"জামাই আদর" নাটক রিভিউ ।। 10% beneficary for @shyfox ❤️

in hive-129948 •  2 years ago 
আসসালামুআলাইকুম

আমি @joniprins বাংলাদেশের ঢাকা থেকে সুখে দুঃখে সবসময় রয়েছি আপনাদের পাশে।

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমার বাংলা ব্লগে আপনাদের সাথে আমার সময়টা ভাই যাচ্ছে। প্রতিদিন কাজ করলে তো হবে না। মাঝে মাঝে একটু বিনোদন নিতে হয়। তাই গত কাল রাতে একটি নাটক দেখেছি। নাটকটি খুবই ভাল লেগেছে। নিলয় আলমগীরের নাটক মানে জাষ্ট ওয়াও। চলোন আপনাদের সাথে নাটকটির রিভিউ সেয়ার করি।

power up tham1.png

স্ক্রিনশর্ট: ইউটিউব

❂নাটকের কিছু গুরুত্ত্বপূর্ণ তথ্য:❂
নামজামাই আদর
রচনা,পরিচালনাহাসিব হোসেন রাখী।
প্রযোজকসুজন মাহমুদ।
অভিনয়েনিলয় আলমগীর ,সারিকা সাবাহ ,আব্দুল্লাহ রানা , মৌ শিখা , রাফসুন শান্ত , শাহেদ হাসান ইমন , লুনা এবং আরো অনেকে।
দৈর্ঘ্য৫২ মিনিট
সংগীতনাসিফ অনি
মুক্তির তারিখ১৯শে জুন- ২০২২
ধরনপারিবারিক নাট্য
ভাষাবাংলা
দেশবাংলাদেশ
চরিত্রেঃ
  • নিলয় আলমগীর - হৃদয়
  • সারিকা সাবাহ-রওজা
কাহিনী সারসংক্ষেপ

01.PNG

নাটকের শুরুতে রওজার বাবা রাস্তা দিয়ে জগিং করে আসতেছিল। এমন সময় দুইজন ছেলে রওজার বাবার রাস্তা আটকে দাড়ায়। দুইজন ছেলের মাঝে একজন ছিল বোবা। রওজার বাবা তাদের বলে তোমারা আমার রাস্তা আটকিয়ে দাড়িয়েছো কেন। রাস্তা ছেড়ে দাড়াও। বোবা ছেলেটি তার ভাষায় রওজার বাবার গেন্জিটা খুলে দিতে বলে। রওজার বাবা বলে তুমার কথা তো আমি বুঝি না। আমার কাছে কোন টাকা পয়সা নেই। রাস্তা ছেড়ে দাড়াও । রওজার বাবা চলে যেতে লাগলে ভাল ছেলেটি একটি ছুরি দেখিয়ে রওজার বাবাকে বলে ও আমার ছোট বেলার বন্ধুু ও আপনার গেন্জিটা চাইছে । গেন্জিটা দিয়ে দেন। রওজার বাবা বলে গেন্জি খুলে দিলে আমি বাসায় যাবো কিভাবে। কথা কাটাকাটির এক পর্যায়ে রওজার বাবা গেন্জিটা খুলে দিতে বাধ্য হয়। তারপর বোবা ছেলেটি রওজার বাবার পেন্টও চাই। ভাল ছেলেটি রওজার বাবাকে আবার বলে ও ছোট বেলার বন্ধু ও যা চাইছে আমি ওকে সব দিয়েছি এখন ও আপনার পেন্ট চাইছে পেন্টাও দিয়ে দেন। রওজার বাবা পেন্ট না দিয়ে চিৎকার করতে লাগলো এমন সময় হঠাৎ করে হৃদয় এসে ছিনতাই কারীদের মেরে রওজার বাবাকে উদ্ধার করে। ছিনতাই কারীরা যাওয়ার সময় হৃদয়কে হুমকি দিয়ে যায় যে তোমার বাসা আমরা চিনি, বাসায় যাওয়ার সময় রাস্তায় তুমার খবর আছে। এমন সময় হৃদয় কান্না শুরু করে দিয়ে রওজার বাবাকে বলে আংকেল তারা আমার বাসা চিনে। এখন আমি বাসায় গেলে তারা আমাকে ধরে মারবে এখন আমি কি করবো, কোথায় যাবো। রওজার বাবা অনেক চিন্তা ভাবনা করে উনার বাসায় উনার ছেলের রোজিং মাস্টার হিসাবে হৃদয়কে নিয়ে গেল।

02.PNG

রওজার বাবা আর হৃদয় বাসায় যাওয়ার পর রওজা হৃদয়কে দেখে বুঝে ফেলে যে হৃদয় মতলব নিয়ে এই বাড়িতে এসেছে। রওজা তার বাবার সাথে অনেক কথা কাটাকাটি করে হৃদয়কে বাড়িতে না রাখার জন্য। তাদের চিৎকার চেচামেচি শুনে রওজার মা ভিতেরের রুম থেকে হুইল চেয়ারে করে ডাইনিং রুমে চলে আসে। রওজার মা আসার সাথে সাথে হৃদয় উনার পায়ে ধরে সালাম করতে থাকে। আর উনার কুলে মাথা রেখে বসে পড়ে। অবশেষে তাইফের টিচার আর মা ভক্তির কারনে হৃদয় এই বাড়িতে স্থান পায়। আর এটা দেখে রওজা রাগ করে ছাদে চলে যায়। ছাদে গিয়ে তার এক ছেলে ফ্রেন্ডকে হৃদয়ের বিষয়টি খুলে বলে। হৃদয়ও ছাদে গিয়ে হাজির। রওজা বলে এসব করে কোন লাভ হবে না। কারন সে হৃদয়ের প্রস্তাবে রাজি হবে না। হৃদয় আর রওজার মাঝে একটি কমিটমেন্ট হয়ে ছিল । হৃদয় যদি রওজার বাবাকে রাজি করিয়ে তাদের বাসায় গিয়ে থাকতে পারে তাহলে রওজা হৃদয়ের প্রেমের প্রস্তাবে রাজি হবে। রওজা হৃদয়কে হুমকি দেয় যে সে তার বাবাকে সব কিছু খুলে বলে হৃদয়কে বাসা থেকে তারিয়ে দিবে। হৃদয় রওজাকে কমিটমেন্টের বিডিও দেখিয়ে বলে সে যদি তার বাবাকে হৃদয়ের ব্যাপারে কিছু বলে তাহলে এই বিডিও তার বাবাকে দেখিয়ে দিবে। তখন রওজা চুপ থাকে।

03.PNG

রওজা হৃদয়কে বাসা থেকে বের করার জন্য তার ছোট ভাই তাইফকে লোভ দেখালো যে সে যদি চিৎকার করে কান্না করে হৃদয়ের নামে বলে যে এই টিচার ভাল না,এই টিচারের কাছে সে পড়বে না। তাহলে তাইফকে তার পছন্দ অনুযায়ী সব ধরনের খেলনা কিনে দিবে। তাইফ তাতে রাজি হয় কিন্তুু সে বাহিরে গিয়ে একটি মেয়েকে ফ্লাইং কিস দেয়। আর হৃদয় সেটা দেখে মোবাইলে বিডিও করে ফেলে। তারপর হৃদয় তাইফকে পড়ার জন্য ডাকতে লাগলো। তাইফ হৃদয়ের কাছে এসে বলে সে পড়বে না । তারপর হৃদয় তাইফের ফ্লাইং কিসের বিডিওটা দেখালে তখন হৃদয়ের শর্ত অনুযায়ী জোরে জোরে পড়তে থাকে।

04.PNG

রওজার প্রথম বুদ্ধি যখন কাজে আসলো না তখন তার এক বন্ধুর বুদ্ধি অনুযায়ী হৃদয়ের বিছানায় বাদুড়ের ফুলের মিশ্রন দিয়ে দেয়। যেটা শরীরে লাগলে শরীর চুলকায়। তো হৃদয় তার বিছানায় সুয়ার সাথে সাথে তার শরীর চুলকাতে শুরু করলো । হৃদয় তারাতারি করে ওয়াশরুমে দিয়ে ফ্রেশ হলো। তারপর এই বুদ্ধিতেও যখন হৃদয় বাড়ি ছেড়ে যাচ্ছে না তখন রওজার বন্ধু হৃদয়কে জামাল গোডা খাইয়ে দিতে বলে। কিন্তুু এ কথাটা হৃদয় শুনে ফেলে। রাতে নুডুলসের সাথে জামাল গোডা মিশিয়ে যখন হৃদয়কে খাওয়াতে আসে তখন রওজা আর হৃদয় একজন অন্যজনকে খাওয়াতে গিয়ে নুডুলসটা নিচে পড়ে যায়।

05.PNG

পরেরদিন রওজার বাবা রওজার কাছে হৃদয়কে বাসায় আনার ঘটনাটা খুলে বললো। তখন রওজা বুঝে ফেলে যে সব কিছু হৃদয়ের সাজানো নাটক। তখন রওজা বাহিয়ে গিয়ে তাদের তিন বন্ধু এক সাথে কথা বলার দৃশ্য বিডিও করে নিয়ে তার বাবাকে দেখায়। বাসায় যাওয়ার পর রওজার বাবা যখন হৃদয়কে এসব বিষয়ে বলতে যাবে হৃদয় ব্যাপারটা বুঝে গিয়ে নিজের বলতে শুরু করলো যে ঐ দুইজন ছিনতাই কারী তার মাধ্যমে ভাল মানুষ হয়ে তারা এখন হৃদয়ের ভাল বন্ধু হয়ে গেছে। এত কিছুর পরও যখন হৃদয় বাসা ছেয়ে রওজাকে ছেড়ে যাচ্ছে না তখন হৃদয়ের প্রেমের প্রস্তাবে রওজা রাজি হয়ে গেল।

06.PNG

তারপর রওজা রিকুয়েষ্ট করে হৃদয়ের মাকে তাদের বাসায় নিয়ে আসে তাদের ব্যাপারে বিয়ের কথা বলার জন্য। তারপর হৃদয় আর রওজা ছাদে গিয়ে ভালবাসার খুনটুসি করতে লাগলো। এক পর্যায়ে হৃদয় একটি ফুলের টব নিয়ে রওজাকে প্রপোজ করে। আর এভাবেই নাটকটি শেষ হয়ে যায়।

☬☬☬ব্যক্তিগত মতামত:☬☬:☬

যতই বাধা আসুক না কোন কিছুতে হার মানা যাবে না। সব অসম্ভবই চেষ্টা করলে এক সময় সম্ভব হয়ে যায়। যে প্রেম দেখে শুনে বুঝে করা হয় সে প্রেম খাটি হয়। ভালবাসার পরিক্ষায় ভালবাসার জোরেই পাশ করা যায়।

☬☬☬ব্যক্তিগত রেটিং:☬☬☬

৮/১০

☬☬☬নাটকের লিংক☬☬☬

💖💖💖সবাইকে ধন্যবাদ💖💖💖

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

ddddoo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

4789.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

আপনার জামাই আদর" নাটক রিভিউটি পড়ে বেশ ভালোই লাগছিল। রওজার বাবাকে ছিনতাই কারীর হাত থেক বাঁচিয়েছে, আর ছিনতাই কারীরা বলেছে হৃদয়ের বাসা চেনে। তাই রওজার বাবা তার ছেলে তাইফকে পড়ার জন্য হৃদয়কে বাসায় নিয়ে এলো।আসলে হৃদয় রওজার সাথে বাজি ধরেছিল যে সে রওজাদের বাসায় ডুকবে।তাই ডুকেছে। কিন্ত রওজা বার বার চেষ্টা করেও ব্যার্থ হলো হৃদয়কে বাসা থেকে বের করতে। অবশেষে এক পর্যেয়ে হৃদয় একটি ফুলের টব নিয়ে রওজাকে প্রপোজ করল।সত্যিই তো যতই বাধা আসুক না কোন কিছুতে হার মানা যাবে না।

জি আপু রওজা প্রথম দেখেই বুঝতে পেরেছিল। কিন্তুু বিডিওটার কারনে কিছু বলতে পারে নাই। ধন্যবাদ আপু।

আপনি খুব চমৎকার একটি নাটকের রিভিউ দিয়েছেন। নাটকটি আমি কদিন আগে দেখেছি নাটকের চরিত্র, সংলাপ এবং দৃশ্যপট খুবই ভালো লেগেছে আমার। বিশেষ করে নাটকের মাঝের কিছু অংশ খুবই অসাধারণ ছিলো। এত দুর্দান্ত নাটকের রিভিউ দেওয়ার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

জী ভাইয়া মাঝে মাঝে নাটক দেখি। ধন্যবাদ।

নিলয় আলমগীর অভিনীত চমৎকার একটা নাটকের রিভিউ আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। যদিও নিলয়ের অভিনিত নাটকগুলো খুব একটা দেখা হয় না কিন্তু এই নাটকটি আমি দেখেছিলাম ভালো লেগেছিল আমার কাছে। আসলে এটাই তো ভালোবাসা যতই বাধা আসুক না কেন ভালোবাসার মানুষ কাছে পেলে সব বাধা-বিপত্তি অতিক্রম করা সম্ভব হয়। আপনিও দেখছি দারুণভাবে নাটকের এই রিভিউ টি শেয়ার করতে সক্ষম হয়েছেন।

জী ভাইয়া নিলয় আলমগীর অভিনীত নাটক অনেক মার্কেট পায়ছে। ভালই লাগে। ধন্যবাদ ভাইয়া।

সারিকা সাবা এবং নিলয় আলমগির আমার অনেক পছন্দের দুজন অভিনয় শিল্পি তাদের নাটক বেশ ভাল লাগে।খুব সুন্দর একটি নাটক শেয়ার করেছেন আপনি ধন্যবাদ।

সারিকা সাবা এবং নিলয় আলমগির আমারও অনেক পছন্দের। ধন্যবাদ ভাইয়া।

নাটকটি কিন্তু বেশ দারুন। আমি যদিও দেখিনি কিন্তু আপনার রিভিউ এর মাধ্যমে দেখার বেশ আগ্রহ বোধ করছি। নাটকটি থেকে কয়েকটি জিনিস শেখা যায় প্রেম ভালোবাসা বিষয়টি দেখে শুনে করা উচিত, এতে জীবন সুন্দর হয়ে উঠবে।
ভালো উপস্থাপনা করেছেন।

জি ভাইয়া অনেক সুন্দর একবার সময় করে দেখে নিবেন।

যদিও আগে তেমন একটা নাটক দেখার সুযোগ হয়ে উঠতো না কিন্তু কমিউনিটিতে সকলের এরকম নাটক রিভিউ দেখে দেখে মাঝে মাঝে সেই নাটকগুলো ইউটিউবে সার্চ করে দেখা হয়। এই নাটকটির রিভিউ পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। ভালোবাসার মধ্যে বাধা বিপত্তি আসবে এটাই স্বাভাবিক সকল কিছু উপেক্ষা করে প্রিয় মানুষটির সাথে থাকার নামই ভালোবাসা। চমৎকারভাবে নাটকটির বিষয়বস্তু আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

জামাই আদর নাটকটি বেশ ভালই রিভিউ করেছেন ভাই। ভালোবাসার জন্য মানুষ কত কিনা করে। তারই বাস্তবতা ফুটে উঠেছে এই নাটকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে নাটকটি রিভিউ করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ভাইয়া নাটকটি আমিও দেখেছি। খুবই ভালো লাগছিল আমার নাটকটি দেখে। আপনি জামাই আদর নাটকের নিখুঁত একটি রিভিউ শেয়ার করেছে আমাদের সাথে। এই নাটকের সারমর্ম বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে।

শ্রদ্ধা সারিকার নাটক আমার খুব ভালো লাগে। নাটকটি আমার এখনো দেখা হয়নি তবে আপনার উপরের নাটকের দেখার অনেক আগ্রহ জাগল।