বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে কালাচাঁদের মেলার প্রথম পর্ব শেয়ার করবো।
কালাচাঁদ একজন ব্যক্তির নাম। যিনি উনিশ শতকের প্রথম দিকে মারা গেছেন। মানুষ বলে তিনি আধ্যাত্মিক জগতের মানুষ ছিলেন। তিনিকে আমি কখনো দেখি নাই। আমার মা-বাবর জন্মের ও আগে সে মারা গিয়েছে। কিন্তু এলাকার মানুষ তাকে বিভিন্ন কারনে স্মরণ রেখেছে। কালাচাঁদ মারা যাওয়ার পরে তার বাড়ির আঙিনায় তাকে দাফন করা হয়। কালক্রমে কালা চাঁদের উত্তরসুরিরা তার কবরের উপরে ইট, রড, সিমেন্ট দিয়ে একটি ঘর নির্মাণ করে। ধীরে ধীরে কালা চাঁদের কবর মাজারে রূপান্তরিত হয়। কালা চাঁদের কবরের আশেপাশে কিছু কবর দেখা যায়। কালা চাঁদের মাজারের পাশে মোটামুটি বড় একটি খেলার মাঠ রয়েছে। কালা চাঁদের উত্তরসূরিরা প্রতিবছর ১ই জানুয়ারি থেকে ৩ই জানুয়ারি পর্যন্ত তিনদিন কালা চাঁদের নামে উরস পালন করে। উরস বলতে গান বাজনা যেটা আমাদের ধর্মে নিষিদ্ধ। কিন্তু মানুষ শয়তানের পাল্লায় পড়ে এগুলো করে থাকে।
কালা চাঁদের মৃত্যুর পর থেকে তার নামে উরস পালন করা শুরু হয়। আর সেই ওরস কে কেন্দ্র করে প্রতিবছর জানুয়ারির ১ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত কালা চাঁদের মাজারের আশেপাশে মেলা বসে। মেলাতে বিভিন্ন ধরনের খেলাধুলার পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ঘটনা ক্রমে আমি বর্তমানে যেখানে বাসা ভাড়া নিয়েছি, সেটা কালা চাঁদের মেলার পাশে। মেলার প্রথম দিন থেকেই আমি মেলাতে যাওয়া আসা করি। মেলাতে আসা যাওয়া করতে করতে আমি অনেক গুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছি। আমি ইচ্ছা করেছি সে গুলো পর্ব আকারে আপনাদের সাথে শেয়ার করবো।
মেলাতে প্রথম প্রবেশ করলেই বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন জিনিস দেখা যায়। এখানে নাগর দোলা, চরকি, জাম্পিং, নৌকা, রেলগাড়ি সহ অনেক ধরনের খেলার মাধ্যম রয়েছে। আমি ছোট থেকেই এসব জিনিস থেকে দুরে থাকি। এগুলো আমার কাছে রিস্ক মনে হয়। তাছাড়া ঐদিন আমি একা একা গিয়েছিলাম। আমার সাথে কেউ যায়নি। যার ফলে ঐ জিনিস গুলোর দিকে তেমন গুরুত্ব দেয়নি।
তারপর শুরু হলো বিভিন্ন ধরনের খাবারের দোকান। প্রথমেই ফুড আইসক্রিমের একটি গাড়ি দেখলাম। এখানে মটর দিয়ে গুড়িয়ে বিভিন্ন ফুড দিয়ে আইসক্রিমটি তৈরী করে থাকে। এখানে দাড়িয়ে একটি ফটোগ্রাফি নিলাম। তবে আমি এই আইসক্রিমও খায়নি। স্বাস্থ্যসম্মত মনে হয় নি।
তারপরে দেখলাম স্মোক বিস্কিটের শপ। এটা নতুন যুক্ত হয়েছে। আগে আমরা স্মোক পান দেখেছি। এখন স্মোক বিস্কিটও বের হয়েছে। ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে বিভিন্ন সাইজের কাপের মধ্যে এগুলো বিক্রি করে থাকে। বাচ্চারা কিছুক্ষণ পরপর দৌড়ে দৌড়ে এসে এগুলো খাচ্ছে।
এখানে আরেকটি জিনিস দেখলাম। বড় কাপের মধ্যে বিভিন্ন কালারের আইসক্রিম বিক্রি করতে দেখলাম। তবে এই আইসক্রিম গুলো কতটা স্বাস্থ্যকর সেটা ঠিক বুঝতে পারছি না। ৫০ টাকা, ৬০ টাকা করে বিক্রি করছে। আমাকে ২০-৩০ টাকা করে দিলেও খেতাম না। কারন এগুলোর বানানোর প্রক্রিয়া সম্পর্কে আমার জানা নেই। দেখেো তেমন পছন্দ হয়নি। যেটা পছন্দ না হয়, সেটা না খাওয়াই ভালো।
আজকে আর না, এভাবেই পর্ব আকারে চলবে। বেশ কয়েকটি পর্ব হতে পারে। ধীরে ধীরে শেয়ার করার চেষ্টা করবো,ইনশাআল্লাহ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
ডিভাইস | মোবাইল |
---|---|
মডেল | রিয়েলমি সি-৫৩ |
ফটোগ্রাফার | @joniprins |
তারিখ | ০১-০১-২০২৫ |
সময় | রাত-৮০.০০ |
স্থান | লালখাঁ, নারায়ণগঞ্জ, ঢাকা |
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
@joniprins, [12/30/2024 3:52 PM]
Click Here For Join Heroism Discord Server
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
ভাই খোলামেলা পরিবেশের আইসক্রিম গুলো কখনো স্বাস্থ্যসম্মত হয় না। মেলা দেখলেই তারা তাড়াহুড়ো করে বিভিন্ন রকমের খাবার তৈরি করে বিক্রয় শুরু করে দেয় এগুলো অনেক ঝুঁকিপূর্ণ। তবে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয় যে মেলাগুলোতে এগুলো কিন্তু অনেক আনন্দের। বিশেষ করে বাচ্চাটা তো খুবই আনন্দে থাকে এমন জায়গায় উপস্থিত হলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই মেলার খোলামেলা খাবারগুলোতে তেমন স্বাস্থ্যসম্মত না। সেজন্য আমি কখনো এগুলো খাই না। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কালাচাঁদ নামক মানুষটির কথা খুবই সুন্দরভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো কালা চাঁদ সম্পর্কে জানতে পেরে। একই সাথে কালাচাঁদ এর মৃত্যু কে কেন্দ্র করে অনুষ্ঠিত ওরস উপলক্ষে অনেক সুন্দর মেলা বসেছে এবং সেই মেলার অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন। সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপনার আজকের এই পোস্টটি পড়ে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া কিছু কিছু মানুষ মারা গেলেও তাদের নামগুলো বিখ্যাত হয়ে থাকে। যেমনটি কালা চাঁদ মানুষটি। এই লোকটি মারা গেলেও তার নামে মেলা হয়। আসলে এরকম মেলাগুলোতে গেলে অনেক ধরনের জিনিস দেখা যায় এবং সৌন্দর্য উপভোগ করা যায়। আর মেলাতে গেলেও নিজের মনও ভালো হয়ে যায়। যদিও মেলাটি আপনার বাসার পাশে এই কারণে সুবিধা হয়েছে। সুন্দর করে মেলার প্রথম পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit