সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম // @shy-fox 10% beneficiary//

in hive-129948 •  3 years ago 

আজ বোধবার, ২২শে জুন-2022| ০৮ আষাঢ়-১৪২৯ | ২২শে জ্বিলক্বদ-১৪৪৩

হ্যালো আমার বাংলা ব্লগের প্রিয় বন্ধুরা আমি @joniprins আপনাদের সাথে আছি সব সময়।

আজকে আপনাদের সাথে সেয়ার করবো সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম। সাথে থাকবে ফুল গুলোর কিছু গুনের বনর্না।

সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম
সাদা জবা ফুল

photo_2022-06-17_09-32-59.jpg

Place

Device-Redmi Not-08 - Time 11.30 Date-10.06.2022

চুলের যেকোনো সমস্যাতে বিশেষভাবে কাজ করে এই জবা ফুল ও পাতা। এমনকি চুলের খুশকি হওয়া থেকে রক্ষা, চুল উঠা কমানো ইত্যাদি সমস্যা রোধ করতেও জবা ফুলের ভূমিকা অনেক।বাড়ির পাশে আঙ্গিনায় লাগাতে পারেন অনেক সমস্যার সমাধান কারী এই জবা ফুল গাছ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

সাদা কেয়া ফুল

main.jpg

Place

Device-Redmi Not-08 - Time 06.30 Date-10.06.2022

জীবাণুনাশক হিসেবে ও ডায়াবেটিস রোধে কার্যকর ভূমিকা পালন করে কেয়া পাতার রস। আষাঢ় শ্রাবণ মাসে ফুটন্ত এই কেয়া ফুল বাড়ির সৌন্দর্য বর্ধনেও গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

হলুদ কৃষ্ণচূড়া ফুল

photo_2022-06-17_09-37-56.jpg

Place

Device-Redmi Not-08 - Time 06.30 Date-10.06.2022

এই ফুলটি কে চিনেনা এমন মানুষ আমার বাংলা ব্লগে একজনও খুঁজে পাওয়া যাবে না। এশিয়া মহাদেশের অন্যতম পরিবেশ বান্ধব এই কৃষ্ণচূড়া ফুল হর-হামেশাই রাস্তাঘাটে সবার নজরে পড়ে। বাংলাদেশ, ভারত ,পাকিস্তান, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান, মায়ানমার ,নেপাল সহ সব দেশেই এই গাছটি জন্মে। ফুল গাছটির আরেকটি প্রধান উপকারিতা হলো এ গাছটি থেকে কাঠ এবং জ্বালানি পাওয়া যায়।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

গোলাপ ফুল

photo_2022-06-17_09-38-37.jpg

Place

Device-Redmi Not-08 - Time 06.30 Date-10.06.2022

যে কোন দিবসে, যেকোনো অনুষ্ঠানে সবার হাতে যে ফুলটি দেখা যায় সেটি হল সবার প্রিয় গোলাপ ফুল। গোলাপ ফুল ছাড়া যেমন চলেনা বিবাহ অনুষ্ঠান তেমনি চলেনা প্রেম ভালোবাসাও। স্থান ও কাল ভেদে এই ফুলটি ১০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বিক্রয় করা হয়

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

সাদা রঙ্গন ফুল

photo_2022-06-17_09-35-24.jpg

Place

Device-Redmi Not-08 - Time 11.30 Date-10.06.2022

বাড়ির উঠানের ফাঁকা জায়াগায় অথবা ছাদে টবের মধ্যে সহজেই চাষ করা যায রঙ্গন ফুল। গোলাপি, , লাল, হলুদ নানা রঙের হয়ে থাকে এই ফুল। এই ফুল গাছ জৈব সার পছন্দ করে এক মাস পরপর জৈব সার দিলে অনেক বেশি ফুল আসে।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

বৃষ্টি পদ্ম ফুল

photo_2022-06-17_09-38-00.jpg

Place

Device-Redmi Not-08 - Time 06.30 Date-10.06.2022

এই ফুল গাছটি সাধারণত সব জায়গায় অথাবা নার্সারীতে দেখা যায় না। বৃষ্টি পদ্ম নামের এই ফুলের পাপড়ি গুলোর কালার অনেক সুন্দর। সাধারণত যেখানে পানি জমা থাকে ঐ জায়গার মধ্যেই এই ফলটি বেশি ফুটে।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

টাইম ফুল

photo_2022-06-17_09-38-59.jpg

Place

Device-Redmi Not-08 - Time 06.30 Date-10.06.2022

এই ‍ফুলের লতা সংগ্রহ করে মাটিতে লাগিয়ে সেচ দিলেই এই গাছ হয়ে যায় । তেমন বেশি যত্নের প্রয়োজন নেই। এইটি ফুল অধিক জনপ্রিয়। ঘরের বারান্দা বা সাদের কিনারে ঝুলন্ত অবস্থায়ও এই ফুলটি দেখা যায়।

Zskj9C56UonWToSX8tGXN.png

প্রিয় বন্ধুরা আজকের অ্যালবামটি এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। আশা করি আজকের পোস্টটি আপনাদের অনেক ভাল লাগবে এবং অনেক উপকারে আসবে। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোন সাবজেক্ট নিয়ে।ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আল হাফেজ।

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzHS2hwsG5azEF84yt3ga6DmwCLsTqRUEgWKwQvqiScprfMaYXoTtwJ631bGQmXhKYK1RyvGSkn4sfzPm2RBSiXvWXWPCD6m35iu8S.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

download-03.png

ddddoo.png

4789.gif

সবাইকে ধন্যবাদ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি খুব সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন ‌। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সবগুলো ফটোগ্রাফ আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে হলুদ কৃষ্ণচূড়া ফুল টা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

হলুদ কৃষ্ণচূড়া ফুলটা আমার নিকটও অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপু।

  ·  3 years ago (edited)

সাতটি খুবই চমৎকার ফটোগ্রাফি শেয়ার করেছেন আর প্রত্যেকটা ফুলের সাথে দারুন সুন্দর গুণাগুণ তুলে ধরেছেন ।জবা ফুলের পাপড়িতে যে খুশকি দূর হয় আজকে আমি প্রথম জানলাম। গোলাপ ফুলটা দেখতে যে কি অপূর্ব লাগছে। ঠিকই বলেছেন যে কোন দিবসে হোক না কেন গোলাপ ফুলটা একেবারে পারফেক্ট মন ভালো করে দেয় নিমিষের ভিতর। বৃষ্টি পদ্মফুলটা অনেক সুন্দর ।খুব ভালো লাগলো ফুলের ছবি গুলো দেখে।

ধন্যবাদ আপু আপনার কমেন্ট পেয়ে অনেক খুশি হলাম। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কমেন্ট করেছেন।

ফুল আমার অনেক ভালো লাগে সেটা যে ফুলি হয়ে থাকুক না কেন। আপনি খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন এবং খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ ভাইয়া যারা ফুলকে ভালবাসে তাদের মন অনেক সুন্দর হয়।

আপনার সাথে ফুলের ফটো রাখে অনেক সুন্দর হয়েছে। আর টাইম ফুলের নামটা আমি প্রথম শুনলাম এবং চিনলাম এই নতুন ফুলটি। ধন্যবাদ এত সুন্দর একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট করার জন্য শুভকামনা আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া খুব ভাল লাগলো।

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি।সাতটি ফুলই বেশ সুন্দর। হলুদ কৃষ্ণচূড়া টা বেশ সুন্দর। ধন্যবাদ

ধন্যবাদ আপু খুব সুন্দর কমেন্ট করেছেন।

ভাইয়া আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগরাফি ওসাধরণ ছিল। বৃষ্টি পদ্মফুল গুলো কে বেশি ভালো লাগছে। খুব সুন্দর করে ফুটিয়ে রয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

বৃষ্টি পদ্মফুলটা আমি প্রথমবার দেখেছিলাম। ধন্যবাদ আপু।

খুবই সুন্দর হয়েছে ভাইয়া আপনার তোলা সাতটি ফুলের ফটোগ্রাফি। তবে আমার মনে হয় আলো আর একটু কম থাকলে ফুলের কালার গুলো আরো সুন্দর ভাবে বোঝা যেত। ধন্যবাদ ভাইয়া সুন্দর উপস্থাপনার মাধ্যমে এবং বর্ণনার সাথে ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল আপু ধন্যবাদ।

সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে চমৎকার একটি অ্যালবাম সাজিয়েছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

ধন্যবাদ ভাইয়া খুব সুন্দর কমেন্ট করেছেন।

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। বিশেষ করে বৃষ্টি পদ্মফুলের ফটোগ্রাফি টি দেখতে অসম্ভব ভালো লাগতেছে। খুব সুন্দর করে উপস্থাপন করেছেন আপনি। ধন্যবাদ ভাই আপনাকে এরকম সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনকেও অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি সবসময় সাপোর্ট পাবো।

প্রতিটি ছবি অসাধারন হয়েছে তবে ছবির মধ্যে ব্রাইটনেসে পরিমান একটু বেশি ছিল মনে হচ্ছে। আপনার জন্য শুভকামনা রইল।

ধন্যবাদ আপু নেক্স টাইমে সব কিছু খেয়াল রাখবো।

আপনি তো সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করলেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি আমার কাছে জাস্ট অসাধারণ লাগলো। এক একটা ফুল একেকরকম সৌন্দর্যে ভরা। আপনি ফুলের বর্ণনাটাও ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

ধন্যবাদ আপু খুব সন্দর ভাবে গুছিয়ে কমেন্ট করেছেন।

আমি খুবই চমৎকার ভাবে সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই অ্যালবামের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। শেয়ার করার জন্য ধন্যবাদ

ধন্যবাদ ভাইয়া। খুশি হলাম।

আপনার ফুলগুলো সৌন্দর্য দেখে আমি খুবই মুগ্ধ হলাম। আপনি খুব সুন্দর ভাবে ফুলগুলো আলোকচিত্র করেছেন । প্রত্যেকটি ফটোগ্রাফি বেশ অসাধারণ হয়েছে। এতো দুর্দান্ত ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ধন্যবাদ ভাইয়া খুশি হলাম।

কিছু কিছু ফুলের ফটোগ্রাফি আপনি অতিরিক্ত রোদ থেকে তুলেছেন। অবশ্য ফটোগ্রাফি করতে হলে কিছু নিয়ম জানা প্রয়োজন এবং তার কৌশল জানা প্রয়োজন। তাই এ বিষয়ে কালকে আমি একটা পোস্ট করেছিলাম। ধন্যবাদ সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

জী ভাইয়া আপনার পোষ্টি আমি পড়েছি। ধন্যবাদ সুন্দর সাজেশন দিয়েছেন।

আপনার ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। খুব সুন্দর করে আপনি কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন সত্যি অসাধারণ হয়েছে। বিশেষ করে আমার কাছে আপনার করা এই গোলাপ ফুলের ফটোগ্রাফি ভালো লাগলো

জী ভাইয়া গোলাপ ফুলের ফটোগ্রাফিটা আমার কাছেও অনেক ভাল লেগেছে।

আপনি আজকে আমাদের মাঝে সাতটি ফুলের ফটোগ্রাফি নিয়ে একটি অ্যালবাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার সাতটি ফুলের ফটোগ্রাফির মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে সাদা জবা ফুল।

ধন্যবাদ ভাইয়া খুশি হলাম।

চেনা-অচেনা চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে জবা ফুলের ফটোগ্রাফি এবং গোলাপ ফুলের কলির ফটোগ্রাফি অনেক ভালো লেগেছে।

ধন্যবাদ ভাইয়া খুব ভাল লাগলো আপনার কমেন্ট পেয়ে।