সবসময় সাথে থাকুন,সবময় পাশে রাখুন।
হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন,
আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন,সুস্থ আছেন। আমি জনি প্রিন্স আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। প্রতিদিনই আমি চেষ্টা করি বিভিন্ন ট্রপিক নিয়ে আলোচনা করার জন্য। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে বলেছিলাম ২০২৩ বিশ্বকাপের ফাইনাল খেলার আগে সর্বশেষ আপডেট নিয়ে একটি ব্লগ শেয়ার করবো। আর সেইটাই আজকে শেয়ার করতে যাচ্ছি।
আপনারা সবাই জানেন যে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ফাইনাল উঠেছে। অবশেষে টিম ইন্ডিয়া অপরাজিত থেকেই ফাইনাল নিশ্চিত করেছে। অপর দিকে অস্ট্রেলিয়া পয়েন্ট টেবিলে তৃতীয় নাম্বারে থেকে ফাইনালে উঠে এসেছে। পাঁচ উপমহাদেশের দশ দেশ এবারের আসরে অংশগ্রহন করেছিল। ধীর্ঘ প্রায় দেড়মাস হাড্ডা হাড্ডি লড়াইয়ের পরে দুই দেশ ফাইনাল নিশ্চিত করেছে। গত আসরের চ্যাম্পিয়ান ইংল্যান্ড এবং রানার্স আপ নিউজিল্যান্ড দুই দেশই বাদ পড়ে গেছে। ভারত এর আগে ১৯৮৩ সালে এবং ২০১১ সালে দুইবার বিশ্বকাপে ফাইনালে গিয়ে দুইবারই জয় লাভ করেছিল। আর অস্ট্রেলিয়া ইতিহাসে সর্বাপক্ষা সফলতম দলের মর্যাদা উপভোগ করছে। এ পর্যন্ত দলটি সাত বার ফাইনাল খেলেছে। তার মধ্যে পাঁচটিতে জয়লাভ করেছে আর দুইটি রানার্স আপ হয়েছে। ১৯৮৭,১৯৯৯,২০০৩,২০০৭,২০১৫ সালে জয় ও ১৯৭৫,১৯৯৬ সালে রানার্স আপ হয়েছে। এই আসরের ফাইনালে জয় হওয়ার ক্ষেত্রে দুই দেশই এগিয়ে। যদিও ইতিহাস বলে অস্ট্রেলিয়া জয় হবে তবে এবারের খেলার পার্ফমেন্স ও মাঠের দিক দিয়ে চিন্তা করলে ভারত জয় লাভ করবে। তারপরও সেটা দেখার জন্য আমাদেরকে আরো একদিন অপেক্ষা করতে হবে।
আমরা সবাই জানি যে গত ১৫ই নভেম্বর ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সেদিন ভারতের অধিনায়ক ও অপেনার রোহিত শর্মা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ঐদিন ভারত টিম অপেনিং এর মধ্যে কোন পরিবর্তন আনেনি। যদিও প্রথম কয়েকটি খেলায় সাবমান গিল খেলতে পারেনি। ঐদিন খেলার শুরুতেই রোহিত এবং গিল মারকুটে হয়ে উঠে। দুই জনই একের পর এক বল বাউন্ডারিতে ফেলতে থাকে। রোহিত ৪৭ রান করে আউট হয়ে গেলেও গিল খেলতে থাকে। তবে গিল নিজের ৭৯ রানের মাথায় হাতে চোঁট পেয়ে উঠে যায়। তারপর কোহেলি আর শ্রেয়াস লায়ার খেলতে থাকে। ঐদিন কোহেলি তার জীবনের দারুন একটি রেকর্ড গড়ে। শুধু মাত্র ওয়ানডে ম্যাচে ৫০ টা সেঞ্চুরি করেছে যেখানে ভারতের আরেক তারকা শচীনের ৪৯টি ছিল। শ্রেয়াস লায়ারও ঐদিন সেঞ্চুরি করেছিল। সব মিলিয়ে চার উইকেট হারিয়ে ৫০ অভারে ৩৯৭ রান তুলে।
অপর পক্ষে নিউজিল্যান্ড দল ৩৯৮ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে প্রথমেই দুই অপেনারকে হারিয়ে চাপে পড়ে। দুইজনই ১৩ রান করে আউট হয়। দলের হাল ধরে ক্যাপটেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। ক্যাপটেন ৬৯ রান করে আউট হলেও মিচেল ১৩৪ রান তুলে। নিউজিল্যান্ড দল সব কয়টি উইকেট হারিয়ে সর্বমোট ৩২৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলাফল ভারত ৭০ রানে জয় পেয়ে ফাইনালে আসে।
গত কাল ১৭ই নভেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয় সাউথ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলে থাকা দ্বিতীয় নাম্বারে সাউথ আফ্রিকা সেমিফাইনালে তেমন ভাল করতে পারেনি। প্রথমে তারা টস জিতে ব্যাট করতে নামে। আফ্রিকার আলোচিত অপেনার ডি-কক ঐদিন মাত্র তিন রান ও ক্যাপটেন বাভুমা শূন্য রানে আউট হয়ে যায়। যার ফলে প্রথমেই চাপে পড়ে আফ্রিকা। এর পরে আর কেউ তেমন ভাল করতে পারেনি মিলারের ১০১ রানের উপর নির্ভর করে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র ২১২ রান তুলতে সক্ষম হয়। সাউথ আফ্রিকা সব সময় ভালো খেলে তবে বিশ্বকাপে এসে তারা জিমিয়ে যায়। তার কারনটা আজও কেউ বের করতে পারেনি।
টিম অস্ট্রেলিয়ার নিকট এই ২১২ রান তুলা খুবই সহজ ব্যাপার ছিল। দুই অপেনারের মধ্যে ট্র্যাভিস হেড ৬২ রান করলেও ডেবিড ওয়ার্নার ২৯ রান করে আউট হয়ে যায়। স্টিভেন স্মিথ ৩০, উইকেট কিপার জোশ ইঙ্গলিসের ২৮ রানের উপর নির্ভর করে সহজ ভাবেই অস্ট্রেলিয়া জয়েন বন্দরে পৌছে যায়। ডাবল সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল গত কাল তেমন ভাল করতে পারেনি। পাঁচ বলে মাত্র ১ রান করে। ফাইনালে যেতে টিম অস্ট্রেলিয়ার তেমন বেশি কষ্ট করতে হয়নি। এখন দেখা যাক ফাইনাল খেলায় কারা নিজেদের বিশ্বসেরা প্রমান করতে পারে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
এবারের ফাইনাল টা মনে হচ্ছে দুর্দান্ত। হাড্ডাহাড্ডি লড়াই। ফাইনাল দেখার অপেক্ষায় আছি।আসলেই অস্ট্রেলিয়া পক্ষে ২০১ রান তেমন কোন ব্যাপার না।ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ফাইনালটা সত্যিই দারুন হয়েছে। ভালোই লেগেছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টুর্নামেন্টের শুরু থেকেই ভারত ছিল অপ্রতিরোধ্য। কিন্তু প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার যে ক্যামব্যাক সেটা সত্যিই প্রশংসনীয়। এখন সেই অস্ট্রেলিয়া ফাইনালে। আশাকরছি ফাইনাল টা বেশ জমজমাট হবে। সেমিফাইনাল দুইটা ম্যাচই বেশ ভালো লড়াই হয়েছে। এখন দেখা যাক আগামীকাল আহমেদাবাদে কে জয় করে নেয় আইসিসি বিশ্বকাপ ২০২৩।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া সব কিছু উলট পালট করে অস্ট্রেলিয়া কাপ নিয়ে চলে গেল। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit