হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। ভাল থাকারই কথা। কারন গরমের তাপমাত্রা অনেকটা কমে গেছে। ভারত এবং বাংলাদেশ দুই দেশেই বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সামনে তাপমাত্রা কমে ঘন ঘন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরাও চাই বৃষ্টি হোক। এখন সব দেশের সব জাগায় বৃষ্টি দরকার। যায়হোক এখন মূল কথায় আসি,অনেকদিন যাবৎ কবিতা শেয়ার করা হয় না। আজ আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করবো। চলুন শুরু করি।
সাধারনত আমার মত অনেক মানুষ আছে যারা ঢাকা সহ দেশের বিভিন্ন শহরে চাকরী করেন। আবার বাংলাদেশের হাজার হাজার মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে চাকরি করে। শুধু আমি বা বাংলাদেশের মানুষ নয়,একথায় বলতে গেলে পৃথিবীর সবাই মুসাফির। এক জাগায় স্থায়ী থাকতে পারে না। যে কোন প্রয়োজনে জায়গা পরিবর্তন করতে হয়। শৈশব কাটে এক জাগায়,কৈশর কাটে অন্য জাগায়। পড়াশোনা করা হয় এক শহরে কর্ম করা হয় অন্য শহরে। চেনা পরিচিত মানুষ গুলো এক সময় অপরিচিত হয়ে যায়।
আমার আজের কবিতার নাম হলো মুসাফির। মুসাফির মানে হলো পথিক। যারা এক জায়গা থেকে অন্য জাগায় ঘুরে বেড়ায়। তারা কোথাও স্থায়ী থাকে না। আমার জীবনটাও মুসাফিরের মত। জন্মগ্রহন করেছি নানার বাড়িতে। প্রাথমিক শিক্ষা অর্জন করেছি নিজ গ্রামে। মাধ্যমিক শিক্ষা অর্জন করেছি অন্য আরেকটি গ্রামে। উচ্চ শিক্ষা অর্জন করেছি নিজ জেলা সদরে আর কর্ম করছি রাজধানীতে। বছরে দুই একবার বাড়িতে যায়। দুই তিন দিন থেকে আবার চলে আসি। এই সব কিছু নিয়েই আজকের কবিতাটি সাজিয়েছি। চলুন কবিতাটি আবৃতি করা যাক।
মুসাফির
মুসাফিরের মতো আমি
এসেছি এই ধরায়,
আজকে আছি নিজ ভূমিতে
কালকে পরের ছাঁয়ায়।
জন্ম আমার ঘরে হলেও
শৈশব কাটে মাঠে,
পড়াশোনা স্কুল কলেজে
সন্ধা কাটে ঘাটে।
পড়া শোনায় ভাল ছিলাম
স্কুলে যেতাম রোজ,
আমার চিন্তা করে মা যে
স্বপ্নে কাটাতো ভোর।
পড়াশোনা শেষ করেছি
অনেক বছর আগে,
নিজ গৃহ ত্যাগ করেছি
অন্ন খুজার দায়ে।
আমি এখন মুসাফির হয়ে
নিজ আবাসে যায়,
সবাই দেখে বলে আমায়
কবে এলে ভাই।
মুখ ভরা হাসিঁ দিয়ে
উত্তর করি হাই,
দুই দিন হলো এলাম আমি
চলেও যাবো তাই।
যখন নিজ গৃহে ফিরি
এদিকে সেদিক ঘুরি,
কত জাগায় কত স্মৃতি
দেখে দেখে ভাবি।
ছুটি শেষে চলে আসি
মুখ থাকে ভার,
এটাই হলো নিয়তির খেলা
করার কিছুই নাই।
দুইদিন হলো ঢাকা এলাম
কর্ম ব্যস্ত আমি,
আবার কবে বাড়ি যাবো
কিছুই নাহা জানি।
বন্ধুরা আজকে এ পর্যন্তই, এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আশাকরি কবিতাটি পড়ে আপনাদের কাছে বিন্দুমাত্র হলেও ভাল লাগবে। যদি কোথাও কোন ভুল ত্রুটি হয়ে থাকে,তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কবিতা লেখার নতুন কোন আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটাও কমেন্টে শেয়ার করলে ভালো হয়। কারন আমার প্রচুর কবিতা লিখতে মন চাই। কিন্তুু কবিতা লেখার বিষয় খুজে পায় না। আপনাদের থেকে ভাল কিছু উপদেশ আশা করি
সবাইকে ধন্যবাদ।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
নিজের প্রয়োজনের তাগিদে কিংবা কর্মের তাগিদে আমরা সবাই যে যার বাড়ি থেকে অনেক দূরে অবস্থান করি। সত্যি আমরা এক প্রকারের মুসাফিরের মত জীবন যাপন করি। ভাইয়া আপনার লেখা কবিতাটি সত্যি চমৎকার হয়েছে। আপনি কিন্তু দারুণ কবিতা লিখেছেন। দারুন ভাবে কবিতা লিখে সবার মাঝে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু কোথায় আমাদের বাড়ি,আর কোথায় বসবাস করি। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যে পরিমান গরম পড়েছে তাতে বৃষ্টি হলে অনেক ভাল হয়। আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। মুসাফিরদের নিয়ে কবিতাটি পড়ে আমার ভাল লেগেছে। অনেক মানুষই জীবিকা নির্বাহের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে মুসাফিরের মত বসবাস করে। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কর্মের জন্য মানুষ এক দেশ থেকে অন্য দেশে পর্যন্ত যায়। সবাই এক প্রকারের মুসাফির। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলেই ভাইয়া আপনি ঠিক বলেছেন, আমাদের জীবনটা হলো মুসাফিরের মতো! শৈশব কেটেছে এক জায়গা, কৈশোর এক জায়গায় আর কর্মস্থল হয় আরেক জায়গায়! এ যেন পথের পথিক আমি! দিনশেষে প্রিয় মানুষগুলোকে ছেড়ে থাকতে হয় অন্য কোথাও! হয়তো পথিকের মতোই আমৃত্যু থাকতে হবে এভাবে, হয়তোবা না! দারুণ হয়েছে কবিতাটি ভাইয়া 💟
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া আপন মানুষ গুলো ছেড়ে মুসাফিরের মত বসাবাস করছি। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit