বসন্তের দিনগুলো

in hive-129948 •  10 months ago 

♥️আসসালামু আলাইকুম/ আদাব ♥️
গল্প:- বসন্তের দিনগুলো
মোঃ রাশেদুজ্জামান জিহাদ
গল্পটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কিন্তু ছয় ঋতুর মধ্যে বসন্ত মানুষের জন্য অনেক আনন্দদায়ক ঋতু। বসন্ত ঋতুতে মানুষের মন থাকে অনেক ভালো। হলুদ বসন্তের দিনগুলো আমাদের সবার জীবনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বসন্তের শুরুতে অথবা শেষের দিকে আমাদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ও অমৃত মায়ায় জড়িয়ে পড়ে। অদ্ভুত বা অমৃত মায়াটি হলো প্রেম বা ভালোবাসা।
50a7dea3cc6f105ac04fcf38a8f109d2-595bbf231389a.jpg
যা প্রতিটি মানুষের মনের দুয়ারে একবার আসেই। আর যাদের জীবনে পবিত্র প্রেম বা ভালোবাসা আসেনা তাদের হৃদয়টা হলো পাষাণের মতো। বসন্তের সকালে কোকিলের কুহু কুহু ডাক মনে আনন্দ যোগান দেয় এবং অপরদিকে প্রিয় মানুষটির ডাক। এই বসন্তের দিনগুলো আসলেই অনেক সুন্দর ও মায়াবী হয়। রাতের বেলায় ঘুমের ঘোরে তুমি আমি যেন অজানা দেশে চলে যাই। এই বসন্তে অনেকে অনেকের মায়ায় আকৃষ্ট হয়।
1711281772177.jpg
বসন্তে গাছে গাছে নতুন পাতা, মুকুল ও গাছে ফোটে নানা ধরনের ফুল। অপরদিকে মানুষের মনের সাথে মনের মিলনমেলা ঘটে এই কালে। তাই আমি বলতে চাই:- বাতাসে লাগিলো প্রেম, নয়নে লাগিল নেশা। পিছু হতে কে যেন ডাকছে, বসন্ত চলে এসেছে। আমার মতে, আসলেই কবিতার অংশটুকু অনেক সুন্দর ও বাস্তব। বসন্তের বাতাস হয় অনেক মায়াবী তাইতো প্রিয় মানুষটির জন্য এতো মায়া। এই বসন্তে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে আর মায়াবী চোখ দুটি যেন প্রিয় মানুষটির উপরই আসক্ত।যারা প্রিয় মানুষটির মায়ায় আসক্ত তাদের জন্য রইল শুভ কামনা। যারা আসক্ত হতে পারেনি প্রিয় মানুষটির মায়ায় শীঘ্রই তারা প্রিয় মানুষটির মায়ায় আসক্ত হবে ও বসন্তের দিনগুলো অনুভব করবে এই আমার প্রত্যাশা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লীলাভূমি আর তার মাঝেই তুমি আমি এবং আপনি ও আপনার প্রিয় মানুষ।
1711281774407.jpg
বসন্তের দিনগুলো হাতে হাত রেখে কাটুক এবং সারাজীবন ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো এই আমার পণ। গল্পটি কেউ নেগেটিভ মনে না করে কিছু শিক্ষা নেওয়া চেষ্টা করবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ।
🌸ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবার জন্য 🌸

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বসন্তের বাতাস হয় অনেক মায়াবী তাইতো প্রিয় মানুষটির জন্য এতো মায়া কথাটি শুনে অনেক ভালো লাগলো ভাইয়া ।আসলে এই বসন্ত কাল আসলেই চারিদিকে যেন নতুন সাজে সেজেছে সবাই ।গাছে গাছে নতুন পাতা কোকিলের কুহু কুহু ডাক। বসন্তের দিনগুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে আপু এভাবেই আমাকে উৎসাহ দিয়ে যাবেন ইনশাল্লাহ আশা রাখছি ভালোবাসা অবিরাম

আপনি কমিউনিটি রুলস ভঙ্গ করেছেন। আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-16-aug-22

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source : Unknown

ইনশাআল্লাহ এবার থেকে সব নিয়মনীতি মেনে চলবো