হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ সেয়ার করতে। গত কাল রাতে আমার এক প্রবাসী ফ্রেন্ডের সাথে কথা হয়। প্রায় এক ঘন্টার মত কথা বললাম। প্রবাসীরা কথা শুরু করলে তারাতারি শেষ করতে চাই না। সুখ দুঃখের অনেক কথা বললো। সে এখন বাড়ি আসতে চাই। তার প্রবাস জীবন আর ভাল লাগে না। কিন্তুু বাড়ি এসে কি করবে সেই চিন্তা করে আবার থেকে যায়। এভাবেই তার দিন কাল যাচ্ছে। তাই মনে মনে ভাবলাম আজকে “প্রবাসীদের জীবন” নিয়ে একটি কবিতা সেয়ার করবো। তাই তাদেরকে নিয়েই কবিতাটা লিখলাম।
প্রবাসীদের জন্য আমার মনে সব সময় ভালবাসা থাকবে। আমি সবসময় অন্তর থেকে তাদেরকে সম্মান করি। তারা নিজের ইচ্ছা অনিচ্ছকে বিসর্জন দিয়ে প্রবাসে জীবন কাটায়। পরিবারের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য তাদের জীবনটাকে মরুভূমির বালুতে কাটিয়ে দেয়। ৫৮/৬০ ডিগ্রি রোদে পুড়ে কাগজে মুড়ানো খাবার খেয়ে কাজ করে যাচ্ছে। তারা অসুস্থ হলেও আপন মানুষকে কাছে পায় না। অনিচ্ছা সত্বেও কাজ করতে হয়। ইচ্ছা করলেও প্রবাসীরা বাড়ির মানুষের সাথে কোন অনুষ্ঠানের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে না। তবে পরিবারের সব দুঃখ কষ্টের ভাগ ঠিকই তারা সাদরে গ্রহন করে।
বর্তমানে বাংলাদেশের রিজার্ভ তলানিতে চলে এসেছে। শুধু প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করেই বর্তমানে বাংলাদেশ টিকে আছে। অথচ প্রবাসীদেরক তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয়না। তাদের সুবিধার জন্য কোন আইন পাস করতে গেলেই বিভিন্ন বাধা বিপত্তি চলে আসে। আবার নিজের শরীরের রক্ত পানি করে যখন দেশে আসে তখন বিমানবন্দরে এসে বিভিন্ন অনাকাংখিত ঘটনার শিকার হতে হয়। এই বিষয়টা নিয়ে পরে একদিন বড় করে একটি ব্লগ লিখবো। আজকে কবিতার মাধ্যমেই তাদের জীবনটা তুলে ধরি।
প্রবাসীর জীবন
সকালে যায় রাতে আসি আমি এখন প্রবাসী
দিন রাত এভাবেই যায় এর ই নাম প্রবাস ভাই।
কত সুখে আছি আমি জানে না তো দেশ বাসি
সবাই জানে ভাল আছি টাকার বিছানায় ঘুমাচ্ছি।
ঘর সংসার ছেড়ে দিয়ে প্রবাসী হয়েছে যারা
তারাই বুঝে দেশের জন্য কত যে লাগে মায়া।
মা অসুস্থ বাবার কাছে নাইযে টাকা পয়সা
মাস শেষে সুদের জন্য দরজায় নাড়ে কড়া।
ভাই বলে এটা লাগবে ছোট বোন বলে সেটা
সব চাহিদাই মেটাতে হয় প্রবাসে আছেন যারা।
কিছু কিছু কষ্ট আছে কারো কাছে বলা যায় না
কিছু কিছু ভুল আছে যা কখনো শোধরানো যায় না।
জীবন নামের রেল গাড়িটা চালিয়ে যাচ্ছি আমি
জানিনা কখন দেশে ফিরে দেখবো সবার হাসি।
প্রবাস মানে পরাধীনতা পরের হাতে বন্দি
প্রতিদিন আমি কাজের সাথে করে যাচ্ছি সন্ধি।
ফুলে ফলে ভরা দেশ রেখে হলাম প্রবাসী
দুর প্রবাসে এসে এখন চোখের জলে ভাসি।
জন্ম নিলাম বাংলাদেশে ছিলাম কত খুশি
এসব চিন্তা করে এখন কল্পনাতে ডুবি।
সুখে হাসি দুঃখে হাসি ইচ্ছা গুলোকে পুড়িয়ে মারি
এসব ভেবে কি আর হবে আমি যে এখন দুর প্রবাসী।
প্রবাস মানে টাকার সাগর যেটা সবার জানা
সেই সাগরে ডুবে মরে হাজার মানিক সোনা।
দেশে আসার ইচ্ছা হলে ধরি কত বায়না
কি করিবো দেশে গিয়ে চিন্তা করে পায় না।
কত আশা করি আমি আশার নাইতো শেষ
কাজে কাজে সময় গেল জীবন আমার শেষ।
প্রবাসী না হয়েও আমি প্রবাসীর গান গাই
তাদের জন্য দেশে আসে অফুরান ধনবান।
তারা হলো সোনার ছেলে তাদের কাছে চির ঋণী
তাদের কথা স্মরণ করে লিখলাম কয়েকটা বাণী।
প্রবাসীদের কথা স্মরণ করে একটি কবিতা লেখার চেষ্টা করলাম। আশা করি ভুলভ্রান্তি ভুলে ক্ষমার নজরে দেখবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।।
কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তবে কিছু কিছু জায়গায় বানেনের কিছুটা সমস্যা রয়েছে। তবুও বলবো কবিতাটি আমার ভীষণ ভালো লেগেছে। কারন এর মূল বিষয়বস্তু বাস্তবতার নিরিখে লিখা। প্রবাসীদের জীবন সত্যিই কষ্টের কেউ যদি মনে করে টাকা খুব সহজেই আসে তাহলে সেটা মস্ত বড় ভুল। তাদের ঘাম আর রক্তের টাকা এগুলো। যাক আমার ভালো লেগেছে ভাই। চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ ভালো কিছু হবে। দোয়া রইল 🥀
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া আমি জানি প্রবাসীরা কত কষ্ট করে, তাই লিখলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক বলেছেন আসলে প্রবাসীদের দুঃখের কথা বলে শেষ করা সম্ভব নয়। যার কারণে প্রবাসীরা ফোন করলে সহজে কথা শেষ হয় না। আর প্রবাসীদের দুঃখ নিয়ে যতই কবিতা লিখবেন শেষ করতে পারবেন না। কারণ আমি নিজে একজন প্রবাসী ছিলাম, যাইহোক ভালো ছিল ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া ঘন্টার পর ঘন্টা কথা বলে, কান গরম হয়ে যায় বাট তাদের কথা শেষ হয় না। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হবে কি করে দুঃখের তো আর শেষ নেই তাই
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার শব্দগুলো এমন ভাবে লাইনে আবদ্ধ করেছেন যার ফলে একটি অনেক সুন্দর কবিতার আত্মপ্রকাশ ঘটেছে। আপনার কবিতার নিচের লাইনগুলো আমার বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মূল বিষয়টা বুঝতে পারার জন্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রবাসীদের নিয়ে অনেক আগে আমি নিজে একটি খুবই চমৎকার কবিতা লিখেছিলাম। প্রবাস জীবন কতটা কষ্টের। মা-বাবা আত্মীয়-স্বজন প্রিয়জনদের ছেড়ে প্রবাসে দিন কাটানো কতটা কষ্টের। শুধু যারা প্রবাসে থাকে তারাই বিষয়টি ভালোভাবে অবগত হতে পারে।আর আমরা না বুঝে নানা রকম মন্তব্য করি। খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন। প্রবাসী জীবন। আমার কাছে দারুন লেগেছে কবিতাটি।
♥♥
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু আমি তাদের কষ্টটা বুঝি। তাই লিখতে চেষ্টা করলাম। আপনার মত তো আর পারবো না। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি প্রবাসীদের জীবন নিয়ে এত সুন্দর কবিতা লিখেছেন। সত্যি প্রবাসের কষ্ট কেউ বোঝেনা। ৫০ ডিগ্রি এর উপরে শুনেছি বিদেশে গরম পড়ে। সকালবেলা ভোরবেলা কাজে যায় এবং সন্ধ্যার সময় কাজ থেকে আসে এত কষ্ট করে টাকাগুলো দেশের জন্য পাঠায়। কিন্তু তাদের শেষ সম্মান দেওয়া হয় না। আপনার কবিতার মাঝে খুব সুন্দর করে প্রবাস নিয়ে উপস্থাপনা করা আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী আপু প্রবাসীরা প্রাপ্য সম্মান পায় না। বাট তাদের টাকায় সবাই সুখ করে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাই প্রবাস জীবন কতটা কষ্টের কতটা যন্ত্রণার তা একমাত্র তারাই জানে ৷ পরিবার পরিজন ছেড়ে কতটা কষ্টে বাস করে ৷ টাকার আশায় ৷ যে টাকা দিয়ে তার পুরো পরিবার চলবে ৷ খুব সুন্দর একটি কবিতা লিখেছেন ভাই ৷
সর্বোপরি আমিও বলতে চাই ভালো থাকুক সকল প্রবাসী মানুষ গুলো ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জী ভাইয়া মনের গভীর থেকে লিখার চেষ্টা করলাম। ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
প্রবাসীদের নিয়ে লেখা কবিতাটি পড়ে সত্যিই অনেক অনেক ভালো লাগলো। প্রবাসীরা অনেক কষ্ট করে দেশের জন্য অর্থ পাঠায়। দূর দেশে তাদের দুঃখে কষ্টের শেষ নাই। কবিতাটির প্রতিটি ছন্দ বেশ ভালো ছিল। প্রবাসীদের নিয়ে সুন্দর অনুভূতি কবিতার মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit