আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ-
হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি একটি অভিজ্ঞতার গল্প শেয়ার করবো। আর সেটি হলো প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা। "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৩ উপলক্ষে গল্পটি শেয়ার করতে যাচ্ছি। চলুন শুরু করছি।
আমি ঢাকা আসি ২০১৫ সালে। ঢাকা আসার আগে অনলাইন সম্পর্কে আমার তেমন কোন ধারনা ছিল না। তবে কম্পিউটারের তিন মাস কোর্স করার কারনে জাষ্ট অফলাইনের কিছু কাজ জানতাম। তার উপর নির্ভর করেই চাকরির সুবাদে অফিসে একটি কম্পিউটার পায়। ব্রাহ্মণবাড়িয়াতে অনার্সে ভর্তি হয়ে নারায়নগঞ্জের সুনাম ধন্য একটি কোম্পানিতে জব নিয়ে ছিলাম। কম্পিউটার হাতে আসার পরে অনলাইন ইনকামের চিন্তা মাথায় প্রবেশ করে। কিভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সেই উপায় খুঁজতে লাগলাম। সবাই তখন ইউটিউব থেকে ইনকামের কথা বলে।
শুরু হলো ইউটিউব নিয়ে গবেষনা। ইউটিউবে কাজ করতে হলে একটি ল্যাপটপ বা মোবাইল লাগবে। আর এই দুইটি ডিভাইসের একটিও কেনার মত ক্ষমতা আমার ছিল না। দুই ঈদের সময় বাড়িতে না গিয়ে কাজ করে,কিছু টাকা জমিয়ে,কিছু টাকা লোন নিয়ে ২০১৭ সালে একটি ল্যাপটপ কিনলাম। ল্যাপটপ কেনার পরে দরকার পড়লো ইন্টারনেট কানেকশন। অনেক কষ্ট করে কিছু টাকা খরচ করে ওয়াইফাই কানেকশন নিলাম। অনলাইন ইনকামের নেশা আমাকে তখন সব কিছু করতে বাধ্য করছিলো। ইউটিউবে চ্যানেল খুললে কি হবে কি কাজ করবো সেটাই বুঝতেছিলাম না। তারপর এক রুমমেট ভাই গ্রাফিক ডিজাইনের কাজ শিখে ইউটিউবে কাজ করার কথা বললো। তিন মাস গ্রাফিক ডিজাইন শিখলাম। তারপর G Design নামে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম।
প্রায় এক মাসের মত কাজ করেছি। নয়টা বিডিও দিয়েছিলাম। ৫০+ সাবস্ক্রাইব হয়েছিল। তখন ইউটিউব বিডিও দেখে সাব টু সাব করে সাবস্ক্রাইব বাড়ানোর পদ্ধতি শিখলাম। কারন মনিটাইজেশন অন করতে হলে এক বছরের মধ্যে চারহাজার ওয়াচটাইম আর এক হাজার সাবস্ক্রাইব লাগবে। প্রথম দিন সাব টু সাব করে ১২ টা সাবস্ক্রাইব বাড়িয়ে ছিলাম। দ্বিতীয় দিন কিছুক্ষন কাজ করার পরে ইউটিউব কর্তৃপক্ষ মেইল দিয়ে আমার চ্যানেলটি বাতিল ঘোষনা করে। এই মেইলটি দেখার পরে আমি দুই তিন ঘন্টা কারো সাথে কথা বলতে পারি নাই। দুঃখে কষ্টে পাথর হয়ে গিয়েছিলাম।
কিছুদিন পরে ইউটিউব থেকেই ফাইবার মার্কেটপ্লেস সর্ম্পকে জানতে পারলাম। শুরু করলাম ফাইবার মার্কেটপ্লেস নিয়ে গবেষনা। ফাইবার নিয়ে গবেষনা করার সময় আমাদের মেসে এক বড় ভাই বেড়াতে আসে। তার মাধ্যমে 99 Design মার্কেট সম্পর্কে জানতে পারি। তারপর কিছুটা ধারনা নিয়ে 99 Design এ একটি একাউন্ট ক্রিয়েট করলাম। একাউন্টের নাম হলো luxe Design. 99 Design Website Link
99design ওয়েবসাইটে কাজ করতে হলে তিন থেকে পাঁচটি ডিজাইন সাবমিট করতে হয়। তারপর তারা ডিজাইন গুলো পর্যালোচনা করে একসেপ্ট করলে তখন ইনকামের জন্য ডিজাইন সাবমিট করতে হয়। কিন্তুু পর্যালোচনায় বাতিল হয়ে গেলে এক বছর অপেক্ষা করতে হয়। আমার ভাগ্যে তাই ঘটলো। এক বছরের জন্য বসে গেলাম। মানে প্রর্যালোচনায় বাদ পড়ে গেলাম।
কিন্তুু আমি তো বসে থাকার পাত্র নয়। আবার শুরু করলাম ফাইবার মার্কেটপ্লেস নিয়ে গবেষনা। তারপর ফাইবারে একটি একাউন্ট ক্রিয়েট করলাম। একাউন্টের নাম হলো luxedesign320. তারপর অনেক যাচাই বাছাই করে পাচঁটি গিগ দিয়েছিলাম। আমার প্রধান কাজ ছিল বিজনেস কার্ড ডিজাইন,টি-শার্ট ডিজাইন,লোগো ডিজাইন,মগ ডিজাইন। এই মার্কেটপ্লেসে দেশিবিদেশি প্রচুর সেলার রয়েছে কিন্তুু বায়ার কম। যার ফলে কম অভিজ্ঞরা তেমন অর্ডার পেত না। আমি এক মাস অপেক্ষা করেও কোন অর্ডার পেলাম না। আমার সমস্যা ছিল রাতে সজাগ থাকলে দিনে অফিস করতে পারতাম না। তাই রাতে তেমন সজাগ থাকতে পারি নাই Fiverr Website Link
এক মাস অপেক্ষা করেও যখন ফাইবারে কোন অর্ডার পেলাম না। তখন আপওয়ার্ক মার্কেটপ্লেসে একাউন্ট করলাম। কারন ফাইবার থেকে আপওয়ার্কে তুলনা মূলক ছোট অর্ডার পাওয়া যায় এবং তারাতারি কাজ পাওয়া যায় । আপওয়ার্কে আমি Facebook Marketer & SEO নিয়ে Portfolio দিয়েছিলাম। এখানে প্রথম ২০ পয়েন্ট দেওয়া হয়। প্রতি অর্ডার ক্লিকে পয়েন্ট কমতে থাকে। যদি ২০ পয়েন্টের মধ্য অর্ডার পাওয়া না যায় তাহলে ডলার দিয়ে পয়েন্ট কিনতে হয়। আমার বিশ পয়েন্ট শেষ হয়ে গেছে কোন অর্ডার পায়নি। আর কোন ডলারও ছিলা না যে পয়েন্ট কিনবো। Upwork Website Link
সব শেষে আবার ইউটিউবে একটি চ্যানেল ক্রিয়েট করলাম। চ্যানেলের নাম হলো- Ramim Academy. প্রায় ছয়মাস দিন রাত কষ্ট করে একটি ইমো গ্রুপের সাথে কাজ করে চ্যানেলটি মনিটাইজেশন অপেন করি। তারপর এক মাস পরে পিন ভেরিফাইড চিঠি আসে। সেই চিঠি পেয়েই কত যে খুশি হয়েছি বলে বুঝানো সম্ভব না। তারপর তিন মাস পরে $150 ইসলামী ব্যাংকে উথড্র দেয়। আমার মনে আছে আমি তখন ছুটিতে বাড়িতে ছিলাম। তখন দুপুর আড়াইটার দিকে আমার মোবাইলে একটি ম্যাসেজ আসে। সেই ম্যাসেজে ১২৫০০ টাকা আমার একাউন্টে আসে। আমার অফিস থেকে আমি চারদিন ছুটি নিয়েছিলাম। ইউটিউব থেকে টাকা পাওয়ার খুশিতে দুইদিন ছুটি কাটিয়ে ঢাকায় চলে আসি। তারপর পরের দিন টাকা তুলে বন্ধু বান্ধব মিলে গ্রিল আর নান রুটি খেয়েছিলাশ। পরের বার বাড়িতে যাওয়ার সময় মায়ের জন্য একটি শাড়ি নিয়ে গেছিলাম। তবে দুঃখের বিষয় হলো আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলটিও আমার নিজের ভুলের কারনে গুগল কর্তৃপক্ষ প্রায় ছয় মাস অড শো অফ করে দিয়েছিলো। গত মাসে আমার চ্যানেলটি আবার ফেরত দিয়েছে তবে আবার নতুন করে মনিটাইজেশন অন করতে তবে। নিচে আমার চ্যানেলের লিংক আর স্কিনশর্ট দিলাম। Youtube Chanell Link
এই ছিল আমার অনলাইন থেকে প্রথম ইনকামের বিরাট বড় জার্নি। অনেক ঘাটের পানি খেয়েছি। বিভিন্ন মার্কেটপ্লেস ঘুরে আমার এই অভিজ্ঞতা হলো, যে কোন মার্কেটপ্লেসে কাজ করতে হলে সেই বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞতা ছাড়া কোন মার্কেটপ্লেসে কাজ করে টিকে থাকা যায় না। এইজন্য আমার বাংলা ব্লগের সম্মানিত ফাউন্ডার,এডমিন,মডারেটর ভাইবোনদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। তারা প্রথম দিকে এবিবি স্কুলের মাধ্যামে সকল মেম্বারদের কাজ শিখিয়ে কাজ করার যোগ্য করে তুলেছে।। এই কমিউনিটি থেকে আমি যে কাজ শিখেছি সেটা টাকা দিয়েও শেখা সম্ভব না। সবশেষে একটি কথাই বলবো নতুন নতুন কাজ,কাজের সিস্টেমের প্রতি আমাদের আগ্রহ বাড়াতে হবে। সবাইকে ধন্যবাদ।
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা,ডিজাইন করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার প্রথম অনলাইন ইনকামের অভিজ্ঞতা শুনে খুব ভালো লাগলো। ইনকাম করার অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে । আপনি ঠিক বলেছেন মার্কেটপ্লেসে কাজ করতে হলে বেশ অভিজ্ঞতা প্রয়োজন হয়ে থাকে। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া যেকোন মার্কেট প্লেসে কাজ করতে হলে অভিজ্ঞতার দরকার আছে। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে youtube চ্যানেল মনিটাইজেশন করা খুবই কষ্টের। রাতারাতি মনিটাইজেশন করে কোন লাভ নেই। কারণ এভাবে তো আপনার ভিডিও কেউ দেখবে না। শুধু শুধু একাউন্ট নষ্ট ছাড়া আর কোন ফায়দা থাকে না। তাই আমি চ্যানেল ক্রিয়েট করে রেখে দিয়েছি। কিন্তু যেভাবে ম্যানুয়ালি সাবস্ক্রাইবার বাড়ানো যায় সেভাবে বাড়বে। তবে আপনি প্রথম ইনকাম ইউটিউব থেকে করলেন জেনে অনেক ভালো লাগলো। কিন্তু আপনাকে আবারও মনিটাইজেশন করতে হবে। অনেক সুন্দর একটি অভিজ্ঞতা ছিল পড়ে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু youtube চ্যানেল মনিটাইজেশন করলেই শুধু লাভ হয় না। সেটা সমান তালে ভিউ না আসলে ইনকাম হয় না। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমেই আপনাকে শুভ কামনা রইলো আপনি আপনার অনলাইন ইনকামের অভিজ্ঞতা খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন। খুব ভাল লাগলো আপনার পোস্ট পরে।শুভ কামনা রইলো আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ জানায় সাপোর্ট করার জন্য। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রথমে আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ভাইয়া আপনি অনলাইনে অনেক কাজ করেছেন। হয়তো অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন আবার মন খারাপ ও হয়েছে। এত কিছুর পরেও আপনি থেমে থাকেননি শুনে ভালো লাগলো। অবশেষে অনেক কষ্টের পর আপনি অনলাইন থেকে ইনকাম করতে পেরেছেন জেনে সত্যি অনেক খুশি হলাম। প্রতিটা জায়গায় আঘাত পেয়েছেন বলেই অনেক কিছু শিখতে পেরেছেন। আপনার অনলাইন ইনকামের এত সুন্দর অভিজ্ঞতার কথা শুনে ভালো লাগলো। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু অনেক জাগায় ধাক্কা খেয়েছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার অনলাইন ইনকাম এর অভিজ্ঞতা পড়ে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া এতো সহজে কিন্তু কোন কিছু পাওয়া যায় না। যাইহোক আপনি অনেক চেষ্টা করে অবশেষে ১২৫০০ টাকা তুলতে পেরেছেন জেনে অনেক ভালো লাগল।আসলে জীবনে যতই ইনকাম করেন না কেনো এই টাকার তুলনা হয় না ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু সেই দিনের মত এত খুশি আমি আগে কখনো হয়নি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি ভাই আপনার অনলাইন ইনকাম এর ব্যাপার টা অনুপ্রাণিত হওয়ার মতো। অনেক কষ্ট ল্যাপটপ ইন্টারনেট কানেকশন এর ব্যবস্থা করে তারপর ইউটিউব থেকে ব্যর্থ ফাইবার থেকে ব্যর্থ আবার ইউটিউবে ফিরে আসা। এবং ফাইনালি সফলতা। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার জার্নিটা। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া অনেক জাগায় চেষ্টা করেছি। অভিজ্ঞতা ছাড়া কোথাও কাজ নেই। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
যাক তাহলে অবশেষে ইউটিউব থেকে আপনার ইনকাম হলো। এত ভালো ক্রেয়েটিভ একটি মানুষ সেটা তো জানতাম না। আর ইউটিউব থেকে টাকা পয়ঁসা তুলে তাহলে একা একা বসে বসে খেলেন। একটু তো বলতে পারতেন। প্রতিযোগিতায় অংশ গ্রহণ দেখে ভালোই লাগছে। শুভ কামনা রইল আপনার প্রতি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আমি ইউটিউব থেকেই প্রথম ইনকাম করেছি। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit