মানবতার জয় হোক ১০% লাজুক খ্যাঁক, ৫% এবিবি স্কুল, ৬০% এবিবি চ্যারিটির

in hive-129948 •  2 years ago  (edited)

আসসালামুআলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি সবাই ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন পর প্রিয় ব্লগে লিখতে বসলাম। মনে টা তেমন বেশি ভাল নাই। আমরা সবাই জানি আজ বাংলাদেশ ভাল নাই। বিশেষ করে সিলেট-সুনামগঞ্জ আজ ভয়াবহ বন্যায় কবলে। প্রতিটি মানুষ অনেক বেশি অসহায়। তারা আমাদের দিকে তাকিয়ে আছে। প্রতিটি ঘরে ঘরে পানি। যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ন ধংস হয়ে গেছে।

2f8223ca528a2a665c46ea8e50814b8a-62b0c6c804b74.jpeg

Source: Ittefaq

আমরা এখনো অনেক ভালো আছি , ঠিকভাবে চলাফেলা কর‍তে পারছি, খেতে পারছি। সবকিছু স্বাভাবিক। কিন্তু সিলেটবাসি আজ বড় অসহায়তা। বাড়ি-ঘর পানির নিচে তলিয়ে গেছে। ঘরে খাবার নাই ২-৩দিন। নাই কোন রান্নার করার ব্যবস্থা। বিশুদ্ধ পানি নাই। চিড়া মুড়ি খেয়ে পার করেছে কেউ কেউ। অনেক জায়গা আছে যেখানে খাবার মত কিছুই নাই।

_125546386_gettyimages-1241415008.jpg.jpeg

Source: BBC News

সবচেয়ে বেশি ভুক্তভোগী তারা যারা দিন আনে দিন খায়, সাহায্য ছাড়া তাদের টিকে থাকা খুবই মুশকিল। খাবার আর বিশুদ্ধ পানি ছাড়া জীবন কেমন, তা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। কারো কারো আবার তিন চারদিন ধরে কোন কারেন্ট নেই, মোবাইল নেটওয়ার্ক নেই, যোগাযোগের কোন মাধ্যম নেই । তাদের আসবাবপত্র, গবাদি পশু ও গুরুত্বপূর্ণ মালামাল পানিতে ভেসে যাচ্ছে। কারো ঘর-বাড়ী মূহুর্তেই পানিতে বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে তাদের সব ভেসে যাচ্ছে। খুবই করুণ অবস্থা। কারো বাড়ি-ঘর আবার ভে'সে গিয়েছে। কারো বাড়িতে গলা,বুক, কোমর পরিমাণ পানি। এমন কোনো ঘর নাই যে ঘর প্লাবিত হয় নি।রাতে তারা ঘুমাতে পারছেন না, ঘুমানোর কোন ব্যবস্থা নেই। কেউ কেউ স্কুল-কলেজে আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানে সাহায্য দেওয়ার মতো কেউ নেই।

ইতিমধ্যে বিভিন্ন সংগঠন, সরকারী-বেসরকারি প্রতিষ্ঠান সাহায্যের হাত বাড়িয়েছে।

prothomalo-bangla_2022-06_8349fccf-ad66-4fd4-87b5-f2c40969c8c2_Sylhet_DH0486_20220621_Sylhet_Photo_48.jpeg

Source: ProthomAlo

এখন সময় হয়েছে আমাদেরও পাশে দাড়ানোর। আমাদের হাতে বড় হাতিয়ার হিসেবে আছে স্টিমমিট। আমরা চাইলে সকলে এক হয়ে বিশাল ফান্ড তৈরি করতে পারি।

আমরা আগেও পেরেছি। এখনো পারব ইনশাহাল্লাহ। শুধু দরকার একটু ইচ্ছা শক্তি। আমার নিজের সেচ্ছাসেবী সংগঠন থেকে ইতিমধ্যে একটি টিম সিলেট কাজ করছে।

আমি আমরা কক্সবাজার এলাকার থেকে ফান্ড রাইজিং করার চেষ্টা করছি। পাশাপাশি স্টিমমিট আমদের জন্য বড় একটা শক্তি ফান্ড রাইজিং করার জন্য।

prothomalo-bangla_2022-06_62ab4cd1-7f5e-4a50-a198-527f15bdee58_Sylhet_DH0778_20220620_Sylhet_photo_20_6_22__1_.jpg

Source: Prothom-Alo

আমি আমার সকল স্টিমমিট বন্ধু, ভাই ও বোনদের অনুরোধ করব যে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করুন।

মানুষ মানুষের জন্য



আল্লাহ আমাদের সহায়তা করুন আমিন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

শুনে খুব ভালো লাগলো যে আপনার টিমের একটি অংশ সিলেটে কাজ করছে। এখন তাদের বিপদে আমরা এগিয়ে গেলে তারাও এক সময় আমাদের বিপদে এগিয়ে আসবে। সিলেটবাসীর এমন দুর্দশা অবস্থা দেখলে মন বিষণ্ন হয়ে যায়। আমাদের সকলের উচিত শেষ বয়সের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া।

আসলেই মানুষ মানুষের জন্য

জি ভাই আমাদের সকলেরই উচিত বন্যার্তদের পাশে দাঁড়ানো। কারণ আমরা তাদের তুলনায় অনেক ভাল আছি সুখে আছি।আপনি ঠিকই বলেছেন অতিরিক্ত বন্যার পানি কারণ তাদের আসবাবপত্র গবাদি পশু এবং কি বাচ্চাকাচ্চা মানুষ ভেসে যাচ্ছে পানির সাথে। তাই আমাদের সকলেরই উচিত যে যেভাবে পারুক না কেন তাদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য করা। আপনাকে ধন্যবাদ সুন্দর মূল্যবান পোষ্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য শুভেচ্ছা রইল।

আপনার কাজটি প্রশংসার দাবিদার। সত্যি খুব ভাল লাগলো আপনার এই ধরনের সংগঠনের কথা এবং কাজের কথা শুনে। আর পোস্টের বেনেফিশিয়ারির কাজটাও খুবই ভালো লেগেছে।

সবসময় চেষ্টা করি মানুষের জন্য কিছু করার। বাকিটা আল্লাহ ভরসা।

আসলে এসব বন্যার্তদের পাশে দাঁড়াতে পারলে খুবই ভালো লাগবে। এটা শুনে খুব ভালো লাগলো যে আপনার একটি টিমের একটা অংশ সিলেটে কাজ করছে। আসলে তাদের বিপদে যদি আমরা এগিয়ে যাই এটা আমাদের একদমই মানবিক মূল্যবোধ থেকেই হবে। অনেক ধন্যবাদ আপনাকে এই পোস্টটি শেয়ার করার জন্য।

মানবতার সেবায় আমাদের সবাইকে আত্মনিবেদিত করতে হবে। কারন মানুষ মানুষের জন্য। বিপদের বন্ধুই বড়ো বন্ধু। সিলেটবাসী সহ যারা আজ বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের পাশে অবশ্যই দাঁড়াতে হবে আমাদের। মানবতার সেবায় সুন্দর সংগঠন গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব।

একজনের অপরজন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে তবে তো মানব জীবন সার্থক। আসলে আমাদের প্রত্যেকেরই উচিত যে যার মত করে বন্যার্ত দের সাহায্য করা। আপনার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে এবং এর একটি টিম সিলেটে বন্যার্তদের সাহায্যের জন্য গিয়েছে এটা জানতে পেরে ভালো লাগলো। আর আপনার পোষ্টের বেনিফিশিয়ারি সত্যিই প্রশংসার দাবিদার।
শুভকামনা রইল।

ধন্যবাদ। আসলে স্টিমমিটে আমরা সবাই জানি আপভোট থেকে ইনকাম হয়। কিন্তু আপভোট না আসলে ইনকামো নাই। সিলেটবাসিকে আরো বেশি সাহায্য করতে হলে যারা এটার জন্য ফান্ড করে পোস্ট করতেছে তাদের পোস্ট গুলোতে সবার আপভোট দেওয়া উচিত।