হঠাৎ ঝালমুড়ি খাওয়ার পার্টি।। ১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য ||

in hive-129948 •  2 years ago  (edited)
আসসালামু আলাইকুম/আদাব🌺

হ্যালো বন্ধুরা,কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভাল আছেন সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @joniprins আপনাদের সাথে যুক্ত হয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে।

আজকে আপনাদের সাথে মজার একটি গল্প সেয়ার করবো। একটি রোগকে কেন্দ্র করে হাসতে হাসতে তৈরী হওয়া গল্পটি শুরু করা যাক। আশা করি আপনারা মনযোগ দিয়ে পড়লে অনেক মজা পাবেন।

01.jpg

আমাদের অফিসের ম্যানাজার স্যার প্রায় সময় লেক্সাস বিস্কুট এবং খালি মুড়ি খেয়ে থাকেন। সাধারনত এই দুইটি খাবার কারা খেয়ে থাকেন, সে বিষয়ে আপনাদের অবশ্যই জানা আছে। তারপরও আমি বলি, সাধারনত যারা ডায়াবেটিস রুগি আছেন তারা এই খাবারটি বেশি খেয়ে থাকেন। আমার এবং আমাদের ফেমিলির কোন সদস্যের ডায়াবেটিস নেই, আলহামদুলিল্লাহ। শুনেছি খালি মুড়ি,লেক্সাস বিস্কুট, ময়দার রুটি খেলে নাকি ডায়বিটিক্স নিয়ন্ত্রনে থাকে।

গত কালকে বিকাল বেলা ম্যানাজার স্যারের মুড়ি শেষ হয়ে গেছে। তিনি ১০০ টাকা দিয়ে আমাদের অফিসের দফতরি সাস্তার চাচাকে মুড়ি আনতে দোকানে পাঠালেন। স্যারের ডেস্কে যেতে হলে আমাদের সবার অফিসের ডেস্কের সামনে দিয়ে যেতে হয়।চাচা যথা সময়ে মুড়ি নিয়ে আমাদের অফিসের সামনে দিয়েই গেলেন। আমারা সবাই দেখলাম চাচা স্যারের জন্য মুড়ি নিয়ে গেলেন।

আমার এক কলিগ আমাকে বললো যে সে মুড়ি খাবে। আমি বললাম বাহিরে গিয়ে খেয়ে আসতে। সে বললো এখানে অফিসে খাবে। আমি বললাম অফিসে খেলে সবাইকে নিয়ে খেতে হবে। সে বললো সবাইকে নিয়েই খাবে। তো যেই কথা সেই কাজ, বললাম তাহলে ৫০ টাকা করে উঠাও, সে বললো আগে স্যারের থেকে পারমিশন নিয়ে আসি। আমি বললাম যাও, সে একা যাবে না, আমাকে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে চলো।

আমি গিয়ে স্যারকে বললাম স্যার আমরা মুড়ি খাবো। স্যার তিনির জন্য আনা মুড়ির দেখিয়ে বললো নেও, এখান থেকে খাও, আমি বললাম না স্যার, খালি মুড়ি না, ঝালমুড়ি খাবো। স্যার এতক্ষনে ব্যাপারটা বুঝে গেছে। তিনি আমাদেরকে পাচঁশত টাকা দিয়ে বললেন, যাও যত টাকার লাগে নিয়ে আসো।

আমাদের অফিসের ভিতরে আবার মানুষ কম ৯ থেকে ১০ জনের মত হবে। আমরা ৩৫০ টাকার মত খরচ করে মোটামুট নয় দশজন খাওয়া যাবে এমন আইটেম কিনলাম। বেশি নিলাম না, কারন এমন ঝালমুড়ির আয়োজন করলে প্রায় সময় নষ্ট হয়, গ্যাস্ট্রিক এটা সেটা বলে তেমন বেশি কেউ খেতে চাই না। আমরা ছেলেরাই একটু বেশি খায়। মোটামুটি ঝালমুড়ির সব আইটেম কিনে অফিসে এনে রেখে সবাই নামাজ পড়তে চলে গেলাম। নামাযের পর দুই জন মিলে বানানোর পক্রিয়া শুরু করলাম।

02.jpg

শসা, লেবু,কাঁচা মরিচ,পেয়াজ সহ সবকিছু কাটাকাটির কাজ চলছে।

03.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9T8yR8xAxr6yYTx.png

04.jpg

পেয়াজু, আলুর চপ,চানাচুর, বোট, তেল ইত্যাদি সব কিছু মেশােনোর পক্রিয়া চলছে।

05.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9T8yR8xAxr6yYTx.png

06.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9T8yR8xAxr6yYTx.png

07.jpg

তারপর উপরে মুড়ি ছেড়ে মুখরোচক সুস্বাদু ঝালমুড়ি বানিয়ে ফেললাম।

09.jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9T8yR8xAxr6yYTx.png

08.jpg

ঝালমুড়ির ঘ্রানে সারা অফিস ভরে গেল। এখন খাওয়ার পালা, আর সহ্য হচ্ছে না। খাওয়া শুরু করে দিলাম। আমাদের স্যার অবশ্য অল্প কিছু খেলেন,বেশি খেলেন না, কারন গ্যাস্ট্রিক ছাড়া আবার কি... হা হা হা....

109.png

বন্ধুরা আমাদের ম্যানাজার স্যার কর্তৃক দেওয়া জাল মুড়ির পার্টি কেমন হলো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভাল থাকবেন সুস্থ থাকবেন। নিজের প্রতি খেয়াল রাখবেন। অপচয় রোধ করবেন। চারপাশ পরিষ্কার রাখবেন। আল্লাহ হাফেজ।

108.png

ফটোগ্রাফি সহ প্রয়োজনীয় বিবরণ
ডিভাইসমোবাইল
ক্যামেরারেডমি নোট-৮
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ক্যাপশন@joniprins
ধরনহঠাৎ ঝালমুড়ি খাওয়ার পার্টি
স্থাননারায়ণগঞ্জ
তারিখ১০-০৮-২০২২
সময়5.30 pm ‍

gPCasciUWmEwHnsXKML7.png

ddddoo.png


4789.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাইয়া আপনি আজকে আমাদের মাঝে মুড়ি মাখানোর রেসিপি শেয়ার করেছেন। আমিও কিছুক্ষণ আগে মুড়ি মাখানোর রেসিপি আপনাদের মাঝে অনেক সুন্দরভাবে শেয়ার করেছি। আপনার পোস্ট করে বুঝতে পারলাম আসলে মুড়ি খেতে খুব সুস্বাদু হয়েছিল।

ভাইয়া আপনার কমেন্ট পেয়ে অনেক ভাল লাগলো। কিন্তুুু এটা কোন রেসিটি পোষ্ট না।

মাশাআল্লাহ ভাইয়া আপনি সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে হোস্টেলে কথা মনে পড়ে গেল। এইরকম ভাবে বন্ধুরা মিলে গভীর রাতে হঠাৎ সিদ্ধান্ত হতো যে মুড়ি খাওয়ার। ওইগুলো খুব মিস্ করি। আপনার পোস্ট দেখে সেই সমস্ত স্মৃতি গুলোর কথা মনে পড়ে গেল। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।

ভাইয়া মাঝে মাঝে হুট হাট খাওয়ার সিধান্ত গুলো ভালই লাগে।

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর মুড়ি মাখানোর প্রসেসটি দেখে এত ভালো লেগেছে যে আমার এখনই খেতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

এটা কোন রেসিপি পোষ্ট না আপু ধন্যবাদ।

পূর্ব দিনে ঝাল মুড়ি খাওয়ার স্মৃতি গুলো স্মরণ করে দিলেন ভাই। খুবই খুশি হলাম আপনার আজকের এই পোস্ট দেখে। আমরাও বন্ধুরা মিলে এভাবে ঝালমুড়ির আয়োজন করতাম সময় সাপেক্ষে সুযোগ পেলে।

জী ভাইয়া হুট হাট ঝালমুড়ি খেতে ভালেই লাগে।

এইভাবে ঝালমুড়ি খাওয়ার আনন্দটাই আলাদা। এই মুহূর্ত টা আমাদের বাড়িতে প্রায়ই সময়ই হয়ে থাকে সদস্য সংখ্যা অনেক সবাই মিলে বসে ঝালমুড়ি খাওয়ার যে কি আনন্দ সেটা বোলে বোঝানো যাবেনা। অনেক সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

জী আপু অনেক মজা হয়। অনেক অনেক ধন্যবাদ আপু।

আপনি খুব সুন্দর করে ঝালমুড়ি খাওয়ার পার্টি করেছেন। আমি এভাবে পরিবারের সাথে ঝাল মুড়ি বানিয়ে খেয়ে থাকি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনাকেও অনেক ধন্যবাদ,সুন্দর একটি কমেন্ট করার জন্য।

সবাই মিলে একসাথে ঝাল মুড়ি খাওয়ার মজাই আলাদা আপনার এই পোস্ট দেখে ম্যাচ লাইফে সবার সাথে বসে ঝাল মুড়ি খাওয়ার কথা গুলো মনে পড়ে গেল। আপনার সুন্দর মুহূর্ত গুলো আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।

জি ভাইয়া আমরা মেসের মধ্যেও মাঝে মাঝে এমন করে খাই। অনেক ভাল লাগে।

যাই বলেন সবাই মিলে ঝাল মুভি খাওয়ার আনন্দ টাই আলাদা ৷আবার আড্ডা বেশ জমে উঠে৷ খুব ভালো লাগলো আপনাদের মুরি খাওয়ার আনন্দ দেখে

জী ভাইয়া খুব মজা করেছি।