আলু এবং বেগুন দিয়ে পুটি মাছের চচ্চরি-র রেসিপি ||🦊 ১০% বেনিফিশিয়ারি🦊 @shy-fox 🦊||

in hive-129948 •  3 years ago 

আজ - ২৩ অগ্রহায়ণ| ১৪২৮ বঙ্গাব্দ | বুধবার| হেমন্তকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


আজ আমি আপনাদের মাছে পুটি মাছের চচ্চরি এর রেসিপি সম্পর্কে উপস্থাপন করবো । আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।



  • পুটি মাছের চচ্চরি রেসিপি
  • আজ ২৩ অগ্রহায়ণ, ১৪২৮ বঙ্গাব্দ
  • বুধবার


তো চলুন শুরু করা যাক...!


শুভ বিকেল সবাইকে.....!!



মাছ খেতে তো আমরা অনেকেই ভালোবাসি কিন্তু পুটি মাছ খেতে ভালোবাসে ক'জন বলুন তো...??আমরা কিন্তু সবাই বড় বড় মাছ পছন্দ করি সব থেকে বেশি। দেখেন যখন আমরা বাজারে যাই মাছ কিনতে, প্রথমে কিন্তু আমরা বড় মাছের দোকানেই যাই। হঠাৎ করে শখের বসে বা ভুল করে ছোট মাছ এর দোকানে যাই বা ছোট মাছ খাই। তবে আমার কাছে বড় মাছের থেকে ছোট মাছ গুলোই বেশি ভালো লাগে। আর এই ভালো লাগাটা তৈরি হয়েছে মূলত আমার আম্মুর জন্য। আমার আম্মু সাধারনত বড় বড় মাছ গুলো তেমন একটা খেত চায় না। যার কারনে আব্বু বাজার থেকে বা নদীর ঘাট থেকে ছোট মাছ গুলোই বেশি কিনে নিয়ে আসে।

এই পুটি মাছের কথা বলতে গেলে ছোট বেলার স্মৃতি মনে পরে যায়। যখন খুব ছোট ছিলাম তখন বরশি দিয়ে নদীতে মাছ ধরতে যেতাম। অনেক সময় ধরে চেষ্টা করার পর যখন মাছ পেতাম। তখন সেই মাছ বাসায় নিয়ে আসতাম আম্মু সেই মাছ ভেজে দিতো, অনেক মজা করে খেতাম। সেই কথা গুলো এখন মনে পরলে সত্যিই অনেক হাসি পায়।
তবে যাই বলি না কেন পুটি মাছ খুব ছোট বেলা থেকেই আমার অনেক প্রিয়। যদিও একটু কাঁটা বেশি, তবে দাঁতের নিচে দিয়ে চিবিয়ে পিষে দিলে আর কাঁটা ফোঁটার ভয় থাকে না।আমি সাধারণত মাছ এভাবেই খাই।অতো সময় নেই মাছের কাঁটা বাছার,মাছের কাঁটা বেঁছে খেতে গেলে, খাবার খেতে অনেকটা সময় লাগে। আর যেটা আমার একটুও পছন্দ না। ঝটপট খেতেই অনেক বেশি ভালো লাগে। যাইহোক, অনেক বকবক করলাম এবার চলুন রান্না শুরু করি।



" পুটি মাছ রান্নার রেসিপি"


IMG_20211202_192729.jpg

পুটি মাছের রেসিপি

"প্রয়োজনীয় উপকরণ "

IMG_20211202_182109.jpg

  • পেঁয়াজ
  • মরিচ
  • তেল

ধাপঃ-০১

IMG_20211202_182059.jpg

প্রথমে আলু এবং বেগুল গুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর, আলু এবং বেগুন কুচি কুচি করে কেঁটে একটি পাত্রে রেখে দিতে হবে। তারপর, পুনরায় আবারও পরিষ্কার পানি দ্বারা আলু এবং বেগুন ধুয়ে নিলাম।

ধাপঃ-০২

IMG_20211202_182047.jpg

এবার আলু এবং বেগুন কড়াই এর উপর রেখে দিলাম, তারপর কড়াই এর একপাশে মরিচ এবং পেঁয়াজ রেখে দিলাম।

ধাপঃ-০৩

IMG_20211202_183425.jpg

এবার কড়াই এর উপর রাখা পেঁয়াজ এবং মরিচ হাত দিয়ে খুবই সুন্দরভাবে চটকাতে হবে। এমন ভাবে চটকাতে হবে যেন মরিচের থেকে মরিচের বিচিগুলো বের হয়ে যায়, এবং পেঁয়াজ গুলো যেন আলু এবং বেগুনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যায়।

ধাপঃ-০৪

IMG_20211202_183410.jpg

মরিচ এবং পেঁয়াজ চটকানো শেষ হয়ে গেলে আলু এবং বেগুনের উপর পরিমাণমতো তেল ছিটিয়ে দিতে হবে, এবং তেল ছিটিয়ে দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে কড়াই টা চুলার উপর বসিয়ে দিতে হবে।

ধাপঃ-০৫

IMG20211202184208-01.jpeg

IMG20211202184202-01.jpeg

কড়াই টা চুলার উপর বসিয়ে দিয়ে তাপ দিতে হবে, নির্দিষ্ট একটা সময় ধরে তাপ দেওয়ার পরে পানিতে বুদবুদ তৈরি হবে। তখন একটি চামচ দিয়ে তরকারি টুকু ভালোভাবে নারানারি করতে হবে, যেন তরকারি প্রতিটি অংশ ভালো মতো সিদ্ধ হয়।

ধাপঃ-০৬

IMG_20211202_182240.jpg

হলুদ মাখানো পুটিমাছ

ধাপঃ-০৭

IMG20211202184426-01.jpeg

এবার হলুদ মাখানো পুটি মাছ গুলো তরকারির উপর একে একে ছেড়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ তাপ দিতে হবে, তাপ চলাকালীন সময় চামচ দিয়ে সুন্দরভাবে তরকারিটা নারানারি করতে হবে, যেন মাছগুলো তরকারির ভেতরে ভালোভাবে মিশে যায়।

ধাপঃ-০৮

IMG_20211202_185622.jpg

এরপর কিছুক্ষণ তাপ দিয়ে ভেতরে থাকা পানি টুকু শুকিয়ে ফেলতে হবে এবং মাঝে মাঝে স্বাদ গ্রহণ করতে হবে। দেখতে হবে যে ঝাল এবং লবন এর পরিমাণ ঠিক মত হয়েছে কিনা সেদিকে লক্ষ রাখতে হবে।

ধাপঃ-০৯

IMG20211202185511-01.jpeg

কিছুক্ষণ তাপ দেওয়ার পরে তরকারির টুকু লাল বর্ণ ধারণ করবে। সত্যি বলতে আমার এরকম তরকারি খেতে অনেক বেশি ভালোলাগে। এভাবেই তৈরি হয়ে গেল আলু এবং বেগুন দিয়ে পুটি মাছের চচ্চড়ি। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরী করে খেয়ে দেখতে পারেন, খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি।

পরিবেশন


IMG_20211202_192718.jpg

খুবই মজাদার এবং সুস্বাদু একটি রেসিপি, আলু এবং বেগুন দিয়ে পুটি মাছের এরকম রেসিপি আমি বারবার খেতে চাই

আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন।

ছবির বিবরণ
বিভাগরেসিপি
ডিভাইজRealme 6i
বিষয়আলু এবং বেগুন দিয়ে পুটিমাছের চচ্চড়ি
ছবির কারিগর@jibon47
ছবির অবস্থান[সংযুক্তি]

https://w3w.co/afterglow.impressing.criteria

আমার পরিচয়


1630010060468-01.jpeg

আমি জীবন মাহমুদ। আমি একজন ছাত্র। আমি বাংলাদেশে বাস করি। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের অধ্যায়ন রত আছি। আমি ছবি আঁকতে এবং ফটোগ্রাফি করতে ও মাঝে মাঝে গুন গুন করে গান গাইতে খুবই ভালোবাসি। সেই সাথে যে কোনো নতুন বিষয় সম্পর্কে জানতে পছন্দ করি। আমি ভালোবাসি স্টিমাইট প্লাটফর্মে কাজ করতে।



logo.gif


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আলু বেগুন দিয়ে পুটি মাছের চচ্চড়ি খেতে আসলে অনেক দারুণ লাগে। আমার কাছে বেশ ভালো লাগে, প্রায় সময় তৈরি করে খেয়ে থাকি এবং রেসিপিটি দেখতে অসাধারণ হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে ধাপগুলো আমাদের মাঝে উপস্থাপন করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার জন্য শুভকামনা।

সুন্দর ভাবে মন্তব্য করার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই 🥰🥰🥰

জীবন ভাই আলু, বেগুন দিয়ে পুটি মাছের চচ্চড়ি খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও মনে হয় মাশাল্লাহ খুব সুন্দর টেস্ট হয়েছিল। খুব সুন্দর করে বর্ণনা করেছেন এবং রান্নাটাও চমৎকার হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল প্রিয় ভাই।

আপনার মন্তব্য দেখে আমি সত্যিই অনেক খুশি ভাই। চমৎকার ভাবে আমার রান্নার প্রশংসা করেছেন। ধন্যবাদ আপনাকে ভাই🎊🎊

হাউ মাউ খাউ পুটি মাছের গন্ধ পাও। কতো দিন হলো পুটি মাছ খাইনা ভাই।

লোভ লাগিয়ে দিলেন তো ভাই খুব চমৎকার উপস্থাপন হয়েছে।ধাও গুলো বেশ গুছিয়ে করেছেন শুভ কামনা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি মন্তব্য করার জন্য😍😍

আলু বেগুন দিয়ে খুবই সুন্দর পুঁটি মাছের চচ্চড়ি রেসিপি তৈরি করেছেন।এই রেসিপি আমার অনেক পছন্দ হয়েছে।আপনার জন্য শুভেচ্ছা রইলো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া🌷🌷

পুটি মাছের চচ্চড়ি আমারও খুব পছন্দের বাসায় আম্মা মাঝে মাঝে রান্না করেন বেশ ভালই লাগে।
আপনি অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন এবং ধাপে ধাপে খুব সুন্দর উপস্থাপন করেছেন আপনার জন্য শুভকামনা রইল

ছোট মাছের মধ্যে পুটি মাছ আমার অনেক প্রিয় ধন্যবাদ আপনাকে

🥰🥰

আলু ও বেগুন দিয়ে পুঁটি মাছের রেসিপি টা বেশ সুন্দর হয়েছে। আর এইরকম টেস্টটি এবং সুস্বাদু রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আলু এবং বেগুন দিয়ে পুটি মাছ রান্না করলে সত্যিই অনেক মজা লাগে ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

ভাইয়া, আমি পুটি মাছ খেতে খুবই পছন্দ করি। ছোটমাছ আমার খুবই ভালো লাগে খেতে। তবে ছোট মাছে কাটা থাকে সেটা একটু ভয় লাগে তারপরও আমার খুবই পছন্দের । অনেকেই বড় মাছের প্রতি আকৃষ্ট আমরা অনেকেই ভাল করে জানি না বড় মাছের তুলনায় ছোট মাছে রয়েছে অনেক পুষ্টিগুণ। পুঁটিমাছ আমি সবসময় ভুনা করে খেয়েছি তবে কখনও আলু অথবা বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করে খাই নি। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।পুটি মাছ আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।

আপনি একদম ঠিক কথা বলেছেন আপু আমরা সবাই শুধু বড় মানুষের প্রতি আসক্ত বেশি থাকে কিন্তু বড় মাছের চেয়েও অনেক পুষ্টি গুণ ক্ষমতা আছে এটা আমরা হয়তো অনেকে জানেই না ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার মাধ্যমে আমাকে উৎসাহিত করার জন্য

ছোট মাছ আমার খুব পছন্দের একটি খাবার।আপনার রান্না করা পুটি মাছের চচ্চরি রেসিপির ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।ছবিগুলো দেখেই বুঝা যাচ্ছে যে,খাবারটি খুব সুস্বাদু ছিল।ধাপে ধাপে খুব সুন্দরভাবে রান্না করার পদ্ধতি উপস্থাপন করেছেন।শুভকামনা রইলো আপনার জন্য।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর ভাবে মন্তব্য করার জন্য

আলু ও বেগুন দিয়ে পুটি মাছের চচ্চড়ি আমার মনে হয় বেশিরিভাগ মানুষের পছন্দের খাবার। আমার খুব ভালো লেগেছে ভাই আপনার রান্না।ধাপগুলো বিশেষ করে সুন্দর করে উপস্থাপন করেছেন। খুব ভালো লেগেছে আমার। শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর ভাবে আমাকে উৎসাহিত করার জন্য

আপনি দারুণ একটি রেসিপি বানিয়েছেন।খুবই সুন্দর হয়েছে।এটি অত্যন্ত পুষ্টিকর খাবার।আলু ও বেগুন আমার ও খুব প্রিয়।ধন্যবাদ ভাইয়া।

আপনাকেও ধন্যবাদ দিদি আমাকে এত সুন্দর ভাবে উৎসাহিত করার জন্য