বাংলাভাষায় প্রকাশ করো তোমার মনের অনুভূতি
(Screenshot Form Asian Cricket Council )
হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি @joniprins আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে ক্রিকেট খেলা নিয়ে কিছু কথা বলবো। গতকালকের ইন্ডিয়া বনাম শ্রীলংকার ম্যাচটা পর্যালোচনা করে নিজের মতামত শেয়ার করবো। আশা করি ব্লগটি মনযোগ সহকারে পড়বেন।
ক্রিকেট হলো গোল বলের খেলা। এই খেলায় কারো উপর এক মিনিটের আশা নেয়। যে যত বড় খেলোয়ার হয় না কেন শিউর দিয়ে কেউ বলতে পারবে না যে, সে রান তুলতে পারবে বা উইকেট শিকার করতে পারবে। এটি সম্পূর্ণ কলাকৌশল আর ভাগ্যের উপর নির্ভর করে। আমি অনেক ছোট থেকেই ক্রিকেট খেলা দেখি। কত ভালো ভালো ব্যাটসম্যান শূন্য রানে আউট হয়ে যায়। আবার যাকে দিয়ে কোন আশা নেয় সেও ভালো রান করে দলকে জয়ের বন্দরে পৌছে দেয়। কত ভালো ভালো উইকেট শিকরী শূন্য উইকেটে মাঠ ছাড়ে। আবার অন্যদিকে পার্ট টাইম বলার উইকেট শিকার করতে সক্ষম হয়।
আমরা যদি গতকালের এশিয়া কাপের ইন্ডিয়া বনাম শ্রীলংকার ম্যাচটা পর্যালোচনা করি তাহলে বিষয়টা সুন্দর ভাবে বুঝে আসবে। গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং শুভমান গিল। রোহিত শর্মা ৫৩ রান করলেও গিল ১৯ রান করে আউট হয়ে যায়। গত ম্যাচে সেঞ্চুরিয়ান করা বিরাট কোহলি নিজেকে তেমন মেলে ধরতে পারেনি। মাত্র তিন রান করে আউট হয়ে যায়। ঘরের মাঠে ভারতীয় ব্যাটসম্যানদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায় লঙ্কান স্পিনার দুনিথ ওয়েল্লালাগে। সে একাই ভারতীয় ক্রিকেটার উপর একের একের হামলা চালায়। তার স্পিন বলের বিষাক্ত আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় টিন ইনন্ডিয়ার ক্রিকেট শিবির। দুনিথ ওয়েল্লালাগে দশ ওভার বল করে মাত্র চল্লিশ রান দিয়ে তাঁজা তাঁজা পাঁচটি উইকেট শিকার করে নেন।
চতুর্থ নাম্বারে এসে ঈষানকে সঙ্গে নিয়ে লড়তে থাকেন লোকেশ রাহুল। রাহুল ৩৯ রান যোগ করে চলে গেলে, ঈষানকে ৩৩ রানে ফেরান আসালঙ্কা। টিম ইন্ডিয়ার বর্তমান আলোচিত তারকা হার্দিক পান্ডিয়া ৫ রান করে আউট হয়ে যায়। । জাদেজা ৪ রানে আউট হলে চাপের মুখে পরে ভারত টিম। এরপর বুমরাহ ৫ ও কুলদীপ যাদব শূন্য রানে আউট হলে শেষে অক্ষর প্যাটেল হাল ধরার চেষ্টা করে। অক্ষর প্যাটেল ২৬ রান করে চলে গেলে ২১৩ রানে অলআউট হয় টিম ইন্ডিয়া। আর লঙ্কারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৪ রানের।
২১৪ রানের টার্গেটি নিয়ে প্রথমেই হোঁচট খায় লঙ্কানরা। তাদের ওপেনারা ব্যাটে তেমন ভাবে রানের ধার দিতে পারে নাই। মাত্র ৬ রান করে সাজ ঘরে ফেরেন পাথুম নিশানকা। আরেক ওপেনার দিমুথ করুনারত্নে মাত্র ২ রান করে আউট হলে চাপে পড়ে লঙ্কানরা। কুশাল মেন্ডিস নিজের নামের পাশে ১৫ রান যোগ করে চলে যায়। সাদিরা সামারাবিক্রমা আর চারিথ আসালাঙ্কা দুইজন মিলে লড়াই করার সিদ্ধান্ত নেয়। তবে তারাও বেশিক্ষন অস্ত্র চালাতে পারেনি। ১৭ রানে সামারাবিক্রমা এবং ২২ রান করে আউট হন চারিথ আসালাঙ্কা। অধিনায়ক দাসুন শানাকা যখন ৯ রানে আউট হয়ে যায়। সাগরে ভাসতে থাকে লঙ্কনরা। অসহায়ের মত সাগরে ভাসতে থাকা লঙ্কানদের তরী সাগরে ডুবানোর চান্স মিস করে নাই ইন্ডিয়ান সেনারা।
দিনুথ ওয়েল্লালাগাকে সঙ্গে নিয়ে আশার আলো জ্বালিয়ে রাখে ডি.সিলভা। দুজনে ৬১ রানের জুটি গড়ে দলকে তীরে নিয়ে যাওয়া চেষ্টা করে । ৪১ রান করে ডি. সিলভা আউট হলে আশার আলো নিবু নিবু অবস্থায় থাকে শ্রীলঙ্কানদের। এক প্রান্তে থিতু হন ওয়েল্লালাগাকে রেখে অপর প্রান্তের উইকেটে মহামারি হানা দেয়। মাহেশ থিকশানা ২, কাসুন রাজিথা ১, ও মাথিশা পাথিরানা ০। পরিসংখ্যান ৫১ বল হাতে থাকতেই ১৭২ রানে অলআউট হয় লঙ্কানরা। ফলাফল ৪১ রানে জয় তুলে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করে টিম ইন্ডিয়া। তাদের পক্ষে সর্বউচ্চ উইকেট শিকার করে কুলদিপ ইয়াদব। ৯ অভার তিন বলে ৪৩ রান দিয়ে চারটি উইকেট নেয়।
প্রথম ধাপের খেলা দেখার সময় মনে হয়েছে এই ম্যাচে টিম ইন্ডিয়ার ভরাডুবি হবে। কিন্তুু গোল বলের খেলা কখন কি হয় কেউ জানে না। ইন্ডিয়ান বলের তান্ডবে লঙ্কানরাও মাঠে থাকতে পারে নাই। নিজেদের ঘরের মাঠে এমন হার মেনে নিতে পারে নাই লঙ্কান দর্শকরা। এটাই ক্রিকেট খেলার চমক। অনেক খেলা দেখা যায় আকাশ পাতাল ব্যবধানে হারে। আবার কিছু খেলা আফসুস রেখে হারে। যায়হোক আর বাড়াবো না। সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
আসলে ভাই ভারত এবং শ্রীলংকার খেলাটি বেশ জমজমাট হয়ে উঠেছিল। ভারতের তেমন কোন ব্যাটার ভালো রান করতে পেরেছিল না। শুধুমাত্র ভারতের পক্ষে রোহিত শর্মা ৫৩ রান করেছিল সেই দিন। রোহিত শর্মা যাদেযার বলে যেই ক্যাস ধরেছিল সত্যি বেশ দারুন ছিল। কুলদিপ ইয়াদব এর বোলিং আমার কাছে বেশ দারুন লেগেছিল। শেষ পর্যন্ত খেলায় লাভ করেছিল ভারত। ধন্যবাদ এত সুন্দর একটি খেলা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া অনেক সময় বুদ্ধি দিয়ে কম রানেও খেলা জেতা যায়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit