হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি জানি সবাই সব দিক দিয়ে ভাল থাকে না। সব দিক দিয়ে সুখি হয় না। এক জন মানুষ কোন এক দিক দিয়ে হতাশায় ভুগে। কোন একটি দিক দিয়ে সর্বদায় টেনশনে থাকে। যাদের টাকা বেশি তাদের এক সমস্যা যে টেনশনে ঘুম আসে না। আবার যাদের টাকা নেই তাদের টেনশন হলো টাকা ইনকাম কিভাবে করবে। অনেক দিন আগে একটি পত্রিকায় পড়েছিলাম, বিশ্বের শীর্ষ দশ ধনী ব্যক্তির একজন বলেছিলেন যে “আমি টাকা কিভাবে খরচ করবো তার পদ্ধতি শিখাও। আমি ইনকাম করার পদ্ধতি জানি কিন্তুু খরচ করার পদ্ধতি জানি না।” চিন্তা করছেন বিষয়টা তিনির এত টাকা যে টেনশনে পড়ে গেছেন,এত টাকা নিয়ে তিনি কি করবেন। যায়হোক আমি ফকির মিসকিন মানুষ,এত টাকার পয়সার হিসাব করে লাভ নেই। চলুন একটি কবিতা সেয়ার করি।
আজকে শুক্রবার বাসায় আমি একা একা শুয়ে বসে সময় কাটাচ্ছি। কিছু ভাল লাগতেছে না। অনেক দিন হলো বাড়িতে যাওয়া হয় না। তাই বাড়ির কথা খুব মনে পড়ছে। মা-বাবার কথা, ছোট ভাই বোনের কথা মনে পড়ছে। মায়ের হাতের রান্নার কথা মনে পড়ছে। মায়ের আদর মাখা শাসনের কথা মনে পড়ছে। সব মিলিয়ে বাড়ির সব কিছু খুব মিস করতেছি। এ সাপ্তাহে বাড়িতে যাবো যাবো করেও যাওয়া হলো না। কেন যাওয়া হলো না সে কারনটা আপনাদের কাছে আজকে না বললেই ভাল হয়। সেটা অন্য একদিন অন্য একটি পোষ্টে সেয়ার করবো।
আমি বাড়ি থেকে মাত্র একশত এগারো কিলোমিটার দুরে থাকি। এর মধ্যে মাসে একবার বাড়িতে না গেলেই বাড়ির রাস্তা ঘাট অচেনা হয়ে যায়। কাছের মানুষদের অচেনা লাগে। আর প্রবাসি ভাইয়েরা জীবিকার তাগিতে কত হাজার হাজর মাইল দূরে গিয়ে বসবাস। সত্যিই তাদের জন্য খুব মায়া লাগে। তাদেরকে সর্বোচ্চ সম্মান দেওয়া উচিত।
যদিও আমি তেমন বেশি কবিতা লিখতে পারি না। তারপরও বসে বসে ভাবতেছি মায়ের আদর মাখা শাসন নিয়ে আপনাদের মাঝে একটি কবিতা সেয়ার করবো। এবিবি ফানে মাঝে মাঝে কবিতা লেখার চেষ্টা করতে করতে একটু কবিতা লখা শিখে গেছি। আমাদের কমিউনিটিতে বর্তমানে অনেক কবি রয়েছে। বড় দাদার কবিতা দেখে আগ্রহ নিয়ে এখন অনেক মেম্বাররা কবিতা লিখতেছে। মন চাইলেই কবিতা লেখা যায় না। কবিতা লেখার জন্য আলাদা একটি মন লাগে। যেটা আমার এখনো হয়ে উঠেনি। আশা করি কবিতা লিখতে লিখতে এক সময় হয়ে যাবে। চলোন দেরি না করে কবিতাটা শুরু করা যাক।
ছোট সময় আমি যখন ঘুমের ঘরে থাকি
মায়ের চুমায় খুলতাম আমি আমার দুটি আখি।
তোমার তরে আলোকিত হয়েছে আমার এভুবন
জন্মেছি আমি তোমার কুলে ধন্য আমার এ জীবন।
বিধাতা কিভাবে যেন গড়ে দিয়েছে মায়ের সাথে বন্ধন
আমাকে না দেখলে মায়ের চোখে আসে শুধু ক্রন্দন।
মা আমার মমতার মহল পিপাসার জল উত্তম বন্ধু
কষ্টের মাঝে সুখ, ব্যথার ঔষধ, ভালবাসার সিন্ধু।
সবার ভালবাসায় থাকতে পারে অনেক ছলনা
মায়ের ভালবাসা কারো সাথে হয়না তুলনা।
মা কখনো হয় না পর যতই আসুক ঝড় তুফান
মা হলো চোখের মনি সৃষ্টিকর্তার অসীম দান।
মা কখনো বুঝিনি আমি তুমি ছিলে কত আপন
আমার জীবনে তুমি কত দামি ছিলে তখন ।
ভুল হলে মোর বার বার তুমি করেছো ক্ষমা
এই পৃথিবীতে তোমার মাগো হয় না উপমা।
তোমার হাসিতে রয়েছে মাগো শত চাদেঁর ঝিলিক
তুমি আমার পর জনমের জান্নাতের মালিক।
তোমার থেকে অনেক দূরে এখন আমি আছি
তোমায় ছাড়া কেমনে মাগো আমি বেচেঁ থাকি।
মায়ের মন জয় করিলে হবো আমি সফল
নয়লে বিশ্ব জয় করেও হেরে যাবো তখন।
স্নেহময়ী মা তুমি ছাড়া আমার এ ভুবন
কালো অধাঁরে ডেকে যাবে আমার এ জীবন।
মাগো আমি বড় হয়ে চলে এলাম দূরে
তোমার কথা মনে হলে ভাসি চোখের জলে।
আমার সকাল হতো মাগো তোমার বকুনিতে
রাতে আমি ঘুমাতে যেতাম তোমার অভিমানে।
কেন জানি মা কখনো আমি তোমায় বলতে পারিনি
পৃথিবীতে সবথেকে বেশি আমি তোমায় ভালবাসি।
বন্ধুরা আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে। অনেক সময় নিয়ে আজকে কবিতাটা লিখলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হফেজ।।
আপনি কি পোস্ট করার পর আদৌ দেখেন কি লিখেছেন? একটা দুটো বানান ভুল মেনে নেওয়া যায় কিন্তু আপনার পোস্টের শুরু থেকে শেষ পর্যন্ত অজস্র বানান ভুল। এমনকি শিরোনাম পর্যন্ত ভুল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে প্রথমে শিরোনামটা ভুল হয়েছে,ভিতরেও ভুল ছিল। আমি সব গুলো ঠিক করে দিয়েছে। ভবিষ্যতে ভাল ভাবে চেক করে পোষ্ট সাবমিট করবো। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি ঠিকই বলেছেন মানুষ সব দিক থেকেই সুখি হয়না। কোন না কোন জায়গায় মানুষের ঘাটতি থেকে যায় এবং কোন না কোন ব্যাপারে অপূর্ণতা থাকে। আপনার কবিতাটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। মায়ের ভালোবাসার থেকে পৃথিবীতে এত সুন্দর ভালো বাসা আর নেই। যদি বলা হয় পৃথিবীতে সব থেকে পবিত্র ভালোবাসা কি তবে আমি বলবো মায়ের ভালোবাসাই একমাত্র পবিত্র ভালোবাসা।
ধন্যবাদ সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু মায়ের ভালবাসায় কোন ভুল নেই। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি ঠিক বলেছেন কবিতা লেখার জন্য মনের প্রয়োজন হয়। সত্যি বলতে মন-মানসিকতা ঠিক না থাকলে কবিতা লেখা সম্ভব নয়, সেটা যে কোন বিষয়ই হোক। তবে আজকে আপনি মাকে কেন্দ্র করে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন এবং দুই বার পড়েও পড়তে ইচ্ছে হয়েছিল। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্ট পড়ে উৎসাহ পেলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি এরকম আরো কবিতা আমাদের উপহার দেবেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের ফিডব্যাক দেওয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাকে নিয়ে লেখা আপনার কবিতাটি পড়ে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি। মনের অজান্তেই চোখের কোনে জল চলে এসেছে। আসলেই সেই ছোটবেলা থেকে মা আমাদের জন্য যতটুকু করেছে তার ঋণ কখনোই শোধ করবার মতো নয়। কারণ মায়ের মত আপন পৃথিবীতে আর কেউ নেই। ধন্যবাদ আপনার কবিতাটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু মায়ের ভালবাসার মূ্ল্য হয় না। মা হলো পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাকে নিয়ে যত বন্দনা আর যত কবিতা লিখা যায় ততই কম পরে যাবে। মায়ের আদর আর শাসন দুটোই স্মৃতিতে আমৃত্যু গেঁথে থাকে। আপনার কবিতা সহজ এবং সাবলীল ছিল। কবিতা ভালো লেগেছে।
স্বাগতা দিদি বলেছেন বানানের দিকটা খেয়াল করতে। আসলে একটি বাক্যের একটি শব্দের মধ্যে বানানের ভুল থাকলে পুরো অর্থ পরিবর্তন হয়ে যায়। পোস্ট করার আগে অবশ্যই আর একবার দেখে করবেন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। তাছাড়া ভালো পোস্ট ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক,মানুষের বেশি টাকা থাকলেও চিন্তার শেষ নেই।এমনকি খরচ করার পদ্ধতি নিয়েও চিন্তার বিষয় হয়ে উঠেছে ধনী ব্যক্তির ভাবতেই অবাক লাগে।যাইহোক আপনার লেখা কবিতাটি সুন্দর ছিল।তবে আমার মনে হয় মায়ের শাসন ,ভালোবাসা নিয়ে যতই লেখা হোক না কেন তা খুবই সামান্য।মায়ের ভালোবাসার তুলনা নেই।ভাইয়া এখনো কিছু বানান ভুল আছে পরবর্তীতে অবশ্যই খেয়াল রাখবেন এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা একদম সত্যি কথা । কেউ চাইলেও সব দিক থেকে ভালো থাকতে পারেনা। কোনোনা কোনো টেনশন কাজ করবেই। ধনিদের টেনশন বা চিন্তা একটু বেশি এটা ঠিক।
আপনার কবিতাটি সুন্দর হয়েছে। বাস্তব চিত্র তুলে ধরেছেন মা কে নিয়ে এই কবিতার মাধ্যমে। আসলে মায়ের ভালোবাসা তো এমনই হয়। চকরীর বা কাজের সার্থে অনেক সময় মা কে ছেড়ে দূরে থাকতে হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit