প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
তো সেই ভাবনা থেকেই হাঁটতে থাকলাম বাজারের দিকে। তো এই হাঁটতে হাঁটতেই হঠাৎ করে আকাশ আমাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে বলল এখানে আগে কি ছিল দেখি তোদের দুইজনের মধ্যে থেকে কে আগে বলতে পারে। তো আমার যতটুকু মনে ছিল ততটুকু জায়গা সম্পর্কে আমি বললাম। কিন্তু আকাশ বলছে আরো আগে কি ছিল সেটা বল। কিন্তু আমি কিছুই বলতে পারলাম না তারপর নয়নও কিছু বলতে পারল না। তো শেষে ও আমাদেরকে বলে দেয় যে এখানে আগে ওয়েল্ডিং এর দোকান ছিল। তখন নয়নের মনে পড়ে যায় । কিন্তু আমি তখনো মনে করতে পারিনি তবে এখন খুব স্পষ্টভাবে মনে পড়ছে যে ওখানে ওয়েল্ডিং এর দোকান ছিল। এছাড়াও আরো মনে পড়ছে যে ওখান থেকেই আমরা ছোটবেলায় আমাদের লাটিমে লাগানোর জন্য যেই চিকন লোহা থাকে ওটা কুড়িয়ে আনতাম।
তো যাই হোক এভাবেই স্মৃতির মনে করতে করতে আমরা বাজারের দিকে হাঁটছিলাম। যেমন একবার আমি একটা জায়গা দেখি ওদের বলছিলাম যে এখানে কি ছিল বলতে একবার ওরা আমাকে জিজ্ঞেস করছিল এই জায়গায় কি ছিল বলতে। তো এইভাবেই বাজারের দিকে পৌঁছে গেলাম। তো এ বাজারে পৌঁছাতে পৌঁছাতেই মনে হল যে আমাদের চারিপাশটা আগের থেকে কতটা বদলে গেছে। হয়তোবা ভবিষ্যতে আরো অনেক কিছুই বদলে যাবে সবকিছু আরও উন্নত হয়ে যাবে ইনশা-আল্লাহ। তো যাই হোক তারপর নয়ন বলল যে বাজারের ওই সাইডে খিচুড়ি রান্না করে।
তো খিচুড়ির কথা শুনেই খেতে ইচ্ছে করছিল তাই চলে গেলাম সেই দিকে খিচুড়ি খাওয়ার জন্য কিন্তু গিয়ে দেখি কিছুই নাই। তো এরপর ভাবলাম যে একেবারে খালি খালি না ফিরবো তাই বাজার থেকে তিনজনের তিনটা পাপড় নিয়ে খেতে খেতে বাড়ির দিকে চলে আসলাম। তো অল্প সময় ঘোরাঘুরির মাধ্যমে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছিলাম। কিন্তু নয়ন আমাকে যার জন্য ডেকেছিল অর্থাৎ মোবাইল কিনার জন্য। আমি এখনো সেটার অপেক্ষায় আছি যে নয়ন কবে ফোন কিনবে। আসলে একটা জিনিস চয়েস করা যে এত কঠিন এটা আমার আগে জানা ছিল না।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই। আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/MdJohir65/status/1728819894211453364?t=JfZ2ss13WIpQKO-kvi_9qQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাঝে মাঝে বন্ধুদের সাথে এরকম মজা হয়। মিথ্যে বলে তাড়াহুড়া করে নিয়ে আসা, এরপর তার রিএকশন দেখা এটার মধ্যে বেশ মজা রয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া এখন সবকিছুই পরিবর্তন হয়ে গিয়েছে আর সামনে হয়তো আরও পরিবর্তন হবে। আপনারা তিন বন্ধু মিলে তাহলে ভালোই সময় কাটিয়েছেন। সেই সাথে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল জেনে ভালো লাগলো। যখন এভাবে বন্ধুবান্ধব মিলে একসাথে আড্ডা দেওয়া হয় তখন অনেক কথাই মনে পড়ে। খিচুড়ি খেতে গিয়েও আর পেলেন না দুঃখের বিষয়। অবশেষে পাপড় খেতে খেতে বাড়ি এসেছেন কতইনা কষ্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ সময়ের সাথে আরো অনেক কিছুই পরিবর্তন হয়ে যাবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাইয়া সবকিছু ই আজকাল পরিবর্তন হয়ে গিয়েছে। এর মাঝে ও বন্ধুরা মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন। একসাথে সময় কাটালে অনেক স্মৃতিই মনে পরে যায়।সুন্দর কিছু সময় আমাদের স্মৃতির মাঝে থেকে যায়।সবাই মিলে খিচুড়ি খেতে গেলে ও খিচুড়ি না পেয়ে পাপড় খেতে খেতে বাড়ি চলে এলেন।ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর পর কোথাও গেলে শুধু পরিবর্তন লক্ষ্য করা যায় । তখন আগেকার গুলো শুধু স্মৃতি হিসেবেই রয়ে যায় । তারপরও আপনি বিভিন্ন জায়গা মনে করার চেষ্টা করেছেন আগেরদিনের কোথায় কি ছিল । বন্ধুদের সাথে এরকম ঘুরতে ঘুরতে মজার মজার স্মৃতিগুলো মনে করেছেন এবং আবার মাঝখানে খিচুড়ির কথা শোনার সাথে সাথে খিচুড়ি খেতে চেয়েছেন । কিন্তু দুঃখের বিষয় খিচুড়ি না পেয়ে শুধু পাপড় খেয়ে ফিরে আসতে হয়েছে ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে আমারা কোথাও যায়নি আমাদের বাড়ির আশেপাশে যে পরিবর্তন হয়েছিল সেগুলোর কথাই মনে করার চেষ্টা করছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লাটিমে লাগানোর জন্য সরু লোহা আমিও ছোট বেলায় কুড়িয়ে আনতাম ওয়েল্ডিং এর দোকানের সামনে থেকে । আপনার এই অতীতের সাথে আমার অতীতও মিলে গেলো ভাই। গ্রামে যারা বড় হয় তাদের সবার অতীত অনেকটা একই হয়, যা দেখছি। যাই হোক বাজারে গিয়ে খিচুড়ির না পেয়ে পাঁপড় কিনে খেয়ে বেশ ভালো কাজ করেছেন , কিছু তো অন্তত খাওয়া হলো। অল্প সময় ঘোরাঘুরি করেও বেশ ভালো সময় কাটিয়েছেন জেনে ভালো লাগলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনারা লাটিমের সরু লোহা কুড়িয়ে আনতেন জেনে ভালো লাগলো। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এখন মোটামুটি সব জায়গা আগের চেয়ে উন্নত হচ্ছে। কারণ জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে বা পাচ্ছে। যাইহোক একসাথে কয়েকজন বন্ধু বান্ধব আড্ডা দেওয়ার সময় আমরাও পুরনো স্মৃতিচারণ করে থাকি এবং এটা খুবই ভালো লাগে আমার কাছে। যাইহোক আপনারা আশেপাশে ঘুরাঘুরি করে পাপড় ভাজা খেলেন, সবমিলিয়ে মোটামুটি ভালোই সময় পার করেছেন। মোবাইল জিনিসটা খুব সেনসেটিভ, তাই হয়তো আপনার বন্ধু সময় নিচ্ছে মোবাইল পছন্দ করার জন্য। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানিনা ও মোবাইল কিনতে আর কতদিন সময় নিবে। যদিও বা ওর সাথে আমিও আছি। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit