হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন,আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে অনলাইনে একটি লোভনীয় অফার নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। যদি মনযোগ সহকারে পড়েন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন।।
গত ১৯ তারিখ মঙ্গলবারে সকাল ১০টার দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অপরিচিত একটি নাম্বার থেকে হাই লিখে একটি ম্যাসেজ আসে। অপরিচিত ভেবে আমি কোন রিপলে করিনি। ফলে দুপুর একটার সময় আবার ম্যাসেজ দেয়। আমি তখন রিপলে দিয়ে বলি,আপনি কে..? তখন সে ম্যাসেজের রিপলে দিয়ে জানায় যে সে Edelman নামক একটি কোম্পানির এডমিন ম্যানাজার। সে আমাকে একটি জব অফার করতে চাই। যদি আমি রাজি থাকি তাহলে সে জবের বিস্তারিত তথ্য আমাকে শেয়ার করবে। আমি তখন তাকে তার লোকেশন কোথায় সেটা জিঙ্গেস করি। সে তখন বনানীর একটি জায়গার কথা বলে। দুঃখের বিষয় হলো গতকাল অসতর্কতার জন্য আমার হোয়াটসঅ্যাপটি ডিলেট হয়ে যায়। যার ফলে হোয়াটসঅ্যাপের স্কিনশর্ট গুলো শেয়ার করতে পারছি না। তবে বাকি গুলো আছে,সব গুলোই শেয়ার করছি।
সে আমাকে জানায় যে তারা হলো এমন একটি কোম্পানি, যারা বিভিন্ন জিনিষের রিভিউ দিয়ে থাকে। কোন জিনিষের পরিচিতি বা মার্কেটিং করে থাকে। এখন আমি যদি তাদের সাথে কাজ করি তাহলে প্রতিদিন ১২০০ থেকে ৭০০০ টাকা ইনকাম করতে পারবো। এটাও লোভনীয় অফার। তাই আমার কাজ কি হবে..? সেটা জানতে চাইলাম। সে আমাকে একটি হোটেলের গুগল লিংক দিলো। আর বললো গুগল ম্যাপে গিয়ে সেই হোটেলের জন্য কিছু ভালো শব্দ দিয়ে একটি কমেন্ট করে দিতে। এটাতো খুবই সহজ কাজ। আমি সেটা সাথে সাথে করে তাকে স্কিন শর্ট দিলাম। নিচে সেই স্কিন শর্টটি শেয়ার করলাম।
তারপর সে আমাকে অভিনন্দন জানিয়ে বলে আপনি সফল ভাবে কাজটি করেছেন। আপনি যদি পেমন্ট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হোন। আর সেখানেই আপনাকে কাজের সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। আমার তো টেলিগ্রাম আপ আছে। সাথে সাথে টেলিগ্রামে তাকে ম্যাসেজ দিলাম। আমি তার দেওয়া লিংকে প্রবেশ করার আগে আমার কম্পিউটারে স্টিম,প্লোনিক্স সহ সমস্ত একাউন্ট লগআউট করে দিলাম। তারপর টেলিগ্রামে তার সাথে যে কথা হলো সেটার স্কিনশর্ট দিচ্ছি।
সেখানে সে আমার নগদ একাউন্টের নাম্বার দিলো। আর বললো এই গ্রুপে জয়েন করে কাজ করতে হবে। প্রতি কাজে আমাকে ৫০ টাকা করে দিবে। অর্থাৎ তিনটি কাজ করার পরে আমার নগদ একাউন্টে ১৫০ টাকা সেন্ড করে দিবে। তখনও আমি তাদের কাজ সম্পর্কে কিছু বুঝতে পারিনি। এখন কি কাজ..?
তারা গ্রুপে একটি লিংক দেয়। সেই লিংকে ক্লিক করলে এমন একটি পেইজ আসে। সেই পেইজে বিশ্বের সব থেকে বড় বড় ধনী ১৫০ জন মানুষের নাম থাকে। আপনারা স্কিন শর্টে খেয়াল করলে দেখতে পারবেন, এক নাম্বারে রয়েছে ইলেন মাস্ক,মার্ক জোকার্বাগ,বিলগেস্ট সহ অনেক বড় বড় ধনী মানুষের নাম। তারা যে নাম্বারটি বলবে সেই নাম্বারের ব্যাক্তিকে ভোট দিয়ে স্কিন শর্ট টেলিগ্রাম গুরুপে আর যে যার আন্ডারে জয়েন করেছে তার কাছে পাঠাতে হবে। সে কাউন্ট করে টাকা সেন্ড করবে। আমি প্রথন তিনটি কম্পিলিট করে সেন্ড করার কিছুক্ষন পরে আমার মোবাইলে ১৫০ টাকা চলে আসে। এভাবে ছয়টি কম্পিলিট করার পরে আমার একাউন্টে ৩০০ টাকা চলে আসে। তারপরই আসল খেলা শুরু হয়।
তারপর তারা গ্রুপে অফার দেয় যে,যদি কেউ ২০০০ টাকা সেন্ড করে তাহলে ২৮০০ টাকা রিটার্ন পাবে। ৫০০০ টাকা দিলে ৭০০০ টাকা পাবে,৮০০০ টাকা সেন্ড করলে ১২২০০ টাকা পাবে, এভাবে বাড়তে বাড়তে লাষ্ট অপশনে থাকে ৮৯,০০০ টাকা সেন্ড করলে ১,২৪,০০০ টাকা পর্যন্ত রিটার্ন পাবে। তখন দেখলাম গ্রুপে অনেক মেম্বারই টাকা পাঠিয়ে স্কিন শর্ট শেয়ার করছে। আবার যারা টাকা সেন্ড করছে তারা রিটার্ন টাকাও পাচ্ছে। আর যে কোন একটি অপশন বেছে নেওয়া বাধ্যতা মূলক। তখনই আমার খটকা বাধেঁ। কারন অনলাইন জগতে ১০/১২ বছর যাবৎ আছি। কখন কারা কিভাবে ইনকাম করে সবই জানি। কোন কাজ গুলো রিয়েল আর কোন গুলো বাটপারি সব কিছুই বুঝি। আমি কিছু না বুঝে ১ নাম্বার অপশনে ক্লিক করি। তখন এডমিন আমাকে একটি নাম্বার দিয়ে ২০০০ টাকা সেন্ড করতে বলে। বিনিময়ে আমি ২৮০০ টাকা রিটার্ন পাবো। আমি চোখ বন্ধ করে এই অফার ক্যান্সেল করে দিলাম।
তারপর সে আমাকে জানায় যদি আমি কোন অপশন চয়েজ না করি তাহলে আমার পেইমেন্ট অর্ধেক তথা ১৫০ থেকে ৭৫ টাকা করে দিবে। আর যদি পর পর তিন বার এই টাস্ক ক্যান্সেল করি তাহলে আমাকে গ্রুপ থেকে সাসপেন্ড করা হবে। তখন আমি তাকে বলি আমি একজন স্টুডেন্ট মানুষ। আমার কাছে এত টাকা নেয়। যদি কাজ করে ২০০০ টাকা জমা হয় তখন আমি ঐ টাস্কে অংশগ্রহন করবো। কিন্তুু সে বলে আমাদের কোম্পানির রোলস মানতে হবে। কিন্তুু আমার কাছে তো টাকা নেই,আর টাকা থাকলেও আমি সেন্ড করতাম না। কারন কার উপর ভরসা করে টাকা সেন্ড করবো। এখানে তো কোন সিকিউরিটি তো নেই। টাকা সেন্ড করার পরে আমাকে ব্লক করে দিলে কার কাঝে যাবো। পরে ৪৫০ টাকা দিয়ে ২০০০ টাকা নিয়ে যাবে,হে হে হে।
তারপর দুইবার ৭৫ টাকা করে দিয়েছে। যখন আমি তৃতীয় বার ওয়েলফার টাস্ক তথা টাকা পাঠানোর টাস্কে অংশ্রগ্রহন করা থেকে বিরত রইলাম,তখন আমাকে গ্রুপ থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপর ঐ গ্রুপের স্কিন শর্ট নেওয়ার জন্য অনেকবার ম্যাসেজ দিয়েছি। আমাকে গ্রুপে আর জয়েন করাচ্ছে না। আমি যে চারবারে ৪৫০ টাকা পেয়েছি তার স্কিনশর্টও দিলাম।
আমি জানিনা আসলে তারা কারা। এই গ্রুপ গুলো সত্যি কি না। তাছাড়া দুই হাজার টাকা দিয়ে ২৮০০ টাকা পাঁচ হাজার টাকা দিয়ে সাত হাজার টাকা তারা কিভাবে দিবে। আর যেই কাজ করানো হয়েছে,সে গুলো থেকে তেমন ইনকাম দেখতেছি না। আসলে তারা অতিরিক্ত টাকা দেয় কিনা সেটাও জানি না। যারা টাকা সেন্ড করছে তারা তাদের নিজস্ব লোক কিনা সেটাও জানি না। এভাবে ছোট ছোট এমাউন্টের টাকা নিয়ে আবার দিয়ে,বড় এমাউন্টের টাকা সেন্ড করলে গ্রুপ বন্ধ করে দেয় কিনা সেটাও জানি না। কারন আমরা জানি কিছুদিন আগে MTLF নামে একটি আপ বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা নিয়ে উধাও হয়ে গেছে। আপনাদের মধ্যে কেউ এই সাইটের বিষয়ে অবগত আছেন কিনা জানাবেন।
প্রিয় @rex-sumon
প্রিয় @moh.arif
ভাইয়া আপনাদের মতামত আশা করছি।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
এই ধরনের প্রতারকরা বিভিন্নভাবে ফাঁদ পেতে আছে। একবার আমার ছোট ভাইয়ের মেইলে একটা এসএমএস আসে। সেখানে লেখা থাকে যে সে কোন একটা লটারির মধ্যমে দুই বি,টি,সি পেয়েছে। আর সেগুলো উইথড্র করার অপশনও রয়েছে বিকাশে ও ব্যাংকে।আমার ছোট ভাই প্রথমে বিকাশে উইথড্র দিয়ে দিল। তবে বিকাশে মাত্র চার ডলারের মত উইথড্র করতে পারে।কারণ বাকিটা যখন উইথড্র দিতে গেল সেখানে কন্ডিশন রয়েছে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে হবে। তখন ছোট ভাই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে উইথড্রতে ক্লিক করলো তখন পেন্ডিং লেখা ছিল। তবে তখন তারা পুরো এমাউন্ট উইড্র করতে দেয়নি। শুধুমাত্র নির্দিষ্ট একটি অ্যামাউন্ট উইথড্র করতে দিয়েছিল। এরপর ছোট ভাই চালাকি করে আবার উইড্র দিতে চেয়েছিল যেহেতু পেন্ডিং লেখা রয়েছে তাই উইথড্র দিতে গিয়ে দেখে যে বাকি টাকা উইথড্র করতে হলে তাকে ২৯ বিটিসি ইনভেস্ট করতে হবে। তখন ছোট ভাই এগুলো এভয়েড করে যে ৪ ডলার পেয়েছে সেটাই লাভ হিসেবে ধরে নিল। পরে আমাকে বিষয়টি জানালো। মূলত এই রকম বিভিন্নভাবেই তারা মানুষকে অল্প কিছু টাকা দিয়ে লোভ দেখায় পরবর্তীতে মানুষ যখন কিছু টাকা পেয়ে ভাবে, না এটা রিয়েল, বা আমি এখান থেকে টাকা পাবো, তখন তারা ওদেরকে অল্প টাকা পাঠায়ে বেশি টাকা এভাবেই হাতিয়ে নেয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ছোট ভাইও বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you, friend!
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmd7of2TpLGqvckkrReWahnkxMWH6eMg5upXesfsujDCnW/image.png)
![image.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmWDnFh7Kcgj2gdPc5RgG9Cezc4Bapq8sQQJvrkxR8rx5z/image.png)
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পোস্ট পড়ে আমি তো রীতিমত অবাক হলাম। আপনি যদি তাদেরকে ৫০০ টাকা দেন তাহলে তারা আপনাকে ৭০০ টাকা দিবে এখন আমার প্রশ্ন ওই বাড়তি ২০০ টাকা কিভাবে তারা দিচ্ছে?? লোভনীয় সব অফার দেখিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার ধান্দা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া পাচঁহাজার দিয়ে সাত হাজার। বিশাল লোভনীয় অফার। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা ১০০% জালিয়াতি ব্যাবসা। যে কাজগুলো করলেন সেগুলোতে এতো টাকা পাওয়ার কথা না। এরা প্রথমে অল্প কিছু টাকা দিয়ে বিশ্বাস অর্জন করে এরপর আসল খেলা দেখায়। এরকম লোভনীয় অফারে যে আপনি এতদূর এগিয়েছেন এটাই ভয়ের ব্যাপার। যাইহোক আপনি বুঝতে পেরে টাকা পাঠাননি এটাই বড় ব্যাপার। যাইহোক ধন্যবাদ আপনাকে পোস্টের মাধ্যমে পুরো ব্যাপারটা লিখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া তারা প্রথম বলেছে এক কাজ,পরে গ্রুপে জয়েন করিয়ে বলে আরেক কাজ। বাটপারি ছাড়া আর কিছু না। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম তাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সচেতন মূলক একটি পোস্ট শেয়ার করেছেন ভাই। এধরনের ঘটনা গুলো সচরাচর সবার সাথে হচ্ছে। এধরনের ধান্ধা বাজের খপ্পর থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আপনার পোস্ট পরে সতর্ক হলাম। খুব ভালো কাজ করেছেন টাকা না পাঠিয়ে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া সবাইকে সতর্ক করতেই ব্লগটা শেয়ার করেছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই লোভ না করে খুব বুদ্ধিমানের কাজ করেছেন।১০/১২ বছরের অনলাইন জগতের অভিজ্ঞতা আপনাকে ক্ষতির হাত থেকে রক্ষা করেছে। খুব ভালো করেছেন ঠকবাজ ব্যবসায়ীদের কথা শুনে টাকা না পাঠিয়ে। আপনার পোস্ট পড়ে অনেকেই সতর্ক হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ভাই, সতর্কতামূলক পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া,যেখানে কাজ ছাড়া টাকা আসে,সেখানেই জামেলা আছে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা এক ধরনের জালিয়াতি ব্যবসা। সামান্য কাজের জন্য তারা কেন এতো টাকা দিবে। আমার পরিচিত একজন প্রায় ৪০০০০ টাকা খুইয়েছে।এই গ্রুপের সাথে যুক্ত হয়ে।আপনি আর বেশি দূর এগুননি সেটাই রক্ষা। তা নাহলে অনেক টাকা লোকসান করতেন। আপনার এ পোস্ট পড়ে অনেকেই সচেতন হবে। ধন্যবাদ ঘটনাটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তারা প্রথমে ছোট অঙ্কের টাকা দিয়ে লোভ দেখায়,পরে বড় অঙ্ক পাঠালে ব্লক মেরে দেয়। এটাই তাদের ব্যবসা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বর্তমান সময়ে অনলাইনে বিভিন্ন ধরনের বাটপারি ব্যবসা শুরু করেছে। আসলে এসব থেকে দূরে থাকাই ভালো। আমার হোয়াটস অ্যাপে অনেক ধরনের মেসেজ আসে আমি সাথে সাথে ব্লগ করে দিই। আমার এই সব লিংকে আসলেই যেতে মন চায় না আমি রিপ্লাইও দেই না। আপনি তো এখানে অনেক কিছু কাজ করে ফেললেন। যেগুলো স্ক্রিনশট এর মাধ্যমে বুঝতে পারলাম। অনেক ভালো লাগলো সতর্ক মূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু অনেক দুরে গেছিলাম। তবে ফাঁদে পা দেয়নি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
টাইটেল শুনে মনে করেছিলাম এইটা আবার কোন স্কিম, সেন্ড মানি তো আমারও করতে হয় হাহাহা, পরে বুঝতে পারলাম পুরো বিষয়টা। এরকম কাজের অফার আমিও পেয়েছি তবে আমি এগুলো দেখে সব সময় দূরে ছিলাম, এগুলো সবসময়ই মানুষকে ধোঁকা দিয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া গুলো থেকে দুরে থাকাই শ্রেয়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিঃসন্দেহে এটা জালিয়াতি একটা ব্যবসা এবং চিটিং গ্রুপ। আপনি খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন এবং অপ্রত্যাশিত লোভ হতে নিজেকে সংবরণ করেছেন, এটাই আপনার জন্য ভালো হয়েছে। আরে ভাই টাকা তো আর গাছে ধরে না যে, আপনি দুই হাজার দিলেন আমাকে আর আমি আপনাকে তিন হাজার টাকা দিয়ে দিলাম হে হে হে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া,ঠিক বলেছেন নিঃসন্দেহে এটা জালিয়াতি আর চিটিং গ্রুপ। পাচঁ হাজার টাকা দিলে সাত হাজার টাকা দিবে,এটা কিভাবে সম্ভব। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ,কি সুন্দর করে টাকা অফার করছে। এতে করে তো মানুষ রাতারাতি কোটিপতির তালিকায় নাম লেখাবে।কিন্তু এর সত্যতা কতটুকু?কে জানাবে? এজন্যই এসব ফাঁদ থেকে বেরিয়ে আসতে হবে,ফাঁদে পা দেয়া যাবে না।মূলত এরা প্রথমে লোভ দেখায় আর পরে মানুষের থেকে টাকা নিয়ে উধাও হয়ে যায়।আমার কাছে সবটা পড়ে মনে হচ্ছে এটা নতুন কোনো প্রতারক টিম। যারা নিজেরা পেমেন্ট করে এভাবে স্ক্রিনশট নিয়ে দিচ্ছে আবার সেটা বাড়তি করে রিটার্ন পায় সেক্ষেত্রে এটা নিশ্চয়ই কোনো ফাঁদ,কোনো টিমের কাজ।যাইহোক আপনি টাকা পেমেন্ট করেননি ভালোই হয়েছে,হয়তো ৪৫০টাকা দিয়ে ২০০০টাকা নিয়ে যেত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ৮৯ হাজার টাকা দিলে একলাখ চব্বিশ হাজার টাকা দেয়। এগুলো কি তাদের বাবার জমি বিক্রয় করে দিবে,হা হা হা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ মনোযোগ দিয়ে আপনার আজকের পোস্ট পড়ছিলাম। আর ভাবছিলাম আপনি আবার ধরা খেলেন নাকি। না যাক কৌতুহল নিয়ে গল্পের শেষ টায় এসে জানতে পারলাম যে না আপনি কিন্তু লোভে পড়ে যান নি। তবে আমার তো মনে হয় আপনি ২০০০ টাকা দিলেও ওরা আপনাকে ৪৫০ কেন এক টাকাও দিত না। এগুলো হলো অনলাইনের ফাঁদ। হি হি হি। ধরা খেলে মজা পেতাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি জানি ২০০০ টাকা সেন্ড করলে ১৫৫০ টাকা ধরা খেতাম আর ব্লক খেতাম,তাই সেন্ড করিনি,হে হে হে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে ভাইয়া বর্তমান এমন ব্যাটপারি অনেক ধরনের ব্যবসা শুরু করেছে। আসলে আমি অনেক আগে এমন বিপদে পড়ে ছিলাম। সত্যি ভাইয়া এমন ফাদে পা না দেওয়া অনেক ভালো। আসলে লোভে পাপ পাপে মৃত্যু।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু,ঠিক বলেছেন,লোভে পাপ পাপে মৃত্যু। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হাহহা! ভাইয়া এমন অফার টেলিগ্রামে সমানে পায়! মজার ব্যাপার হলো তাদের সাথে মজা করে কনভার্সেশন ডিলিট মেরে সোজা ব্লক করে দেয় 😂। এসব বাটপারে ধান্দা আসলে সহজেই বুঝা যায়। তবে যারা নতুন আসে ইনকামের দুনিয়ায় তারা লোভে পা দিয়ে সর্বনাশ ডেকে নিয়ে আসে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া আমি জানি, এগুলো সব বাটপারি। তাই তাদের ফাঁদে পা দেয়নি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাইয়া, এইগুলো সবই ভুয়া।জবের নাম করে মানুষের টাকা এরা এভাবে হাতিয়ে নেয়।আমার মনে হয় প্রথম থেকেই এদের সুযোগ দেওয়া উচিত নয় যদিও আপনি অনেকগুলো স্টেপ পার করেছেন তাদের।যাইহোক আমার ফোনেও প্রায় এমন মেসেজ আছে লাখ লাখ টাকা ব্যাংক একাউন্টে ঢুকবে কিন্তু একটি লিংকে টাচ করতে হবে।কিন্তু আমি কখনোই এই লোভের বশবর্তী হইনি।সকলেরই সতর্ক হওয়া উচিত প্রথম থেকেই।তবুও ভালো আপনি বের হয়ে এসেছেন ভুয়া অফার থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু এগুলো সব ধান্দাবাজ। তারা প্রথমে লোভ দেখিয়ে পরে টাকা মেরে দেয়। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এরকম কাজের অফার এখন মোবাইলে প্রায়ই আসছে। কয়েকদিন পরপরই দেখি দিনে আট থেকে দশ হাজার টাকা ইনকাম করতে হলে এই লিংকে ক্লিক করুন এরকম মেসেজ আসে। এগুলোতে বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছু নয় ।এই সবগুলো একই ।ভন্ডামি করা ছাড়া কিছুই নয় ।মানুষের কাছ থেকে টাকা নেওয়ার একটা ধান্দা ।এগুলো থেকে দূরে থাকাই ভালো ।আপনি বেশ ভালই করেছেন তাদের কথা না শুনে।ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু ম্যাসেন্জারে,টেলিগ্রামে এসব ম্যাসেজ আসে। সব ভন্ডামি, ধান্দাবাজ। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ও কিছুদিন পরপর অপরিচিত নম্বর থেকে ম্যাসেজ আসে। আমি রিপ্লাই না দিয়ে সাথে সাথে ব্লক করে দেই। কারণ অনলাইনের এসব ফাঁদ সম্পর্কে বেশ ভালো আইডিয়া আছে। দারুণ অভিজ্ঞতা শেয়ার করেছেন ভাই। যে লোভনীয় অফার আপনাকে দিয়েছিল,সেটা অবশ্যই ফাঁদ। আপনি ফাঁদে পা না দিয়ে খুব ভালো করেছেন। যাইহোক আমাদের সবার উচিত সতর্কতা বৃদ্ধি করা। এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া,বর্তমানে অনলাইনে ধান্দাবাজ অনেক বেড়ে গেছে। তাদের থেকে সতর্ক থাকা উচিত। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে এই লোভনীয় অফার থেকে নিজেকে বিরত রাখতে পেরেছেন।তবে আমরা একটু ক্যালকুলেশন যদি করি যে আমি দিচ্ছি ২০০০ টাকা তারা দিবে ২৮০০ টাকা। তাহলে কোথায় থেকে বাড়তি ৮০০ টাকা আসবে এই বিষয়টি যদি চিন্তা করি তাহলে আমরা কখনো ক্ষতিগ্রস্ত হবো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু অনেক মানুষ লোভে পড়ে,ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিজিটাল যুগে যখন সবাত হাতেই স্মার্টফোন এবং ইন্টারনেট এভেইলএবল, তেমনি প্রকারকরাও বিভিন্ন রকমের ডিজিটাল ফাঁদ বের করছে প্রতারণা করার জন্য! মানুষের আইডিয়ারও আসলে অভাব নেই। আবার অনেকেই লোভে পরে এই ফাঁদে পা দিয়ে দেয়। ৪৫০ টাকা দিয়ে মিনিমাম ২০০০ টাকা হাতিয়ে নেয়ার বেশ ভালো বুদ্ধি বের করেছিলো প্রতারক চক্র! আবার বিশ্বাসযোগ্যতা তৈরি করতে অনেকে যে টাকা ফেরত পাচ্ছে, সেটারও প্রমাণ রাখছিল সেজ টেলিগ্রাম গ্রুপে!! কেমন বাটপার!!আপনাকে ধন্যবাদ ভাই বাকিদের জন্য এভাবে সচেতনতা মূলক পোষ্ট শেয়ার করার জন্য!
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু,সবাই যেন সতর্ক থাকে,সে জন্যই ব্লগটি শেয়ার করা। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের স্ক্যামের বিষয়ে অনেকদিন আগেই জেনেছি। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি আর্টিকেল শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি এর আগে অনেক শুনেছি, এবার নিজে প্রমান পেলাম। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব সচেতন মূলক একটি পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনার অনলাইন জগতে কাজ করার অভিজ্ঞতা থেকেই আপনি বিপদ হতে রক্ষা পেয়েছেন। আপনি একদম ঠিক বলেছেন ভাই যেখানে কাজ ছাড়াই টাকা আসে সেখানে কিন্তু একটু বেশি ঝামেলা হয়। কিন্তু আপনি ঠকবাজদের হাত থেকে রক্ষা পেয়েছেন জানতে পেরে সত্যি বেশ খুশি হলাম ভাই। ধন্যবাদ ভাই এত সচেতন মূলক একটি পোস্ট লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এইরকম অনেক মানুষ রয়েছে যারা একটু টাকার লোভ দেখে পরে বাঁশ দিয়ে দেয়। আপনি খুবই ভালো কাজ করছেন। আসলে আমিও এইরকম একটা সাইডে ছিলাম আমিও বাঁশ খেয়েছি হা হা হা।যাইহোক এইরকম প্রতারণার হাতে যেনো না পরি।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া এই পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit