DIY || এসো নিজে কিছু করি || ডিজিটাল আর্ট || একটি মটরসাইকেল অঙ্কন ।। ১০% লাজুক খ্যাঁকের জন্য।।

in hive-129948 •  2 years ago  (edited)
আজ- ৯ই, আশ্বিন |১৪২৯ , বঙ্গাব্দ | শরৎকাল |
শুভ সকাল

হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো ইতি মধ্যে জেনে গেছেন যে আমাদের প্রিয় কমিউনিটি আরেকটি প্রতিযোগিতার আয়োজন করেছে। স্কুল জীবন নিয়ে,তো সবাই প্রস্তুুত হয়ে যান। আমিও প্রস্তুুতি নিচ্ছি। আজকে সেয়ার করবো না দুই এক দিনের মধ্যে করে ফেলবো। চলোন তাহলে আজকের ব্লগটি শুরু করি..

30.png

download-03.png

বেশ কয়েকদিন যাবৎ ভাবতেছি যে একটি মটরসাইকেল বা বাইক অঙ্কন করবো। কিন্তুু শরীরটা অসুস্থ থাকার কারনে আর সেটা করতে পারতেছি না। গত কালকে শুক্রবার ছিল অফিসে যাওয়া লাগে নাই। তাই বসে বসে একটি বাইক অঙ্কন করে ফেললাম। বাইক চালাতে কার ভাল না লাগবে। আমার মত অনেক মানুষের বাইক চালানোর শখ আছে কিন্তুু সাধ্য নেই। বাইক নাই তো কি হয়ছে, নিজে তো একটি বাইক অঙ্কন করতে পারি। তাই আজকে অঙ্কন করে আপনাদের সাথে সেয়ার করে ফেললাম।

সব কিছু খুটিয়ে খুটিয়ে অঙ্কন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি জাষ্ট পেন টুল দিয়ে একটি বাইকের আকৃতি অঙ্কন করলাম। এখনে বাইকের কোন মডেল দিচ্ছি না। তবে হালকা একটু কালার দিলাম। এই কালারটা আমার কাছে অনেক প্রিয়। আমি যদি কখনো বাইক কিনি তাহলে এই কালারের বাইক কিনার চেষ্টা করবো। বর্তমানে বাইক নিয়ে অনেক জামেলা হয়তেছে, সব থেকে বেশি বাইকে এক্সিডেন্ট হচ্ছে। এক্সিডেন্টের ভয়ে কারো ফেমিলি বাইক কিনতে বা চালাতে দেয় না। যায় হোক যার ভাগ্যে যা আছে তা ঘটবেই।

বাইক খুবই একটি শখের জিনিষ। যেমন জামেলা আছে আবার তেমন উপকারও আছে। যেকোন সময় যে কোন জাগায় নিয়ে যাওয়া যায়। আবার যেন কোন জাগায় খুব দ্রুত যাওয়া যায়। যদিও বাংলাদেশে কয়েকদিন আগে জ্বালানি তেলে দাম অনেক বেড়েছে। আমি তো ভেবেছিলাম এখন বুঝি বাইকার কমে যাবে। দেখলাম না কমেনি বরং দিন ‍দিন বাড়তেছে। তো বন্ধুরা চলোন মূূল কাজটা করে ফেলি।

স্টেপ বাই স্টেপ বাইক ডিজাইনের প্রক্রিয়াটি নিচে উল্লেখ করা হলো।

ডিজাইনের প্রয়োজনীয় উপকরণ

একটি ল্যাপটপ
ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার

ডিজাইন করার পদ্ধতি
স্টেপ-০১

20.PNG

আমি প্রথমে টোলবার থেকে পেন টুল দিয়ে রাস্তার আকৃতিটা অঙ্কন করলাম।

স্টেপ-০২

21.PNG

22.PNG

তারপর রাস্তার উপরে বাইকের দুইটি চাকা অঙ্কন করলাম।

স্টেপ-০৩

23.PNG

24.PNG

তারপর বাইকের মাঝখানের অংশটা অঙ্কনের চেষ্টা করলাম।

স্টেপ-০৪

25.PNG

26.PNG

তারপর বাইকের উপরের অংশ গুলো পার্ট বাই পার্ট অঙ্কন করলাম।

স্টেপ-০৫

27.PNG

তারপর বাইকের পিছনের অংশটা অঙ্কন করে,অঙ্কনের কাজ শেষ করলাম। এখন কালার করবো।

স্টেপ-০৬

28.PNG

তারপর রাস্তার মধ্যে যে কালারটি ছিল, দুইটি চাকা সহ কয়েকটি অংশে সেই কালারটি দিয়ে দিলাম।

স্টেপ-০৭

29.PNG

তারপর বাইকের কয়েকটি পার্টসে গ্রিন কালার করে দিলাম।

সর্বশেষ ধাপ

30.png

download-044.png

বন্ধুরা শখের বাইক ডিজাইনটি করে ফেললাম। কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভুল হলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভাল থাকবেন। সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। পারপাশ পরিষ্কার রাখবেন। সব সময় সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

ডিজাইনের প্রয়োজনীয় বিবরণ
ডিভাইসHP Laptop
কমিউনিটিআমার বাংলা ব্লগ
আর্টিস্ট@joniprins
বিভাগডিজিটাল আর্ট
স্থাননারায়ণগঞ্জ
তারিখ২৪-০৯-২০২২
সময়৮.০০ am ‍

Zskj9C56UonWToSX8tGXN.png

gPCasciUWmEwHnsXKML7.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

ddddoo.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

4789.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার অসুস্থতার কথা জেনে খারাপ লাগলো। আসলে এই সময় সবাই অসুস্থ হচ্ছে। এই অসুস্থ শরীর নিয়েও এই ডিজিটাল আর্ট করেছেন দেখে ভালো লাগলো। এই আর্ট দেখতে যতটা সহজ মনে হয় করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। সময় এবং ধৈর্যকে কাজে লাগিয়ে এই সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

জী আপু যে কোন কাজ করার কথা বলা অনেক সহজ। কিন্তুু করা অনেক কঠিন। ধন্যবাদ।

অচিরেই একটি পিসি কিনতে হবে।আপনারা যত সুন্দর ভাবে দেখিয়ে দেন,এভাবে চেষ্টা করতে থাকলে অনেক কিছু শেখা যাবে।বাইকের মডেল টি অনেক সুন্দর হয়েছে ভাইয়া।আর বাইক আসলেই শখের জিনিস,তবে রাস্তার যে অবস্থা তাতে শখ পূরণ করতে ভয় লাগে।

জী ভাইয়া বাইক অনেক শখের জিনিষ। ধন্যবাদ।

আপনার অসুস্থ টা কথা শুনে খারাপ লাগল। আপনার দ্রুত সুস্থটা কামনা করছি। আপনি অনেক সুন্দর করে বাইক এর ডিজিটাল আর্ট অংকন করছেন। অংকনের সাথে সুন্দর করে ধাপে ধাপে উল্লেখ করছেন কি তৈরি করছেন। আপনার বাইক ডিজাইন টি আমাদের খুবি পছন্দ হয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ডিজিটাল আর্ট মাধ্যমে বাইক ডিজাইন আমাদের সাথে শেয়ার করাব জন্য।

জী আপু বাইক সবাই পছন্দ করে। ধন্যবাদ আপু।

বাইক খুবই একটি শখের জিনিস। আপনি ঠিকই বলেছেন বাইক যেমন ঝামেলা করে তেমন উপকারও করে। আমি তো বাইক ভীষণ পছন্দ করি। আমার নিজের একটি বাইক আছে সে কারণে যে কোন জায়গায় খুবই সহজে যেতে পারি। রাস্তাঘাটে সতর্ক হয়ে চললে কোন জামেলা হয় না। আপনার শখ একদিন পূরণ হবে ইনশাল্লাহ।

ধন্যবাদ ভাইয়া আপনার কমেন্টটা যেন সত্য হয়।

একটি মটরসাইকেল অঙ্কন দেখে অনেক ভালো লাগলো। এসমস্ত ডিজিটাল আর্ট গুলো দেখলে মন ভালো হয়ে যায়। আপনার হাতের কাজ দেখে অনেক ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ ভাইয়া উৎসাহ পেলাম।

আপনার কথার সঙ্গে আমিও একমত পোষণ করছি সেটা হচ্ছে যে ফ্যামিলি থেকে বাইক কিনে দিতে চায় না কারণ চারিদিকের যে অবস্থা সেটা দেখে সবাই খুবই দুশ্চিন্তা করে। তবে আপনার অঙ্কিত এই বাইকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার অংকনগুলো বরাবরই অনেক সুন্দর হয়ে থাকে, প্রতিনিয়ত এরকম সুন্দর অংকন আমাদের মাঝে শেয়ার করবেন বলে আশা রাখি।

আপনি বাইক একেছেন এবং বাইক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখেছেন। আসলেই কিছুদিন আগে জ্বালানি তেলের দাম অনেক বৃদ্ধি পেয়েছে তাই অনেক বাইক চালকই হতাশায় ভুগছে। মাধ্যমে আপনি যে বাইকটি অংকন করেছেন এটি দারুন হয়েছে।

আপনার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগলো। তাড়াতাড়ি আল্লাহ যেন আপনাকে সুস্থ করে দে। আপনি খুব সুন্দর করে একটি ডিজিটাল আর্ট মটরসাইকেল অঙ্কন করেছেন। আপনার একটি কথার সাথে আমিও একমত। যেমন মোটরসাইকেল ঝুঁকি আছে তেমনি উপকারও আছে। মোটরসাইকেল করে কোথাও তাড়াতাড়ি যাওয়া যায়। যেমন তেলের দাম বাড়লো মনে হল বাইকগুলো কমে যাবে কিন্তু না। আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইলো।