আমি @joniprins বাংলাদেশের ঢাকা থেকে,
সুখে দুঃখে সবসময় পাশে আছি আপনাদের সাথে।
গত কিছুদিন আগে আমি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় অবস্থিত সুরেশ্বর গ্রামের সুরেশ্বর দরবার শরীফে গিয়েছিলাম। অবশ্য আমি দরবার শরীফ বা আস্তানা দেখার উদ্দেশ্যে যায়নি । গিয়েছিলাম একটি পারসোনাল কাজে। পারসোনাল কাজ বলতে আমার এক আংকেল বিদেশ থেকে কিছু জিনিষ পাঠিয়েছে সে গুলো আনতে গিয়েছিলাম। আমি জিনিষ গুলো হাতে পাওয়ার আগেই সুরেশ্বর দরবার শরীফের ফটোগ্রাফি করে মোবাইলের চার্য শেষ করে ফেলেছিলাম। যার কারনে বিদেশ ফেরত লোকটির সাথে দেখা হওয়া ও জিনিষ গুলো হাতে পেয়েও সে গুলোর ফটোগ্রাফি করতে পারি নাই। যায় হোক যে গুলো ফটোগ্রাফি করেছি সে গুলোই আপনাদের সাথে সেয়ার করি ,চলোন তাহলে চট করে ফটোগ্রাফি গুলো দেখে আসি।
Device- Redme Note-8
আমি জানতাম না যে এখানে কোন দরবার শরীফ আছে। আমি যখন নড়িয়া উপজেলায় পৌছলাম তখন সকাল ১০টা বাজে। তখন অনেক রোদ ছিল। আমি বিদেশ ফেরত লোকটির সাথে ফোনে কথা বলে জানালাম আমি এসেছি। তিনি আমাকে বললেন তিনি ৩০ মিনিটের মধ্যে পৌছে আমাকে ফোন দিবেন। আমি তখন নদীর পাড় দিয়ে হাটতে হাটতে সুরেশ্বর দরবার শরীফের দিকে গেলাম। দেখলাম ভালই জাগজমক পূর্ণ একটি দরবার শরীফ, তাই ভিতরে প্রবেশ করলাম।
Device- Redme Note-8
এটি হলো সুরেশ্বর দরবার শরীফের মেইন আস্তানা। একেবারে পদ্মা নদীর সাথে। সামনে তিনটি বড় বড় নারিকেল গাছ রয়েছে। আমি যখন ফটোগ্রাফি করি তখন প্রচুর বাতাস ছিল। নারিকেল গাছে প্রচুর নারিকেল রয়েছে। কিন্তুু আমার ফটোগ্রাফিতে নারিকেল গুলো দেখা যাচ্ছে না।
Device- Redme Note-8
এটি হলো দরবার শরীফের ভিতরে প্রবেশ করার প্রধান গেইট। গেইটের নাম দেওয়া হয়েছে হযরত কলিম শাহ রঃ তোরন। ফটোগ্রাফিতে নাম টা দেখা যাচ্ছে। সম্পূর্ন টাইলস করা বিশাল গেইটের দু পাশে লেখা অছে জুতা রেখে টুকেন নিয়ে যান। আমি যে সময় গিয়েছেলাম তখন তেমন বেশি লোক ছিল না যার কারনে টোকেন দেওয়ার মত কাউকে পেলাম না। আমি জুতা হাতে নিয়েই প্রবেশ করি।
Device- Redme Note-8
এটি হলো ভিতরের অংশ। সম্পূর্ন টাইলস করা বিশাল বড় মাঠ। প্রচন্ড রোদ ছিল। খালি পায়ে হাটতে কিছুটা কষ্ট হচ্ছিলো। কিন্তুু কষ্ট হলেও ভিতরে তো আর জুতা পড়ে হাটতে দিবে না। আমিও ভাল ছেলের মত জুতা হাতে নিয়েই ঘুরেছি।
Device- Redme Note-8
এখাানে পাচ ওয়াক্ত নামাজ, জুম্মার নামাজ, ঈদের নামাজ , জানাযার নামাজ সহ সব নামাজই পড়ানো হয়। আমি ঈদের পরেরদিন গিয়েছিলাম। ঈদের নামাজ পড়ে ছামিয়ানার বাশঁ গুলো এখনো খুলে নাই। কুরবানির ঈদ তো নামাজ পড়ে সবাই কুরবানি দিতে চলে গেছে বাশঁ খুলার সময় পায়নি।
Device- Redme Note-8
দরবারের পাশ দিয়ে খুব সুন্দর করে বড় বড় পাথর দিয়ে বাধ তৈরী করা হয়েছে। যেন পদ্মার পানি দরবারের কোন ক্ষতি না করতে পারে। বিকাল বেলা মানুষ এই রাস্তা দিয়ে হাটা হাটি করে সময় কাটায়। বিকালে হাটতে অনেক ভাল লাগে।
Device- Redme Note-8
দরবার শীফের দুইদিকেই বিশাল পদ্মা নদী। পদ্মা নদীর পাড়ে এত বড় দরবার শরীফ দেখে ভালই লাগলো। পদ্মা নদীতে দেখলাম কিছু মানুষ গোসল করতেছে। তাদের সাহস আছে বলতে হবে। আমি হলে ভয়ে মরে যেতাম। বিশাল বড় নদী দেখলেই ভয় লাগে।
Device- Redme Note-8
দরবারের এক পাশের ভবনে লেখা আছে হযরত বাবা বেলাল নুরের আস্তানা শরীফ। আমি পানির কারনে ভাল ভাবে ফটোগ্রাফি করতে পারি নাই। হয়তো দরবার শরীফের কোন আপনজনকে এখানে সমাহিত করা হয়েছে।
Device- Redme Note-8
সুরেশ্বর দরবার শরীফের নতুন একটি ভবনের কাজ চলতেছে। দরবার শরীফ থেকে বিশাল পদ্মা নদী দেখা যায়। আমি মাঝে মাঝে চিন্তা করি তারা রাতে ঘুমায় কিভাবে। আমি হলে তো রাতে ঘুমাতেই পারতাম না কখন নদী ভেঙ্গে নিয়ে যায় সেই ভয়ে।
Device- Redme Note-8
দরবার শরীফে আগত মানুষের সুবিধার্থে একটি নেটওয়ার্কের টাওয়ার দেওয়া হয়েছে। বিশাল বড় টাওয়ার,দরবারের উসিলায় সবাই সুবিধা ভোগ করে। আমার মোবাইল আছে বাট মোবাইলে চার্য নাই। তাই নেট পাওয়ার আশাও নাই।
বন্ধুরা আজ এখানেই পোষ্টের ইতি টানলাম। কেমন হলো আজকের পোষ্টি কমেন্ট করে জানাবেন অবশ্যই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজর প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
সুরেশ্বর দরবার শরীফের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন, আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুব উপভোগ করলাম এবং মন চাচ্ছে সেখান থেকে ঘুরে আসি ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া মোটামুটি অনেক সুন্দর জায়গা। বিকাল বেলা নদীর পাড়ে হাটলে অনেক মজা পাবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দেখি ভাই সুযোগ হলে অবশ্যই গিয়ে ঘুরে আসবো ধন্যবাদ আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ সুন্দর ফটোগ্রাফি গুলো।নদীর পাশে দেখতে বেশ সুন্দর লাগছে।তবে আপনার আঙ্কেল এর পাঠানো জিনিস গুলো দেখতে পারলে ভালো হতো।আপনাকে ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আংকেলের জিনিষ গুলো আমিই দেখতে পারিনি আপু। আমি পাসেলটি খুলিনি। পাঠিয়ে দিয়েছি। শুনেছি মোবাইল, ঘড়ি, চকলেট পাঠিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুরেশ্বর দরবার শরীফের কিছু ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। এই স্থানের নাম আমি এই প্রথম শুনেছি সম্পূর্ণ এরিয়া বিশালাকারের। তাছাড়া দরকার শরীফের চারপাশ এবং ভেতরের পরিবেশ খুবই সুন্দর মনোরম পরিবেশ। আমার অনেক ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। নদীর সাথে হওয়ায় বেশি সুন্দর লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুরেশ্বর দরবার শরীফের কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যদিও আমি এখন পর্যন্ত এই দরবার শরীফে যাইনি তবে এখানে যাওয়ার আমার খুব ইচ্ছে আছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এত সুন্দর একটি ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নদীতে যখন পানি বেশি থাকে, তখন যাবেন মজা পাবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit