FUN FACTS :: "সমুদ্রের নিচের রহস্য: গভীর জলের অজানা প্রাণী ও ধনসম্পদের কাহিনী"

in hive-129948 •  8 months ago 

magai-240425100438.png

সমুদ্রের নীল জলরাশির নিচে লুকিয়ে থাকা রহস্যময় জগৎটি আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। গভীর সমুদ্রের অন্ধকার জলে বসবাস করে এমন অনেক অদ্ভুত প্রাণী ও মূল্যবান ধনসম্পদ, যা আমাদের অনেকেরই অজানা। চলুন জেনে নেওয়া যাক গভীর সমুদ্রের কিছু মজার তথ্য ও কাহিনী।

বিচিত্র প্রাণীর আবাসস্থল

গভীর সমুদ্রে বসবাস করে অনেক বিচিত্র প্রাণী, যাদের অস্তিত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব কমই জানি। এমন এক প্রাণী হলো 'ভ্যাম্পায়ার স্কুইড', যার শরীরে রক্তের মতো লাল রঙের তরল পদার্থ থাকে। এছাড়াও আছে 'ব্লব ফিশ', যাকে পৃথিবীর সবচেয়ে কুৎসিত মাছ বলা হয়। এই মাছটির দেহ এতটাই নরম যে, জলের উপরে এসে সে নিজের আকার ধরে রাখতে পারে না।

ডুবে যাওয়া ধনসম্পদের খোঁজে

ইতিহাসের বিভিন্ন সময়ে অনেক জাহাজ ডুবিয়ে সমুদ্রের তলদেশে পৌঁছে গেছে অমূল্য ধনসম্পদ। স্প্যানিশ গ্যালিয়ন 'আতোচা' এমনই একটি জাহাজ, যা ১৬২২ সালে ফ্লোরিডার উপকূলে ডুবে যায় প্রায় ৪০০ মিলিয়ন ডলারের সোনা, রুপো ও মণিমুক্তো নিয়ে। ২০১৪ সালে একদল গবেষক এই ডুবে যাওয়া জাহাজ থেকে প্রায় ১ মিলিয়ন ডলারের ধনসম্পদ উদ্ধার করতে সক্ষম হন।

নতুন প্রজাতির আবিষ্কার

প্রযুক্তির উন্নতির সাথে সাথে গভীর সমুদ্র অনুসন্ধানের নতুন দিগন্ত খুলে গেছে। ২০১৭ সালে 'অক্টোপস গার্ডেন' নামে একটি অঞ্চল আবিষ্কার করা হয়, যেখানে শত শত অক্টোপাস একসাথে বসবাস করে। একই বছর গবেষকরা 'ক্যারিবিয়ান সি' তে ৪৫০টিরও বেশি অজানা প্রাণীর সন্ধান পান, যার মধ্যে ছিল ১৮টি সম্পূর্ণ নতুন প্রজাতি।

এই তথ্যগুলো পড়ে অবাক হওয়ার কথা। গভীর সমুদ্রের এই রহস্যময় পৃথিবী সম্পর্কে আমাদের জানা তথ্য নিতান্তই সামান্য। ভবিষ্যতে আরও গবেষণা ও অনুসন্ধানের মাধ্যমে নিশ্চয়ই এই অজানা জগত থেকে আরও অনেক বিস্ময়কর তথ্য উঠে আসবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!