বাংলা ভাষার কমিউনিটি
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে আমার গত সপ্তাহের Super Walk এর এক্টিভিটিস শেয়ার করতে যাচ্ছি।
আমি প্রায় তিন সপ্তাহ যাবত Super Walk অ্যাপসের প্রো মুড ব্যবহার করতেছি। আপনারা সবাই জানেন যে বেসিক মোট ব্যবহার করে যে কয়েন গুলো ইনকাম করা যায়, সেগুলো উইথড্র করা যায় না। সে কয়ন গুলোর মাধ্যমে তাদের যেকোনো ক্যাম্পেইনের মধ্যে অংশগ্রহণ করা যায়। তবে প্রো-মুড ব্যবহার করে হাঁটাহাঁটি করে যে Walk কয়েন পাওয়া যায়, সেগুলো উইড্র করা যায়।
খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস Super Walk। যেটার মাধ্যমে হেঁটে হেঁটে ইনকাম করা যায়। হাঁটাহাঁটি করার কারণে একদিকে যেমন শরীর-স্বাস্থ্য ভালো থাকে, আবার অন্যদিকে ইনকাম করা যায়। দারুন একটি বিষয়। এ বিষয়টা আমি আগে কখনো কল্পনা করি নাই। কিন্তু Super Walk অ্যাপসের মাধ্যমে সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। গত সপ্তাহে আমি মোটামুটি ভালই হাঁটাহাঁটি করেছি। কারণ আমি জানি যত হাঁটাহাঁটি করা যাবে ততই শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।
উপরের দুটি স্কিন শর্ট দেখতে পাচ্ছেন প্রথমটিতে আমি ৩.৩৮ কিলোমিটার তথা ৪৩৮৪ স্টেপ বা কদম হেঁটেছি। এখানে আমি ৫৫.৫৩ মিনিট হাঁটাহাটি করেছি। আর দ্বিতীয় স্কিন শর্ট এর মধ্যে দেখা যাচ্ছে ৩.০৯ কিলোমিটার তথা ৪১৫৭ স্টেপ হেটেছি। এখানে আমার সময় ব্যয় হয়েছে ৪৪ মিনিট ৩০ সেকেন্ট। আর স্পিট ছিল ৪.৩ কিলোমিটার। যতক্ষন পর্যন্ত এনার্জি ছিল ততক্ষনই হেঁটেছি।
এখানে দুটি স্কিন শর্ট তথা তৃতীয় দিনে আমি ২.৬৭ কিলোমিটার তথা ৩২৯০ স্টেপ বা কদম হেঁটেছি। এখানে আমি ৩০.৩৪ মিনিট হাঁটাহাটি করেছি। চতুর্থ দিনে দেখা যাচ্ছে ৫.২০ কিলোমিটার তথা ৭১১৯ স্টেপ হেঁটেছি। এখানে সময় ব্যয় হয়েছে ১ ঘন্টা ১৭ মিনিট ১৩ সেকেন্ট। ঐদিন অফিস থেকে বের হয়ে সন্ধার পরে সাইনবোর্ড গিয়ে ছিলাম। যার ফলে বেশি হাঁটাহাঁটি হয়েছে। লেভেল কম থাকার কারনে এনার্জি তারাতারি শেষ হয়ে যায়। লেভেল বাড়াতে হবে।
পঞ্চম দিন মোটামুটি ভালোই হেঁটেছি। ২.২৪ কিলোমিটারের মত হাঁটাহাঁটি হয়েছে। যেখানে ২৬৭২ স্টেপ কাউন্ট হয়েছে। ৪.৯ কিলোমিটার স্পিটে হেঁটেছি। ২৩ মিনিট ২৫ সেকেন্ট সময় লেগেছে। আর পরের দিন এনার্জি শেষ হয়ে গেছে। আবার অন্য দিকে Durability ও কমে গেছে। Durability ১০০ এর মধ্যে ৬২তে নেমে গেছিলো। Durability ৮০তে Repair করার জন্য ৮ walk কয়েন খরচ হয়েছে। Durability কমে গেলে এনার্জি চার্য হতে দেরি হয়।
যষ্ঠ ও সপ্তম দিনেও ভালোই হাঁটাহাঁটি হয়েছে। গুরুত্ব দিয়ে হাঁটলে ভালোই হাঁটাহাঁটি হয়ে। আমরা বাঙ্গালীরা তো অলস। আমাদের স্বাস্থের প্রতি খেয়াল কম। আমার মোবাইল টিপে সময় নষ্ট করতে পারি কিন্তুু স্বাস্থের দিকে নজর দিতে পারি না। ষষ্ঠ দিনে ৩.৭৪ কিলোমিটার তথা ৪৭০৪ স্টেপ হাঁটা হয়েছে। আর সপ্তম দিন ২.১১ তথা ২৬৩০ স্টেপ হাঁটলাম। এই অ্যাপসটি ব্যবহার করে আমার কাছে ভালোই লেগেছে।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
@joniprins, [12/30/2024 10:54 PM]
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
