আজ - ১৩ ফাল্গুন| ১৪২৯ বঙ্গাব্দ | রবিবার | বসন্তকাল |
আসসালামু ওয়ালাইকুম,আমি জীবন মাহমুদ, আমার ইউজার নাম @jibon47। বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালোই আছি মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।
- প্রিয় কমিউনিটি,আমার বাংলা ব্লগ
- অপ্রীতিকর একটা ঘটনা
- আজ ১৩ই ফাল্গুন, ১৪২৯ বঙ্গাব্দ
- রবিবার
তো চলুন শুরু করা যাক...!
শুভ সন্ধ্যা সবাইকে......!!
আমরা জীবন চলার পথে অনেকেই অনেক রকম ভাবে অপ্রীতিকর কোন না কোন ঘটনার সাক্ষী হই। এই অপ্রীতিকর ঘটনাটা আমাদের জীবনে হঠাৎ করেই চলে আসে আমরা কোন কিছু বুঝে ওঠার আগেই এটা কখন যে আমাদের মাঝে এসে ভর করে সেটা হয়তোবা আমরা কখনোই সেটা বুঝতে পারিনি। কিন্তু এই অপ্রীতিকর ঘটনা থেকে খুব দ্রুতই মুক্তি লাভ করা যায় যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া যায়। যদি সঠিক সময় সঠিক পদক্ষেপ নেওয়া যায় তাহলে কোন রকম সমস্যাই তেমন একটা সমস্যা বলে মনে হয় না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ টা নিবেন যদি আপনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেন, তাহলে হয়তোবা সেই অপ্রীতিকর অবস্থা থেকে বাহির হতে আপনাকে অনেকটা সময় লাগবে। ঠিক তেমনি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে আমার সঙ্গে গতকাল। যেটা আমি কখনই প্রত্যাশা করিনি এমনকি আমার জীবনে কখনোই এমন কোন ঘটনা ঘটেনি। তো সেরকম একটি অপ্রীতিকর ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব।
বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির যুগ আর এই সময়ে তথ্যপ্রযুক্তি অনেকটাই এগিয়ে গিয়েছে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় বর্তমান বিশ্ব তথ্য প্রযুক্তির উপর অনেকটাই নির্ভরশীল। আর এই অনেকটা নির্ভরশীল হওয়ার কারণেই আমরা যেকোনো ধরনের কাজ করার ক্ষেত্রে প্রথমেই ভেবে নিই এটা কম্পিউটার অথবা ইন্টারনেট সংযোগের মাধ্যমে কতটা সহজ করা যায়। আসলে বর্তমান ইন্টারনেট সংযোগ আমাদেরকে অনেকটাই যেকোনো ধরনের কাজকর্ম সহজ করে দিয়েছে আমরা যে কাজগুলো অনেক কঠিন ভাবতাম সেগুলো আমরা ইন্টারনেট সংযোগের মাধ্যমে খুব সহজেই করে ফেলতে পারি তেমন একটা বিপাকে পড়তে হয় না। এ থেকেই বোঝা যায় বর্তমান বিশ্ব কতটা এগিয়ে গিয়েছে।
আমি অন্যান্য কথা নাই বা বললাম আমি আমাদের কথাই বলি। এই যেমন ধরুন আমরা যারা স্টিমেট প্ল্যাটফর্মে কাজ করি, এই মানুষগুলো কি একদিনও ইন্টারনেট ছাড়া বাঁচতে পারবে...?? ইন্টারনেট সংযোগ ছাড়া একদিন চলা সম্ভব..?? এই প্রশ্নটা যদি আমি আপনাদের উপর ছেড়ে দিই আপনারা কোনরকম দ্বিধা বা চিন্তা ছাড়াই উত্তর দিয়ে দিবেন, না ইন্টারনেট সংযোগ ছাড়া কখনোই সম্ভব না। তো তাহলে বুঝতেই পারছেন আমাদের জন্য ফোনে ইন্টারনেট (মেগাবাইট) থাকাটা খুবই জরুরী।
যদিও এখন অনেকের বাসায় ওয়াইফাই রয়েছে কিন্তু এই ওয়াইফাই তো আর সব সময় কাজ করে না যখন আমরা বাসার বাহিরে বা অফিসের বাহিরে চলে যাই তখন ওয়াইফাই দিয়ে কোন কাজ হয় না। যার কারনে আমাদের সকলের ফোনেই কম বেশি এমবি থাকতেই হয়। আমি তো এমবি ছাড়া একটা দিনও চলতে পারি না। ফোনে সবসময়ই এমবি থাকতে হয় এমন কি এমন অনেকেই আছে যারা এমবি ছাড়া চলতে পারে না। বিশেষ করে যারা শহর অঞ্চলে একদম নতুন আসে তাদের ফোনে এমবি থাকার পাশাপাশি গুগল লোকেশনটা থাকবে এটাই স্বাভাবিক।
যেহেতু আমি শহরের নতুন সেহেতু আপনারা বুঝতেই পারছেন আমার ফোনে এমবি থাকাটা কতটা জরুরী কারণ যেহেতু আমি এখনো রাস্তাঘাট তেমন একটা ভালো চিনি না তাই গুগল লোকেশন এর মাধ্যমে অনেক জায়গাতেই যেতে হয়। আমি সচরাচর যেই ভাইয়ের কাছ থেকে এমবি নেই তাকে ফেসবুকে অনেক নক করার পরেও খুঁজে পাচ্ছিলাম না। এখন ফেসবুকের মাধ্যমে আমরা অনেক গ্রুপের সঙ্গে সংযুক্ত হয়েছি যেখানে খুব অল্প সময়ের মধ্যেই ফোনে এমবি পাঠানো হয় আর বিকাশের মাধ্যমে তাদেরকে পেমেন্ট দিতে হয়।
ফেসবুকে অনেক খোঁজাখুঁজি করে এক ভাইয়াকে পেলাম যে কিনা অন্যের ফোনে পেমেন্টের মাধ্যমে এমবি দিয়ে থাকে। যেহেতু আমার বাসায় সব সময় ওয়াইফাই রয়েছে তাই তেমন একটা এমবির প্রয়োজন হয় না তবে মাঝে মাঝে বাহিরে যাই তখন খুবই এমবির প্রয়োজন হয়। তো আমি তার কাছে বললাম যে ৪০ জিবি ইন্টারনেট এবং ৭০০ মিনিট এটা কত টাকা লাগবে। সে আমাকে বলল ৫৭০ টাকা হলেই হবে। তো আমি তাকে বললাম তাহলে আপনি আমার এই প্যাক দিতে পারেন। যথারীতি আমি আমার নাম্বারটা তাকে দিয়ে দিলাম এবং তার বিকাশ নাম্বারটা আমি নিয়ে পেমেন্ট করে দিলাম।
কিছুক্ষণের মধ্যে আমার ফোনে ১১০০ মিনিট চলে আসলো কিন্তু কোন ইন্টারনেট বা এমবি আসলো না। আমি তাকে ফোন দিয়ে বললাম ভাইয়া আমি তো এরকম এমবি প্লাস মিনিট চেয়েছি আপনি শুধু আমাকে মিনিট দিয়েছেন এটা আপনি একটু দেখবেন প্লিজ। সে তখন আমাকে বলল ভাইয়া আমার একটু ভুল হয়ে গিয়েছে যার কারণে শুধু মিনিট চলে গিয়েছে এমবি যায়নি।
তখন আমি তাকে বললাম তাহলে এখন কি করা যাবে আমার তো এমবি ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব নয় আপনি কি কোন প্রক্রিয়ার মাধ্যমে আমাকে এমবি এনে দিতে পারবেন..?? সে আমাকে তখন বলল আপনি কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন। ফোন দিয়ে বলবেন যে আমার ফোনে যেই মিনিট আছে সেটা আপনি নিয়ে আমাকে সম্পূর্ণ ব্যালেন্স করে দেন তাহলে আমি আপনাকে এখান থেকে এমবি প্লাস মিনিট দিতে পারব। তার এই কথাটা শুনে আমি অনেক বেশি রেগে গিয়েছিলাম মন চাইছিল তাকে দুটো কথা শোনাতে কিন্তু নিজের রাগ কন্ট্রোল করে আমি ফোনটা কেটে দিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিলাম।
বাংলালিংক কাস্টমার কেয়ারে ফোন দিতেই যথারীতি এক আপু ফোনটা রিসিভ করে আমার সমস্যার কথা জানতে চাইলো। আমি তাকে আমার সমস্যার কথা জানাই এবং সে আমাকে বলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আপনাকে জানাচ্ছি। সে কিছুটা সময় আমাকে অপেক্ষা করিয়ে বলল আমি আপনার মিনিটটা নিয়ে ব্যালেন্স করে দিয়েছি। সে যথারীতি আর কোন সমস্যা আছে কিনা সেটা জানতে চাইলে আমি বললাম কোন সমস্যা নেই তাকে ধন্যবাদ জানিয়ে ফোনটা কেটে দিলাম।
এরপরে আমি আবার সেই ভাইয়াটাকে ফোন দিলাম যার কাছ থেকে আমি মিনিট নিয়েছিলাম। আমি ফোন দিয়ে তাকে বললাম যে ব্যালেন্স করা হয়ে গিয়েছে আপনি একটু চেক করেন। সে বলল আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আপনার এমবি প্লাস মিনিট এখান থেকে দিয়ে দিচ্ছি। ফোনটা কেটে দিয়ে আমি যথারীতি অপেক্ষা করছিলাম আসলে অপেক্ষার প্রহর অনেক বেশি কষ্টের। আমার কষ্টের থেকে অনেক বেশি রাগ হচ্ছিল কারণ আমি তাকে আগেই বলেছি আমার এমবি প্লাস মিনিট লাগবে সে আমাকে শুধু মিনিট দিয়ে দিয়েছে এটা ভাবতেই আমি রেগে যাচ্ছিলাম। কিন্তু আমি তার উপরে রাগ দেখাতে পারছিলাম না।
কিছুক্ষণ পরে আমার ফোনে মেসেজ আসলো দেখলাম যথারীতি এমবি প্লাস মিনিট চলে এসেছে। এরপরে সে আমাকে নিজেই ফোন দিয়ে বলল ভাইয়া এখন দেখেন হয়েছে কিনা..!! আমি তাকে বলে দিলাম হ্যাঁ এবার হয়েছে সে আমাকে বলল আমার কিছুটা ভুলের জন্যই আপনার এরকম সমস্যায় পড়তে হয়েছে আপনি কিছু মনে করবেন না প্লিজ। আমি তখন বললাম মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। যদিও তখন রাগ কিছুটা কমেছে। এরপরে তাকে যথারীতি ধন্যবাদ জানিয়ে আমি ফোনটা কেটে দিলাম।
এটাই ছিল আমার হঠাৎ বিরম্বনা, এরকম অপ্রীতিকর অবস্থার মধ্যে কখনোই পড়তে হয়নি। আমি সচরাচর যেই ভাইয়ার কাছ থেকে এই প্যাক গুলো নেই তাকে কোনরকম ভাবেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খুঁজে পাচ্ছিলাম না যার কারণে আমার এরকম একটা সমস্যায় পড়তে হয়েছে। যাইহোক এখন মোটামুটি ভাবে সব ঠিক আছে। এটাই ছিল আমার অপ্রীতিকর একটি ঘটনা যেটা আপনাদের কাছে হয়তো বা খুবই ভালো লেগেছে।
আজ আর নয় এখানেই আমি আমার আজকের এই সংক্ষিপ্ত পোস্ট শেষ করছি। সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার বাংলা ব্লগ কমিউনিটি পরিবারের সঙ্গেই থাকুন। সকলের সুস্থতা কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে....!!
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে আমার এই পোস্ট খুবই ভালো লেগেছে। আমার এই পোস্ট পরে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রাণিত করবেন বলে আশা রাখি। আপনার সুন্দর মন্তব্যই আমার কাজ করার অনুপ্রেরণা
বিভাগ | সাধারণ লেখালেখি |
---|---|
বিষয় | হঠাৎ বিরম্বনা |
পোস্ট এর কারিগর | @jibon47 |
অবস্থান | [সংযুক্তি]source |
VOTE @bangla.witness as witness
OR
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনার মতো এমন বিড়ম্বনা অনেকেই মাঝে মাঝে পড়ে।তবে পরিচিত কেউ থাকলে আসলে সমস্যায় পড়তে হয় না। সত্যি আমাদের ইন্টারনেট ছাড়া একদিন ও চলা সম্ভব নয়। অপেক্ষা করা আসলে অনেক কষ্টের। যাইহোক অবশেষে সমস্যা সমাধান হয়েছে জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম সত্য কথা বলেছেন পরিচিত কেউ থাকলে তেমন একটা সমস্যায় পড়তে হয় না আর বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া চলাচল করা একদমই অসম্ভব। ধন্যবাদ মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এমবি এবং মিনিট দুটোই আমাদের একান্ত প্রয়োজন।মাঝে মাঝে এমন ভুল খুবই বিরক্তকর। কাস্টমার কেয়ারে ফোন দিতে দিতে অনেক ঝামেলার পর অনেক সময় প্রবলেম সলভ হয় এবং অনেক সময় হয় না। যাইহোক অবশেষে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে আপনার প্রবলেম সলভ করতে পেরেছেন শুনে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে পরবর্তীতে আমার এই সমস্যা সমাধান করেছি তবে এই সমস্যার সমাধান করতে অনেক বেশি বেগ পেতে হয়েছে। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়টা ইন্টারনেট ছাড়া চলা একদমই অসম্ভব।আমি নিজেও বাইরে ব্যবহার করার জন্য সবসময় এমবি নিয়ে রাখি ফোনে।আর বাসায় তো কারেন্ট থাকুক বা না থাকুক সবসময় ওয়াইফাই থাকেই।আর রবি অ্যাপের মাধ্যমে প্রয়োজনমত এমবি নিয়ে রাখি,তাই আর সমস্যা হয় না।তবে আপনি এরকম একটা সমস্যার মুখোমুখি হয়েছেন,ব্যাপারটা সত্যিই খুব অপ্রিতিকর ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে বর্তমান সময়ের সকলেরই ফোনে ইন্টারনেট থাকাটা অনেক বেশি জরুরী আর ইন্টারনেট ছাড়া আমি একদম চলতে পারিনা। সেদিন খুবই সমস্যায় পড়ে গিয়েছিলাম। আপনি হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই ব্যাপারটা আসলেি কেমন কেমন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক প্রদানের জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit