আসসালামুআলাইকু/ নমস্কার/ আদাব।
আজকে আপনাদের সাথে মনের কিছু অনুভূতি শেয়ার করবো।
পরনিন্দা বা গীবত করা ইসলাম ধর্মে সম্পূর্ণ হারাম। আমার মনে হয় যে বিষয় গুলো মানুষের ক্ষতি করে বা মানুষকে কষ্ট দেয় সেই সব বিষয় বা কাজ সব ধর্মেই নিষেধ। এমন কোন কাজ বা কথা যেটা এক জন মানুষের সামনে প্রকাশ করলে সে কষ্ট পাবে সেটা তার পিছনে বা তার অনুপস্থিতিতে অন্য কারো নিকট প্রকাশ করাকে গীবত বা পরনিন্দা বলা হয়। গীবতের বিষয়ে ইসলাম ধর্মে কঠিন আজাবের কথা বলা হয়েছে। গীবত অনেক বড় একটি পাপ যেটা থেকে আমাদের সবার বেচে থাকা উচিত।
আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, বেশির ভাগ মানুষই জীবনে বড় হওয়ার জন্য ভুল পদ্ধতিকে অনুসরন করে বা ভুল পদ্ধতিটাকে অবলম্বন করে । তারা মনে করে নিজে বড় হতে হলে অবশ্যই অন্যকে ছোট করতেই হবে, অন্যের হক মেরে তারপর বড় হতে হবে, অন্য মানুষকে হেয় করে,অপমান করে,ছোট করে তারপর বড় হতে হবে। এ ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু একসাথেও যে বড় হওয়া যায় সেই জ্ঞান তাদের নেই। সবাই মিলে এক সাথে কাজ করে বা এক সাথে এগিয়ে যাওয়া যায় সেটা তারা মানতে রাজি না। মন থেকে অন্যের ভালো চাওয়া , অন্যের কাজে সাহায্য করা। মনে মনে তার ভালো কামনা করা এবং অন্যের সাথে যেকোনো পরিস্থিতে নমনীয় আচরণ করা এমন মানুষ আজকের এই যুগে এসে খুঁজে পাওয়া বড় দায় ।
আধুনিকতার দোহায় দিয়ে ভদ্র মানুষের মুখোশ ধারী ভদ্র সমাজের মানুষ গুলো একজন মানুষ অন্য একজন মানুষের সাথে মুখে মুখে ভালো আচরণ করলেও অন্তরে কতটা বিষ জমিয়ে রাখে, কতটা ঘৃনার নজরে দেখে তা শুধু জানে তাদের মধ্যবর্তী মানুষটা বা তৃতীয় ব্যক্তিটা । আমি মনে প্রাণে বিশ্বাস রাখি , আমি যদি মন থেকে আমার শত্রুর ও ভালো চাই , তাকে হিংসা না করি, তার অন্যায়কে ক্ষমা করে তার সাথে খুশি মনে কথা বলি, তাহলে জীবনে চলার পথে সৃষ্টিকর্তা আমাকে সব দিক থেকে সাহায্য করবেন। আর যদি তা না করে নিজের অবস্থান নিয়ে অহংকার করি, নিজেকে অন্যের থেকে আলাদা মনে করি,অন্যকে ছোট করে দেখি তাহলে আমার অহংকার ধ্বংস করার জন্য সৃষ্টিকর্তাই যথেষ্ট।
মানুষ হয়তো ভুল করে অথবা সঠিক জ্ঞান এর অভাবে এই ভুল কাজগুলো করে থাকে। কিন্তু সবাই যদি পদে পদে নিজের দোষগুলো নিয়ে ভাবতো,কেউ তার দ্বারা কষ্ট পাচ্ছে কিনা সেটা ভেবে দেখতো। সে ভুলবশত কোনো বিষয় নিয়ে অহংকার করছে কিনা সেটা নিয়ে ভাবতো। সে যাকে নিয়ে বিবেচনা করছে, যাকে নিয়ে অন্য মানুষের সাথে আলোচনা করছে, তার জীবনের পরিস্থিতি জানে কিনা। সে কাউকে অসম্মান করছে কিনা এবং এসব এর পরিণতি কি হতে পারে তা ভাবতো , তাহলেও সবার জীবনটা অনেক সুন্দর হতো। কারণ আমরা যা করি, কোনো না কোনো ভাবে তাই ফেরত পাবো । অপমানের জন্য অপমান , অহংকার এর কারণে পতন , কষ্টের কারণে কষ্ট,ক্ষতির কারনে ক্ষতি আমাদের ভাগ্যে আসবেই।
সবার এটা জানা থাকা দরকার যে, যেব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তোমার নিকট অন্যের কথা বলে সে আবার তুমার অনুপস্থিতিতে অন্যের কাছে তোমার কথাও বলতে পারে। তুমি যার সাথে যেমন আচরন করবা ভাগ্য তোমাকে সেই আচরন আবার ফিরিয়ে দিবে। আমি এটা বলতেছিনা যে আমার সাথে কেউ খারাপ আচরন করেছে,বা আমার নামে কেউ কিছু বলেছে। আমি নিজে আমার নিকট অন্য মানুষর নামে গীবত করা বা পরনিন্দা করা কখনো এলাও করি না।
ধন্যবাদ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কথাটা একদম সত্যি বলেছেন ভাইয়া। এরকম মানুষ আমি অনেক দেখেছি। আর আমার কাছে এসেও এমন কিছু মানুষ অন্যের নামে যখন কিছু বলে, তখন আমি ভাবি যে আসলে সে তার কথা আমার কাছে এসে বলতেছে। সামনে যে আমার কথা তার কাছে বলবে না তার তো কোন গ্যারান্টি নেই। নিশ্চয়ই সে আমার কথাও তার কাছে বলে। এমন মানুষ গুলো খুবই ভয়ানক। দুমুখো সাপের মত সব সময় কাজ করে। অন্যের ভালো তাদের কখনোই সহ্য হয় না। সব সময় ঘোরপ্যাচ লাগিয়েই রাখে। যাইহোক পুরো পোস্টটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপন করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরনিন্দা বা গীবত করা থেকে বিরত থাকুন ঠিক বলেছেন ভাইয়া। পরনিন্দা বা গীবত করা হারাম। সমাজে এমনো অনেক মানুষ আছে যে আপনার সাথে ভালো ব্যবহার করবে মুখে মুখে। তবে ভিতরে ভিতরে মানুষ রুপি শয়তান। আপনার কথায় যুক্তি রয়েছে। আসলে বাস্তব কথা হলো কেউ যদি কখনো কাউকে ঠকায় তাহলে তাকে অন্য কেউ তাকে আবার ঠেকাবে। এটাই প্রকৃতির নিয়ম। ধন্যবাদ আপনাকে ভাইয়া। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পরনিন্দা বা গীবত আমাদের ইসলাম ধর্মে সম্পূর্ণ নিষেধ। এর জন্য কঠিন শান্তির বিধান হয়েছে আমাদের ধর্মে।আমাদের সবারই উচিত অন্যায় ক্ষমা করে সবার সাথে মিলেমিশে চলা।আসলে সত্য পথে থাকলে, যতই বিপদ আসুক না কেনো রক্ষা করার জন্য একমাত্র সৃষ্টিকর্তাই যথেষ্ট। আমার মনে হয় এই কথাটা একদম সত্যি -যেব্যক্তি অন্যের অনুপস্থিতিতে তোমার নিকট অন্যের কথা বলে সে আবার তুমার অনুপস্থিতিতে অন্যের কাছে তোমার কথাও বলতে পারে।ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি একটা কথা সারাটা জীবন ধরে বিশ্বাস করি যে, একজন মানুষ যখন অন্য কারো কথা আমার কাছে এসে বলতে পারে। তাহলে সে আমার কথাও অন্য কারো কাছে প্রকাশ করতে পারে। তাই সবাই কে বিশ্বাস করা ঠিক না। আর এ ধরনের মানুষগুলো হতে আমাদের কে সাবধানে থাকতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit