আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/ আদাব
আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আমি একটা ছোট্ট কবিতা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমি কবিতাটি লিখেছি মা কে উৎসর্গ করে। আজ ১২ই বিশ্ব মা দিবস। আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো আমাদের মা। এই মা ছাড়া আমরা কখনোই পৃথিবীর ছায়া দেখতে পারতাম না।
আজকে মায়ের জন্যাই আমরা পৃথিবীর আলো দেখেছি।
কবিতা
(তোমায় খুঁজি)
মা তুমি কোথায় গেলে?
আমি তোমার সেই ছোট্ট আদরের ছেলে।
যাকে তুমি ছোট্ট বেলায়,
সত্য সাহস দিতে।
আজকে মা তুমি কোথায় গেলে?
আমাকে এই গৃহে ফেলে,
রাত্রি হলে জানালা খুলে চেয়ে থাকি
তোমার অপেক্ষায় কবে আসবে তুমি।
আকাশ পানে তারাগুলোর দিকে,
চেয়ে চেয়ে বসে থাকি।
পাইনা মা আমি তোমায় খুঁজে,
মা তুমি কোথায় গেলে?
এই পৃথিবীতে যার মা নেই সেই বুঝে মা হারানোর কষ্ট ও বেদনা। শুধু আজকের দিন টা নয় প্রতিদিনই আমার কাছে এক এক টা মা দিবস। মা দিবসের শুভেচ্ছা প্রতিটি মাকে আমার অন্তরের গভীর থেকে জানাই।
♥️শুভ মা দিবস ২০২৪♥️
♥️ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইলো ♥️
খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। মা দিবস উপলক্ষে সুন্দর এই কবিতাটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আশা করি এভাবেই আমাকে উৎসাহ প্রদান করবেন ইনশাআল্লাহ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit