বাংলা ভাষার কমিউনিটি-
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন। আমা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ভাইরাল একটি নাটকের রিভিউ নিয়ে হাজির হয়েছি। যারা বাড়ির পাশে প্রেম করছেন, বাড়ির পাশে বিয়ে করবেন, তাদের জন্য এই নাটকটি। নাটকটি দেখলে হাঁসতে হাঁসতে অনেক কিছু শিখতে পারবেন।
নাটকের প্রয়োজনী কিছু তথ্য
নামঃ- সৌদি প্রবাসী।।
পরিচালনাঃ- রাকিব হাসান
অভিনয়েঃ- রাকিব হাসান সহ তার একটি টিম।
মুক্তির তারিখঃ- ১২ই নভেম্বর ২০২৪
সময়ঃ- ২৬ মিনিট
দেশঃ- বাংলাদেশ
ভাষাঃ- বাংলা
সংক্ষিপ্ত রিভিউ-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে একটি শিক্ষামূলক নাটক রিভিউ শেয়ার করবো। আশা করি নাটকটির শিক্ষা ও বিনোদনমূলক দিক গুলো আপনাদের সবার কাছেই প্রশংসা পাবে।
আপনারা হয়তো অনেকেই দেখেছেন বর্তমানে ইউটিউবে বাংলাদেশী ফ্যামিলি এন্টারটেইনমেন্ট নামের একটি চ্যানেল থেকে মাঝে মাঝে শিক্ষামূলক নাটক রিলিজ করা হয়। এই চ্যানেলটিতে যতগুলো নাটক এবং ভিডিও আপলোড করা হয়, সবগুলোই আমাদের দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে নির্মাণ করা হয়। সেই সাথে চরম বিনোদনও পাওয়া যায়। অর্থাৎ এই চ্যানেলটিতে যারা অভিনয় করে সবাই খুবই সুন্দর ভাবে, বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমি তাদের চ্যানেলের অনেকগুলো ভিডিও এবং নাটক দেখেছি। তাদের ভিডিও এবং নাটকগুলো দেখলে খুবই আনন্দ পাওয়া যায়। সেজন্য আমি আজকে চিন্তা করলাম কিছুদিন আগে রিলিজ হওয়া তাদের খুবই সুন্দর একটি শিক্ষামূলক নাটক রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।
আপনারা সবাই জানেন যে প্রতিবছর আমাদের দেশ থেকে লাখ লাখ মানুষ প্রবাসে যায়। আমাদের দেশের কিছু স্বার্থন্বেষী মানুষ সরল সোজা মানুষদেরকে বিদেশে নিয়ে যাওয়ার কথা বলে, তাদের সাথে প্রতারণা করে। তাদেরকে আমরা সবাই দালাল হিসেবেই চিনি, এ দালালরা আমাদের প্রবাসী ভাইদেরকে মাঝে মাঝে কঠিন বিপদের মধ্যে ফেলে দেয়। তারা তাদের স্বার্থ হাসিল করে আর কোন খোঁজ খবর রাখে না। আজকের নাটকটিতে এমনি কিছু চিত্র আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো।
নাটকটিতে দেখা যায় এক দালালের ভাগিনা চারজন বাংলাদেশি মানুষকে বিভিন্ন ধরনের লোভ লালসা দেখিয়ে সৌদি আরবে নিয়ে যাই। বাংলাদেশ থেকে নেওয়ার সময় তাদেরকে বলা হয় যে তারা অর্ধেক টাকা বাংলাদেশে দিবে, আর বাকি অর্ধেক টাকা সৌদি আরবে গিয়ে পৌঁছে পেইড করবে। বাংলাদেশের সরল সোজা মানুষ এই দালালের কথা বিশ্বাস করে সৌদি আরবে যায় । সৌদি আরবের রিয়াদে পৌঁছে একজন হুজুরকে বলা হয়, তাকে একটি মসজিদের ইমামের ভিসা দিয়ে আনা হয়েছে। সে প্রতি দিন মাত্র দুই ওয়াক্ত নামাজ পড়াবে।
একজন মুরুব্বি চাচাকে এভাবে লোভ দেখিয়ে নিয়ে যায়। সৌদি আরবের নিয়ে গিয়ে বলা হয় যে তিনিকে দোয়া ভিসায় আনা হয়েছে। অর্থাৎ একজন সৌদি নাগরিকের বাবা-মা কেউ বেছে নেই। এই মুরুব্বি চাচা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর সেই সৌদি প্রবাসীর বাবা মায়ের জন্য দোয়া করবে। এই দোয়া ভিসায় মুরুব্বী চাচাকে নাকি নেওয়া হয়েছে। একজন যুবক ছেলেকে নেওয়া হয়, তাকে বলা হয় সে কোন রেস্টুরেন্টে ডেলিভারি বয়ের কাজ করবে। আরেকজনকে বলা হয় সে একটি কারখানার ম্যানেজার। সে সবকিছু ম্যানেজ করবে। এসব কথা বলেই দালালরা এই চারজনের কাছ থেকে বাকি অর্ধেক টাকা নিয়ে নেয়।
তারপরে দালালরা এ চারজন প্রবাসী কে মরুভূমিতে নিয়ে যায়। সেখানে এক সৌদি প্রবাসীর উটের খামারে তাদেরকে কাজ দেওয়া হয়। হুজুর কে বলা হয় সারাদিন উটের কাজ করবে, পাঁচ ওয়াক্ত নামাজের সময় সবাইকে নিয়ে নামাজ পড়বে। যাকে রেস্টুরেন্ট এর কাজ দেওয়ার কথা ছিল, তাকে বলা হয় মানুষের পরিবর্তে সে উটকে প্রতিদিন খাবার দিবে। আর মুরুব্বী চাচাকে বলা হয় সে উট ধৌত করার কাজ করবে। আর যাকে ম্যানেজারের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়ে ছিল, তাকে বলা হয় সে যেন এই সবকিছু ম্যানেজ করে। অর্থাৎ দালালরা তাদের থেকে টাকা খেয়ে তাদের সাথে প্রতারণা করে।
এভাবে চারজন প্রবাসী উটের কাজ করতে থাকে। দালালরা উটের খামারের মালিক কে বলেছিল যে তাদের লোক মাত্র দুই বেলা খাবে, শুক্রবারে রোজা রাখবে। সারাদিন কাজ করবে। আর সেলারি দেওয়ার সময় যেন দালালদের হাতে সেলারি দেওয়া হয়। এভাবে চারজন প্রবাসী রোদের মধ্যে সারাদিন কাজ করে। ঠিকভাবে খাবার পায়না, গরমে ঘুমাতে পারেনা, ঠিকভাবে পানি পান করতে পারেনা। এভাবে তারা অনেক কষ্ট করে সেখানে বসবাস করতে থাকে। এত কষ্ট করার পরেও মাস শেষ যখন বেতন দেওয়া হয়, তখন দালালরা সেই বেতন থেকে কিছু অর্থ বিভিন্ন কারণ দেখিয়ে আত্মসাৎ করে ফেলে । মানে সবদিক দিয়ে দালালরা প্রবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করে।
এভাবে একদিন যে ছেলেটি সবকিছু ম্যানেজ করতো সে একদিন খুবই অসুস্থ হয়ে পড়ে। যার ফলে ঠিকভাবে কাম কাজ করতে পারে না। এভাবে একদিন খামারের মালিক এসে তাদেরকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেয়ে দালালদের কাছে তাদের নামে কমপ্লেইন করে। দালালরা এসে তাদেরকে বিভিন্ন ধরনের গালাগালি করে। হঠাৎ করে একদিন খামার থেকে একটি উট হারিয়ে যায়। আর দালালরা একদিন এসে দেখে অসুস্থ ছেলেটি তাবুতে ঘুমিয়ে রয়েছে, আর বাকি সবাই বিভিন্ন কাজে বাহিরে গিয়েছে। দালালরা মনে করেছে ছেলেটি অসুস্থতার অভিনয় করে শুয়ে রয়েছে। যার ফলে দালালরা ছেলেটিকে প্রচুর মার দুর করে। এমনকি মারতে মারতে ছেলেটিকে মেরে ফেলে।
ছেলেটি মারা যাওয়ার পর খামারের মালিক, দালাল কেউ কোন খোঁজ খবর নেয় না। এমনকি বাড়িতে তার বউ এর কাছে ফোন করার পরে, তার বউ বলে টাকা খরচ করে লাশ বাংলাদেশ এনে কি করবে। সেখানেই যেন কোথাও দাফন করে দেয়। অর্থাৎ এখানে দেখানো হয় যে প্রবাসীরা হলো টাকার মেশিনের মত। টাকার মেশিন যখন নষ্ট হয়ে যায়, সেটা যেমন মূল্যহীন হয়ে যায়। প্রবাসীরা যখন টাকা পাঠাতে পারে না তখন তারা ও মূল্যহীন হয়ে যায়।
ছোট্ট এই নাটকটিতে বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। বাস্তবে এমন অনেক ঘটনা ঘটে থাকে। সে ঘটনাগুলির আলোকেই নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটা রিলিজ হওয়ার পরে অনেক প্রশংসা কুড়িয়েছে। আশা করি আপনারা যদি নাটকটি দেখেন তাহলে অনেক মজা পাবেন।
নাটকের লিংক
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করেছেন আপনি। খুব ভালো লাগলো এত সুন্দর একটি নাটক রিভিউ করতে দেখে। নাটক আমি অনেক পছন্দ করি। তাই মাঝেমধ্যে নাটক দেখতে ভালবাসি নাটক রিভিউ করতে ভালবাসি। অসাধারণ ছিল নাটকটা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া আপনি খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। ঠিক বলেছেন বাস্তবের ঘটনা কে কেন্দ্র করেই নাটক নির্মাণ করা হয়। কিছু কিছু নাটক রয়েছে যা একদমই বাস্তবধর্মী হয়ে থাকে। আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ খুব সুন্দর ভাবে সম্পূর্ণ নাটক তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুবই সুন্দর এবং হাসির একটি নাটক রিভিউ করেছেন। এই নাটকটি আমি দেখেছি। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Family Entertainment Bd এর কাহিনীগুলা জাস্ট মারাত্মক।হাসতে হাসতে পেট ফেটে যায়।তাদের নাটকের বিষয়বস্তুগুলো আমার অনেক ভালো লাগে।সেই সাথে তারা দুর্দান্ত অভিনয় করে।তাদের অভিনীত সৌদি প্রবাসী নাটকটি আমি দেখেছি ।দেখে অনেক মজা পেয়েছি। আজকে এই নাটকের রিভিউ এর মাধ্যমে আপনি নাটকের খুঁটিনাটি সকল বিষয়বস্তু তুলে ধরেছেন। দেখে অনেক ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Task Done
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রাকিব হাসানের অনেক ভালো ভিডিও দেখছি যেগুলো হাসতে হাসতে আমি শেষ।রাকিবের ফানি ভিডিও গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যাইহোক যেহেতু এটা পুরো কাহিনী দেখি নাই, চেষ্টা করবো পুরোটা দেখার জন্য। ধন্যবাদ ভাই পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আগে আমি এই নাটকটা দেখেছিলাম খুবই ভালো লেগেছিল। প্রবাসী জীবনে মানুষেরা কতটা কষ্ট করে এবং দালালের খপ্পরে পড়ে মানুষ কতটা বিপদের মধ্যে পড়ে যায় সেটা এই নাটকের মাধ্যমে খুবই সুন্দর ভাবে দেখানো হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৌদি প্রবাসী নাটকটার কয়েকটা শর্ট ভিডিও দেখেছিলাম আমি। কিন্তু নাটকটা সম্পূর্ণভাবে দেখা হয়নি। নাটকটা সম্পূর্ণভাবে না দেখা হলেও, আপনার রিভিউ পোস্টের মাধ্যমে সহজেই নাটকের পুরো কাহিনীটা জেনে নিতে পারলাম। আর পুরো কাহিনীটা জানতে পেরে তো অনেক ভালো লাগছে। আর আমি যদি সময় পাই তাহলে নাটকটা দেখারও চেষ্টা করবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সৌদি প্রবাসী নাটকটা অনেক সুন্দর। আর আমার কাছে নাটকটার পুরো রিভিউ পড়তে অনেক বেশি ভালো লেগেছে। এরকম নাটক গুলো আমি খুব একটা দেখি না। কিন্তু এই রিভিউটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। অনেক সুন্দর করে এটা শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে আজকের সুন্দর নাটকের রিভিউ পড়ে খুবই ভালো লাগলো৷ এই নাটকের ছোট ছোট ক্লিপগুলো আমি দেখেছিলাম৷ তবে পুরো নাটকটি দেখা হয়নি৷ আজকের এই রিভিউ এর মাধ্যমে নাটকের সম্পর্কে সবকিছু জানতে পারলাম৷ সময় করে আমি পুরো নাটকটি অবশ্যই দেখে নেব৷ ধন্যবাদ এই সুন্দর নাটকের রিভিউ শেয়ার করার জন্য৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit