আজ - ১৯ বৈশাখ| ১৪৩০ বঙ্গাব্দ | মঙ্গলবার | বসন্তকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- শিক্ষনীয় একটি পোষ্ট
- আজ ১৯শ বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দ
- মঙ্গলবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ দুপুর সবাইকে......!!
আমরা মানব জাতি আমরা মানবজাতি হিসেবে এই পৃথিবীতে এসেছি। যদিও আমরা সৃষ্টির সেরা জীব হলেও আমাদের মাঝে মাঝে কিছু ভুল হয়ে যায়। আমরা এই ভুলগুলো মনের অজান্তেই করে ফেলি কোন কিছু বুঝে ওঠার আগেই আমরা ছোট ছোট ভুল করেই ফেলি যেটা হয়তোবা অনেক সময় আমাদের কাছ থেকে কেউ কখনোই আশা করেনা। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক কারণ পৃথিবীতে কেউই ভুলের ঊর্ধ্বে নয়। সকলেই দৈনন্দিন জীবন চলার পথে ছোট ছোট ভুল করে থাকে। এই ছোট ছোট ভুলের মাধ্যমে আমরা আমাদের জীবনকে আরো বেশি সুন্দর করতে পারি। এখন হয়তোবা আপনারা বলবেন ছোট ছোট ভুলের মাধ্যমে জীবন কিভাবে সুন্দর হয়...?
এই ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে ব্যাপারটা এমন হয় যে, আমরা যখন কোন ভুল করি সেই ভুল থেকে আমরা নতুন কিছু শিক্ষা পাই যা থেকে আমরা নতুন কিছু শিখি। এই নতুন কিছু যখন আমরা শিখি তখন এটা আমাদের নতুন এক অভিজ্ঞতার জন্ম দেয় যার কারণে পরবর্তীতে সেই একই কাজ করতে গেলে আগের কথা মাথায় রেখেই কাজ করি যার কারণে ভুল হবার সম্ভাবনা খুবই কম থাকে। এ থেকেই বোঝা যায় যে ছোট ছোট ভুলের মাধ্যমেও অনেক কিছু শেখা যায়।
তবে আমরা বরাবরই অন্যের সমালোচনা করতে অনেক বেশি স্বাচ্ছন্দ বোধ করি মানুষ হিসেবে আমরা এই ব্যাপারটা তে অনেক বেশি আনন্দ পাই। ছোট ছোট ভুল যেমন মানুষকে সংশোধন করে দেয় ঠিক তেমনি ভাবে ছোট্ট একটু সমালোচনা করলে মানুষ অনেকটাই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আর এই দ্বিধা দ্বন্দ্বে যখন মানুষ করে যায় তখন চলার পথ অনেকটাই সংকীর্ণ হয়ে যায় সবকিছুতেই কেমন যেন একটা ভয় ভয় ভাব কাজ করে।
আমরা কখনোই নিজের ভুলকে হয়তো বা অতটা বড় চোখে দেখি না যতটা আমরা অন্যের ছোট একটি ভুল দেখি। অন্যের ছোট একটি ভুলকে আমরা যেমন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই ঠিক তেমনি ভাবে আমরা নিজেরা যদি নিজেদের ভুলটা শুধরে নিতে পারতাম তাহলে হয়তোবা আরও বেশি স্বাচ্ছন্দভাবে সমাজে বসবাস করা যেত।
মাঝে মাঝে এটা ভেবে আফসোস হয় যে, মানুষ হিসেবে আমরা সমাজে বসবাস করছি ঠিক ওই কিন্তু আমরা একে অন্যের কটুক্তি করায় অথবা অন্যকে নিচে নামানোর চিন্তায় অনেক বেশি ব্যস্ত থাকে। কিভাবে অন্যকে ছোট করা যায় এ নিয়ে আমরা এক অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠি। যেটা মানুষ হিসেবে মোটেও কাম্য নয়।
ভুল ছোট কিংবা বড় হোক না কেন যেটা ভুল সেটা সবসময়ই ভুল হিসেবেই বিবেচনা করা হয়। কিন্তু আমরা কখনোই নিজের ভুলটাকে বড় করে দেখিনা আমি সবসময় অন্যের ছোট্ট একটি ভুল অনেক বড় চোখে দেখি। এই ব্যাপারটা যদি আমি আপনাদেরকে বোঝাতে চাই তাহলে কিছু উদাহরণের মাধ্যমে বোঝানো সম্ভব। যেমন ধরুন, আপনার বাসার ছোট বাচ্চা হয়তোবা কোন একটি কাজ ভুল করে করে ফেলেছে আপনি সেই ছোট্ট একটি ভুলের কারণে তাকে সবসময় কথা শোনাচ্ছেন তাকে ছোট ছোট কথার মাধ্যমে আঘাত করছেন। যার কারনে সে ভেতর ভেতরে অনেকটাই কষ্ট পাচ্ছে যদিও আপনি যদি মনে করেন সেটা কোন বড় ধরনের ভুল নয় তাহলে তেমন বেশি কোন ক্ষতি হবার সম্ভাবনা নেই। কিন্তু আপনি যদি সেই ব্যাপারটা নিয়ে বারবার তার সঙ্গে কথা বলতে থাকেন সে নিজের কাছে অনেক বড় অপরাধী ভাববে এবং এই ব্যাপারটা তাকে ভবিষ্যতে জীবন চলার পথে অনেক কিছু থেকেই দূরে রাখবে।
আবার আপনার বাসার সেই বাচ্চার করা ভুলটা যদি আপনি করে থাকেন তাহলে সেই ভুলটা আপনার কাছে তেমন কোন বড় ধরনের ভুল বলে মনে হবে না। আপনি নিজেকে শান্ত রাখবেন হয়তোবা কিছুটা সময় আফসোস করবেন কিন্তু আপনার কাছে তেমন কিছুই মনে হবে না। কারণ আপনি ইতোমধ্যেই নিজের মন মানসিকতা এমন করে নিয়েছেন যে অন্যের ছোট্ট একটি ভুল সেটা অনেক বড় বিষয় আর আপনি সেই একই ধরনের ভুল করেছেন কিন্তু আপনার কাছে সেটা মনে হচ্ছে খুবই ছোট্ট একটা জিনিস, এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই ব্যাপারটা খুবই দুঃখজনক।
তাই আমাদের সকলের উচিত নিজেকে সঠিক সময়ে শুধরে নেয়া। আমরা যদি সকলেই যে যার জায়গা থেকে শুধরে যাই তাহলে হয়তোবা সমাজে বেঁচে থাকাটা আরো বেশি সহজ হবে। অন্যের করা ভুলের সমালোচনা না করে নিজের করা ভুলগুলোকে শুধরে নেওয়াটাই উত্তম বলে আমি মনে করি। আমরা সকলেই যদি যে যার ভুলগুলো শুধরে নেই এবং অন্যের ভুলগুলো বড় করে না দেখে, অনেক বড় বড় ভুল গুলোকে ছোট হিসেবে দেখে বেশি একটা সমালোচনা না করে যদি তাকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে মানুষের আত্মিক বন্ধন আরো বেশি মজবুত হবে। সুতরাং নিজে পরিবর্তন হন সমাজ বদলে যাবে।
এটাই ছিল আমার আজকের ছোট্ট একটি পোস্ট। আশা করছি আমার এই পোস্ট আপনাদের খুবই ভালো লেগেছে। আজ আর নয় এখানেই শেষ করছি, সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে....!!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | শিক্ষনীয় একটি পোষ্ট |
---|---|
বিষয় | অন্যের করা ছোট্ট ভুল আমরা অনেক বড় চোখে দেখি |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা মানব জাতি বড়ই অদ্ভুত। অন্যের ছোট ছোট ভুলগুলোকে সবসময় বড় করে উপস্থাপন করার চেষ্টা করি। আর নিজের ভুলগুলোকে ঢেকে রাখার চেষ্টা করি। আর ভুলত্রুটি সবার মাঝেই থাকে। আমরা যদি সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি এবং তাকেও শুধরানোর সুযোগ দেই তবেই তো আমরা প্রকৃত মানুষ। ভাইয়া আপনার লেখাগুলো পড়ে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই আমরা অন্যের ভুলগুলো অনেক বড় করে দেখি আর নিজের ভুলগুলো সবসময় ঢেকে রাখার চেষ্টা করি। আপনার কথার সঙ্গে আমি একমত পোষণ করছি ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit