শেষমেশ বৃষ্টির দেখা পেয়ে গেলাম।

in hive-129948 •  2 years ago  (edited)
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। আপনারা তো সকলেই জানেন এবং ফিল ও করেছেন কয়েকদিন আগে কি পরিমান গরম পড়ছিল। আসলেই গত কয়েকদিন বেশ ভালোই গরম পড়ছিল। আর এই গরমে খেটে খাওয়া মানুষদের বেশ ভালই বেগ পেতে হচ্ছিল। কিন্তু তারপরও তাদের পেটে খাবার দেওয়ার জন্য কাজ করে যেতে হয়েছিল। আর আমরা যারা প্রায় সারাক্ষণ ঘরে বসে ছিলাম তারাও শান্তি পাচ্ছিলাম না কারণ ফ্যানের বাতাসে যেন আগুনের তাপ মনে হচ্ছিল। তবে যাদের বাসায় এসি আছে তারা মোটামুটি আরামের সাথেই দিন পার করছিল। তবে সব জায়গায় তো আর এসি ছিল না। তার জন্য প্রায় সবাই চাচ্ছিল যে যেন খুব তাড়াতাড়ি বৃষ্টি হয়। এবং বৃষ্টি হয়ে যেন পরিবেশটা ঠান্ডা হয়ে যায়।

IMG_20230424_153348-02.jpeg

কিন্তু বৃষ্টি হতে একটু দেরি হচ্ছিল। আসলে বৃষ্টি হবে কি করে আমরাই তো গাছ কেটে পরিবেশটা নষ্ট করে ফেলেছি। তবে যাই হোক বৃষ্টি নিয়ে বেশ ভালোই চিন্তায় ছিলাম কারণ সামনেই ছিল ঈথ আমি ভাবছিলাম হয়তোবা এতদিন বৃষ্টি না হয়ে ঈদের দিন বৃষ্টি হবে এবং গতবারের মতো এবারেও ঈদের দিন ঘোরাঘুরি করা হবে না। কিন্তু দেখলাম আমাদের এখানে ঈদের দিনও বৃষ্টি হয়নি তবে ঈদের দিন থেকেই পরিবেশটা যেন অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। কারন আমাদের এখানে বৃষ্টি না হলে কি হবে অনেক জায়গায় তো বৃষ্টি হয়েছে। যাই হোক আজকে অনেকদিন পর দুপুরবেলায় দেখলাম একটু জোরে জোরে বাতাস হচ্ছিল এবং আকাশেও বেশ ভালোই মেঘ জমা হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হবে।

IMG_20230424_153358-01.jpeg

তো দেখলাম কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। তবে খুব বেশিক্ষণ ধরে যে বৃষ্টি হয়েছিল তা কিন্তু নয়। হয়তোবা মাত্র ১০ মিনিটই বৃষ্টি হয়েছিল কিন্তু পরিবেশটা বেশ ভালই ঠান্ডা হয়ে গেছে। কি বলবো এখন তো আমি কম্বল গায়ে দিয়ে আছি। যাই হোক সবাই বৃষ্টি চাচ্ছিল এবং দেখলাম অনেকে বৃষ্টির জন্য আলাদাভাবে সালাত আদায় করছিল। একটু দেরিতে হলেও বৃষ্টি হয়ে যে পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে এতেই আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আশা করি এখন যেহেতু পরিবেশটা মোটামুটি স্বাভাবিক আছে তাই সবাই ভালোমতোই কাজ করতে পারবে। খেটে খাওয়া লোকদেরও বেশ ভালই কষ্ট কমবে।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। আজকের লেখাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

প্রকৃতিতে বৃষ্টি না হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষ নিজেরাই নিজে দোষী। কারন মানুষ গাছ পালা কেটে একদম বন জঙ্গল ফাঁকা করে ফেলতেছে তাহলে বৃষ্টি হবে কিভাবে। তবে অবশেষে বৃষ্টির দেখে ফেলেন তাতে অনেক ভালো লেগেছে। কিছুটা হলেও ঠান্ডা পেয়েছেন আপনি।

হ্যাঁ ঠিক বলেছেন বর্তমান কাজ করলে একটু বেশি কাটা হচ্ছে। তার জন্য হয়তোবা বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গেছে।

@tipu curate

তার মানে সব দিকে সমপরিবারে বৃষ্টি হয়েছে। আমাদের এলাকায় ও সীমিত সময় বৃষ্টি হয়েছিল তবে সেই বৃষ্টিতেই যেন পরিবেশটার ঠান্ডা হয়ে গিয়েছিল। সবাই আল্লাহ তায়ালার রহমত।

হ্যাঁ ভাই ঠিক বলেছেন অল্প বৃষ্টি হলেও পরিবেশটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে।

অনেক বেশি গরমে জন জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল।অবশেষে বৃষ্টি হলো আর পরিবেশটাকে শীতল করে দিল।আমাদের এখানে ঈদের আগের দিন বিকেলে সামান্য বৃষ্টি হয়ছিল।আর তাতেই পরিবেশ বেশ ঠান্ডা।আপনার অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ গরমে সবার বেশ খারাপ অবস্থা হয়েছিল। অল্প একটু বৃষ্টি হলেও যাক পরিবেশটা বেশ ভালই ঠান্ডা হয়ে গিয়েছে।

আপনাদের ওদিকে বৃষ্টি হয়েছে এটা জেনে বেশ ভালোই লাগলো। আমাদের এদিকে তো বৃষ্টির কোন নাম গন্ধ ও নেই। গরমের কারণে কিছুই করা যাচ্ছে না। বৃষ্টি আসবে আসবে বলে আমরা তো সবাই ভেবেছিলাম ঈদের দিন বৃষ্টি হবে। কিন্তু ঈদের দু-তিন দিন হয়ে গিয়েছে এখনো বৃষ্টি হওয়ার নাম নেই। বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একেবারে নিস্তব্ধ এবং ঠান্ডা হয়ে গিয়েছিল যাইহোক ভালো লাগলো সম্পূর্ণটা পড়ে।

আশা করি খুব শীঘ্রই আপনাদের ওদিকেও বৃষ্টি হবে। আর আপনাদের ঐদিকের পরিবেশটাও ঠান্ডা হয়ে যাবে।

আসলে এই গরমে সবাই চাচ্ছিল বৃষ্টির দেখা। আর আপনারা বৃষ্টি দেখা পেয়েছেন। আমরা এখনো বৃষ্টি দেখা পায়নি। আসলে বৃষ্টি দেখা পেয়েছেন যেনে ভালো লেগেছে। বৃষ্টিতে ভিজবো এটা একটা পরিকল্পনা রয়েছে। যাক অবশেষে বৃষ্টি দেখা পেলেন।

আশা করি খুব শীঘ্রই আপনাদের ওদিকেও বৃষ্টি দেখা পেয়ে যাবেন। আর বৃষ্টিতে আপনার ভেজা হয়ে যাবে।

গরমের পর এখন বৃষ্টি হচ্ছে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে ‌। গত কয়েক সপ্তাহে যেভাবে গরম পড়েছে তা খুবই কষ্টকর। গরমের কারণে যারা বাইরে কাজ করে তাদের খুবই কষ্ট হয়। যাইহোক আপনাদের ঐদিকে এখন বৃষ্টি হচ্ছে শুনে ভালো লাগলো। আশা করি তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।

হ্যাঁ কয়েকদিন একটু বেশি গরম পড়ছিল। যেহেতু বৃষ্টি হয়েছে আশা করা যায় এখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে।

সত্যি ভাইয়া বৃষ্টির দিনে আমি ঘুরতে এসেছিলাম শশুর বাড়িতে। না হলে খুব ইচ্ছে ছিল বৃষ্টির দিনে ভেজার। অনেক সুন্দর ভাবে বৃষ্টির ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য।

পরেরবার বৃষ্টি হলে ভিজে নিয়েন যেহেতু এবার ভিজার সুযোগ হলো না।

যাক আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে জেনে ভালো লাগলো। অনেক গরম পরেছে ভালো থাকাটা একটু মুশকিল। আমাদের এখানে এখনো বৃষ্টি হয়নি। ধন্যবাদ আপনাকে ভাইয়া।

আলহামদুলিল্লাহ ভাই অল্প সময়ের জন্য হলেও বৃষ্টি হয়েছিল।

আল্লাহতালার এক অশেষ নেয়ামত এই বৃষ্টি। গতকালকে দুপুরবেলার পরে যখন মেঘ জমলো আকাশে তখনই মনটা কেমন কেমন যেন করছিল বৃষ্টি হলে গোসল করতে হবে।।
শেষমেষ বৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে ধুলো জমা ছেড়েছে।।
বৃষ্টির সময়টা অনেক ভালো লাগছিল অতিরিক্ত গরমের পরে এরকম ঠান্ডা অনুভূতি শক্তি মনে রাখার মত।।

ঠিক বলেছেন বৃষ্টির সময় এটা বেশ ভালো লাগছিল কারণ এই বৃষ্টির মাধ্যমে যে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে।

আপনারাও তাহলে শেষমেষ বৃষ্টির দেখা পেয়ে গিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা বৃষ্টির দেখা পেলাম না‌। বৃষ্টির দেখাই মিলল না আমাদের সাথে। অনেক গরম পরছে এখন যদিও আমাদের এই দিকে বাতাস আছে কিছুটা। তাই পরিবেশটা কিছুটা ঠান্ডা কিন্তু বৃষ্টি হলে ভালো হতো মনে হয়। আপনাদের ওদিকের পরিবেশটা একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে যা দেখে বোঝা যাচ্ছে। ভালোই লাগলো পড়ে।

আল্লাহ চাইলে নিশ্চয়ই খুব শীঘ্রই আপনাদের সাথে বৃষ্টি দেখা মিলে যাবে। জায়গা আপনাদের ওদিকে বাতাস আছে জেনে ভালো লাগলো।

আপনার ওখানে বৃষ্টি অবশেষে তাহলে তো বেশ ভালো সময় কাটাচ্ছেন।আমাদের আবহাওয়া রৌদ্রজ্জ্বল কবে যে বৃষ্টি পাবো।এটা ঠিকই বলেছেন যে পরিমাণে গাছ কাটা হচ্ছে আমাদের দেশে,বৃষ্টি হবেই কিভাবে।ভালো লিখেছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

হ্যাঁ গাছ একটু বেশি কাটা হয়েছে তাই হয়তোবা বৃষ্টির পরিমাণটা কম।

সব জায়গায়তেই দেখছি বৃষ্টি হওয়া শুরু করেছে। আসলে তাপমাত্রা যে প্রভাব তাতে বৃষ্টি হওয়াটা খুবই জরুরী। আমাদের এই দিকেও গতকাল বৃষ্টি হয়ে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। শুধু একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাদের ওদিকে ও বৃষ্টি হয়েছিল ভালো লাগলো। আশা করি সব জায়গায় আস্তে আস্তে বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে।

একদম ঠিকই বলেছিলেন চারদিকে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে সবাই চাইছিল যেন একটু বৃষ্টি হয়। আপনাদের ওইদিকে বৃষ্টি হয়েছিল জেনে ভালো লাগলো। আমাদের এই দিকে বৃষ্টি হয়েছিল ঈদের আগের দিন রাতে অনেক ঠান্ডা বাতাস ছিল খুবই ভালো লেগেছে। আর আপনার এই পোস্টটি পড়েও খুবই ভালো লাগলো।

আপনাদের ওইদিকেও বৃষ্টি হয়েছে জেনে ভালো লাগলো। আশা করি খুব শীঘ্রই সব জায়গায় বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে।

ফটোগ্রাফির স্থানটা আমার চেনা চেনা মনে হচ্ছে। তবে কিছুদিন আগে যে হালকা বৃষ্টি হয়েছে এটা সত্য। ২৪ তারিখে হয়েছে মনে হয়। তবে আবারো যে তাপদাহ শুরু হয়ে গেছে এটা সত্য কথা

হ্যাঁ আবারো তাপ বেড়েছে তবে হয়তোবা আবারও বৃষ্টি হয়ে তাপমাত্রাটা কমে যাবে।

আপনি ঠিক বলেছেন ভাই অতিরিক্ত গরমের সময় ফ্যানের বাতাসও গরম লাগে। আসলে এবার রেকর্ড পরিমাণে গরম পরেছে। যাদের এসি আছে তারা ছাড়া বাসায়ও অনেক কষ্টে দিন কাটিয়েছে অনেকে। যাইহোক অবশেষে মোটামুটি সব জায়গায় বৃষ্টি হচ্ছে। এতে করে মানুষজন কিছুটা স্বস্তির মধ্যে দিন কাটাতে পারছে। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাইয়া নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সব জায়গায় বৃষ্টি হয়ে পরিবেশটা ঠান্ডা হয়ে যাবে।