আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৩৭ || সুরমা মাছের শাহী চপ ।।

in hive-129948 •  2 years ago 

28.jpg

29.jpg

আস্সালামু আলাইকুন ওয়া রাহমাতুল্লাহ

হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই, আশা করি সৃষ্টিকর্তার অসীম দয়ায় সবাই অনেক ভাল আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আমার আজকের পোষ্টের বিষয় হলো সুরমা মাচের শাহী চপ রেসিপি। রেসিপির নামটা শুনে খেতে মন চাইছে, তাই না....। চলুন তাহলে নিচে বিস্তারিত বর্ণনা করি।

আপনারা সবাই জানেন যে আমাদের প্রাণপ্রিয় কমিউনিটিতে এডমিন প্যানেলের পক্ষ থেকে দারুণ একটি কনটেস্ট চলতেছে। আর সেই কনটেস্টের বিষয় হলো শেয়ার করো তোমার ইউনিক মাছের চপ রেসিপি। কনটেস্টের বিষয়টা দেখেই পছন্দ হয়ে গেল। কারন যে কোন মাছের চপ আমার খুব পছন্দ। সম্মানিত এডমিন সুমন ভাইয়ার আইডিতে মাছের চপের পোষ্টি দেখেই পছন্দের মাছ খুজতে লাগলাম। খুব শখ ছিল চিতল মাছ দিয়ে চপ বানিয়ে শেয়ার করবো। কিন্তুু অনেক খুজাখুজি করেও চিতল মাছের সন্ধান পেলাম না।

দুইতিন দিন বাজারে মাছ কিনতে গিয়েছিলাম। কিন্তু চপ বানানোর মাছই পছন্দ হচ্ছে না। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে সামুদ্রিক সুরমা মাছের চপ বানানোর সিদ্ধান্ত নিলাম। সুরমা মাছে মোটামুটি ভালই মাংস রয়েছে। আর মাছটি খেতেও অনেক সস্বাদু। সুরমা সামুদ্রিক মাছ হওয়ার কারনে তাতে প্রচুর পরিমানে ভিটামিন রয়েছে। সুরমা মাছ পেয়াঁজ দিয়ে ভুনা করে খেলে দারুণ স্বাদ লাগে। তাছাড়া সবজি দিয়েও রান্না করে খাওয়া যায়।

বর্তমানে গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। দিনের বেলা এত গরম লাগে যে বাসায় থাকা কঠিন হয়ে দাড়ায়। তাই চিন্তা করলিাম সন্ধার পরে অফিস থেকে বাসায় এসে তারপর রেসিপিটা তৈরী করবো। সন্ধার পরেও প্রচুর গরম। এই গরমের মাঝেই অনেক কষ্ট করে রেসিপিটা তৈরী করেছি। সব কিছু শেষ করে যখন পরিবেশন করতে যাবো তখনই বিদ্যুৎ চলে গেল। বসে থাকতে থাকতে দেড় ঘন্টা পরে বিদ্যুৎ আসলো। তারপর পরিবেশন করে সবাই মিলে চপ খাওয়া শুরু করলাম। চপ গুলো এত সুস্বাদু হয়েছে যা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। সুরমা মাছের চপ এত সুস্বাদু হবে কল্পনাও করতে পারি নাই। পাশের বাসার ভাবিকে দিয়েছিলাম সে খেয়ে অনেক প্রশংসা করেছে। আশা করি আপনাদের কাছেও ভাল লাগবে।

30.jpg

31.jpg

32.jpg

প্রয়োজনীয় উপকরন

qara-xett.png

06.jpg

উপকরণপরিমাণ
ডিমদুইটি
সুরমা মাছ‍দুইটি
পেয়াঁজ কুচিপরিমাণ মতো
রসুনপরিমাণ মতো
আদাপরিমান মত
লবনপরিমান মত
লেবুর রসপরিমান মত
হলুদের গুঁড়োপরিমান মত
শুকনো মরিচের গুঁড়োপরিমান মত
জিরের গুঁড়োপরিমান মত
ধনে গুঁড়োপরিমান মত
সয়াবিন তৈলপরিমান মত
টোস্টের গুঁড়োপরিমান মত
কাচাঁ লঙ্কাপরিমান মত
ধনিয়া পাতা।পরিমান মত

চপ বানানোর বিবরণ

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn99njcohq4r9LUHc.png

প্রথম ধাপ

01.jpg

02.jpg

প্রথমে সুরমা মাছ গুলোর মাথা কেটে আলাদা করে ফেললাম। কারন মাছের মাথার মধ্যে প্রচুর পরিমানে কাঁটা থাকে। সেটা কোনভাবেই নেওয়া সম্ভব না। মাছের পেটের ময়লা গুলোও বের করে ফেললাম।

দ্বিতীয় ধাপ

03.jpg

04.jpg

তারপর ভালভাবে মাছ গুলো পরিষ্কার করে হলুদ দিয়ে মেখে চুলাতে একটি পাতিল বসিয়ে তাতে পরিমান মত পানি দিয়ে মাছ গুলো সিদ্ধ করে নিলাম।

তৃতীয় ধাপ

05.jpg

গরম পানিটা ফেলে দিয়ে একটি জালিতে রেখে কিছুক্ষন পরে মাছ গুলো ঠান্ডা হওয়ার পরে মাছ থেকে কাটাঁ গুলো বেছে বেছে আলাদা করে একটি বাটিতে রাখলাম।

চতুর্থ ধাপ

07.jpg

08.jpg

এখন চুলাতে কড়াই বসিয়ে তাতে পরিমান মত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে তাতে পেয়াজঁ কুচি গুলো ছেড়ে দিলাম।

পঞ্চম ধাপ

09.jpg

10.jpg

তারপর পেঁয়াজ গুলো কিছুটা হলুদ বর্ণ ধারন করলে তাতে আদা এবং রসুন দিয়ে দিলাম।

ষষ্ঠ ধাপ

11.jpg

12.jpg

আদা রসুন পেয়াজ দিয়ে কিছুক্ষন কুক করে তাতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম।

সপ্তম ধাপ

13.jpg

14.jpg

এই পর্যায়ে মসলা গুলোর সাথে একটু পানি দিয়ে ভাল ভাবে মিক্স করে তাতে মাছ গুলো দিয়ে দিলাম। তারপর ভাল ভাবে নেড়ে চেড়ে সব কিছু এক সাথে মিক্স করে কাচাঁ লঙ্কা গুলে দিয়ে দিলাম।

অষ্টম ধাপ

15.jpg

16.jpg

তারপর আরো কিছুক্ষন কুক করে ধনিয়া পাতা গুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আরেকটু রান্না করে চপের মিক্সটা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম

নবম ধাপ

17.jpg

18.jpg

চপের মিক্স গুলো ঠান্ডা হওয়ার পরে হাতে নিয়ে চপ বানাতে শুরু করলাম। খুব সর্তকতার সাথে চপ গুলো বানাতে হবে। কারণ মাছের কোন কাঁটা থেকে থাকলে হাতের মধ্যে ঢুকে যেতে পারে।

দশম ধাপ

19.jpg

20.jpg

চপ বানানোর কাজ শেষ হলে ধীরে ধীরে চপ গুলোতে ময়দা লাগিয়ে নিবো। ময়দা না লাগালো ফেটেঁ যেতে পারে।

একাদশ ধাপ

21.jpg

22.jpg

ময়দা লাগানো শেষ হয়ে গেলে ডিম গুলো ভেঙ্গে একটি বাটিতে রাখলাম। তারপর ময়দা সহ চপ গুলো ডিমের মধ্যে ছেড়ে দিলাম।

দ্বাদশ ধাপ

23.jpg

24.jpg

ডিমের পেষ্টটা লাগিয়ে টোস্টের গুঁড়োর মধ্যে ছেড়ে দিবেো। সেখানে ভাল ভাবে টোস্টের গুঁড়ো লাগিয়ে একটি ডিসের মধ্যে সাজিয়ে রাখলাম।

ত্রয়োদশ ধাপ

25.jpg

26.jpg

আবার চুলার মধ্যে কড়াই বসিয়ে তাথে পরিমান মত তেল দিয়ে দিলাম। তেল গরম হলে তাতে চপ গুলো ছেড়ে দিলাম।

চতুর্দশ ধাপ

photo_2023-06-01_00-07-29.jpg

27.jpg

চপ গুলো ভাজা হয়ে গেলে ধীরে ধীরে তেল থেকে তুলে একটি ডিসে রাখলাম। খুব সুন্দর চপ হয়েছে। এখন পরিবেশনের পালা।

পরিবেশন

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Jpx7VBdpwVc4VapjSy3JtXCK3dEJDS8jYnZijAxW2t36oFhopCnVsFrGtMDi8FAe1h1c7ZBBXCHkMoE1Ntj54H77X8LydomuTDnXZgGT6yxu8a7AvgLuxo2mUFPx5zhMq98BpXpELpaBjKAziJVshFg2UaXbNtpqTXrxHy.png

33.jpg

34.jpg

35.jpg

বন্ধুরা আজকে এ পর্যন্তই। কেমন হলো আমার আজকের সুরমা মাছের শাহী চপ রেসিপি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। । আশা করি আপনাদের কাছে অনেক ভাল লাগবে। যদি কোথাও কোন প্রকার ভুল হয়,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
রেসিপির নামসুরমা মাছের শাহী চপ ।।
স্থাননিজের বাসা
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@joniprins

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20190907_175336_618.JPG

আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।

FNeY1coMNUL9WkErUPeUKmtGszS37qoEdLJEhh8bj8LkMZg4ZnLbSCPtsqdFwbPFaU6vxamfJRhKsAXwWBZmAwtf2KFjktn9asDsnKpUF6cbBcNYFzwcTbFb5dfFf7N5Lt5j8KUqpB64Bhu5yFCR9Qn5uG4sQo8t4PYbc7VJq37PW7258mLRbFTrsBTtbAnos9AJnU46Lv3HqXsN7s.gif

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFaFYLUUkHV6dSwLV7zz7zNE5rVJ5qtN3Zm6SdmcqGFekXXVnJVmd6y7N12FUdQdbdzipDFEFaWmdmFe1K9CCqMuRmX9o7cDLXe7oZxUwNZXbSxanRUefX7PYzUbi2zovtPsG5QcGuGgiyhkJur9LnLhaBtL31haW2181Ss.png

KNoz79cGRt58XHcjM3shjWsSEtKgRtxoVdChppmw4FvW2CQtZxVJGen4yBCeRMj2Y2h9ttHevCs9rtWncvn3FXAHo5MrkNBCbLay5LtH7wgCA27mBRvWM5GDKNQKzJk62Dz8KRvqdiFsZ66guzvyhyBYqJu6KB21dLiPDmtFGR2yvqBCtUPp3Rscm37PwtDEWYMtuKM5v3qhNod24L.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন

HNWT6DgoBc14riaEeLCzGYopkqYBKxpGKqfNWfgr368M9VRjuxKSTKuNvqEk1nfiYiKKnHbcTuABq9Fu2qE77V9BjGsoqkb23ngKUAk2mCBmjpG3wz3go7Vd2YW.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

download-03.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য

download-044.png

Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

Click Here For Join Heroism Discord Server

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

সামুদ্রিক সুরমা মাছ আমার কাছে বেশ ভালো লাগে, আর যদি হয় চপ তাহলে তো কোন কথায় নেই। আসলেই এভাবে চপ বানিয়ে খেতে বেশ দারুন লাগে।সস দিয়ে খেতে বেশ ভালো লাগবে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো। ধন্যবাদ

জী আপু সামুদ্রিক সুরমা মাছটা আমার কাছেও দারুন লাগে। তাই তো চপ বানালাম। ধন্যবাদ আপু।

সুরমা মাছের শাহী চপ রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। ধাপে ধাপে শেয়ার দেখে খুবি ভালো লেগেছে।

আপনার মূল্যবান মতামত পেশ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

মাছের চপ বানাতে গিয়ে আমিও মুশকিলে পড়ে গিয়েছিলাম। কি মাছ দিয়ে চপ বানাবো ভাবতে ভাবতেই সময় শেষ। ফ্রিজের তেমন একটা মাছও ছিল না যাইহোক ঠিকই বলেছেন গরমে ভয়ঙ্কর অবস্থা বর্তমানে । সন্ধ্যার সময় তো গরম আরো বেড়ে যায় আর আপনি সন্ধ্যার সময় গিয়েছেন চপ বানাতে যাই হোক চপের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। দেখতে খুব লোভনীয় লাগছে।

জী আপু কি মাছ দিয়ে চপ বানাবো আনকমন মাছই খুজে পাচ্ছিলাম না। অবশেষে সুরমা মাছকে সিলেক্ট করলাম। ধন্যবাদ আপু।

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার ভাবে সুরমা মাছের শাহী চপ রেসিপি করেছেন। আপনার মত আমি নিজে ও মাছ চয়েজ করতে একটু দেরি হয়ে গেছে। কিভাবে কি মাছ দিয়ে চপ বানাবো অনেক চিন্তা করে আমিও কনটেস্ট জয়েন্ট করেছি। তবে আপনারা চপ দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। তবে চপ গুলো অনেক মজা করে খেয়েছেন মনে হয়। অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে সুরমা মাছের চপ রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপু আমার চপ বানিয়ে কনটেস্টে জয়েন হতে দেরী হয়ে গেছে। ধন্যবাদ আপু।