মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ভারতীয় এবং বাংলাদেশী সদস্যগণ, আশা করি সবাই ভাল আছেন। সবার সুন্দর ভবিষ্যৎ ও শারিরীক সুস্থতা কামনা করে আজকে আমি নতুন একটি পোষ্ট সেয়ার করলাম।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। সবাই হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কুলাকুলি করে ঈদের আনন্দ উপভোগ করবে। গ্রামে-শহরে ,রাস্থা ঘাটে, বিভিন্ন জায়গায় ব্যানার পোষ্টারের মাধ্যমে আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাবে। আমি চিন্তা করলাম আমার বাংলা ব্লগের পক্ষ থেকে ব্যানারের মাধ্যমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। যেই ভাবা সেই কাজ, আজকে একটি ব্যানার ডিজাইন করে আপনাদের সাথে সেয়ার করলাম।
আমার বাংলা ব্লগে অনেক ভাল ভাল ডিজাইনার রয়েছে। তারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর ডিজাইন সেয়ার করে। তাদের ডিজাইন দেখে আমি মুগ্ধ। অনেক ভাইয়েরা পেন্সিল দিয়ে আর্ট করে,অনেক আর্টিষ্টরা রং ও তুলি দিয়ে আর্ট করেন, অনেকে আবার বিভিন্ন সফটওয়্যার দিয়েও আর্ট করেন। তাদের অঙ্কন দেখে আমি অনুপ্রানিত হয়ে এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করলাম।
- একটি ল্যাপটপ
- এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার
ধাপ- ০১ঃ
প্রথমে এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার অপেন করে, ফাইল অপশন থেকে থেকে ২৫/৩৫ ইন্চিতে নতুন একটি আর্টবোর্ড নিলাম।
ধাপ- ০২
ল্যাপটপের মাঝখানে সাদা আর্টবোর্ডটি ডিজাইন করার জন্য রেডি করলাম।
ধাপ- ০৩
তাপর আগের আর্টবোর্ডের উপর আরেকটি আর্টবোর্ড নিয়ে হালকা পিং কালার দিয়ে দিলাম।
ধাপ- ০৪
তারপর সেইপের এক কোনার মধ্য একটি চাদঁ ,কয়েকটি স্টার ও কয়েকটি ফানুস অঙ্কন করলাম।
ধাপ- ০৫
তারপর বাম পাশের উপরের কোনায় অন্য ডিজাইনের একটি চাদঁ ও কয়েকটি ফানুস অঙ্কন করে সেটিং করলাম।
ধাপ- ০৬
তারপর দুই সাইটে কয়েকটি স্টার আর্ট করে সেন্টার করে বসিয়ে দিলাম।
ধাপ- ০৬
তারপর আরবীতে ঈদ মোবারক লেখাটি ইমেজ ট্রেচ করে উপরে বসিয়ে দিলাম।
ধাপ- ০৭
তারপর চাদেঁর মধ্যে কয়েকটি মিনার অঙ্কন করে মাঝখানে বসিয়ে, অপাসিটি ৫ করে দিলাম।
ধাপ- ০৮
তারপর নিচে একটি সেইপ নিয়ে নেবি ব্লো কালার করে দিলাম।
ধাপ- ০৯
তারপর দুইটা বাক্য টাইপ করে প্রথমটা লাল কালার এবং দ্বিতীয়টা লাইট গ্রিন কালার করে দিলাম।
ধাপ- ১০
তারপর শুভেচ্ছা ও অভিনন্দন দুইটা শব্দ টাইপ করে ব্লাক কালার দিয়ে, ফ্রন্ট টা চেন্জ করে পিটি বাড়িয়ে দিলাম।
ধাপ- ১১
তারপর নিচের সেইপে আরেকটি বাক্য লিখে হোয়াইট কালার করে দিলাম।
ধাপ- ১২
তারপর আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড চেন্জ করে , ক্লিপিং মাস্ক করে ছবিটা বসিয়ে দিলাম।
ধাপ- ১২
ব্যাস এইভাবেই ব্যানার ডিজাইনের কাজটা সম্পর্ণ করে একটি PNG ফাইল সেইভ করে নিলাম।
ফাইনাল আউটপুট
বন্ধুরা আজ এর্পযন্তই । ব্যানার ডিজাইনটি কেমন হলো অবশই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততদিন র্পযন্ত ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।
পবিত্র ঈদুল আজহা কে কেন্দ্র করে ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুন্দর একটি শুভেচ্ছা ব্যানার বানিয়েছেন এবং সেটা ধাপে ধাপে আমাদের সাথে তুলে ধরেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সর্বদায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ঈদুল আযহার শুভেচ্ছা। আপনার পোস্টারিং কি দারুন হয়েছে। মনে মনে আমি এই ধরনের একটি পোস্টারিং খুঁজতেছিলাম আজ আপনি শেয়ার করার কারণে তা শিখে গেলাম ধন্যবাদ ভাই ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি খুবই চমৎকারভাবে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ব্যানার তৈরি করে আমাদের মধ্যে শেয়ার করেছেন আপনার অঙ্কিত এই বেনার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit