বৃক্ষ মেলা ও ফুলের ফটোগ্রাফি // ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য। //

in hive-129948 •  2 years ago 
৩০শে জুলাই,শনিবার-২০২২ / ১৫ই শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ / ৩০শে জ্বিলহজ্জ-১৪৪৩ হিজরি
আসসালামুআলাইকুম

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সাবই ভাল আছেন। আজকে আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। মাতৃভাষায় ব্লগিংয়ের একমাত্র কমিউনিটি “আমার বাংলা ব্লগে”র সকল সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পোষ্টি শুরু করলাম। বাংলা

আমি গত শুক্রবারে আমাদের জেলা শহর ব্রাহ্মণবাড়িয়াতে আয়োজিত বৃক্ষমেলাতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে ফুল গাছ সহ বিভিন্ন গাছের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আজকে সেমিরারে আলোচিত ফুল গাছ ও ফুলের গুরুত্ব নিয়ে কিছু কথা ও কিছু ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে সেয়ার করবো।

01.jpg

02.jpg

103.png

সুজলা সুফলা শস্যশ্যামলা এই দেশ ফুলের দেশ, ধানের দেশ, গানের দেশ, ছবির দেশ,কবির দেশ, মাটির দেশ, নদীর দেশ,সবুজে সমারোহ সোনার দেশ আমাদের এই বাংলাদেশ।

তাইতো কবি লিখেছেন,

এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি।

বাংলাদেশের এক-একটি ঋতুতে প্রকৃতি যেন নতুন নতুন ফুলের ডালি সাজিয়ে আমাদের সামনে হাজির হয়। তাই প্রত্যেকটি ঋতুতে আমাদের দেশে দেখতে পায় বিচিত্র ধরনের ফুলের সমারোহ। ছয় ঋতুতে আমাদের দেশে বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। আমাদের দেশের বনে জঙ্গলে রয়েছে অসংখ্য অগণিত নাম না জানা ফুল। ফুলের রয়েছে যেমন বিচিত্র ধরনের আকার তেমনি রয়েছে বিচিত্র ধরনের কালার। কিছু কিছু ফুলের গন্ধ রয়েছে আবার কিছু কিছু ফুলের গন্ধ নেই।

ফুল পবিত্রতার প্রতীক কথায় বলে, যে ফুলকে ভালােবাসে সে মানুষ খুন করতে পারে না। তবে একথা ঠিক যে, পৃথিবীতে এমন মানুষ নেই যে ফুলকে ভালােবাসে না। ফুল খুবই সুন্দর একটি উপহার যাহা সবাই ভালবাসে। তাছাড়া ফুলের রয়েছে বিভিন্ন ব্যবহার যথা:- মানুষ ফুল কিনে একজন অন্যজনকে উপহার দেয়। ফুলদিয়ে অতিথিকে বরন করা হয়। ফুল দিয়ে ঘর সাজানো, বিভিন্ন অনুষ্ঠান সাজানো ছাড়াও অনেক ধরনের কাজ করা হয়। বাড়ি-ঘর ও পরিবেশের সুন্দর্য ‍বৃদ্ধিতে সব থেকে বড় ভূমিকা রাখে ফুল ও ফুলের গাছ।

কিছু ফুল আছে বাগানের আবার কিছু আছে বনের ফুল।বাংলাদেশের বাগানের মধ্যে অধিকাংশ সময় স্থান পায় বিদেশি ফুল। এসব বিদেশি ফুল বিভিন্ন রাজা-বাদশা,এমপি-মন্ত্রি ও তাদের কর্মচারি সহ দেশের বড় বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে নিয়ে আসে। বাংলাদেশে রয়েছে ভারত,চীন,জাপান মায়ানমার, মালোশিয়া, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ফুল।

বন্য ফুল হলো চাষ বা যত্ন ছাড়া বেড়ে উঠা উদ্ভিদ। বাংলাদেশে অনেক ধরনের বন্য ফুল রয়েছে যে গুলো পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে প্রয়োজনী অক্সিজেন জোগায়। ফুল মানুষের বন্ধু। ফুলদিয়ে মানুষের মন আকৃষ্ট করা যায়। বাংলাদেশের মাটি ও জলবায়ূর কারনে কিছু কিছু ফুল সারা বছরই পাওয়া যায়।

সব ধরনের ফুলের ব্যবহার সবাই করতে পারে না। ফুলের বিভিন্ন ধরনের ঐষধি গুনাগুনও রয়েছে। শারীরিক অনেক সমস্যার সমাধন করে থাকে এই ফুল। যদি ফুলের সব গুলো গুনাগুন মানুষ জানতো তাহলে কোথাও কোন ফুল গাছ বা ফুল অবহেলা নষ্ট হতো না।

03.jpg

04.jpg

103.png

06.jpg

07.jpg

103.png

09.jpg

201.jpg

103.png

202.jpg

08.jpg

103.png

206.jpg

205.jpg

103.png

05.jpg

103.png

photo_2022-07-31_11-22-45.jpg

103.png

বাংলাদেশে দেশে এখনও বাণিজ্যিক ভাবে তেমন ফুল চাষ করা হয় না। তবে যশােরসহ কয়েকটি জেলায় ফুল চাষ দেখা যায়। যা আন্তর্জাতিক ভাবে হচ্ছে না। বাংলাদেশের জেলা শহরে কিছু কিছু ফুলের দোকান ছাড়াও ঢাকা শহরের শাহবাগ, কাঁটাবন, বেইলি রােড, ফার্মগেইটসহ কিছু জায়গায় ফুলের দোকান দেখা যায়। আমাদের এই দেশের ফুলকে বিশ্ববাজারে পাঠাতে হলে আন্তর্জাতিক ভাবে প্রশিক্ষন নিয়ে ফুলের চাষ করতে হবে।

বন্ধুরা আজকে এপর্যন্তই , এখানেই আমার পোষ্টের ইতি টানলাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন অবশ্যই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।

109.png

আলোকচিত্রের বিবরণ
ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৮
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ক্যাপশন@joniprins
ধরনবৃক্ষ মেলা ও ফুলের ফটোগ্রাফি
স্থানব্রাহ্মণবাড়িয়া

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7jpbMNKdA1Swxiey857mvDu4v9YQGGGa7u8o3aSuH2T9hohoCpGA4xjXECnmqJUuaGBR4n9tutUQsJX8FzZckBvZL.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বৃক্ষ মেলা ও অনেক সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন ভাইয়া। আপনি অনেক সুন্দর ভাবে প্রতিটি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন। একসাথে অনেক গুলো ফুল দেখতে পেলাম ধন্যবাদ।

জী আপু বৃক্ষ মেলাটা অনেক সুন্দর। ধন্যবাদ।

খুবই চমৎকার লেগেছে আপনার ফুলের ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি দেখতে আমার কাছে অসম্ভব ভালো লাগে। প্রতিনিয়ত আমি ফুলের ফটোগ্রাফি করে থাকি‌ এত চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কমেন্ট করেছেন।

বৃক্ষ মেলাতে গিয়ে খুবই সুন্দর সময় পার করেছেন এবং অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেক ফুলের ফটোগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে।

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

এরকম বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের গাছপালা থাকে। আর গাছ লাগানো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখছি খুব সুন্দর সুন্দর ফুল গাছ থেকে ফুলের ফটোগ্রাফি করেছেন। আমার কাছে কিন্তু পুরো বিষয়টা বেশ ভালো লেগেছে।

জী আপু গাছ লাগানো আমাদের জন্য খুব জরুরী।

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। বৃক্ষ গুলো দেখতে বেশ ভালো লাগতেছিল। সুন্দর উপস্থাপনা করেছেন।শুভকামনা রইল আপনার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভাইয়া আপনি খুব সুন্দর ভাবে কিছু ফুলের এবং গাছের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি কার না ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

ভাইয়া আপনি নার্সারীর বিভিন্ন গাছ এবং ফুলের কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। সাধারণের ছোট ছোট ফুলগুলো দেখতে বেশি ভালো লেগেছে। সবুজ শ্যামল বন বনানী আমার কাছে বেশ ভালো লাগে।ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ মূল্যবাদ কমেন্ট করার জন্য।

ভাইয়া আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। প্রত্যেকটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে এই ফটোগ্রাফি গুলো করেছেন। ফুলের সৌন্দর্য যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ফটোগ্রাফির মাঝে ফুলের সৌন্দর্য তুলে ধরেছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া।

প্রথম ফুলটি আমার কাছে খুবই সুন্দর লেগেছে, সচরাচর বেগুনি রঙের ফুল দেখা যায় না, সবথেকে কম সংখ্যক ফুলের রং হয়ে থাকে বেগুনি। বেশ ভালো ফটোগ্রাফি করেছেন আপনি শুভকামনা আপনার জন্য।

জী ভাইয়া আপনি ঠিক বলেছেন। ধন্যবাদ ভাইয়া।

বাংলাদেশে রয়েছে ভারত,চীন,জাপান মায়ানমার, মালোশিয়া, আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের ফুল।

আসলে ঠিকই বলেছেন আপনি বাংলাদেশের বিভিন্ন দেশের ফল পাওয়া যায়। কিন্তু আপনার প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এত সুন্দর সুন্দর ফুলের ফটো দেখে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

ধন্যবাদ ভাইয়া।

ফুলের সৌন্দর্য সবার কাছে ভালো লাগে আর এই সৌন্দর্যের প্রেমে সবাই পড়তে চায় যেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে। আপনার শেয়ার করা ধবধবে সাদা ফুলটির প্রেমে যেন হাবুডুবু খাচ্ছি 🥰 খুবই ভালো লেগেছে।

তাই না কি ধন্যবাদ ভাইয়া খুব ভাল লাগলো আপনার কমেন্ট পড়ে।

ফুলের ফটোগ্রাফি কে না পছন্দ করে। আমার কাছে ফুলের ফটোগ্রাফি জাস্ট অসাধারণ লাগে। আপনি প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ভাবে করেছেন। ফটোগ্রাফির ফোকাস ছিলো দেখার মতো। অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া। খুব সুন্দর কমেন্ট করেছেন।

বৃক্ষ মেলায় দারুণ সময় কাটিয়েছেন আর খুব সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফিও করেছেন। অনেক ভালো লাগছে আপনার ফটোগ্রাফি। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি এবং আপনার মেলায় ঘোরার মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

জী ভাইয়া মেলায় ঘুরে খুব ভাল লাগলো। ধন্যবাদ।