প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
আমাদের সমাজে অনেক ধরনের মানুষ দেখা যায়। তো সবার ব্যবহার আচার-আচরণ চেহারা ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমাদের প্রতিদিনের চলার পথে আমাদের সাথে বিভিন্ন ধরনের মানুষের দেখা হয়।
তো আমরা অনেক সময় একজনের সাথে যখন প্রথম কথা বলতে যায় তখনই তার ব্যবহার আচরণ বা চেহারা দেখে তার উপর একটা ধারণা করে ফেলি। কিন্তু মাঝে মাঝে পরে দেখা যায় যে সেই মানুষটা আমার ধারণার উল্টোদিকে। আমি নিজেও অনেক সময় নিজের অজান্তেই এই ভুলগুলো করে ফেলি। কিন্তু যাদের উপর আমি এই ধারণাগুলো পোষণ করেছিলাম তাদের মধ্যে কিছু কিছু ধারণা মিলে যায় তবে অনেক সময়ই আমার ধারণাটা ভুল প্রমাণিত হয়।
যেহেতু এই সমস্ত ধারণা করতে গিয়ে ভুল হতে পারে তাই আমাদের উচিত কখনো কারো সম্পর্কে না জেনে কোনো ধারণা পোষণ না করা। কারণ কিছু কিছু মানুষের সাথে হয়তো বা আবার দেখা হয়ে যায় যার কারণে আমার ধারণা ভুল ছিল কি সঠিক ছিল সেটা জানতে পারা যায় । তবে অনেক সময় দেখা যাচ্ছে তার সাথে আর দেখা হলো না বা দেখা হলেও কথা হলো না কিন্তু আমি তার বিরুদ্ধে আমার করা ভুল ধারণাটাই পোষণ করে রেখে দিলাম।
আবার অনেকে এমন আছে যারা চেহারা দেখেই গুন বিচার করতে যায়। অর্থাৎ কারো চেহারা দেখেই সে কেমন ধরনের মানুষ এটা বিচার করে ফেলে। তবে আমার মনে হয় কি এ ধরনের ধারণা করা কখনোই উচিত নয়। কারণ আমি নিজে মাঝে মাঝে এই ভুলটা করে ফেলি। কিন্তু তার সাথে কথা বলার পরে দেখি যে সে এতটা ফ্রেন্ডলি মানুষ যে কথা বলতে ইচ্ছে করছে। তবে আবার অনেকে প্রথমে ফ্রেন্ডলি ব্যবহার করলেও যখন তার স্বার্থের কোন বিষয় চলে আসে তখন আমার সাথে খারাপ ব্যবহার করতে দেখেছি। মানে খারাপ ব্যবহার তো দূরে থাক হুমকি পর্যন্ত দিয়েছে। যদিও বা আমি তার কোনো ক্ষতি করিনি। শুধু আমি এটুকুই করেছিলাম অন্যজনের বার্তা তার কাছে পৌঁছে দিয়েছিলাম। বার্তাটা এমন ছিল যে সে এখন আসবে না পরে আসবে। এর জন্য সে আমাকে এমন একটা কথা শুনি ছিল যেটা আমি আজও ভুলতে পারিনি। ওনাদের সাথে এখন আর ফ্রেন্ডলি ভাবে কথা বলতে ইচ্ছে করে না।
আসলে ওই যে বললাম না উপর থেকে দেখে কখনোই কারোর ভিতরটা জানা যায় না। তবে এমন অনেকেই আছে যাদের সাথে প্রথম দেখাতেই মন কষাকষি হয়েছিল কিন্তু এখন তাদের সাথে আমি ফ্রি ভাবে কথা বলতে পারি। আমাদের উচিত যে কোন মানুষের সাথে প্রথমে কয়েকদিন কথা বলে তার সম্পর্কে জেনে তারপর কোনো একটা ধারণা করা। তাছাড়া শুধু চেহারা দেখে বা একবার দুইবার কথা বলেই এমন ধারণা পোষণ করা উচিত নয় যেটা তার উপর যায় না। আর এমনিতেই কারো সম্পর্কে না জেনে কোনো ধারণাই পোষণ করা উচিত নয় সেটা ভালো হোক কিংবা খারাপ। আর আমাদেরও উচিত সবসময় সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করা।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর লেখাগুলোর মধ্যে কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কারণ আমাদের করা ভুল থেকেই শিক্ষা নেয়া উচিত। যাইহোক আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যিই কারও উপর না জেনে মন্তব্য প্রকাশ করা ঠিক নয়। বাইরে থেকে হঠাৎ করেই কাউকে বিচার বিশ্লেষণ করা ঠিক নয়, সময় নিয়ে যাচাই বাছাই করলে সত্যিটা বেরিয়ে আসে। বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মানুষের ভেতরে একটা রোগ থাকে, সবসময় সঠিকটা না জেনে উল্টাপাল্টা বলে বসা। কারো সম্পর্কে অবগত না হয়ে ভুলভাল বলে বিভ্রান্তি সৃষ্টি করা। কারণ এটা মানুষের বোকামির পরিচয়। তবে আপনার টপিক্স আমার কাছে বেশ ভাল লাগল ঠিক সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিজের বাস্তবতার সম্মুখীন উপস্থাপন করেছেন দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit