুৎ চলে এসেছে। তড়িঘড়ি করে রুমে যেয়ে বেডের ওপরে শুয়ে পড়ি খুবই ক্লান্ত লাগছিল। বেড এর উপরে শুয়ে পড়ার সাথে সাথে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। হঠাৎ করে সাড়ে দশটার দিকে আমার ঘুম ভাঙ্গে। ঘুম ভেঙ্গে আমি রাতের খাওয়া দাওয়া শেষ করি তবুও কেন জানি মন কিছু একটা করতে চাইছিল। হঠাৎ করেই মনে হলো যে অনেকদিন হলো মেসমেট দের সঙ্গে আড্ডা দেওয়া হয়না। তাই ভাবলাম সবার সঙ্গে আজ একটু আড্ডা দিব। শুধু শুধু কি আর আড্ডা দেওয়া যায় আপনারাই বলুন....?? মেস লাইফে আড্ডা দেওয়ার সময় যদি মুড়ি চানাচুর না থাকে তাহলে সেই আড্ডায় মজা হয় না। তাই আমি মুড়ি এবং চানাচুর কিনে নিয়ে আসে। একটা রুমের মধ্যে সবাইকে ডেকে নিয়ে আসলাম। সবাই যে যার রুম থেকে আমার রুমে চলে আসলো। সবাই মিলে মুড়ি পার্টি প্রস্তুতি শুরু করলাম। এবার আমি আপনাদের মাঝে মুড়ি পার্টি রেসিপিটি শেয়ার করতে চলেছি। তাহলে আর দেরি না করে চলুন সামনের দিকে অগ্রসর হই।
মেসের এক ছোট ভাই আছে সে আবার এই সকল কাজে খুবই পারদর্শী আমরা সকলে তাকে দিয়েই সকল কাজ করিয়ে নিলাম। আর আমি শুধু বসে বসে হুকুম জারি করছিলাম হাহাহা।



প্রয়োজনীয় উপকরণাদি

IMG_20220326_220544.jpg

  • মরিচ
  • পেঁয়াজ
  • লবণ
  • তেল
  • চানাচুর
  • মসলাগুঁড়া

ধাপঃ-০১

IMG_20220326_221953.jpg

IMG_20220326_221940.jpg

সর্বপ্রথম পেঁয়াজ এবং মরিচ খুবই চমৎকার ভাবে পরিষ্কার পানি দ্বারা ধুয়ে নিয়েছিলাম। তারপর পেঁয়াজ এবং মরিচ কুচি কচি করে কেটে একটি পাত্রে রেখে দিয়েছিলাম।

ধাপঃ-০২

IMG_20220326_221918.jpg

এরপরে পেঁয়াজ এবং মরিচ কুচি উপরে পরিমাণমতো লবণ ছিটিয়ে দিয়েছিলাম। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে লবণের পরিমাণ যেন বেশি না হয়।

ধাপঃ-০৩

IMG_20220326_221902.jpg

এরপরে পরিমাণমত তেল মিশিয়ে দিলাম। তবে আমরা তেলের পরিমাণ টা একটু বেশি রেখেছিলাম , কারন তেলের পরিমাণ যত বেশি হবে ঝাল মুড়ির স্বাদ ততগুণে বেড়ে যাবে। তেল মিশানোর পরে হাত দিয়ে মরিচ পেঁয়াজ একটু চটকিয়ে নিয়েছিলাম।

ধাপঃ-০৪

IMG_20220326_221844.jpg

এবার উপকরণগুলি সঙ্গে চানাচুর মিশিয়ে দিয়েছি। চানাচুর মিশিয়ে দেওয়ার পরে হাত দিয়ে চানাচুর এবং উপকরণ নারানারি করতে হবে যেন একত্রে মিশে যায়।

ধাপঃ-০৫

IMG_20220326_221835.jpg

এবার সকল উপকরণ গুলি সঙ্গে মুড়ি মিশিয়ে দিলাম। মুড়ি মিশিয়ে দেওয়ার পরে এপিঠ-ওপিঠ নারানারি করতে হবে যেন উপকরণগুলি সাথে মুড়ি একত্রে মিশে যায়।

ধাপঃ-০৬

IMG_20220326_222120.jpg

IMG20220326222219.jpg

IMG_20220326_222255.jpg

এর পরে শুরু হল খাওয়া-দাওয়া পর্ব। যে যার মত খাওয়া-দাওয়া করছিল আর আমি শুধু ফটোগ্রাফি করছিলাম।

ধাপঃ-০৭

IMG20220326222348.jpg

IMG20220326222356.jpg

সবাই খাওয়া দাওয়া নিয়ে প্রচুর ব্যস্ত। যদিও আমি এরকম চানাচুর দিয়ে মুড়ি তেমন খাই না তবে বৃষ্টির দিনে মাঝে মাঝে খেয়ে থাকি তখন খুবই সুস্বাদু লাগে। মেসমেটদের সাথে করে একত্রে খাওয়ার মজাই আলাদা।

