বৃষ্টিতে গ্রাম-বাংলার কৃষকের মুখে হাসি

in hive-129948 •  3 years ago 

আজ - ০২ ভাদ্র | ১৪২৮ বঙ্গাব্দ | মঙ্গলবার| শরৎকাল|



আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।


এই তো কিছুক্ষণ আগে আকাশে প্রচুর মেঘ দেখা গিয়েছিল। মেঘে চারিদিকে ঢেকে গিয়েছিল। মনে হচ্ছিল পুরো পৃথিবীটাকে কে যেন এক কালে পর্দায় ঢেকে দিয়েছে। তারপরে কিছুক্ষণ আকাশে মেঘ গর্জন করছিল। মনে হচ্ছিল কে যেন ঢাক বাজাচ্ছে। এমন টা দেখতে দেখতেই শুরু হয়ে গেল বৃষ্টি। অনেক ক্ষন বৃষ্টি হওয়ার পরে সব কিছু আবার আগের মতো হয়ে গেলো। নেই কোন বৃষ্টি,নেই কোন মেঘের গর্জন। বৃষ্টি শেষে আকাশের দিকে তাকিয়ে থাকতে খুবই ভালো লাগে। পরিবেশ খুবই মনোমুগ্ধকর দেখায়। মনে হয় যতোসব ময়লা-আর্বজনা ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে। পৃথিবীটা-কে নতুন নতুন লাগে।

IMG20210731145143-01.jpeg

বৃষ্টি শেষে আকাশ
Device:realme 6i

প্রচুর বৃষ্টি হওয়ার কারনে কৃষকের জমিতে পানি বেধে আছে। আর বৃষ্টি শেষে আকাশ তার নিজস্ব বর্ণ ধারন করেছে। যা দেখতে খুবই মনোমুগ্ধকর দেখাচ্ছে।


IMG20210816163158-01.jpeg

IMG20210816163207-01.jpeg

ধানক্ষেত
Device:realme 6i

অপর দিকে ধান গাছ গুলো অনেক দিন পানি পায় না, দেখেই বোঝা যাচ্ছে। এখানে সেচ-এর তেমন ব্যাবস্থা না থাকায় কৃষক তার জমিতে পানি দিতে পারে। বৃষ্টির পানি পেয়ে ধান গাছ গুরো নতুন করে তার জীবন ফিরে পেলো। এতে কৃষকের অনেক উপকার হলো। অনেক কৃষক হয়তো এই ধান বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কিন্তু পানি সেচ-এর ব্যবস্থা না থাকায় তারা যদি জমিতে পানি দিতে না পারে তাহলে তো তাদের ফসল হবে না। ফসল হওয়ার আগেই গাছ মারা যাবে। তাই গ্রামবাংলার প্রায় প্রতিটা কৃষক একটু বৃষ্টির জন্যে ওই আকাশ পানে চাতক পাখির মতো চেয়ে থাকে।

IMG20210816162519-01.jpeg

IMG20210816162541-01.jpeg

বৃষ্টি-ভেজা পুইশাক/পুইগাছ
Device:realme 6i

বৃষ্টিভেজা পুইশাক। পুইশাক এর পাতার উপরে এক একটা বৃষ্টির ফোঁটা আমার কাছে মুক্তোর দানার মতো মনে হচ্ছে। বৃষ্টির পানি পেয়ে গাছপালা এক নতুন জীবন ফিরে পেয়েছে। চারিদিকে সবুজের সমারোহ,গাছে গাছে পাখি গান করছে। প্রকৃতি যেন তার আপন রূপে সেজেছে।

IMG_20210629_175937.jpg

কচু পাতার পানি
Device:realme 6i

বৃষ্টি শেষ হয়ে গেছে কিন্তু কচু পাতার উপর পানি ঠিকই রয়ে গেছে। কিন্তু এই পানি স্থায়ী নয়। এই কচু পাতার পানি থেকে আমরা আমাদের জীবনের একটি বিষয় উপলব্ধি করতে পারি সেটা হলো,কচু পাতার পানি যেমন স্থায়ী নয়,কিছুক্ষণ পরেই তা পরে যাবে অথবা শুকিয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আমাদের জীবন ও স্থায়ী নয়,ক্ষনিকের জন্যে আমরা এই পৃথিবীতে এসেছি আবার ক্ষণিক পরেই চলে যাবো যেখান থেকে এসেছি সেখানেই। ক্ষণিকের এই পৃথিবীতে আমাদের মান,অভিমান,আবেগ,ভালোবাসায় পরিপূর্ণ থাকে কিন্তু এই সবকিছুই ক্ষণিকের।



আমার পোস্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করিছি আপনারা সবাই আমার পোস্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে এই প্লাটফর্মটি থেকে অনুপ্রাণিত করবেন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সবগুলো ছবি সুন্দর হয়েছে ভাই।

আপনাকে ধন্যবাদ

হ‍্যা অবশ্যই। কারন কৃষকের প্রান বৃষ্টির পানি.বৃষ্টির পানিতে কৃষকের ফসলের ফলন বৃদ্ধি পায়।

জ্বী ভাই,আপনি ঠিক বলেছেন