হাটাচলা করার পাশাপাশি আপনি উপার্জন করছেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। আসলে এটা খুবই ভালো একটা সুযোগ। আমরা সকলেই এই সুযোগটাকে কাজে লাগাতে সক্ষম হয়েছে আমরা নিজেরা হাঁটাচলা করছি সাথে উপার্জনও করছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই এটা আমাদের জন্য দারুন একটি সুযোগ। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এর আগে আমার কল্পনাতে ও ছিল না যে হাঁটাহাঁটি করে ইনকাম করা যায়। কিন্তু আমাদেরকে যখন সুমন ভাই বিষয়টি বুঝিয়ে দেন তখন আমার বিশ্বাস হয়েছিল যে হাঁটাহাঁটি করে ও ইনকাম করা যায়। সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি অ্যাপস এর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে ভাই আমিও কোনদিন চিন্তাভাবনাও করি নাই, যে হাঁটা চলা করে ইনকাম করা যাবে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলছেন super walk অনেক ইন্টারেস্টিং অ্যাপস। আমরা সবাই হাটাহাটি করতে পছন্দ করি। কেন জানিনা আমি super walk অ্যাপস টি ভালোভাবে ব্যবহার করতে পারছি না. যার কারণে আমার coin কম জমা হচ্ছে। আজকে তো কি একটাতে ক্লিক করার পরেই যা জমা হয়েছিল সব চলে গেছে হা হা হা। আপনি প্রো অ্যাপস ব্যবহার করতেছেন খুব ভালো করছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রো মুড ব্যবহার করুন, আর ইনকাম করুন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর একটা অ্যাপস আমাদের মাঝে চালু হয়েছে। অনেক হাঁটাহাঁটি করেছি কিন্তু কতটা হাটাহাটি হয় সেটা গণনা হয় না। কিন্তু এখন যেন হাঁটাহাঁটিটা গণনা হচ্ছে আবার এটা দিয়ে ইনকামের সুব্যবস্থা রয়েছে। বিষয়টা আমার কাছে বেশ দারুন মনে হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাই এটা দারুণ একটি অ্যাপস। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন ভাইয়া। যত বেশি বেশি হাঁটাহাঁটি করা যাবে তত বেশি ইনকামের সুযোগ হবে। তবে আমি মনে করি হাঁটাহাঁটি করা আমাদের জন্য খুবই উপকার। যত বেশি হাঁটতে পারবো তত বেশি নিজেকে ভালো রাখতে পারব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু হাঁটাহাঁটির সাথে ইনকাম করার সুযোগ। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ঠিক বলেছেন ভাই আমরা বাঙালিরা তো অলস নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি না। আমিও কয়েক সপ্তাহ ধরে SuperWalk অ্যাপস ব্যবহার করছি এটা হাঁটাহাঁটি জন্য খুবই প্রয়োজনীয়। আপনি দেখছি প্রতিদিন অনেক হাঁটাহাঁটি করেন। আস্তে আস্তে লেভেল বৃদ্ধি করলে অবশ্যই আরো এনার্জি পাবেন। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী যত লেভেল আপ করা যাবে ততই ইনকাম বাড়বে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এপসটা সত্যিই কাজের।
হাঁটাহাঁটির মাধ্যমে উপার্জন ভাবতেই অবাক লাগে। যাইহোক আপনি প্রোমুড ব্যাবহার করে বেশ হেঁটে চলেছেন এবং উপার্জন করার চেষ্টা করছেন। সত্যিই ব্যাপারটা দারুন, এভাবেই এগিয়ে যেতে থাকুন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপস। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই দেখছি মোটামুটি বেশ ভালো হাঁটাহাঁটি করেছেন। প্রতিদিন গড়ে ২ কিলোমিটার এর বেশি। আবার কোনদিন সেটা পাঁচ কিলোমিটার হয়ে গিয়েছে। এটা বেশ ভালো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার এক্টিভিটিজ শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit