প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,
ড্রোনটি ছিল মূলত একটা বড় ভাইয়ের আমি বর্তমান উনার সাথেই কাজ করি। আমি যেদিন থেকে ওনার সাথে কাজ করা শুরু করেছি সেদিনই দেখেছিলাম উনার কাছে দুইটা ড্রোন আছে। আর ড্রন ২ টা উনি নিজে বানিয়েছিলেন। তবে এখানে মজার বিষয় হচ্ছে উনি পেশায় একজন ডাক্তার। যাই হোক যে কারোর মধ্যে যেকোনো ট্যালেন্ট থাকতেই পারে এটাই স্বাভাবিক। তো আমি চাচ্ছিলাম ড্রোন দুইটা ওরা দেখতে। প্রথমে ভাবতাম আসলেই কি ড্রোন দুইটা উড়ে নাকি এমনিতেই বানিয়ে রেখে দিয়েছে। 🤔 তো পরে সবার কাছ থেকে জানতে পারলাম যে হ্যাঁ আসলে ড্রোনটা উড়ে। কিন্তু ড্রনেক কিছুটা প্রবলেম ছিল তার জন্য এতদিন উড়াতে পারছিল না। আর এই সমস্যাটা সমাধান করার জন্য কম্পিউটার লাগবে। উনার কাছে অবশ্য কম্পিউটার আছে কিন্তু বাড়িতে তাই আর কি এতদিন ঠিক করা হচ্ছিল না।
তো গত পরশুদিন হঠাৎ দেখি একটা ড্রোন নিয়ে এসেছে ঠিক করবে বলে। তো তখন উনি বলছে একটা কম্পিউটার হইলে এখনই ঠিক করে ফেলতাম। কিন্তু মোবাইল দিয়েও ড্রোনের অনেক সেটিং করা যায়। তাই উনি বলছে একবার চেষ্টা করে দেখব মোবাইল দিয়ে হয় কিনা। তো দেখলাম অনেকক্ষণ ধরে ট্রাই করছিল। এভাবে ট্রাই করতে করতে একবার দেখলাম হয়ে গেল। আর যেহেতু ড্রোনের সমস্যা গুলো সমাধান হয়ে গেছে তো এবার ড্রোনটি উড়ার জন্য প্রস্তুত। তো সেদিন সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে আর কোন ছবি তোলা হয়নি। কিন্তু গতকাল আরো একবার হয়েছিল তখন কয়েকটা ছবি তুলেছিলাম। প্রথমবার ড্রোন উড়ানো দেখে বেশ ভালই লাগছিল। তো দেখলাম ভাইয়ের ড্রোনটা বেশ ভালই উপরে উঠে একদম মেঘের ভিতর চলে গিয়েছিল। আমি ভাবতেও পারিনি ভাইয়ের নিজে বানানোর ড্রোনটা এত উপরে উড়তে পারে।
যাইহোক ড্রোনটা কিছুক্ষনের উড়ালো অবশ্য বেশিক্ষণ চার্জ থাকে না সর্বোচ্চ ১৫ মিনিট। ড্রোনটি উড়াতে একটু ট্রেনিং এ দরকার আছে তাই আমি আর উড়ানোর জন্য বায়না করলাম না। হালকা একটু উড়িয়েছিলাম তাও ওনার হাতর থেকে।আমি অবশ্যই আগে খেলনা হেলিকপ্টার করিয়াছিলাম। যাইহোক ওনার ড্রোনে অবশ্য ক্যামেরা লাগানো ছিল কিন্তু এটাকে যেহেতু আবার রিপেয়ার করলো তাই ক্যামেরাটা খুলে রেখেছিল না হলে ড্রোনের কিছু ভিডিও আপনাদের দেখাতে পারতাম।
তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আপনারা কি কখনো ড্রোন উড়িয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।