চাইনিজ ভেজিটেবল রাইছ রেসিপি ।। 10% beneficary for @shyfox ❤️

in hive-129948 •  2 years ago 

আজ শুক্রবার- ২৯ ই আশ্বিন | ১৪২৯ বঙ্গাব্দ | শরৎকাল |

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে ভাল আছি আলহামুদিল্লাহ। প্রতিদিনের কাজের অংশ হিসাবে আজকে আপনাদের সামনে নতুন একটি আয়োজন নিয়ে হাজির হয়েছি। আজকে উপস্থাপন করবো “চাইনিজ ভেজিটেবল রাইস রেসিপি”। চলোন দেরী না করে শুরু করা যাক।

04.PNG

আপনারা সবাই হয়েতো জানেন আমি মেসে থাকি। চারজন মিলে একটি ফ্লাটে বসবাস করতেছি। কয়েক মাস আগে আমি ইউটিউব থেকে দেখে চাউল পটল রেসিপি রান্না করেছিলাম। আমার এক ফ্রেন্ড সেটা খেয়ে অনেক মজা পেয়েছে। আমার অনেক প্রশংসাও করেছে। বেশ কয়েকদিন ধরে সেই আবার আমাকে বলতেছে যে আগের মত এমন কোন একটি রেসিপি তৈরী করার জন্য। আমি বললাম কি রেসিপি তৈরী করা যায়। সাথে আরেকজন ছিল সে বললো ভেজিটেবল রাইস তৈরী করো। আমি বললাম ঠিক আছে রাতের বেলা তিন জন মিলেই সেটা তৈরী করবো।

যে চিন্তা সেই কাজ। তিন জন অফিস থেকে এক সাথে বের হলাম। একজনের অফিস যদিও একটু দুরে তার সাথে ফোনে যোগাযোগ করে একটি জাগায় তিন জন এক সাথে হলাম। তারপর শুরু হলো বাজার করা। সাধারন একটি ভেজিটেবল রাইস রান্না করতে এত কিছু লাগে সেটা আগে জানা ছিল না। আগে রান্না করলে তো জানা থাকবে,তাই না হা হা হা। সব কিছু কেনা কাটা করে , রাতের বেলা তিনজন মিলে তৈরী করে ফেললাম “চাইনিজ ভেজিটাবল রাইস”।

প্রয়োজনীয় উপকরণসমূহ
০১পোলাই চাউল ৫০০ গ্রাম
০২পাচঁ থেকে ছয়টি পটল
০৩কয়েকটি টমেটো
০৪বরবটি দেড়শো গ্রাম
০৫এক কাপ দই
০৬কয়েকটি আলু।
০৭বাধাঁ কপি অধের্ক
০৮পেয়াজ আটটি
০৯কাচাঁ মরিচ আটটি
১০আদা ও রসুন বাটা
১১এলাচি কয়েকটি
১২ধারুচিনি কয়েক টুকরা
১৩লবঙ্গ কয়েকটি
১৪লবন পরিমান মত
১৫সয়াবিন তেল পরিমান মত
১৬তেজ পাতা দুইটি
১৭মটরশুটি অল্প কিছু
১৮ধনিয়া পাতা
১৯পাঁচফোড়ন অল্প
২০ম্যাজিক মসলা দুইটি
২১ডিম দুইটি

05.PNG

❣এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম

❂প্রস্তুত প্রণালী:❂

51.PNG

প্রথমে একটি পাতিলে পরিমান মত পানি গরম করে পোলাও চাউল গুলো সে পানিতে ছেড়ে দিলাম। তারপর আধা ঘন্টা পরে ভাত হয়ে গেলে ভাত গুলো একটি বড় ডিসে ছড়িয়ে দিবো। ভাল ভাবে খেয়াল রাখবো ভাত গুলো যেন এক সাথে জমে না যায়।

52.PNG

তারপর যে পাতিলে রান্না করবো সে পাতিলে পরিমান মত তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়ার পর পেয়াজ,কাচা মরিচ,আদা ও রসুন বাটা,পাঁচফোড়ন সহ সব মসলা দিয়ে দিলাম।

53.PNG

তারপর পেয়াজ গুলো হালকা হলুদ হলে প্রথমে বাধাঁ কপি,বরবটি,আলু,পটল, মটর শুটি এই সবজি গুলো দিয়ে দিলাম। সবজি গুলো দিয়ে বিশ থেকে পচিঁশ মিনিট ডেকে রাখবো।

54.PNG

সবজি গুলো ভালভাবে সিদ্ধ হওয়ার পরে টমেটো গুলো দিয়ে দিলাম। টমটো গুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে নাই। তারাতারি ই হয়ে গেছে। সববজি গুলো ভালভাবে হওয়ার পর দুইটি ডিম ভেঙ্গে সবজির উপরে ছেড়ে দিলাম। ডিম আর সবজি হওয়ার পর দইটাও দিয়ে দিলাম।

55.PNG

তারপর রান্না করা ভাত গুলো সবজির ‍উপরে ছেড়ে দিবো। কিছুক্ষন নাড়া দিয়ে ম্যাজিক মসলা গুলো দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম।

555555555555555555.png
হয়ে গেল মজাদার সুস্বাদু চাইনিজ ভেজিটেবল রাইস। একটি প্লেটে শসা,পেয়াজ আর কাচা মরিচ দিয়ে পরিবেশন করলাম।

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LetETmuDWKvqCPmaSADqzr7cvw5uMJgEuBeuvuxazYG8zoQXWgA6qkN5Yo32DcRzka1VLsrb2BJSkBrF9yjpHU.png

বন্ধুরা আজকের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

ফটোগ্রাফির প্রয়োজনীয় বিবরণ
ডিভাইসমোবাইল
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ক্যামেরারেডমি নোট-৭ প্রো
স্থাননারায়ণগঞ্জ
তারিখ১৪.১০.২০২২
সময়১০.৩০PM ‍

Zskj9C56UonWToSX8tGXN.png

gPCasciUWmEwHnsXKML7.png

আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

https://steemitwallet.com/~witnesses

VOTE @bangla.witness as witness

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

ddddoo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

4789.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

বন্ধুরা একসাথে বসবাস করলে এরকম মজার মজার খাবার বিভিন্ন আয়োজন করে একসাথে খাওয়া যায় ভালোই লাগে মনে হয়। আপনারা তিন বন্ধু মিলে ভেজিটেবল রাইস খাওয়ার জন্য তিনজনে মিলে আবার বাজার করেছেন শুনে ভালো লাগছে। আমার কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাব মনে হচ্ছে। আপনি ভেজিটেবিল রাইস রান্না করতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করেছেন দেখে আমার খুবই ভালো লাগছে খেতে মন চাইছে। আর খুব সুন্দর করে পরিবেশনটাও করেছেন।

জী আপু সবাই মিলে কাজ করলে একটি পিকনিক পিকনিক ভাব আসে। ধন্যবাদ আপু।

ভাই, মেসে থেকেও আপনারা তিন বন্ধু মিলে যে চাইনিজ ভেজিটেবল রাইস তৈরি করেছেন, তার প্রশংসা না করলেই নয়। কেননা এই চাইনিজ ভেজিটেবল রাইস তৈরি করতে অনেক অনেক উপকরণের প্রয়োজন হয়েছে। খুবই দুঃসাধ্য একটি কাজ আপনারা তিন বন্ধু মিলে সাধন করেছেন। কেননা আপনার রন্ধন প্রণালী দেখে বেশ বুঝতে পারছি এই ভেজিটেবল রাইস তৈরি করতে আপনাদের ঠিক কতটা কষ্ট করতে হয়েছে। যাইহোক ভাই এত কষ্ট করেও আপনি যে সুস্বাদু ভেজিটেবল রাইস তৈরি করেছেন এজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

ভাইয়া রান্না করতে যেমন তেমন পোষ্ট করতে আরো বেশি কষ্ট হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

চাইনিজ ভেজিটেবল রাইস রেসিপি অনেক সুন্দর ভাবে তৈরি করেছেন এবং তৈরীর প্রতিটি ধাপ ছবি সহ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন যা পড়ে এবং দেখে আপনার রেসিপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি। খুব শীগ্রই বাসায় রেসিপিটি তৈরি করব ইন-সা-আল্লাহ।

জী আপু বাসায় তৈরী করে খাবেন। অনেক মজা হয়। ধন্যবাদ আপু।