সকলে মিলে আমরা অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম। অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম। সেই সাথে অনেক খোশগল্পে মেতেছিলাম। এরকম মুহূর্ত বারবার কাটাতে চাই মাঝে মাঝে এরকম মুহূর্ত কাটাতে অনেক বেশি ভালো লাগে শরীরের মধ্যে থেকে ক্লান্তি বদ দূর হয়ে যায়। যারা মেসে এরকম সুন্দর সময় অতিবাহিত করেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে মেস লাইফ টা আসলে কতটা মজার। যাইহোক এখানেই আমি আমার পোস্ট শেষ করছি আশা করি পোস্টটি আপনাদের অনেক বেশী ভালো লাগবে। ধন্যবাদ সকলকে....!!



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগসুন্দর মুহূর্ত।
ডিভাইজRealme 6i
বিষয়মুড়ি পার্টির আয়োজন
ছবির কারিগর@jibon47
ছবির অবস্থানসংযুক্তি

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বন্ধু বান্ধবের সাথে এরকম ভাবে মুড়ি খাওয়ার মজাই অন্যরকম। আমরা মাঝে মাঝে এরকম ভাবে স্কুলের মাঠে বসে মুড়ি পার্টি দিতাম। সুন্দর ছিল সেই দিনগুলো। ধন্যবাদ আপনাকে মুড়ি পার্টির মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা মাঝে মাঝে এরকম মুড়ি পার্টি দিয়ে থাকি অনেকদিন বাদে আজ হঠাৎ করেই মেসে মুড়ি পার্টি দিলাম। ধন্যবাদ আপনাকে

মেসে থাকলে হঠাৎ করে এরকম মুড়ি পার্টির আয়োজন করা হয়। আরে বাবা হুটহাট কোনো পরিকল্পনা ছাড়া ছোটখাটো পার্টি বেশ মজাদার হয়। সুন্দর ছিল আপনার উপস্থাপনা ঠিক তবে এখন ম্যাচে না থাকার কারণে এই সময়গুলো খুব মিস করি। ভালো লাগলো আপনার উপস্থাপনা টি ভালো থাকবেন সবসময়।

মেসে থাকার মজাই আলাদা এই মজাটা তখনই খুব মনে পরে যখন মেসে থাকা হয়না। কিছুদিন পরে হয়তো এই অনুভূতিটা আমারও চলে আসবে।

  ·  3 years ago (edited)

হঠাৎ গভীর রাতে ম্যাচমেটদের সঙ্গে মুড়ি মাখার আয়োজন খুব ভালো লাগলো। আমরাও মাঝে মাঝে মেচে মুরি মাখার আয়োজন করি।সবাই মিলে মুড়ি মাখা খেতে বেশ মজাই হয়।আপনার এই সময়টা খুব ভালো ছিল। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল আপনার সুন্দর একটি আনন্দময় মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

এই অনুভূতিটা তারাই শুধু পেয়েছে যারা জীবনে একবার হলেও মেসমেট দের সঙ্গে এরকম করে মুড়ি পার্টি দিয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

ভাইয়া আপনি অনেক সুন্দর ভাবে আপনার অনুভূতি প্রকাশ করেছেন। আসলে গভীর রাতে এভাবে মুড়ি পার্টি করার মজাই আলাদা। আপনার এই পোস্ট পড়ে ম্যাস লাইফের কথা মনে পড়ে গেল। অনেক ধন্যবাদ জানাচ্ছি দারুন ভাবে আপনি পুরো বিষয়টি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

আমার এই পোস্টটা দেখে আপনার ম্যাচ লাইফের কথা মনে পড়ে গেছে এটা জেনে খুবই ভালো লাগলো। কিছুটা হলেও আপনার পুরনো দিনের সেই স্মৃতি মনে পড়ে গিয়েছে । এটা ভাবতেই অনেক বেশি ভালো লাগছে

বড় একটি গামলা নিয়ে মুড়ি খাওয়ায় বসে গেলেন সবাই। মুড়ি মাখানো দেখেই লোভ হচ্ছে কারণ ঝাল মুড়ি খেতে অনেক ভালোবাসি।আর সবাই মিলে ঝাল মুড়ি খাওয়ার মজাই আলাদা।

ঝাল মুড়ি খেতে আমরা সকলেই অনেক বেশি ভালোবাসি যদিও আমরা পারফেক্ট ভাবে ঝাল মুড়ি তৈরি করতে পারি না তবে যেভাবেই তৈরি করি না কেন খেতে খুবই সুস্বাদু লাগে।

আমি যখন মেসে থাকতাম তখন এভাবে ঝালমুড়ি খাওয়া হতো 😋

দেখেই বোঝা যাচ্ছে আপনি খুবই সুন্দর একটি মুহূর্ত পার করেছেন। আসলে এই ভাবে ম্যাচ লাইফে সবাই মিলে একসাথে মুড়ি পার্টি করার মজাই আলাদা। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

যে মাঝে মাঝে এরকম ম্যাচ লাইফে সবাই মিলে মুড়ি পার্টি দেওয়ার মজাই আলাদা সবাই মিলে একত্রে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এই বিষয়টা অনেক ভালোভাবে এনজয় করি। ধন্যবাদ আপনাকে

এটা কিন্তু ভাই ঠিক না আমরা কি অপরাধ করেছি। আমাদের ছাড়া সবাই মিলে খেয়ে নিলেন হাহাহা। আসলে আয়োজন ছোট হলেও এর আনন্দ অনেক। আপনার পোস্ট দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দর করে মুড়ি পার্টির আয়োজন করেছেন। এবং আপনাদের আনন্দ আমাদের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্যটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে ভাইয়া, সমস্যা নেই টেনশন করে শরীর খারাপ করবেন না, কোন দিন যদি দেখা হয় আপনাদের নিয়ে এরকম মুড়ি পার্টি দিব ইনশাল্লাহ।

এই সময়গুলো খুব স্মরণীয় হয়ে থাকে। এমন অনেক ঘটনা রয়েছে আমার জীবনেও। এত সুন্দর একটি মুহূর্ত আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য

সবার জীবনে কিছু না কিছু এরকম ম্যাচ লাইফের ঘটনা থেকে যায় যে ঘটনাগুলো চাইলেও মুছে ফেলে দেওয়া সম্ভব না। এরকম ঘটনার কথা যখন মনে পড়ে তখন নিজের কাছেই অনেক বেশি খারাপ লাগে। ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যর জন্য।

ভাই সবাই মিলে এই রকম করে মুড়ি পার্টি করে মুড়ি খাওয়ার মজাই আলাদা হয়, আমারতো মন চাচ্ছে আপনাদের সাথে গিয়ে খেয়ে আসি। মুড়ি পার্টি সবাই মিলে খেলে এবং সেইসাথে অনেক গল্পগুজব করে অনেক আনন্দঘন মুহূর্ত গুলো কেটে যায়, যা আমার কাছে খুবই ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আপনার মুড়ি খাওয়ার আনন্দঘন মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

যদি আসতে মন চায় তাহলে চলে আসুন ভাইয়া আপনাকে সাথে নিয়ে নতুন করে আবার মুড়ি পার্টি দিবো। সত্যি বলতে অনেক সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছিলাম। ধন্যবাদ

গভীর রাতে মুড়ির পার্টি এটা দেখে অবাক হয়ে গেলাম।সাধারণত বন্ধুরা মিলে যে কোন সময় এমন পার্টি করলে অনেক ভালো লাগে ।আপনি এবং আপনার বন্ধুরা মিলে এত রাতে যে মুড়ির পার্টি করলেন আর সবাই মিলে আড্ডা দিলেন তাই ভালো লাগতেছে ।আর আমাদের সাথে মুহূর্তটি সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনি একদম সত্য কথা বলেছেন গভীর রাতে বন্ধুদের সঙ্গে এরকম মুড়ি পার্টি দিতে খুবই ভালো লাগে। আমরা মাঝে মাঝে এ ধরনের এর আয়োজন করে থাকে। ধন্যবাদ আপনাকে

মুড়ি মাখা আমার অনেক ভালো লাগে ভাই ।অনেকগুলো বন্ধু-বান্ধব কিংবা বড় ভাইদের সঙ্গে একত্রে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা। আপনি মুড়ি মাখার মুহুর্ত শেয়ার করার সঙ্গে সঙ্গে রেসিপিটাও শেয়ার করেছেন। অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে।

মুড়ি মাখা আমার কাছে বরাবরই অনেক বেশি সুস্বাদু লাগে। তবে এ ধরনের রেসিপি একা একা খাওয়ায় কোন মজা নেই সবার সঙ্গে একত্রে খেলে অনেক বেশি সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ

বন্ধুরা একসাথে হয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দর একটি সময় কাটিয়েছেন। মুড়ি মাখা খেতে আমার খুবই ভালো লাগে। আমরা বাসায় প্রায় সময়ই চেয়ে থাকি। শুভকামনা রইল আপনার জন্য।

আমরাও মাঝে মাঝে বাসায় এরকম মুড়ি পার্টি দিয়ে থাকি। তবে বন্ধুদের সঙ্গে এই রকম মুড়ি পার্টি খুব কম সময়ই হয়েছে। হঠাৎ করে এই এরকম একটি আয়োজন করে অনেক বেশি ভালো লেগেছিল।

গভীর রাতে হঠাৎ করেই মুড়ি পার্টির আয়োজন দেখে সত্যি অনেক ভাল লাগল।বাহ ভালোই মজা করতেছেন মনে হচ্ছে। সত্যি খুবই ভালো লাগল আপনার এই পোস্ট টি দেখে।
আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া। 💞💞

যে আমরা সকলে মিলে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছিলাম। এরকম সুন্দর মুহূর্ত কাটাতে খুবই বেশি ভালো লাগে। গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

ঝাল মুড়ি খুব একটা লোভনীয় খাবার। বিশেষ করে পার্টির মাধ্যমে খেতে বেশি ভালো লাগে। যেমন করে কোন বন্ধু বান্ধব সব একসাথে খেতে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি আনন্দময় মুহূর্ত শেয়ার করার জন্য।

ঝাল মুড়ি বরাবরই খুবই সুস্বাদু আর এই ঝাল মুড়ি যদি বন্ধুদের সঙ্গে খাওয়া হয় তাহলে স্বাদ কয়েকগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

স্টুডেন্ট বা চাকরিরত অবস্থায় আমি কখনোই মেসি থাকিনি। তাই মিস লাইফের অভিজ্ঞতাও আমার জানা নেই। তবে আপনাদের গল্প গুলো পড়ে আর ছবি দেখে ভালো লাগে। মনে হয় যেন একটা পরিবারের মত। যখন যা খুশি করা যায়। শুধু আনন্দ আর আনন্দ। অনেক ধন্যবাদ অনুভূতি গুলো শেয়ার করার জন্য

যারা একবার মেসে থেকে তারাই এই অনুভূতিটা বুঝতে পারবে ভাইয়া। আপনার কথার সঙ্গে আমি একমত মেসে যারা থাকে তারা সবাই একটি পরিবারের মতোই থাকে সব সময়। ধন্যবাদ আপনাকে

ম্যাচে থাকলে যা হয় আর কি এরকম গভীর রাতে অনেক দিয়েছি মুড়ি পার্টি ।একসাথে এই ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনি একদম সত্য কথা বলেছেন ম্যাচে থাকলে এরকম হঠাৎ করেই হুটহাট সিদ্ধান্তে খাওয়া-দাওয়া হয়। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

আপনাদের মুড়ির পার্টি দেখে খুব ভালো লাগলো। আসলে এভাবে সকলে মিলে আনন্দ ভাগাভাগি করে মুড়ি খাচ্ছেন দৃশ্যটি খুবই অসাধারণ। মুডি মাখানোর দৃশ্য খুব দুর্দান্ত মনে হচ্ছে। এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

যে আমরা সকলে মিলে মেসে অনেক সুন্দর মুহূর্ত ভাগাভাগি করেছিলাম একে অপরের সাথে। এরকম সুন্দর মুহূর্ত কাটাতে খুবই ভালো লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ

ক্ষুদার জ্বালায় মুড়ে খেয়ে
নাম হলো পার্টি।
পার্টির নাম আলাদা
আরো আছে কি?

সুন্দর ছিল উপাস্থাপন।

আপনি খুবই চমৎকার ভাবে ছন্দ আকারে নিজের মনের ভাব প্রকাশ করেছেন। আপনার এই ছন্দটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া

মুড়ি পার্টিতে থাকতে পারলে ব্যাপারটি বেশ জমে যেত, যাইহোক থাকতে না পারলেও আপনার এই পোস্ট দেখে অনেক কিছুই উপলব্ধি করতে পারলাম। রাতের সময় এভাবে মুড়ি পার্টি করার মুহূর্ত অসাধারণ হয়ে থাকে কেননা আমরা মাঝেমধ্যেই বন্ধুরা মিলে এগুলো করে থাকি। ধন্যবাদ আপনাকে আপনার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সমস্যা নেই যদি আপনার সঙ্গে কখনো দেখা হয় তাহলে এরকম মুড়ি পার্টি দিবো। ভাই ব্রাদার একসাথে মুড়ি খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য

বন্ধুরা মিলে এক সাথে হয়ে মুরি খাওয়ার মজাই আলাদা। আমার কাছে বেশ ভালো লাগে এসব কাজ। আমি মাঝে মধ্যে আমার বন্ধুর বাসায় গেলে সেখান থেকে নানান রকম জিনিশ বানিয়ে খাই রাতে। খুব ভালো লাগে। শুভেচ্ছা রইলো আপনার জন্য।

যদিও কখনো বন্ধুর বাসায় গিয়ে এরকম মুড়ি পার্টি দেওয়া হয়নি তবে নিজের ক্যাম্পাসের ফিল্ডে অনেকবার দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য করার জন্য।