আমি জয়নাল আবেদীন। ২০২১ সালের মাঝামাঝি সময়ে মানুষকে ভাল খাবার খাওয়ানো লক্ষ্যে আমি এবং আমার বউ মিলে ফেসবুকে একটি পেজ খুলি। যার নাম ইফুড পার্লার facebook.com/efoodparlor। এটি আরও বড় পরিসরে আমরা শুরু করতে চাই। কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণের টাকা নেই বিনিয়োগ করার মত।
যদি আমরা এটি আরও বড় পরিসরে করতে পারি তাহলে কিছু মানুষের কর্মস্থান হবে। এই লক্ষ্যে আমরা একটি ক্রাউড ফান্ডিং চেষ্টা করছি।
বর্তমানে আমরা শুটকির বালাচাও সারা বাংলাদেশে ডেলিভারি করছি। এই ভাল বালাচাও এর বেশ ভাল চাহিদা আছে আমাদের দেশে। এটি তৈরি করাও অনেক কস্টের কাজ। তাছাড়া আমরা নিরাপদ শুটকি নিয়ে কাজ করছি।
সবার সহযোগিতা পেলে আমরা আরও ভাল করতে পারব।