হ্যালো বন্ধুরা সবার স্বাস্থের অবস্থা কেমন। আশা করি সবার শরীর স্বাস্থ্য ভাল আছে। শরীর স্বাস্থ্য ভাল না থাকলে কোন কিছু ভাল লাগে না। কোন কাজে মন বসে না। অসুস্থ হলে বুঝা যায় সুস্থতার কত মূল্য। অসুস্থ হওয়ার আগে আমাদের সুস্থতার মূল্য বুঝতে হবে। যায়হোক সবার সুস্থতা কামনা করে আজকে একটি নতুন পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার এক বন্ধুর পাসপোর্টের বিষয় নিয়ে কিছু কথা বলবো। সে একটি ভুল করেছিলো, যার জন্য তাকে দ্বিতীয়বার পাসেপোর্ট অফিসে গিয়ে ফরম পূরন করতে হয়েছে। যদি এই ভুলটির বিষয়ে আপনাদের পূর্বেই ধারনা থাকে তাহলে আপনারা আগেই সতর্ক হতে পারবেন। চলোন শুরু করা যাক।
সাইফুল আমার অফিস কলিগ এবং বন্ধু। তার শশুর ইতালি থাকে। ইতালি থেকে সাইফুলের শশুর তার পাসপোর্ট চেয়েছে। হয়তো ইতালে নিয়ে যাবে। সাইফুল কয়েক মাস আগে পাসপোর্টের জন্য অনলাইনে অবেদন ফরম পুরন করে। তারপর মেইল এবং মোবাইলের ম্যাসেজের তারখ অনুযায়ী অনলাইন আবেদন পত্রের প্রিন্ট কপি,ব্যাংকে পেমেন্ট করার স্লিপ কপি,মূল জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ এবং তার ফটোকপি সহ যাবতীয় কাগজ পত্র আঞ্চলিক পাসপোর্ট অফিস যাত্রাবাড়ীতে জমা দিয়ে আসে। যদিও এখনানে যাত্রাবাড়ির কথা লেখা আছে কিন্তুু বর্তমান অফিসটা হলো দক্ষিণ কেরানীগঞ্জে। আগে যাত্রাবাড়ির থানার অধিনে রায়েরবাগে ছিল। আনুমানিক পাচঁ বছর আগে রায়েরবাগ থেকে ট্রান্সফার করে অফিসটি দক্ষিণ কেরানীগঞ্জে নিয়ে যায়। কোন পাসেপোর্ট কত দিনে কত টাকা লাগবে এগুলোর কিছু তথ্য আমি আপনাদের জন্য নিচে উপস্থাপন করতেছি। আশা করি আপনাদের উপকারে আসাবে।
পাসপোর্টের পাতার সংখ্যা | পাসপোর্টের মেয়াদ | সাধারণ (Ordinary) | জরুরী (Express) | অতি জরুরী(Super Express) |
---|---|---|---|---|
৪৮ পাতা | ৫ বছর | ৪০২৫টাকা | ৬৩২৫টাকা | ৮৬২৫ টাকা |
" | ১০ বছর | ৫৭৫০ টাকা | ৮০৫০ টাকা | ১০৩৫০টাকা |
৬৪ পাতা | ৫ বছর | ৬৩২৫টাকা | ৮৬২৫টাকা | ১২০৭৫টাকা |
" | ১০ বছর | ৮০৫০টাকা | ১০৩৫০টাকা | ১৩৮০০টাকা |
সাইফুল অনলাইনে আবদেন করার সময় বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঢাকা দেয়। তবে তার পৈতৃক ভিটা বা গ্রামের বাড়ি হলো চাদঁপুর। তারা প্রায় পনের বছর ধরে ঢাকার জুরাইনে তাদের খালুর একটি ফ্লাটে বসবাস করতেছে। সেই হিসাবে সে বর্তমান এবং স্থায়ী ঠিকানা ঢাকা দেয়। পাসপোর্টের সব ডকুমেন্ট জমা দেওয়ার একমাস পর মালিবাগ থানার ওসি সাইফুলের মোবাইলে কল দিয়ে জানায় যে তারা বিকাল চারটার সময় তাদের জুরাইনের বাসায় আসতেছে। সে যেন উপস্থিত থাকে। সাইফুল তখন আমার সাথে অফিসে বসা ছিল। সে ম্যানাজার স্যার থেকে ছুটি নিয়ে বিকাল চারটার আগেই জুরাইনে তাদের বাসায় উপস্থিত ছিল। পুলিশ এসে সাইফুলের কাছে তার নিজের এবং তার মা-বাবা জাতীয় পরিচয় পত্রের মূল কপি, তাদের বাসার বিদ্যুৎ বিলের মূল কপি চাইলো। সে সব ডকুমেন্ট দেওয়ার পরে পুলিশ দেখে তার জাতীয় পরিচয় পত্রে বাবার যে নাম বিদ্যুৎ বিলে অন্য জনের নাম। তারপর সাইফুল বলে এটা তার খালুর বাসা তারা পনের ষোল বছর যাবৎ এই বাসাতেই বসবাস করতেছে। তাদের গ্রামের বাড়ি চাদঁপুর। পুলিশ সাথে সাথে বলে আপনি যে চাদঁপুর থেকে কোন মার্ডার করে এখানে আসেন নাই তার গ্যারান্টি কি। আপনি স্থায়ী ঠিকানা পরিবর্তনের ফরম পুরন করে জমা দিন। একথা বলে পুলিশ চলে যায়। তারপর আমাকে সাথে নিয়ে স্থায়ী ঠিকানা পরিবর্তনের ফরম পুরন করতে যায়।
আমরা প্রায় দশটার দিকে পাসপোর্ট অফিসের সামনে পৌছায়। আমি অফিসের নিচে একটি কফি শপের সামনে বসে কফি খেলাম। আর সাইফুল ভিতরে গিয়ে ফরম পুরন সহ যাবতীর কাজ করে আমাকে ফোন দিয়ে উপরে যেতে বলে। তারপর আমরা অফিসের চার তলায় দাড়িয়ে কিছুক্ষন হিমালয়ের বাতাস খেলাম। আমি তখন চট করে মোবাইলটি বের করে আশ পাশের কয়েকটা ফটোগ্রাফি নিয়ে নিলাম। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। এখনো চারপাশে তেমনে ভবন নির্মান হয়নি। কিছু দুরে দেখতে পেলাম যে পদ্মা সেতুর সাথে কানেকশন একটি রাস্তা কেরানীগঞ্জের উপর দিয়ে পাগলা হয়ে ঘুরে কমলাপুরের দিকে গিয়েছে। নিচে সব গুলো ফটোগ্রাফি সেয়ার করলাম।
বন্ধুরা আপনারা যদি পাসপোর্ট করার জন্য ফরম পুরন করতে যান তাহলে অবশ্যই বর্তমান এবং স্থায়ী ঠিাকানাটা বুঝে শুনে লিখবেন। কারন পুলিশ ভেরিফিকেশন স্থায়ী ঠিকানায় যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন পর্বে। কেমন হলো আজকের পোষ্টটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভাল থাকবেন,সুস্থ থাকবেন। যে কোন কাজ করার পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করে কাজ করবেন। আল্লাহ হাফেজ।
ডিভাইস | রেডমি নোট-৭ প্রো |
---|---|
কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
ফটোগ্রাফার | @joniprins |
ধরন | আমার বন্ধু ও পাসপোর্টের বিষয়ে কিছু তথ্য |
স্থান | দক্ষিণ কেরানীগঞ্জ |
তারিখ | ১৫-০৯-২০২২ |
সময় | ১১.০০ am |
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনার ঠিক বলেছেন শুধু পাসপোর্ট কেন যেকোনো ফরম পূরণ করতে আমাদের সতর্কতা বজায় রেখে করতে হবে। কারণ সামান্য একটি ভুল হলে একটি শোধরাতে অনেক দৌড় দৌড়াতে হয়। আপনি কফি খাওয়া শেষে চারতলায় বসে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি গুলো খুবই ভালো লেগেছে বিশেষ করে উপর থেকে কাশফুলগুলোকে সবুজের ভিতরে সাদা অসাধারণ দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তথ্যবহুল পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তোলা ছবিগুলো খুবই সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit