আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/ আদাব
আশা করি সবাই অনেক ভালো আছেন।
‘‘ভ্রমণ কাহিনী ’’
আজকে আমি একটা ভ্রমণ কাহিনী লিখবো। ঈদে আমাকে আমার বাসা থেকে বেশি দূরে কোথাও ঘুরতে যেতে দেয়না তাই ভাবলাম আমার বাসার আশেপাশে একটু ঘুরা ঘুরি করি। তাই গতকাল ২০/০৪/২৪ তারিখে আমার বাসা থেকে ১০ কিমি দূরে একটা পার্কে ঘুরতে গেলাম পার্কের নাম ওসমানীয়া উদ্যান। ওসমানীয়া উদ্যান পার্কের অবস্থান আমাদের নীলফামারী জেলার সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের কানিয়ালখাতা এলাকায়। ওসমানী উদ্যান পার্কেটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং গ্ৰামীণ।
জীবনকে উপভোগ করতে চাইলে ভ্রমণের বিকল্প নেই। তাই আমি প্রচুর পরিমাণে ভ্রমণ করি এবং ভ্রমণ করলে জীবনের সব ধরণের বিষন্নতা কেটে যায়। আমি পার্কে গেছিলাম আমার বোনের সাথে। আমার বোনের সাথে অনেকক্ষণ ঘুরা ঘুরি করলাম এবং ছবি তুললাম। আমরা অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত হয়ে গেছিলাম তাই একটু বিশ্রাম নিলাম। আমরা আইসক্রিম, ফুচকা, আচার ও কফি খাইলাম। তারপর একটু ঘুরা ঘুরি করে বাসার দিকে রওনা দিলাম।
♥️ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে ♥️
এটাকে শর্টপোষ্ট হিসেবে গণ্য করা হবে এবং আমার বাংলা ব্লগ কখনো শর্টপোষ্ট সমর্থন করে না। কমিউনিটির সকল নিয়মগুলো ভালোভাবে পুনরায় পড়ার এবং তারপর সে অনুযায়ী পোষ্ট করার অনুরোধ করছি। অন্যদের পোষ্ট দেখেও আইডিয়া নিতে পারেন। ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জ্বি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভূল টা ধরিয়ে দেওয়া জন্য ইনশাআল্লাহ আগামীতে সুন্দরভাবে ও সঠিক নিয়মে পোস্ট দিবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit